African Football – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 15 Dec 2018 15:39:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg African Football – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা https://thenewsbangla.com/world-moves-but-africa-is-drowned-in-tantric-and-black-magic-part-3/ Sat, 15 Dec 2018 12:42:29 +0000 https://www.thenewsbangla.com/?p=4259 শান্তনু সরস্বতী, কলকাতা: বিশ্বের সেরা জাতীয় ফুটবল দলগুলির সঙ্গে ঠিক যেমন একদল চিকিৎসক থাকেন, আফ্রিকার দেশগুলির প্রতিটি ফুটবল দলের সঙ্গে ঠিক তেমনই থাকেন উইচ্ ডক্টর বা তান্ত্রিক। পুরো আফ্রিকান ফুটবলটাকেই গত পঞ্চাশ বছর ধরে শাসন করে চলেছে এই উইচ্ ডক্টররা। এ এক অদ্ভুত দুনিয়া, অবাক করা গল্প। যেখানে ফুটবলের সঙ্গে যুক্ত দেশের নব্বই শতাংশ মানুষ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও, বিশ্বাস করেন যাদুমন্ত্রে। পড়ুন তিন খণ্ডের সেই ‘অবিশ্বাস্য সত্যে’র তৃতীয় ও শেষ পর্ব।

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা/Image Source: Google
পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা/Image Source: Google

ক্যামেরুনের প্রবাদপ্রতিম ক্রীড়া সাংবাদিক, বাসিল কে মবুয়ে বেশ কয়েক বছর আগে তাঁর একটি লেখায় প্রশ্ন তোলেন, তান্ত্রিকরা কি সত্যিই পারেন মাঠে প্রভাব বিস্তার করতে? ক্যামেরুনের ব্যামেণ্ডার অধিবাসী তান্ত্রিক মুহাম্মদ দাবী করেন, তিনি খেলার মাঠে বল নিয়ন্ত্রণ করতে পারেন। গোলকিপারের উপরও প্রভাব বিস্তার করতে পারেন। তার মতে, “পারফর্মেন্সে উন্নতির জন্য ইউরোপিয়ানরা যেমন নিষিদ্ধ ড্রাগের ব্যবহার করে, আফ্রিকানরাও তেমনই ব্যবহার করে জাদুশক্তি”।

পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা/The News বাংলা
পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা/The News বাংলা

নাইজেরিয়ান তান্ত্রিক এ্যালিও ব্যানকেম এর ভাষায় বলতে গেলে বলতে হয়, “নিজেদের গোলপোস্ট রক্ষা করতে আমি প্রেতাত্মার সাহায্য নিয়ে থাকি। প্রেতরাই ম্যাচ জেতাতে সাহায্য করে আমাদের দলকে।” নাইজেরিয়ার কোন কোন দল ও ফুটবলার ব্যানকেমের সাহায্য নেয়, সেই বিষয়ে অবশ্য মুখ খুলতে রাজি হয়নি সে।

পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলারের স্ত্রী বলেন, “তান্ত্রিকেরা আফ্রিকান ফুটবলারদের কাছে কোচের চেয়ে কোনও অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তারা যদি আমার স্বামীকে ফুটবল খেলতে মানা করে, সে আর কখনওই বলে লাথি মারবে না।”

শুধু আফ্রিকাই নয়, ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়মিত নিয়ে থাকে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের ফুটবলার ও ক্লাব, এমনই তথ্য উঠে এসেছে। কলকাতা ময়দানেও এই ব্ল্যাক ম্যাজিকের বেশ দাপট ছিল বলেও জানা গিয়েছে।

পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা/The News বাংলা
পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা/The News বাংলা

ব্ল্যাক ম্যাজিক নিয়ে লিখতে বসলে বেনশাদি ট্র্যাজেডির কথা না লিখলে, সম্পূর্ণ হবে না। খুব সম্ভবত সময়টা ১৯৯৮ সালের অক্টোবর মাস। রাজধানী ব্রাসাভিলে থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরের শহর বেনশাদি। কঙ্গো সেসময় জাতিদাঙ্গার শিকার হলেও বেনশাদি শহরে দাঙ্গার প্রভাব তখনও পড়েনি। স্থানীয় কোকাকোলা কাপের খেলায় মুখোমুখি হয় বেনশাদি এফসি ও বাসাংগার এফসি। ম্যাচ শুরু বিকেলে। মধ্যানের বিরতির সময় ম্যাচের ফলাফল ১-১।

Image Source: Google Image

দ্বিতীয়ার্ধে নিজেদের মাঠে বেনশাদি তখন একের পর এক আক্রমণের ঝড় তুলছে বাসাংগার ডিফেন্সে। হঠাৎই মাঠে উপস্থিত সকলকে অবাক করে আচমকাই বজ্রপাত হয় মাঠের মধ্যে। এর পরেই বেনশাদি এফসির ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফেরা একে একে লুটিয়ে পড়ে মাঠে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের সকলকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই একটি বজ্রপাতেই নিশ্চিহ্ন হয়ে যায় বেনশাদি এফসি। এগারোজন ফুটবলার ও কোচিং স্টাফ ছাড়াও বেনশাদির দর্শকসহ ওইদিন মারা যায় মোট ৩০ জন।

Image Source: Google Image

কিন্তু, বজ্রপাতে মৃত্যুতে অস্বাভাবিকতা কোথায়? অস্বাভাবিকতা হলো এই যে, বাসাংগা এফসির কোনও ফুটবলার ওইদিন ন্যূনতম আহতও হয়নি। অক্ষত অবস্থায় মাঠ ছাড়ে তারা। এই ঘটনায় বেনাশাদি এফসির সমর্থকরা দাবি করে নিশ্চিত বাসাংগা এফসি বেনশাদি এফসির ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে যার ফলে মৃত্যু হয় ৩০ জনের।

এই ঘটনাটির কথা শুধুমাত্র কঙ্গোর প্রভাতী দৈনিকগুলিই নয়, বেশ সোরগোল ফেলে দিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে দিন কয়েকের মধ্যে গৃহযুদ্ধের আঁচ বেনশাদি শহরেও আঁছড়ে পড়ায়, ওইদিনের ওই ঘটনার বিষয়ে বিস্তারিত আর কিছুই জানা যায়নি।

Image Source: Google Image

পরবর্তীতে টিভি শো আরবান লেজেন্ডস-এর একদল সাংবাদিক বেনাশাদি শহরে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে। সেখানকার মানুষ মৃত্যুর জন্য এখনও বাসাংগা এফসিকেই দায়ী করে। আজ পর্যন্ত অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করলেও বেনাশাদি ট্যাজেডি এখনও রহস্যই রয়ে গেছে। ঠিক যেমনটা ফুটবলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবের বিষয়টি।

ভাবতেও অবাক লাগে ২০১৮ সালের শেষেও ব্ল্যাক ম্যাজিক বা যাদু টোনায় বিশ্বাসী আফ্রিকান ফুটবল। আর তাই, বিশ্বকাপে ক্যামেরুন বা নাইজেরিয়ার চমকপ্রদ পারফরম্যান্স সত্ত্বেও সেই পিছিয়েই আছে আফ্রিকান ফুটবল।

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা https://thenewsbangla.com/world-moves-but-africa-is-drowned-in-tantric-and-black-magic-part-2/ Sat, 15 Dec 2018 12:16:48 +0000 https://www.thenewsbangla.com/?p=4257 শান্তনু সরস্বতী, কলকাতা: বিশ্বের সেরা জাতীয় ফুটবল দলগুলির সঙ্গে ঠিক যেমন একদল চিকিৎসক থাকেন, আফ্রিকার দেশগুলির প্রতিটি ফুটবল দলের সঙ্গে ঠিক তেমনই থাকেন উইচ্ ডক্টর বা তান্ত্রিক। পুরো আফ্রিকান ফুটবলটাকেই গত পঞ্চাশ বছর ধরে শাসন করে চলেছে এই উইচ্ ডক্টররা। এ এক অদ্ভুত দুনিয়া, অবাক করা গল্প। যেখানে ফুটবলের সঙ্গে যুক্ত দেশের নব্বই শতাংশ মানুষ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও, বিশ্বাস করেন যাদুমন্ত্রে। পড়ুন তিন খণ্ডের সেই ‘অবিশ্বাস্য সত্যে’র দ্বিতীয় পর্ব।

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

ডেনিস ম্যাচিও লেখেন, ২০০২ সালে আফ্রিকান নেশনস্ কাপ চলাকালীন ক্যামেরুনের জাতীয় দলের তদানীন্তন কোচ, উইনি স্ক্যাফারের সহকারী থমাস কনোকে দেখা যায় গোপনে স্টেডিয়ামের টার্ফ খুঁড়ে সেখানে মানুষের একটা হাড় পুঁতে রাখতে। থমাস কনোকে খেলার মাঠে জাদু প্রয়োগের অপরাধে পরে গ্রেফতার করা হয়।

নব্বইয়ের দশকে রোয়াণ্ডা বনাম উগাণ্ডার মধ্যে একটি ম্যাচেও অদ্ভুত ঘটনা ঘটে। দূর্বল রোয়াণ্ডাকে শুরু থেকেই চেপে ধরে উগাণ্ডা। কিন্তু প্রথমার্ধেই উগাণ্ডার নেওয়া তিনটে শট বারে লেগে ফিরে আসে। দুটি শট গোলমুখে থাকলেও অদ্ভূতভাবে দিক পরিবর্তন করে বাইরে চলে যায়। রোয়ান্ডা বারবার বেঁচে যাচ্ছিলো। হঠাৎ ক্যামেরায় দেখা যায় রোয়াণ্ডার গোলপোস্টের নেটের সাথে এক জোড়া গ্লাভস সুতা দিয়ে বাঁধা।

Image Source: Google Image

দর্শকদের মতে নেটের সঙ্গে বাঁধা গ্লাভসই রোয়াণ্ডাকে বারবার রক্ষা করছিলো। এ নিয়ে উগান্ডা এবং রুয়াণ্ডার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অনেকে আহত হয়।প্রায় ৫ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে আবার খেলা শুরু হয়। দূর্বল রোয়ান্ডা ওই ম্যাচে উগান্ডার বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে।

বছর দশেক আগে তানজানিয়ার এক ফুটবলারকে ফুটবল মাঠ থেকে গ্রেফতার করে ওই দেশের পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেনিজের দলের মৃত এক ফুটবলারের কবরে মুরগির রক্ত ছেটাচ্ছিল। পুলিশি জেরায় সে স্বীকার করে যে, মৃত ওই ফুটবলারের ড্রিবলিং স্কিল নিজের করে নিতেই সে অমন কাজ করছিলো।

Image Source: Google Image

ব্ল্যাক ম্যাজিক বা যাদুটোনায় বিখ্যাত রজার মিল্লার দেশ ক্যামেরুন। বছর দশেক আগেও, ব্ল্যাক ম্যাজিকের কারণেই ক্যামেরুনিয়ানদের ভয় পেত প্রতিপক্ষের ফুটবলাররা। কুখ্যাতি ছিলো সবসময়।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক মারিসা পাইন তাঁর একটি ফিচার স্টোরিতে সম্প্রতি লিখেছেন, ১৯৯৪ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে ক্যামেরুনে গিয়েছিল প্রতিবেশি দেশ নাইজেরিয়া। তারা ক্যামেরুনিয়ানদের ব্ল্যাক ম্যাজিক নিয়ে এতোটাই ভয়ে সিঁটিয়ে ছিলো, যে বিমান থেকে নেমে হোটেলে না গিয়ে দূতাবাসের গাড়িতে করে সরাসরি নাইজেরিয়ো দূতাবাসেই চলে যায় তারা। আর সেখানেই রাত কাটায়। ক্যামেরুনের পাঠানো বাস পর্যন্ত তারা ব্যবহার করেনি। ওঠেনি ওদের জন্য রিজার্ভড হোটেলেও।

পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা/Image Source: Google
পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা/Image Source: Google

মারিসা পাইন লিখেছেন, ১৯৯১ সালে ক্যামেরুনের জাতীয় লিগে ডায়মণ্ড অব ইয়াউণ্ড বনাম কেইমান ডুয়ালা-এর ম্যাচটি নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়ে। রেফারি বাঁশি বাজানোর পরপরই কোথা থেকে যেন একটা বাজপাখি এসে কেইমান-এর পোস্টের ওপর বসে পড়ে। আর আশ্চর্যজনক ভাবে ম্যাচ শেষের বাঁশি বাজার পরেই বাজপাখিটা উড়ে চলে যায়।

ম্যাচে গোলকিপার অতিমানব হয়ে ওঠার কারণেই হারা ম্যাচ জিতে মাঠ ছাড়ে কেইমান ফুটবল ক্লাব। ডায়মণ্ড অব ইয়াউন্ড ক্লাব সমর্থকরা অভিযোগ করে যে গোলকিপার নয়, ওই বাজপাখিটাই ওইদিন কেইমান-এর গোলপোস্ট রক্ষা করছিলো। এ নিয়ে ম্যাচের শেষে দুই দলের সমর্থকরা তুৃমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Image Source: Google Image

রাজধানী লাগোস থেকে প্রকাশিত প্রভাতী দৈনিক, দ্য প্রেডিক্টর পত্রিকার স্পোর্টস সম্পাদক, জর্জ অ্যাকপায়েনের মতে, আফ্রিকানদের ব্ল্যাক ম্যাজিক নির্ভরতা আর বিশ্বাস এতটাই বেশি, যে পারিবারিক বিরোধের সময় পরিবারের সদস্যদের উপর কার্স প্রয়োগ করতেও তারা দ্বিধাবোধ করে না।

২০১৪ সালে টোগোর সুপারস্টার ইমানুয়েল আদেবায়োর এক সাক্ষাৎকারে বলেন, তার ক্যারিয়ার ধ্বংসের জন্য দায়ী তার মা। মায়ের সঙ্গে বিরোধের পর দীর্ঘদিন ধরে তার মা আদেবায়োর ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছিল বলে সে অভিযোগ করে। প্রায় একইরকম অভিযোগ করে ঘানাইয়ান সুপারস্টার মাইকেল এসিয়েন। মাইকেল তার বাবাকে ওর ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করার জন্য দায়ী করে।

Image Source: Google Image

আইভরিকোস্ট তারকা গ্র্যাডেল ২০১৩ সালে মারাত্মক ইনজুরির শিকার হয়ে প্রায় এক মরসুমের জন্য মাঠের বাইরে চলে যান। ইনজুরির জন্য গ্র্যাডেল তার বোন ডেবরাহকেই দায়ী করে। পরবর্তীতে জর্জ অ্যাকপায়েন ডেবরাহকে জিজ্ঞেস করলে সে জানায়, “এটা আমাদের অবহেলা করার শাস্তি”। আইভরি কোস্টের একটি দৈনিকেও ডেবোরাহকে দায়ী করে বলা হয় যে, পারিবারিক বিবাদের কারণেই গ্র্যাডেলের পরিবার তার উপর জাদু প্রয়োগ করছে।

আইভরি কোস্ট ও চেলসি লেজেণ্ড দিদিয়ের দ্রোগবাও স্বীকার করে যে, তার আইভরি কোস্টের সতীর্থ জিয়েন জ্যাকস টিজিয়ে পরিবারের সদস্যদের করা কালো জাদু থেকে মুক্তি পেতে বিশেষ আচার অনুষ্ঠান পালন করতো।

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা https://thenewsbangla.com/the-whole-world-moves-but-africa-is-drowned-in-tantric-black-magic/ Tue, 09 Oct 2018 16:39:25 +0000 https://www.thenewsbangla.com/?p=954 শান্তনু সরস্বতী, কলকাতা: বিশ্বের সেরা জাতীয় ফুটবল দলগুলির সঙ্গে ঠিক যেমন একদল চিকিৎসক থাকেন, আফ্রিকার দেশগুলির প্রতিটি ফুটবল দলের সঙ্গে ঠিক তেমনই থাকেন উইচ্ ডক্টর বা তান্ত্রিক। পুরো আফ্রিকান ফুটবলটাকেই গত পঞ্চাশ বছর ধরে শাসন করে চলেছে এই উইচ্ ডক্টররা। এ এক অদ্ভুত দুনিয়া, অবাক করা গল্প। যেখানে ফুটবলের সঙ্গে যুক্ত দেশের মানুষ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও, বিশ্বাস করেন যাদুমন্ত্রে। পড়ুন তিন খণ্ডের ‘অবিশ্বাস্য সত্যের’ প্রথম পর্ব।

Image Source: Google Image

আফ্রিকার আইভরি কোস্ট থেকে শুরু করে, বেনিন, কেনিয়া, নাইজেরিয়া, কঙ্গোই বলুন, আরজাম্বিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, এমন কি রজার মিল্লার দেশ ক্যামেরুনই বলুন, প্রায় নব্বই শতাংশ ফুটবল খেলিয়ে দেশ ভর করে চলেছে ডাইনি-বিদ্যা বা উইচক্রাফ্টের ওপরে।

এত ভালো ফুটবল খেলা সত্ত্বেও আফ্রিকান ফুটবলারদের ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হতে হবে কেন? নাইজেরিয়ার একজন স্থানীয় কোচ মাউরো বাফাংগার মতে ব্যাপারটা প্রতিযোগিতা আর হিংসা থেকেই আসে। আফ্রিকার অনেক জায়গায় খেলাটাকে রীতিমত যুদ্ধ হিসাবে বিবেচনা করা হয়।

Image Source: Google Image

ম্যাচ জেতার জন্য ফুটবলাররা যেকোনও কিছুই করতে পারে। তান্ত্রিকদের কাছে যাওয়ার কারণ এটাই। নিজের পারফরম্যান্সের উন্নতি, বিপক্ষদলের খেলোয়াড়দের ঠিকভাবে খেলতে না দেওয়া কিংবা ইনজুরিতে ফেলা। কখনও কখনও কোন প্লেয়ারের সাথে শত্রুতা থাকলে তার ভয়ংকর ক্ষতি করার চেষ্টা, এমনকি মেরে ফেলারও চেষ্টাও খুব স্বাভাবিক এদের কাছে।

বিপক্ষ দলের সেরা প্লেয়ার বা প্রমিজিং প্লেয়াররাই বেশিরভাগ ক্ষেত্রে যেটার শিকার হয়। খেলোয়াড়দের জাদু থেকে সুরক্ষা,আর বিপক্ষ দলের উপর এর প্রয়োগ করার জন্যই তান্ত্রিকদের মোটা অংকের বেতন দিয়ে রাখা হয় আফ্রিকার স্থানীয় দলগুলোতে। দলের ফুটবলারদের চাইতেও বড় ভরসা এই তান্ত্রিকরা।

Image Source: Google Image

তান্ত্রিকদের প্রভাবটা ঠিক কেমন? নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে, নাইজেরিয়ার এক গোলরক্ষক জানায়, ” ব্যাপারটা ভয়ংকর” বিপক্ষ দলের খেলোয়াড় প্রায় ৩০ মিটার দূর থেকে দূর্বল শট নেয়। সেটা আটকানো আমার জন্য কোনও ব্যাপার ছিলো না। কিন্তু শট নেয়ার পরপরই আমি দেখি বল নয়, বরং অনেকগুলো সূচালো বর্শা আমার দিকে ছুটে আসছে। জীবন বাঁচানোর জন্য আমি মাঠ ছেড়ে পালিয়ে যাই ও জ্ঞান হারাই”।

নাইজেরিয়ার জাতীয় লিগে খেলা এক স্ট্রাইকারও অভিযোগ করে কিছু কিছু ম্যাচে গোলের সুযোগ আসলেই তার পা অবশ হয়ে যাচ্ছিলো। কোনও মতেই সে পা নাড়াতে পারছিলো না।

ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড ফুটবল প্রবন্ধে সাংবাদিক ডেনিস ম্যাচিও লেখেন,২০১৫ সালের আগস্ট মাসে ডায়নামো অবদৌলা ক্লাবের ২৬ বছর বয়সী স্ট্রাইকার লিপোল্ড এ্যাংগং ওবেন খেলার মাঠেই মারা যায়। এর ঠিক কয়েকদিন পরেই ওই একই দলের গোলরক্ষক ফার্দিনান্দ বোগ মারা যায় হঠাৎই ।

পোস্টমর্টেমে মৃত্যুর কারণ হিসাবে, “অজানা অসুখ” লেখা হলেও ফুটবলপ্রেমী নাইজেরিয়ানদের বদ্ধমূল ধারণা, লিপোল্ড এবং ফার্দিনান্দের মৃত্যুর কারণ প্রতিপক্ষ দলের উইচ্ ডক্টর বা ডাক্তার তান্ত্রিক।

১৯৮০ সালে আফ্রিকান নেশনস্ কাপে সিয়েরা লিওনের মুখোমুখি হয় গাম্বিয়া। গাম্বিয়ার কোচ ছিলেন ইউরোপ থেকে আগত হোলগার ওবারম্যান। মাঠে প্রবেশ করার সময়ই ঘটে আজব এক ঘটনা। স্টেডিয়ামের মূল প্রবেশদ্বারের মুখে সবুজ রঙের কিছু পাউডার দিয়ে আজব কিছু নকশা আঁকা ছিলো।

Image Source: Google Image

নকশাগুলো দেখে প্লেয়াররা ভয়ে কাঁপতে থাকে এবং মাঠে ঢুকতে অস্বীকার করে। কোচকে জানায়, পথটা কালো জাদু করা, আর এর মধ্যে যে পা ফেলবে তার ভয়ংকর ক্ষতি হবে।খেলোয়াড়েরা বিদ্রোহ করে, এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

জাদুতে বিশ্বাস না করা ওবারম্যান তখন সব প্লেয়ারকে বাসে উঠিয়ে ড্রাইভিং সিটে নিজে বসে পুরো বাসটাই প্রবেশপথ দিয়ে সজোরে চালিয়ে নেন। শেষপর্যন্ত খেলা শুরুর মাত্র দুই মিনিট আগে গাম্বিয়া দল মাঠে প্রবেশ করে।

চলবে ‘অবিশ্বাস্য সত্য’ দ্বিতীয় পর্বেও। পড়তে থাকুন ‘The News বাংলা’ ফেসবুক পেজ।
দ্বিতীয় পর্ব পড়ুনঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>