Adhir Chowdhury – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 07:05:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Adhir Chowdhury – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের https://thenewsbangla.com/abhinandan-varthaman-moustache-should-be-declared-national-moustache-says-adhir-chowdhury/ Wed, 26 Jun 2019 06:08:14 +0000 https://www.thenewsbangla.com/?p=14430 জাতীয় পশু থেকে জাতীয় সঙ্গীত; প্রায় সব দেশেই আছে। আবার অনেক দেশেই জাতীয় ফুল; জাতীয় খাবারের কথাও শোনা যায়। আবার অনেক দেশই অদ্ভুত অদ্ভুত জাতীয় কিছু জিনিস থাকে। কিন্তু ‘জাতীয় গোঁফ’ আছে; এমন দেশের হদিশ পাওয়া মুশকিল। ‘জাতীয় গোঁফে’র দাবী তুলে ভারত এখন সবার নজরে।

লোকসভায় এবার এই দাবি জানান; বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার সংসদে ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা বলেন; উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পুরস্কৃত করার পাশাপাশি তাঁর গোঁফকে ‘জাতীয় গোঁফ’ ঘোষণা করা উচিত।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১; বিধ্বস্ত হয়ে পাকিস্তানের হাতে আটক হয় ফেব্রুয়ারি মাসে। আটক হওয়া ভারতীয় মিগের পাইলট; অভিনন্দন বর্তমানের গোঁফকে জাতীয় গোঁফ ঘোষণার দাবি উঠেছে সংসদে। একই সাথে সাহসিকতার জন্যও; তাঁকে পুরস্কৃত করার দাবিও উঠেছে।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে; জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানান, তিনি কংগ্রেস শিবিরের বন্ধুদের অভিনন্দন বর্তমানের মতো গোঁফ দেখার অপেক্ষায় আছে। টুইটারে ওইদিন রাহুল গান্ধীর একটি ছবি এডিট করে; তাঁর মুখে অভিনন্দন বর্তমানের মতো একটি গোঁফ ফটোশপ করে লাগানো হয়েছে।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে, দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায়; আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪৯ সেনা শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার ১২ দিন পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা আকাশযুদ্ধে রূপ নেয়। আকাশযুদ্ধে ভারত দুটি যুদ্ধবিমান হারায়। এর একটির পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান। সেই সময় মিগ-২১ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলে পাকিস্তানের হাতে আটক হন তিনি।

দুদিন আটক থাকার পর ১ মার্চ অভিন্দনকে; ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। এরপর থেকেই তাঁর গোঁফ নিয়ে ভারতে শুরু হয় ব্যাপক চর্চা। অনেকেই তাঁকে বীর উপাধি দিয়ে তাঁর ‘গানস্লিঙ্গার’ গোঁফের মতো গোঁফ রাখতে শুরু করেন। কিন্তু সেই গোঁফটিকে জাতীয় গোঁফের স্বীকৃতি দেওয়ার দাবি উঠতেই; সোশ্যাল মিডিয়াতে অভিনন্দনের ঝড় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর উদ্দেশ্যে।

]]>
রাহুল নয়, লোকসভায় কংগ্রেস দলনেতা বাংলার অধীর চৌধুরী https://thenewsbangla.com/bengal-congress-leader-adhir-chowdhury-chooses-as-lok-sabha-leader/ Tue, 18 Jun 2019 10:36:41 +0000 https://www.thenewsbangla.com/?p=14044 বড়সড় চমক বাংলার জন্য। রাহুল গান্ধী নয়; লোকসভায় কংগ্রেস দলনেতা বাংলার অধীর চৌধুরী। লোকসভায় বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের; নেতা হচ্ছেন অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে অধীরকে ডেকে পাঠিয়ে; বৈঠক করেন সনিয়া গান্ধী। বৈঠক শেষে লোকসভায় গিয়ে সেই আসনটায় বসলেন অধীর; যে আসনে গত পাঁচ বছর বসেছিলেন; লোকসভায় কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খড়্গে।

গত ২৯ মে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নেন নরেন্দ্র মোদী। কিন্তু কংগ্রেসের তরফে লোকসভার নেতা নির্বাচন প্রক্রিয়া; এগোচ্ছিল শম্বুকগতিতে। মাঝে শোনা যায়, কেরলের ওয়েনাড় থেকে নির্বাচিত কংগ্রেস সর্বভারতীয় সভাপতি; রাহুল গান্ধীকেই বেছে নেওয়া হতে পরে নেতা হিসাবে। তবে এ দিন সেই ধোঁয়াশা সম্পূর্ণ ভাবে কাটিয়ে দিল জাতীয় কংগ্রেস।

লোকসভায় প্রথম অধিবেশন শুরু হয়ে গেলেও; দলনেতা নির্বাচন নিয়ে রবিবার পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সংসদে দলনেতা হওয়ার দৌড়ে; গত কয়েক দিনে শোনা গিয়েছে বেশ কয়েকটি নাম। এর মধ্যে অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উঠে এসেছিল শশী থারুর, মণীশ তিওয়ারি ও কেরালার কংগ্রেস সভাপতি কে সুরেশের নাম। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত হন বহরমপুরের সাংসদই।

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে; জিতে আসছেন অধীরবাবু। এ বারের লোকসভা ভোটেও; তাতে কোনো ব্যতিক্রম ঘটেনি। গত পাঁচ বছর যিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন; সেই মল্লিকার্জুন খড়্গে এবার আর জিততে পারেননি। গোটা দেশে কংগ্রেসের আরও অনেক রথী-মহারথী হেরে গিয়েছেন।

তাই দীর্ঘ দিন ধরে লোকসভায় রয়েছেন; এমন সাংসদের সংখ্যা কংগ্রেস সংসদীয় দলে এবার হাতে গোনা। সনিয়া গাঁধী নিজে লোকসভায় রয়েছেন ২০ বছর ধরে। অধীর চৌধুরীও রয়েছেন ২০ বছর ধরে। আর রাহুল গাঁধী রয়েছেন ১৫ বছর। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরে; কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে সনিয়াকেই বেছে নেওয়া হয়।

সেই বৈঠকে এ-ও স্থির হয় যে; লোকসভায় কংগ্রেসের দলনেতা কে হবেন; সে বিষয়ে সিদ্ধান্ত সনিয়া গাঁধীই নেবেন। সনিয়া গাঁধী সিদ্ধান্তটা মঙ্গলবার নিয়ে নিলেন। অধীর চৌধুরীকে মঙ্গলবার সকালে ডেকে পাঠালেন; ১০ জনপথের বাসভবনে। সেই বৈঠকেই অধীরকে এই নতুন দায়িত্বের কথা জানালেন। বৈঠক সেরে বেরিয়ে লোকসভায় কংগ্রেসের জন্য নির্ধারিত আসনের; একেবারে সামনের সারিতে বসলেন অধীর।

]]>
এনআরএস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন অধীর চৌধুরী https://thenewsbangla.com/adhir-chowdhury-sought-narendra-modi-intervention-in-nrs-hospital-case/ Wed, 12 Jun 2019 05:31:48 +0000 https://www.thenewsbangla.com/?p=13674 এনআরএস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর; হস্তক্ষেপ চাইলেন অধীর চৌধুরী। এনআরএস কাণ্ডে দৃষ্টি আকর্ষণ করে; প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে; কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষবর্ধনের কাছে।

রাজ্যের চিকিৎসক এবং রোগী উভয়ের স্বার্থে; এই পরিস্থিতিতে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি অধীর চৌধুরীর। এনআরএস কাণ্ড নিয়ে উত্তাল সমগ্র রাজ্য। ভোগান্তির শিকার হতে হচ্ছে বহু মানুষকে। এই সমস্যার সমাধানের জন্যই; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

এনআরএস ইস্যুতে রাজ্য সরকারের উপর ভরসা না করে; সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন তিনি। এই মুহূ্র্তে পশ্চিমবঙ্গে ‘চরম নৈরাজ্য’ দেখা দিয়েছে; বলে ওই চিঠিতে অভিযোগ করেছেন মুর্শিদাবাদের বহরমপুরের এই সাংসদ।

আরও পড়ুনঃ লালবাজার অভিযান দিয়ে ২০২১ বিধানসভা ভোটের লড়াই শুরু করছে বিজেপি

কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে; আক্রান্ত হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়ার ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক। যার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে; ওই মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সেই ধারা বজায় রেখে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও একই রাস্তা নিয়েছেন।

এই প্রতিবাদের কারণে রাজ্য জুড়ে; প্রবল প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অনেক রোগী বঞ্চিত হচ্ছেন স্বাভাবিক চিকিৎসা পরিষেবা থেকে। এই সমস্যার সমাধানের জন্যই; প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখছেন বহরমপুরের সাংসদ। সমগ্র বিষয়টি দ্রুত সমাধানের জন্য; প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন অধীরবাবু।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর ভরসা না করে; কংগ্রেস নেতা চিঠিতে লিখেছেন; “এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপরে মারাত্মক হামলা হয়েছে। যার জেরে রাজ্যের মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা প্রতিবাদে সামিল হয়েছেন। এর ফলে সধারণ রোগীরা সমস্যায় পড়েছেন।”

এই অবস্থায় বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য; প্রধানমন্ত্রী মোদীর কাছে বিশেষ অনুরোধ করেছেন তিনি। সবমিলিয়ে বাংলায় এক চরম ‘অরাজকতা’র সৃষ্টি হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বহরমপুরের সাংসদ। প্রধানমন্ত্রীকে চিঠি লেখা ছাড়াও এই সঙ্কটের বিরুদ্ধে; সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

অধীর চৌধুরী লিখেছেন, “সারা বাংলার সাধারণ মানুষ ডাক্তারদের সঙ্গে থাকবে। ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে, রাজ্য জ্বলছে আর ‘নিরো’ মুখ্যমন্ত্রী নির্বিকার”।

]]>
টার্গেট মুর্শিদাবাদ, অধীরকে হারাতে বহরমপুরে ইমামদের নিয়ে সভা শুভেন্দুর https://thenewsbangla.com/suvendu-adhikari-meeting-with-the-imams-in-baharampur-to-defeat-adhir-chowdhury/ Fri, 26 Apr 2019 05:48:03 +0000 https://www.thenewsbangla.com/?p=11672 অধীরকে হারাতে বহরমপুরে ইমামদের নিয়ে সভা শুভেন্দুর। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অধীরের মুর্শিদাবাদে ঘাস ফুল ফোটাতে প্রধান সেনাপতি শুভেন্দুর উপরই ভরসা রেখেছেন দলনেত্রী মমতা। আর তার জন্যই সংখ্যালঘু ভোটকে টার্গেট শুভেন্দুর।

বহরমপুর, নামেই পরিচিত অধীর গড় হিসেবে। এই গড়ে অধীর চৌধুরীকে হারাতে যে যথেষ্ট বেগ পেতে হয়, তা স্বীকার করেন ডান বাম সব পক্ষই। এই অধীর দুর্গের ভিত নড়িয়ে দিতে তাই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। এবার তাই তৃণমূলের নজরে জেলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোট।

আরও পড়ুনঃ প্রার্থী না পেয়ে এক মাতালকে টিকিট তৃণমূলের, মদনকে কটাক্ষ অর্জুনের

মুর্শিদাবাদের জেলায় মোট ৩ টি লোকসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুই লোকসভা কেন্দ্রে গত ২৩শে এপ্রিল তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯শে এপ্রিল চতুর্থ দফার লোকসভা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে বহরমপুরে। তার আগেই বৃহস্পতিবার বিভিন্ন মসজিদের ইমাম সহ মুয়াজ্জিনদের সাথে বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেন অর্গানাইজেশনের পক্ষে মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, মাওলানা ওলিউল্লা বিশ্বাস সহ কয়েকশো ইমাম ও মুয়াজ্জিন। ইমাম ভাতা নিয়ে এর আগেই অধীর চৌধুরী তৃণমূলে কটাক্ষ করেছিন। বৃহস্পতিবার তারই জবাব দেন পরিবহন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষের সাথে আছেন, সংখ্যালঘুদের সাথেও আছেন মুখ্যমন্ত্রী, এই বলে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

একই দিনে বহরমপুরের নওদায় তৃণমূলের লোকসভার প্রার্থী অপূর্ব সরকারের হয়ে প্রচার করেন শুভেন্দু। সভা থেকে একযোগে কংগ্রেস ও বিজেপির নিরুদ্ধে আক্রমণ করেন তিনি। অধীর চৌধুরী দুই দশক ক্ষমতায় থেকেও কোনো উন্নয়ন করেননি বলে অভিযোগ তোলেন তিনি। অধীরকে খুনের আসামী বলেও তিনি কটাক্ষ করেন। স্ত্রী পরিত্যাক্তা বলে আক্রমণ করে মহিলাদের অধীরকে ভোট দিতে বারণ করেন তিনি।

এদিকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এই জেলায় কংগ্রেস বিজেপির গট আপ গেমের অভিযোগ তুলেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রচারে বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই রাজ্যে কংগ্রেসের হয়ে কাজ করছে। অধীর ও প্রনব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে জেতাতে আরএসএস কাজ করছে বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রীর দাবিকেই সীলমোহর দিলেন শুভেন্দু। বহরমপুরে অধীরকে জেতাতে এক অনামী ব্যক্তিকে প্রার্থী করেছে বিজেপি, অন্যদিকে জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায়কে জেতাতে মাফুজা খাতুনকে বিজেপি প্রার্থী করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি।

]]>
মমতা আরএসএস কোর কমিটির সদস্য, জানিয়ে দিলেন অধীর https://thenewsbangla.com/mamata-banerjee-is-a-member-of-the-rss-core-committee-said-adhir-chowdhury/ Wed, 10 Apr 2019 14:24:26 +0000 https://www.thenewsbangla.com/?p=10497 মমতা বন্দ্যোপাধ্যায় কি আরএসএস কোর কমিটির সদস্য? প্রশ্ন করলেন অধীর চৌধুরী। মমতা নিজেই তলায় তলায় আরএসএস এর সঙ্গে যোগাযোগ রেখেছেন অভিযোগ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রাজ্যে আরএসএস সাহায্য করছে অধীর চৌধুরী ও প্রণবপুত্র অভিজিত মুখোপাধ্যায়কে, বুধবার উত্তর দিনাজপুরের চোপড়ায় বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই উত্তরে একথা বলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুনঃ অনুব্রতর নকুল দানার পরিবর্তে মুড়ির মোয়ায় ভরসা লকেটের

উত্তর দিনাজপুরের চোপড়ায় বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আরএসএস সাহায্য করছে কংগ্রেসকে, বিস্ফোরক অভিযোগ মমতার। নাম করেই মমতা বলেন, কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও প্রণবপুত্র অভিজিত মুখোপাধ্যায়কে ভোটে সাহায্য করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। আর এরপরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মমতাকে একহাত নিয়েছেন বিজেপির রাহুল সিনহা ও কংগ্রেসের অধীর চৌধুরী ও অভিজিত মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

লোকসভা ভোটের হাইভোল্টেজ প্রচারে বেরিয়ে উত্তরবঙ্গের সভা থেকে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি উত্তর দিনাজপুরের চোপড়ার সভা থেকে আরএসএসের সঙ্গে কংগ্রেসের যোগ নিয়ে বেনজির ও বিস্ফোরক অভিযোগ করেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও প্রণবপুত্র অভিজিত মুখোপাধ্যায়কে ভোটে সাহায্য করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, পরিষ্কার জানান মমতা।

আরও পড়ুনঃ পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ

তিনি অভিযোগ করে বলেন, বাংলায় জয়ী হবে না, এ কথা বুঝতে পেরে নাকি ভয় পেয়ে গিয়েছে বিজেপি-কংগ্রেস। তাই ভোটে জেতার জন্য আরএসএসের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। এই ইস্যুতে নাম করেই মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরি এবং জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

মমতা কথায়, “ভোটে জিততে টাকা ছড়াচ্ছে আরএসএস। কংগ্রেস ভোটে জিততে আরএসএসের সাহায্য নিচ্ছে। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে সাহায্য করছে ওই সংগঠন। এমনকী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র, এ বারের ভোটে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিত মুখোপাধ্যায়কেও সাহায্য করছে আরএসএস। এ ভাবেই দেশের সংগঠনগুলি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে”।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

মমতার এই কথাতে প্রণব মুখোপাধ্যায় এর সঙ্গে আরএসএস এর ভাল সম্পর্ককেই খোঁচা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরপরেই মমতাকে একহাত নেন অধীর চৌধুরী। মমতা আরএসএস এর অনেক ভিতরের খবর জানেন, মমতা কি আরএসএস কোর কমিটির সদস্য, জানিয়ে দিলেন অধীর। এবার আরএসএস নিয়ে ফের তরজা শুরু মমতা ও অধীরের।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দিদির নোংরা খেলার শিকার দিদি নিজেই, কটাক্ষ অধীরের https://thenewsbangla.com/mamata-herself-is-a-victim-of-her-own-dirty-politics-said-adhir-chowdhury/ Thu, 14 Mar 2019 10:48:06 +0000 https://www.thenewsbangla.com/?p=8404 দিদির নোংরা খেলার শিকার দিদি নিজেই, কটাক্ষ প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির। কংগ্রেস সাংসদ জানান, মমতাও কংগ্রেস ভাঙানর নোংরা খেলায় মেতেছিলেন। সেই একই খেলার শিকার এবার মমতা নিজেই। রাজনৈতিক পাপ মমতাকেও ছাড়বে না বলেই মত অধীরের।

ভাঙন শুরু হয়েছে তৃণমূলের। লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন দল থেকে বিজেপিতে নাম লেখানোর স্রোত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই ভোটের নির্ঘন্ট প্রকাশের পর সিপিএম এবং কংগ্রেস থেকে দুই জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

গত ১২ই মার্চ তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তার কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়ে বহিষ্কৃত হন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খান। এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পান্ডাও নাম লিখিয়েছেন বিজেপিতে। কিন্তু মুকুল রায়ের তৃণমূল ছাড়ার পরেই তৃণমূলের কাছে সবচেয়ে বড় ধাক্কা দলের দীর্ঘদিনের সঙ্গী ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের দলত্যাগ।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

বৃহস্পতিবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিং। এর আগে তৃণমূলের দুই জন সাংসদ দল ছাড়লেও তাদের জনভিত্তি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল। কিন্তু অর্জুন সিংয়ের সাংগঠনিক ক্ষমতা কারও অজানা নয়। অর্জুনের হাত ধরেই ভাটপাড়া ও বারাকপুর লোকসভায় হু হু করে বেড়েছিল তৃণমূলের সংগঠন। তার সাথে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন কাউন্সিলরেরও বিজেপিতে যোগদানের খবর ইতিমধ্যেই এসেছে।

আরও পড়ুনঃ দিল্লিতে অর্জুন, ৪০ জন তৃণমূল কাউন্সিলর নিয়ে বিজেপিতে যোগদানের জল্পনা

আর তারপরেই বহরমপুরের ‘রবীনহুড’ নামে খ্যাত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে বিজেপিকে বাহবা দিয়ে মমতাকে এক প্রকার কটাক্ষই করেছেন অধীর। তিনি লিখেছেন, “যে রাজনৈতিক নোংরা খেলায় ‘দিদি’ কংগ্রেস দল ভাঙলো, সেই একই খেলায় ‘দিদি’র দল ভাঙছে বিজেপি”।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এরই সাথে তিনি জুড়ে দিয়ে বলেন, দিদির রাজনৈতিক খেলার শিকার দিদি নিজেই। তিনি আরও বলেন, এটা ইতিহাসের পুনরাবৃত্তি নয়, এটা কর্মফল। এই পাপের ফল দিদিকে ভোগ করতেই হবে।

উল্লেখ্য, এর আগে বিধানসভা, পৌরসভা থেকে পঞ্চায়েতে ভোটের পরেই বিজয়ী বিরোধী দলের প্রার্থীদের লোভ বা ভয় দেখিয়ে তৃণমূলে টানার অভিযোগ বারবার করা হয়েছে কংগ্রেস ও বিজেপির তরফ থেকে। ২০১১ তে কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসানের পরেই একের পর এক কংগ্রেস নেতাকে দলে টেনেছেন মমতা।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

রাজ্যে কংগ্রেসকে প্রায় শেষ করে দিয়েছেন মমতা। অধীর ও তাঁর অনুগামীরাই এখন র‍য়ে গেছেন কংগ্রেসে। সেই কর্মফল মমতাকেও ভোগ করতে হবে বলেই জানিয়েছেন অধীর। একই রকম ভাবে তৃণমূলকেও ভাঙবে বিজেপি মত তাঁর। আর এর জন্য মমতাই দায়ি কারণ এই নোংরা খেলাটা তিনিই শুরু করেছেন এই বাংলায়।

আরও পড়ুনঃ নাবালিকাকে বিয়ে করে পুলিশের ভয়ে গা ঢাকা দিলেন কাউন্সিলর
আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক
আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে
আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অধীর ও দীপাও বিজেপির পথে! উত্তেজনায় ফুটছে গেরুয়া শিবির, চরম অস্বস্তি প্রদেশ কংগ্রেসে https://thenewsbangla.com/mukul-roy-success-deepa-das-munshi-adhir-chowdhury-joins-bjp-speculation-raises/ Sun, 10 Mar 2019 03:50:18 +0000 https://www.thenewsbangla.com/?p=7968 অধীর চৌধুরী ও দীপা দাশ্মুন্সি বিজেপির পথে! উত্তেজনায় ফুটছে গেরুয়া শিবির, চরম অস্বস্তি প্রদেশ কংগ্রেসে।
লোকসভা নির্বাচনের দিনক্ষন যতই এগিয়ে আসছে, রাজনীতির মঞ্চে ততই নতুন নতুন সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। সময়ের সাথে সাথে সম্ভাবনাগুলোও প্রচ্ছন্ন থেকে প্রকট হচ্ছে। লোকসভা নির্বাচনের আগেই বিভিন্ন রাজ্যে যেমন দলবদলের হিড়িক পড়েছে, এই রাজ্যও তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুনঃ মুকুল রায়কে বাড়িতে ডেকে বৈঠক করে মমতার শাস্তির মুখে সব্যসাচী

সম্প্রতি মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ত্যাগ করেছেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। মমতাকে ‘জঙ্গলমহলের মা’ বলে সম্বোধন করা আইপিএস অফিসার ভারতী ঘোষও বিজেপিতে যোগ দিয়েছেন। প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা শঙ্কুদেব পন্ডাও সামিল হয়েছেন বিজেপিতে।

মেয়রের পদ থেকে ইস্তফার পর শোভনের বিজেপিতে আসার সম্ভাবনা উঠে আসছে। বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের সাথে মুকুল রায়ের বৈঠিক ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখনই উঠে আসছে অধীর চৌধুরী ও দীপা দাশমুন্সির নামও।

আরও পড়ুনঃ মোদীর উদ্বোধন করা সার্কিট বেঞ্চের ফের উদ্বোধন মমতার

শুক্রবারই দিল্লিতে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর আমন্ত্রনে মুকুল রায় নৈশভোজে অংশগ্রহন করছেন। সঙ্গে উল্লেখযোগ্যভাবে উপস্থিত থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির পত্নী দীপা দাশমুন্সিও। আর তাতেই এই দুই কংগ্রেস হেভিওয়েটের বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হচ্ছে।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে দলের সম্পর্ক মোটেই ভালো নয়। তৃণমূলের সাথে কংগ্রেসের সম্ভাবনা তৈরি হলে বরাবরই তিনি সেই জোটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাঁকে সরিয়ে সোমেন মিত্রকে প্রদেশ সভাপতি করাটাও ভালভাবে নেননি তিনি।

আরও পড়ুনঃ বিধাননগরের মেয়র সব্যসাচীর বাড়িতে মুকুল, জল্পনা তুঙ্গে

এদিকে এই মুহুর্তে লোকসভা ভোটে সিপিএম এর সঙ্গে জোট হয়েছে কংগ্রেসের। তাদের গতবারের জেতা দুটি আসন রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন দুটি কংগ্রেসকে ছাড়তে রাজি না হওয়ায় নিজের গড়েই আসন পাবেন না দীপা। রাহুল গান্ধী ইতিমধ্যেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

উল্লেখ্য, রায়গঞ্জ ও মুর্শিদাবাদে কংগ্রেসের তরফে যথাক্রমে দীপা দাশমুন্সি এবং অধীর ঘনিষ্ঠ আবু হেনার লড়ার কথা ছিল। কিন্তু গতবারের সিপিএমের জেতা এই আসন দুটি কং-সিপিএম আসন রফার জন্য পেয়েছে সিপিএমই। সিপিএম পুনরায় মহম্মদ সেলিম ও বদরুদ্দোজা খানকে ওই দুটি আসনে প্রার্থী করছে। বিজেপি বিরোধী জোটের স্বার্থে কংগ্রেস হাইকমান্ড সিপিএমের দাবিকেই সীলমোহর দিয়েছে। এই অবস্থায় অস্বস্তি কাটাতে গেরুয়া পতাকার নিচে সামিল হওয়াই অধীর ও দীপার একমাত্র রাস্তা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী বদল করত আমরা ঘরে ঢুকে মেরেছি, বললেন মোদী

পশ্চিমবঙ্গকে আগেই পাখির চোখ করেছিল বিজেপি। পশ্চিম ও উত্তর ভারতের রাজ্যগুলোয় বিজেপি সিংহভাগ আসন জিতেছিল ২০১৪ লোকসভা নির্বাচনে। এবার ওইসব রাজ্যে বিজেপির সিট বাড়ার খুব একটা সম্ভাবনা নেই। বরং আসন কমে যাবার আশঙ্কা। তাই বিজেপি টার্গেট করেছে পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলোকে, যার প্রধান লক্ষ্য ৪২ লোকসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ।

আরও পড়ুনঃ শহর কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার

অন্য দল থেকে হেভিওয়েটদের নিজেদের দলে টানতে পারলে সেটা রাজ্য বিজেপিতে বড় অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশিষ্টজনেরা। সাথে সাথে প্রদেশ কংগ্রেসের অস্বস্তি যে কয়েক গুন বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। আর লোকসভা ভোটের আগেই তৃণমূল ও কংগ্রেস ভাঙিয়ে বিজেপিকে সেই রাস্তায় নিয়ে যেতে উঠে পড়ে লেগেছেন মুকুল রায়।

যদিও অধীর চৌধুরী ও দীপা দাশমুন্সী দুজনেই বিজেপিতে যাওয়ার কথা অস্বীকার করেছেন। বলেছেন, আমরা কংগ্রেসেই আছি। কোথাও গেলে সাংবাদিকদের জানিয়েই যাব।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা
আরও পড়ুনঃ মরে গিয়েও তৃণমূল বিজেপির হাত থেকে রেহাই পেলেন না বড়মা
আরও পড়ুনঃবৈশাখীর হাত ধরে বিজেপিতে শোভন, জল্পনা তুঙ্গে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’ https://thenewsbangla.com/bjps-friend-adhir-chowdhury-is-presently-the-mir-jafar-of-murshidabad/ Sat, 29 Dec 2018 13:28:39 +0000 https://www.thenewsbangla.com/?p=4900 The News বাংলা, সালারঃ “অধীর চৌধুরী মীরজাফর”। শনিবার মুর্শিদাবাদের সালারে এক জনসভায় এইভাবেই অধীর চৌধুরীকে আক্রমন করলেন পরিবহণ মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তবে এই নিয়ে অধীর চৌধুরীর কোন মন্তব্য পাওয়া যায় নি।

আরও পড়ুন: ১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন

“বিভিন্ন রাজ্যের ভোটে বিজেপির হারে যত না দুঃখ বিজেপির হয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলার মানুষ সিরাজদের সম্মান করেন, মীরজাফরদের ঘৃনা করেন। অধীর চৌধুরী মীরজাফর”। মুর্শিদাবাদের সালারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আজ এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সালারে তৃণমূল কংগ্রেসের সভা থেকেই অধীর ও বিজেপিকে একযোগে আক্রমণ শুভেন্দুর।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

বিগ্রেড সভা প্রস্তুতি উপলক্ষে মুর্শিদাবাদের সালার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার দুপুরে সালার বাসস্ট্যান্ডে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভামঞ্চ থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও বিজেপিকে আক্রমণ করেন পরিবহণমন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

এদিন শুভেন্দু অধিকারী অধীর চৌধুরীকে কটাক্ষ করে বলেন, “সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিজেপির হারার জন্য যতটা কষ্ট বিজেপির হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে অধীর চৌধুরীর। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট হোক আর বিজেপি সঙ্গে থাকুক, তৃণমূলের বিরুদ্ধে হযবরল জোট তৈরি করবে আমরা জানি”।

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

আরও পড়ুন: জেলেই সুমন চট্টোপাধ্যায়, সিবিআই নজরে বাংলার আরও তিন সাংবাদিক

শুভেন্দু অধিকারী আরও বলেন, “যা অধীর চৌধুরী বলেন, তাই বিজেপি বলে, বিজেপি যা বলে সেটাই সিপিএম বলে। তবে, আগামী দিনে মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনই দখল করবে তৃণমূল। মুর্শিদাবাদ জেলা সিরাজদের সম্মান করে, মিরজাফরকে ঘৃণা করে। অধীর চৌধুরী হল বিশ্বাসঘাতক তাই তিনি মিরজাফর”।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

এদিন শুভেন্দু অধিকারী ব্লেন, “যদি ছত্রিশগড়, রাজস্থান বিজেপিকে বদলাতে পারে তাহলে বহরমপুর লোকসভা নির্বাচনে বিশ্বাসঘাতক অধীর চৌধুরীকেও পরাজিত করবেন মানুষ”। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলে আর সাম্প্রদায়িক বিভাজন করে”।

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

বারো হাজারের বেশি কৃষক বিজেপি শাসিত রাজ্যে আত্মহত্যা করেছেন, বলে জানান তিনি। তাঁর অভিযোগ, সাধারন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পনেরো লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। দুই লক্ষ চাকরি তো দুরের কথা, নোটবন্দি করেছেন বিজেপি সরকার, ফলে অনেক ছেলে কাজ হারিয়ে নিঃস্ব হয়েছেন। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

শুভেন্দু অধিকারী জানান, আগামী লোকসভা নির্বাচনে মোদী ও মমতার লড়াই হবে দেশে। শনিবার এই সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম রায় সহ জেলার তৃণমূল নেতৃত্বরা।

]]>