Agricultural Farmers – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 25 Mar 2019 08:48:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Agricultural Farmers – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দেনার দায়ে ফের আত্মহত্যা বাংলার আলু চাষির https://thenewsbangla.com/potato-farmer-of-bardhaman-district-in-west-bengal-commits-suicide/ Mon, 25 Mar 2019 08:26:53 +0000 https://www.thenewsbangla.com/?p=9213 দক্ষিণের আতঙ্ক ফিরে এল বাংলায়। ফের আত্মহত্যা বর্ধমানের এক আলু চাষির। এবার চাষের ব্যপক ক্ষতি হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন বর্ধমানের কালনার এক আলু চাষি।

চলতি বছর টানা বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন আলু চাষিরা। এবার আলু চাষের ক্ষতি হওয়ায় ঋণের দায়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন কালনার কয়াগ্রামের মাধব মাঝি নামে এক ভাগ চাষি।

আরও পড়ুনঃ নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

স্থানিয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ও বৌমার সোনার গহনা বন্ধক রেখে ভাগে চার বিঘা জমিতে চাষ করেছিলেন মাধব মাঝি, এমনটাই জানা গেছে। ঋণ শোধ করতে পারবেন না আর পারিবারিক অশান্তি হতে পারে সেই জ্বালায় তিনি আত্মহত্যা করেন বলেই গ্রাম সূত্রে খবর।

আরও পড়ুনঃ কর্মীর শ্লীলতাহানির প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির, নেতৃত্বে অর্জুন

মাধব মাঝির চার বিঘার মধ্যে প্রায় তিন বিঘা জমিতে আলুর চাষ করেছিলেন। বৃষ্টিতে জমিতে চাষের সব আলুই জলের তলায় চলে যায়। ফলে পচে যায় সব আলু। আর তাই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় মাধবকে। ব্যাঙ্ক ঋণ শোধ করার কোন উপায় ছিল না তাঁর।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

মাধব মাঝির পরিবার সূত্রে খবর, যে পরিমানে আলুর ক্ষতি হয়েছে তাতে আয় প্রায় হয়নি বললেই চলে। ফলে প্রাপ্যটাকায় ঋণ শোধ করা এবং বৌমার সোনার গহনা ছাড়ানো সম্ভব ছিল না।

আরও পড়ুনঃ মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক

অন্যদিকে ব্যাঙ্ক এর ধার শোধের চিন্তাও বাড়তে থাকে। রবিবার সন্ধে নাগাদ কীটনাশক খেয়ে নেন মাধব মাঝি। গুরুতর অসুস্থ অবস্থায় কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় মাধব মাঝি নামে ওই চাষির।

এই ঘটনায় বর্ধমানের আলু চাষিদের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন ঋণ মকুবের মত ব্যবস্থা নেবে না প্রশাসন, প্রশ্ন উঠেছে। ব্যাঙ্ক থেকে ঋণ শোধের তাগদাও দেওয়া হয় বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গোটা ভারতের পাশাপাশি বাংলাতেও উঠল কৃষি ঋণ মকুবের দাবি https://thenewsbangla.com/india-demands-there-has-been-a-demand-for-agricultural-debt-waivers-in-bengal-also/ Tue, 18 Dec 2018 11:18:35 +0000 https://www.thenewsbangla.com/?p=4422 The News বাংলা, মালদাঃ কংগ্রেস শাসিত রাজ্যগুলোর পাশাপাশি এবার বাংলাতেও উঠল ঋণ মকুবের দাবি। শপথ নিয়েই কৃষি ঋণ মকুবের দাবি মেনে নিয়ে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী কমলনাথ। গোটা দেশ জুড়েই উঠেছে কৃষি ঋণ মকুবের দাবি। এবার সেই একই দাবি উঠল মমতার বাংলাতেও।

আরও পড়ুনঃ পাহাড়ে পুলিশ হত্যা ও অশান্তির ঘটনায় বিমল রোশনকে বাঁধল সিআইডি

ঘূর্ণিঝড় ‘ফেতাই’ এর ফলে মালদাতেও সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল সকাল থেকে মালদার আকাশ ছিল মেঘে ঢাকা। দুপুর গড়াতে গড়াতে মাঝে মধ্যে বৃষ্টিও শুরু হয়। সন্ধ্যে হতেই বৃষ্টির পরিমান বাড়তে থাকে। গভীর রাত থেকে বৃষ্টির মাত্রা বেড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে অতিমাত্রায় বৃষ্টি হতে থাকে। ফলে তাপমাত্রাও কমতে থাকে।

আরও পড়ুনঃ শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও

গোটা ভারতের পাশাপাশি বাংলাতেও উঠল কৃষি ঋণ মকুবের দাবি/The News বাংলা
গোটা ভারতের পাশাপাশি বাংলাতেও উঠল কৃষি ঋণ মকুবের দাবি/The News বাংলা

এদিকে এই বৃষ্টির ফলে আমন ধানের বেশ ক্ষতি হয়। পাশাপাশি সর্ষে চাষের ক্ষেত্রে ও আলু চাষেও বেশ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। কৃষকেরা জানিয়েছেন, মালদায় এবার বৃষ্টির পরিমান খুবই কম। বিশেষ করে মালদার হবিবপুর, বামনগোলা, মালদা ও গাজোল ব্লকে বৃষ্টি সেইরকম না হওয়ায় আমন চাষেও বেশ প্রভাব পরে।

আরও পড়ুনঃ ‘ইন্দিরা গান্ধী ভারতে এমারজেন্সি লাগু করেছিলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়’

উল্লেখিত এই ব্লকগুলোতে কৃষি জমিগুলো এমনিতেই এক ফসলি। তার ওপর সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়ে কৃষকদের। কিন্তু তাঁর মধ্যেও কোনোক্রমে আমন চাষ করে ওই এলাকার কৃষকেরা। এমনিতেই জমিতে ধানের ফলন ভাল হয়নি। তাঁর ওপর অসময়ে নিম্নচাপের ফলে বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকদের।

গোটা ভারতের পাশাপাশি বাংলাতেও উঠল কৃষি ঋণ মকুবের দাবি/The News বাংলা

এখন চলছে আমন ধান কাটার সময়। অনেক কৃষক এখন ধান কেটে জমিতে ফেলে রেখেছেন। এদিকে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে জমিগুলোতে জল দাঁড়িয়ে গিয়েছে। ফলে ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকেরা জানিয়েছেন ধান জমিতে থাকার ফলে এবং জলে ভিজে যাওয়ার ফলে ধানের প্রচুর ক্ষতি হবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও একই হাল এই চাষগুলোর।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

এই ধানের কোনো দাম পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকেরা। অন্যদিকে, সর্ষে চাষেও ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা। অসময়ে বৃষ্টির ফলে। যে সমস্ত সর্ষে গাছে ফুল আছে সেই সর্ষে ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা প্রবল। ফলে গাছগুলোতে কোনরকম দানা আসবে না বলেই কৃষকেরা জানিয়েছেন। এ বছর আর বাঙ্কের ঋণ শোধ করতে পারবেন না বলেই জানিয়েছেন কৃষকরা।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

আলু চাষেও ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা। গোপাল বর্মন, সাজনা মার্ডি-র মত মালদার অনেক চাষি-কৃষকেরই এখন মাথায় হাত। মালদার কৃষি আধিকারিক মাধব দাস জানিয়েছেন, রাজ্য প্রশাসনকে সব জানান হবে। কৃষকেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আবেদন করেছেন তাঁদের কৃষি ঋণ মকুবের জন্য। পাশাপাশি কৃষকেরা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যেরও আবেদন করেছেন।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>