Aids Slogans – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 01 Dec 2018 17:36:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Aids Slogans – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পরকীয়া সমলিঙ্গে স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার https://thenewsbangla.com/the-main-slogans-are-missing-on-the-aids-campaign-in-world-aids-day/ Sat, 01 Dec 2018 17:16:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3422 The News বাংলা, কলকাতা: আসল স্লোগানগুলোই গুল। স্লোগান হয়ে গেছে ‘ব্যাকডেটেড’। পরকীয়া-সমলিঙ্গে স্লোগান হারিয়ে আজ দিশাহীন এইডস এর প্রচার। স্লোগান লোপে জৌলুস হারিয়েছে এইডস প্রচার।

স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা
স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা

বুলাদিকে আজকাল আর দেখা যায় না। লুডোর বিক্রিবাটাও কমে গেছে। ‘এই লুডো খেলবি’? বললে কেউ আর রাগ করে না। লুডো খেলাটাই তো প্রায় উঠে গেছে! ‘চলো একদান লুডো খেলি’, আজ আর নেই!

অন্যদিকে সুপ্রিম কোর্টও সমলিঙ্গ ও পরকীয়া সংক্রান্ত রায় দেওয়ার পর থেকে আর ‘একটি মাত্র সঙ্গীকে আপন করে নিন’ বা ‘নিজের সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন’ এই স্লোগানগুলিও আর বাজারে দেখা যাচ্ছে না। বেমালুম উবে গেছে। মহামান্য আদালতকে কে চটাবে!?

স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা
স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা

মহানাগরিক থেকে আমজনতা সকলেই পরকীয়ার ওম পেতে চাইলে, এইডস প্রতিরোধ স্লোগান ‘একটি মাত্র সঙ্গীকে আপন করে নিন’ বা ‘নিজের সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন’ এই স্লোগানগুলি তো বিশ বাঁও জলে যাবেই।

আরও পড়ুন: আজমল কাসভের একে ৪৭ এর বুলেটের সামনে দুই নার্স

তাই আজ আর ‘Prevention is better than Cure’ নয়। আজকের স্লোগান শুধুই ‘KNOW YOUR STATUS’। জেলায় জেলায়, ব্লকে ব্লকে এখন আইসিটিসি সেন্টারে নিজের স্ট্যাটাস জানা যায় সহজেই, বিনামূল্যে।

‘আপনি কি সন্দেহ করছেন HIV সংক্রমিত হতে পারেন? আজই জেনে নিন অপনার নিকটবর্তী আইসিটিসি সেন্টারে।’ এমনটাই প্রচার দেখা গেল শনিবার সারাদিন। তবে সেটাও যে খুব ম্যাড়ম্যাড়ে একটা প্রচার, তা আর বলার অপেক্ষা রাখে না।

স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা
স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা

শনিবার পয়লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস পালন হয়ে গেল। এইডস দিবসের ৩০ তম জন্মবার্ষিকী ছিল। এ বছরের থিম ‘Know Your Status’। দেশে বিদেশেও এই স্লোগানেই সাড়ম্বরে পালিত হল এইডস দিবস।

আরও পড়ুন: ‘কাসভের বেটি’, জঙ্গি চিনিয়ে দেবার ‘পুরষ্কার’ পাচ্ছে দেবিকা

তবে ভারতে, রাজ্যে রাজ্যে জেলায় জেলায় সচেতনতার মিছিল, রক্তদান শিবির, এইচ আই ভি পরীক্ষার জন্য বিশেষ কর্মশিবির সত্ত্বেও আজকের বিশেষ দিনে নজরে পড়ার মত পরিসংখ্যান কিন্তু নেই।

স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা
স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা

ন্যাকোর পরিসংখ্যান অনুযায়ী ভারত বিশ্বে এইচ আই ভি সংক্রমণের ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দেশ। ২০১৭ র হিসাব অনুসারেঃ
# ২.১ মিলিয়ন মানুষ এইচ আই ভি সংক্রমিত
# ৮৮০০০ নতুন সংক্রমণ
# ৬৯০০০ এইডস সম্পর্কিত কারণে মৃত্যু হয়েছে।

স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা
স্লোগান হারিয়ে দিশাহীন এইডস এর প্রচার/The News বাংলা

ন্যাকো-র মতে এইচ আই ভি প্রধানত ছড়ায় যৌন সংসর্গের মাধ্যমে, সংক্রমিত রক্তের মাধ্যমে এবং কম সংখ্যায় হলেও সংক্রমিত সিরিঞ্জ ও সূচের মাধ্যমে। প্রতিরোধের উপায় হিসাবে সচেতনতার যে যে স্লোগান ব্যবহার করা হয় ‘কন্ডোম ব্যবহার করুন’ কিংবা ‘সংক্রমিত সিরিঞ্জ বা সূচ ব্যবহার করবেন না’।

আরও পড়ুন: পার্লামেন্টে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ান যায় শপিং মলে নিষেধাজ্ঞা

এইডসের প্রতীক হিসেবে নির্ধারণ করা হয় লালফিতে বা রিবন। ইউএন এইডস এর তথ্যমতে, বর্তমানে বিশ্বে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এইডসে আক্রান্ত এবং এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এই মরণঘাতী এইডস এ আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে মৃত্যুবরণ করেছে।

তবে হিসাব যাই হোক না কেন, ভারত এবং বিশেষ করে এই বাংলায় নতুন স্লোগান হারিয়ে প্রায় দিশাহীন এইডস এর প্রচার। আর পুরনো স্লোগান বাতিল এর জন্য মহামান্য সুপ্রিম কোর্টও যে অনেকটাই দায়ী!!! আর সেই সৌজন্যে জৌলুস হারিয়েছে এইডস প্রচার।

]]>