Advanced Naval Warships – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 23 Jan 2019 17:48:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Advanced Naval Warships – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন https://thenewsbangla.com/india-worried-china-building-most-advanced-naval-warships-for-pakistan/ Wed, 23 Jan 2019 17:38:35 +0000 https://www.thenewsbangla.com/?p=5933 ভারতের বিরুদ্ধে এক হয়েছে চিরশত্রু পাকিস্তান ও চিন। এবার, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন। আরব সাগরে ভারতের দাদাগিরি ঘোচাতে এবার চিন থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনছে পাকিস্তান।

আরও পড়তে পারেনঃ চিনের জন্য নিজেদের মাথার চুল কাটছে পাকিস্তানের নারী পুরুষ

চিন পাকিস্তানের জন্য একটি ‘অত্যাধুনিক যুদ্ধজাহাজ’ বানানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলে জানিয়েছে চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম। নির্মাণাধীন এই জাহাজটিই চিনা নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেটের নতুন সংস্করণ হতে চলেছে। আর এটি তৈরি হচ্ছে বন্ধু পাকিস্তানের জন্য।

ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা
ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা

চিনের সংবাদমাধ্যমগুলো বলছে, ভারত মহসাগরে ‘ক্ষমতার ভারসাম্য’ নিশ্চিত করার লক্ষে বেইজিং এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে। চায়না ডেইলির প্রতিবেদনগুলিকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলিও এই তথ্য জানিয়েছে।

আরও পড়তে পারেনঃ দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

আধুনিক সমরাস্ত্র সজ্জিত ও সনাক্তকরণ ব্যবস্থাসম্পন্ন নতুন এই যুদ্ধজাহাজটি বিমান, সাবমেরিন এবং অন্যান্য যে কোন জাহাজের আক্রমণ প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছে চিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজনির্মাতা প্রতিষ্ঠান সিএসএসসি।

পাকিস্তান এবং চিনের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অস্ত্র চুক্তি অনুযায়ী ইসলামাবাদ এই ধরনের অন্তত ৪টি যুদ্ধজাহাজ চেয়েছিল, যার মধ্যে এটিই প্রথম তৈরি হচ্ছে।

ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা
ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা

যে যুদ্ধ জাহাজটি চিন পাকিস্তানকে দেবে সেই নতুন যুদ্ধজাহাজটি ০৫৪এপি শ্রেণীর বলে পাকিস্তানের নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে। এর আগেই ঠিক হয়, পাকিস্তানকে সাবমেরিন দিয়ে সাহায্য করবে চিন।

চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ০৫৪এ শ্রেণীর জাহাজের ওপর ভিত্তি করেই নতুন এই জাহাজটি বানান হচ্ছে বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

জাহাজটি নির্মাণ শেষ হলে এটিই হবে প্রযুক্তিগত দিক দিয়ে পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি বড় ধরনের সংযোজন। যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সক্ষমতা বৃদ্ধি পাবে। সেইসঙ্গে শান্তি ও স্থিতিশীলতা এবং ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য রক্ষাতেও ভূমিকা রাখবে এই জাহাজ। এমনটিই বলেছে চিনের রাষ্ট্রীয় এই গণমাধ্যমটি।

ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা
ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা

চিন ইতিমধ্যেই আফ্রিকার জিবুতিতে একটি সামরিক ঘাঁটি বানিয়েছে। ঋণের বিনিময়ে শ্রীলঙ্কার নিকট হতে ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছে। কৌশলগতভাবেও খুবই গুরুত্বপূর্ণ হাম্বানটোটা সমুদ্র বন্দরটি।

আরও পড়তে পারেনঃ নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

উল্লেখ্য, চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডোরটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতর দিয়ে যাওয়ায় ভারত শুরু হতেই এই প্রকল্পের চরম বিরোধিতা করে আসছে। ভারত বিরোধিতা করলেও চিন তার কাজ অব্যাহত রয়েছে।

জানা গেছে, ৪টি জাহাজ চলে এলে পাকিস্তানের নৌ শক্তি বেশ শক্তিশালী হয়ে যাবে। এই খবরে বেশ চিন্তায় ভারতও। আরব সাগর ও ভারত মহাসাগরে এর ফলে ভারত-পাক লড়াই যে আরও জোরদার হতে চলেছে তা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান

মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা

জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>