AIIMS IMA – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 17 Jun 2019 06:37:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AIIMS IMA – The News বাংলা https://thenewsbangla.com 32 32 এনআরএস কাণ্ডে এবার কর্মবিরতি শুরু করল দিল্লির এইমস ও আইএমএ ডাক্তাররা https://thenewsbangla.com/nrs-incident-delhi-aiims-ima-doctor-started-strike-hospital-service-stop/ Mon, 17 Jun 2019 06:37:43 +0000 https://www.thenewsbangla.com/?p=13945 এনআরএস কাণ্ডে এবার কর্মবিরতি শুরু করল দিল্লির এইমস ও আইএমএ এর ডাক্তাররা; অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি। সারা দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির জেরে ক্রমশ চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের চিকিত্সকদের দাবি মেনে না নিলে; অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছিলেন দিল্লি ও অন্যান্য জায়গার এইমস-এর চিকিত্সকরা।

এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের(আরডিএ) পক্ষ থেকে জানানো হয়েছিল; পশ্চিমবঙ্গের চিকিৎসকদের দাবি ৪৮ ঘণ্টার মধ্যে; মেনে নিতে হবে রাজ্য সরকারকে। না হলে অনির্দিষ্টকালের জন্য; ধর্মঘটে এইমস এর চিকিৎসকরা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তার বৈঠক নিয়ে নবান্নের চিঠি পাননি আন্দোলনকারীরা

এনআরএস হাসপাতালে এক রুগীর মৃত্যুকে কেন্দ্র করে; প্রায় দুশোজন লোক লরি করে এসে ইমারজেন্সিতে ঢুকে; ডাক্তারদের উপর আক্রমণ করে। এর ফলে জুনিয়ার ডাক্তার পরিবহের মাথার ফ্রন্টাল বোনে ডিপ্রেসড ফ্র‍্যাকচার হয়। তারপর থেকে শুরু হয় কর্মবিরতি। শুরু হয় ডাক্তারদের গণ ইস্তফার ঘটনা।

মমতা বারবার জুনিয়ার ডাক্তারদের নবান্নে ডেকে পাঠালেও; তা উড়িয়ে দিয়েছে ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের মুখপাত্র ডা অরিন্দম দত্ত সংবাদমাধ্যমে জানিয়েছেন; শুক্রবার মুখ্যমন্ত্রী যা বলেছেন তার জন্য তাঁকে শর্তহীনভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি এনআরএস-এ এসে; আন্দোলনরত চিকিত্সকদের সঙ্গে কথা বলতে হবে তাঁকে।

আরও পড়ুনঃ নবান্নেই জুনিয়র ডাক্তারদের সোমবার বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা

শনিবার এনআরএস হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে; বৈঠক করেছেন ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সদস্যরা। IMA এর তরফে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। তিনি কি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিটিং সম্ভব করে; মমতার মান বাঁচাতে পারবেন? সেটাই ছিল প্রশ্ন। কিন্তু সেটাও হয়নি।

ডাক্তাররা এখনও মমতাকেই; এনআরএস হাসপাতালে আসতে হবে; এই দাবিতে অটল। ইগোর লড়াইয়ে কে জেতে তার উপরই নির্ভর করছে আন্দোলন ওঠার সিদ্ধান্ত। দুজনের ইগোই সামাল দিতে নিউট্রাল কোন জায়গায় এই বৈঠক হতে পারে। সেক্ষেত্রে বৈঠক হতে পারে কোন সরকারি হলে।

এর মধ্যেই দিল্লির ডাক্তারদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট; শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। গোটা দেশের দৃষ্টি এখন বাংলার চিকিৎসা অচলাব্যবস্থার দিকেই। রাজ্যের সাথে সারা দেশের চিকিৎসকদের কর্মবিরতিতে; পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই মনে করা হচ্ছে। সরকারি হাসপাতালের পর আন্দোলন ছড়াচ্ছে বেসরকারি ক্ষেত্রেও।

]]>