Agniveer Scheme – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 24 Jun 2022 04:10:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Agniveer Scheme – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই https://thenewsbangla.com/agniveer-scheme-agnipath-recruitment-2022-eligibility-criteria-age-limit/ Fri, 24 Jun 2022 04:09:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15697 অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন; ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। কোন পদে কী যোগ্যতা লাগবে জেনে নিন এখনই। সেনায় জওয়ান নিয়োগের জন্য, এই বছরেই অগ্নিপথ প্রকল্পের কথা; ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তা নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে; তারমধ্যেই নিয়োগ নিয়ে বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্র এবং ভারতীয় সেনার তরফে। এবার শুরুও হয়ে গেল; অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া। অগ্নিবীর পদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ইতিমধ্যেই জেনে গেছে সবাই; এবার দেখে নিন এই পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে।

বিভিন্ন পদে ও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে; নিয়োগ হবে সেনার তিন বাহিনীতেই। বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া; তবে সব বাহিনীর ক্ষেত্রেই নিয়ম একই। দেখে নিন এখনই।

আরও পড়ুনঃ বেমালুম উধাও হয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে ইঞ্জেকশন দেওয়া নার্স রাজদুলারী টিকু

অগ্নিবীর (জেনারেল ডিউটি, অন আর্মস);
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে, দশম শ্রেণি বা তার সমকক্ষ; কোনও পরীক্ষা পাশ করে থাকতে হবে। তার সঙ্গেই প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর; পেয়ে থাকতে হবে। যে বোর্ডে গ্রেড সিস্টেম রয়েছে, তার ক্ষেত্রে প্রতি বিষয়ে; অন্তত ডি-গ্রেড (৩৩%-৪০%) পেতে হবে। অথবা এমন কোনও গ্রেড পেতে হবে; যা আদতে ৩৩% শতাংশ নম্বর বোঝায়। এছাড়া সব মিলিয়ে সি২ গ্রেড অথবা ৪৫% নম্বর বোঝায় এমন গ্রেড পেতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস):
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক থাকতে হবে। ওই তিনটি বিষয় এবং ইংরেজিতে আলাদা করে; অন্তত ৪০% নম্বর থাকতে হবে। এছাড়া সামগ্রিক ভাবে মোট ৫০% নম্বর থাকতে হবে।

অথবা
কেন্দ্র বা রাজ্য স্বীকৃত যেকোনও বোর্ড থেকে; ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের NIOS এবং ITI কোর্স করা থাকবে হবে; যেখানে NSQF লেভেল ৪ বা তার উপরে থাকতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, এভিয়েশেন অ্যান্ড অ্যামুনিশন সেন্টার)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: উপরে উল্লিখিত অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস) পদের মতোই।

অগ্নিবীর ক্লার্ক/স্টোরকিপার (টেকনিক্যাল, অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয় নিয়ে (কলা, বিজ্ঞান বা কমার্স) ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মোট ৬০% নম্বর এবং প্রতিটি বিষয়ে; অন্তত ৫০% নম্বর থাকতে হবে। দ্বাদশ স্তরের পরীক্ষায় ইংরেজি এবং অঙ্ক অথবা অ্যাকাউন্টেসি অথবা বুক কিপিংয়ে; অন্তত ৫০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

বয়সসীমায় বিশেষ ছাড়; শুধুমাত্র এই বছরের নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায়; বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ২১ বছর থেকে বাড়িয়ে তা ২৩ বছর করা হয়েছে।

]]>
‘অগ্নিবীর’ নিয়োগ শুরু, সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/pm-modi-meet-three-service-chiefs-over-agnipath-scheme-agniveer-recruitment/ Tue, 21 Jun 2022 07:09:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15597 ‘অগ্নিবীর’ নিয়োগ শুরু; সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। অগ্নিপথ ঘিরে বর্তমানে অ’গ্নিগর্ভ দেশ। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প; অগ্নিপথের বিরুদ্ধে দেশজোড়া বি’ক্ষোভ আন্দোলনের মাঝেই; মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানেরা। সোমবার অগ্নিপথ প্রকল্পে নিয়োগের; প্রথম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেনাবাহিনীর তরফে। তিন বাহিনীর প্রধানরা, এই প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে; এদিন প্রধানমন্ত্রীকে জানাবেন। তবে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানদের মধ্যে এই বৈঠকের বিষয়; আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি সরকারি ভাবে।

অগ্নিপথ নিয়ে এখনও উ’ত্তাল দেশ। সশস্ত্র বাহিনীতে নিয়োগের নয়া পদ্ধতির প্রতিবাদে; সারা দেশে একের পর এক ট্রেনে আ’গুন দিয়েছে বিক্ষোভকারীরা। রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সং’ঘর্ষে জড়িয়েছে তারা। কিছুতেই কমছে না বিক্ষোভের আঁচ। এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে কেন্দ্রকে। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্প বাতিলের দাবিতে; ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুনঃ সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা

১৪ জুন নতুন সামরিক নিয়োগের মডেল, ‘অগ্নিপথ স্কিম’ ঘোষণা করার পরেই; দেশের বিভিন্ন অংশে বি’ক্ষোভ দেখা দেয়। অগ্নিপথ প্রকল্পে ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের; মাত্র চার বছরের জন্য নিয়োগের কথা বলা হয়েছে। এদের মধ্যে ২৫ শতাংশকে চার বছরের শেষে; আরও ১৫ বছরের জন্য নিযুক্ত করা হবে বলেও জানা গিয়েছে। দেশ জুড়ে বি’ক্ষোভের পরে; সরকার ২০২২ সালে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করেছে।

আরও পড়ুনঃ নতুন ‘উপদ্রব’ রোদ্দুর রায়, জেলের ‘দাগি কয়েদী’রাও ভয়ে কাঁপছে

রবিবার ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়; অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যতই বি’ক্ষোভ হোক না কেন; আগামী দিনে সেনায় নিয়োগ অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই হবে। এই প্রকল্প প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে, সেনার তিন প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অতন্ত্য গুরুত্বপূর্ণ; বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

‘অগ্নিপথ’ নিয়ে বি’ক্ষোভে, যেভাবে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ইস্যুতে সুর চ’ড়াচ্ছে; তাতে অ’শনি স’ঙ্কেত দেখছে কেন্দ্র। তবে বি’ক্ষোভের কাছে আ’ত্মসম’র্পণ করে কৃষি আইন প্রত্যাহারের মত; অগ্নিপথ প্রকল্প স্থগিত করার সম্ভাবনা নেই বলে প্রধানমন্ত্রী সচিবালয় জানিয়েছে।

]]>
“অগ্নিবীরের নামে বিজেপি ক্যাডার তৈরি করছে”, বিধানসভায় ভারতীয় সেনা নিয়ে মন্তব্য মমতার https://thenewsbangla.com/agniveer-scheme-bjp-creating-party-cadre-in-the-name-of-agneepath-project-said-mamata-banerjee/ Mon, 20 Jun 2022 15:22:39 +0000 https://www.thenewsbangla.com/?p=15569 “অগ্নিবীরের নামে বিজেপি ক্যাডার তৈরি করছে”; বিধানসভায় ভারতীয় সেনা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার। সোমবার রাজ্য বিধানসভা অধিবেশনের শুরুতেই, বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পের কড়া নিন্দা করেন। মুখ্যমন্ত্রী বলেন, “এই প্রকল্প তো আর্মি ডিপার্টমেন্ট থেকে ঘোষণা হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রক করেছে; অগ্নিবীর তৈরির নামে আসলে বিজেপির ক্যাডার তৈরি করা হবে। চার বছর পর চাকরি চলে গেলে; তোমাদের বাড়ির লোকেরও চাকরি চলে যাবে। কিসের অগ্নিপথ? আমি কারও চাকরি খেতে দেব না”। আর এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে; রাজ্য বিধানসভা। বিজেপি বিধায়করা বিধানসভা থেকে; ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, “মুখরক্ষার জন্য সেনাকে সামনে আনা হয়েছে। দেশে কিছু বিজেপির গুন্ডা তৈরি করার জন্যে; চার বছরের জন্যে বিজেপি ললিপপ দেখাচ্ছে। এটা ডাকাতি ছাড়া আর কিছু না। আমরা ক্ষমতায় আসার পর কারও চাকরি খাইনি; ১ লাখ চাকরি দিয়েছি। এর মধ্যে ১০০টা ভুল হতে পারে; কিন্তু সংশোধনের সুযোগ দিতে হবে। না পারলে জেলে পোড়া হোক”। অগ্নিপথ স্কিমের সমালোচনা করার পাশাপাশি; মমতা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও রাজ্য সরকারের সাফাই দেন।

আরও পড়ুন; “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

তাঁর এই মন্তব্য়ের পর; নিন্দায় সরব হন বিজেপি বিধায়করা। এরপরেই বিজেপির বিক্ষভে; উত্তাল হয়ে উঠল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন; “মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর নিন্দা করছেন; তা মেনে নেওয়া যায় না”। তাঁর নেতৃত্বে এরপর বিজেপি বিধায়করা, তৃণমূল সরকারকে ‘ঘুষখোর সরকার’ বলে; বিধানসভা থেকে ওয়াকআউট করেন, বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান। যার সমালোচনা করেন; তৃণমূল বিধায়করা।

আরও পড়ুন; গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা পশ্চিমবঙ্গের আজ জন্মদিন

বিধানসভায় এবার সরাসরি মোদী সরকারকে আ’ক্রমণ শা’নালেন; মুখ্যমন্ত্রী মমতা। এদিন বিধানসভায় অগ্নিপথ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন; “অগ্নিপথ প্রকল্পে চার বছরের যে চাকরি; তা সেনার চাকরি নয়। এটি সেনাবাহিনীর তরফ থেকে ঘোষণা করা হয়নি; ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। চার বছরের চাকরির নামে ২০২৪-এর আগে; নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি। এরপরেই ভারতীয় সেনাবাহিনী-কে অপমান করা হয়েছে বলে প্রতিবাদ শুরু করে বিজেপি বিধায়করা।

]]>
“অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির https://thenewsbangla.com/anand-mahindra-of-mahindra-group-offers-jobs-company-will-recruit-agniveers/ Mon, 20 Jun 2022 07:27:24 +0000 https://www.thenewsbangla.com/?p=15550 “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”; দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির। অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজোড়া বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই; অগ্নিবীরদের নিয়োগের কথা ঘোষণা করলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ নিজের ট্যুইটে জানিয়েছেন; “অগ্নিপথ প্রকল্প নিয়ে হিং’সার ঘটনায় আমি মর্মাহত। গতবছর যখন এই প্রকল্প ঘোষণা করা হয়, আমি বারবার বলেছিলাম; অগ্নিবীররা যে শৃঙ্খলা ও দক্ষতা অর্জন করবে, তা তাদের উপযুক্ত চাকরির জন্য যোগ্য করে তুলবে। মাহিন্দ্রা গোষ্ঠী এই ধরনের প্রশিক্ষিত; সক্ষম যুবকদের কোম্পানিতে নিয়োগ করবে”। ট্যুইটে পরিস্কার এই কথা জানান; মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা।

অগ্নিপথ স্কিম নিয়ে সারা দেশ উত্তাল; দেশের একাধিক রাজ্যে ছড়িয়েছে আন্দোলনের আঁচ। বাদ পড়েনি আমাদের বাংলাও। এরই মধ্যে ‘অগ্নিবীর’দের জন্য; বড়সড় সুখবর দিলেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। দেশের অন্যতম বড় শিল্পপতি জানালেন; “যোগ্য ও প্রশিক্ষিত অগ্নিবীরদের কর্মসংস্থান দেবে মাহিন্দ্রা গ্রুপ”। যে খবরে দেশ জুড়ে; রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। পাশাপাশি, এদিন দেশজুড়ে চলা বিশৃ’ঙ্খলা ও হিং’সাত্মক ঘটনাতেও; দুঃ’খ প্রকাশ করেন আনন্দ মাহিন্দ্রা। এছাড়াও অগ্নিবীরদের প্রাপ্ত প্রশিক্ষণকে;’বিশেষ’ বলেও উল্লেখ করছেন শিল্পপতি আনন্দ।

আরও পড়ুনঃ গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা পশ্চিমবঙ্গের আজ জন্মদিন

সোমবার সকালে তিনি টুইট করে জানান, “অগ্নিপথ পরিকল্পনা নিয়ে আশেপাশে হওয়া ঘটনায় দুঃখিত। গত বছর যখন স্কিমটি নিয়ে কথা উঠেছিল; তখন বলেছিলাম ও আবারও বলছি; “অগ্নিবীরদের শৃঙ্খলা এবং দক্ষতা তাঁদের বিশিষ্টভাবে নিয়োগযোগ্য করে তুলবে। মাহিন্দ্রা গ্রুপ এই ধরনের বিশেষ প্রশিক্ষিত; যোগ্য তরুণদের নিয়োগের এই সুযোগকে স্বাগত জানাচ্ছে। মহিন্দ্রা গ্রুপ এঁদের চাকরি দেবে”।

দেশ জোড়া প্রতিবাদ বিক্ষোভের মাঝেই, আনন্দ মাহিন্দ্রার এই বলিষ্ঠ পদক্ষেপকে; সকলেই ভূয়সী প্রশংসা করেছেন। এক নেটিজেন প্রশ্ন করেছেন, অগ্নিবীরদের কী পদ দেওয়া হবে; আপনার কোম্পানিতে? এর জবাবে আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন; “কর্পোরেট সেক্টরে অগ্নিবীরদের জন্য; প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কোম্পানি ঠিক করবে; এঁদের কোথায় নিয়োগ করা হবে”।

অগ্নিপথ প্রকল্পকে ঢালাও সমর্থন করলেন; দেশের বিখ্যাত এই শিল্পপতি। প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভকে; দুর্ভাগ্যজনক বলেই মনে করেন আনন্দ মাহীন্দ্রা। কেন্দ্রের এই নয়া প্রকল্প অগ্নিবীরদের শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ করে তুলবে বলেই; আশাবাদী দেশের বিশিষ্ট শিল্পপতি।

]]>