Adhir Choudhury – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 27 Feb 2022 05:06:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Adhir Choudhury – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলায় ভোটের অশান্তি থামল না, পুরভোটেও সর্বত্র ঝামেলা সন্ত্রাস ছাপ্পা https://thenewsbangla.com/bengal-election-west-bengal-municipality-election-with-poll-day-incidents-everywhere/ Sun, 27 Feb 2022 05:05:52 +0000 https://www.thenewsbangla.com/?p=14862 বাংলায় ভোটের অশান্তি থামল না; পুরভোটেও সর্বত্র ঝামেলা সন্ত্রাস ছাপ্পা। লোকসভা বিধানসভা পঞ্চায়েত বা পুরসভা ভোট হোক; নিজের ভোট ঐতিহ্য বজায় রাখল বাংলা। সকাল থেকেই উত্তর থেকে দক্ষিন; সব জায়গা থেকেই অশান্তি ও সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগ আসছে। নির্বাচন কমিশনের কাছে জমা পরেছে; অসংখ্য অভিযোগ। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে; রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলায়, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে; শান্তিপূর্ণ ভোটের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার সকাল থেকেই; অন্য ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

সোনারপুরের বিদ্যানিধি স্কুলে বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ; বাম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ; অভিযোগের তীর তৃণমূলের দিকে। কোন্নগর বটতলা জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। কৃষ্ণা ভট্টাচার্য নির্বাচনী কার্যালয় থেকে ফেরার সময়; ২৪ পল্লীর কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ।

মেদিনীপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কুহেলি দত্তের টেন্ট অফিস পোড়ানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে; বিজেপি অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে। কাঁথি পুরসভার ৩ নং ওয়ার্ডে; ব্যপক ছাপ্পা ভোটের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রাজ্য জুড়ে।

বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শ্যামলী দাসের বিরুদ্ধে; ইভিএম আছাড় মেরে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা শ্যামলী দাসের অভিযোগ; সেখানে বহিরাগতদের প্রবেশ হচ্ছিল। ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম চলছিল বলেই; তিনি ক্ষোভের জেরে ইভিএম ভেঙে দেন। ঘটনার পরই স্থানীয়রা বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান।

বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভেতরে; কংগ্রেস এজেন্টকে ব্যপক মারধরের অভিযোগ; ঘটনাস্থলে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভিতরে; কংগ্রেস এজেন্টকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। সেখানেও ঘটনাস্থলে ছুটে যান অধীর চৌধুরী।

কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারানি ইন্দিরা দেবী হাইস্কুলে ১৭৯ বুথে; তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। বারংবার তিনি বিরোধীদের এজেন্টকে ধমকাচ্ছিলেন বুথের ভিতরে। বিরোধীদের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। যদিও তৃণমূল প্রার্থী অভিজিৎ মজুমদার জানিয়েছেন; ধৃত ব্যক্তি তৃণমূলের কেউ নয়।

জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীকে বুথ থেকে বার করে দেবার অভিযোগ উঠল; পুলিশের এক ডিএসপি-র বিরুদ্ধে। সকালে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শুরু হলেও; কিছুক্ষণ পরেই উত্তেজনা সৃষ্টি হয় জলপাইগুড়ি হাইস্কুল বুথে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়; বাইরের লোকজন বুথের ভেতরে রয়েছে। কিন্তু পুলিশের এক ডিএসপি। অপরদিকে ডিএসপি হেডকোয়াটার্স-এর পক্ষ থেকে; এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

১০৮টি পুরসভার নির্বাচনে মোট ২২৭৬টি বুধ রয়েছে; নিরাপত্তার দায়িত্বে মোট ৪৪ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বুথে বুথে মোতায়েন রয়েছে ইএফআর, এসটিএফ এবং কম্যান্ডো। কিন্তু তারপরেও ভোটগ্রহণের শুরুর থেকেই; উত্তেজনা দেখা গেল বুথে বুথে; নীরব দর্শক পুলিশ। পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি; তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে পুলিশকর্মীরা; বলে অভিযোগ তুলেছে বিরোধী দলের এজেন্টরা। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

]]>
নরেন্দ্র মোদীকে ভালো সেলসম্যান বলে, লোকসভায় বিতর্কে কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী https://thenewsbangla.com/narendra-modi-is-good-salesman-congress-leader-adhir-choudhury-controversy/ Mon, 24 Jun 2019 12:44:45 +0000 https://www.thenewsbangla.com/?p=14351 নরেন্দ্র মোদীকে ভালো সেলসম্যান বলে লোকসভায় বিতর্কে অধীর চৌধুরী। লোকসভায় অধীর চৌধুরীর; বিজেপি বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে জোর উত্তেজনা। সোমবার দেশে খরা পরিস্থিতি ও শিশু মৃত্যুর বিষয়ে আলোচনা করে; বিজেপির তুমুল সমালোচনা করেন তিনি। আর তারপরেই অধীর চৌধুরীর বিজেপি বিরোধী বক্তব্যকে ঘিরে; জোর উত্তেজনা শুরু হয়ে যায় সংসদে।

শুরুতেই বিতর্কে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। নরেন্দ্র মোদীকে ভালো সেলসম্যান; বলে লোকসভায় বিতর্কে অধীর চৌধুরী। এরপরেই লোকসভায় এদিন; উত্তেজনা শুরু হয়ে যায়। তর্ক বিতর্কে জড়িয়ে পরেন; কংগ্রেস ও বিজেপি নেতারা। রাষ্ট্রপতির ভাষণে ইতিহাসের বিকৃতি হওয়ার কথা বলে; বিতর্ক বাড়ান অধীর।

মোদী সরকারের বিরুদ্ধে; বিভিন্ন বক্তব্যকে সোমবার তুলে ধরলেন; লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। কিছুদিন পূর্বে লোকসভায় রাষ্ট্রপতি ভাষণের, এদিন জবাবি ভাষণ দেন অধীর চৌধুরী। বুঝিয়ে দিলেন; কংগ্রেস দলের দেশের প্রতি দায় দায়িত্ব এর কথা। অধীর চৌধুরীর বক্তব্যের পরেই; ফের মাথা চাড়া দিয়ে ওঠে; বিজেপি-কংগ্রেস দ্বন্দ্ব।

তিনি বলেছেন, বিজেপির কোনও সাংসদ এখনও পর্যন্ত; খরা নিয়ে কোন বক্তব্য রাখেননি। সারা দেশের অর্ধেকের বেশি স্থান; জলের অভাবে ভুগছে। কিন্তু এবিষয়ে কোনও বিজেপি সাংসদ; বক্তব্য রাখেননি। বিহারে এনকেফেলাইটিস এর যে দুর্ভোগ শুরু হয়েছে; সে বিষয়েও বিজেপি কোনো কথা বলেননি। সেখানে ১৫০ এর ও বেশি শিশুর মৃত্যু হয়েছে। এক প্রাণসংগ্রাম চলছে বিহারে।

তাঁর বক্তব্য “আইনকে বোকা বানিয়ে; লোকদের চোর বানিয়ে যারা সাংসদ হয়েছেন; তারা কেন সংসদে বসে আছেন? কেন তাদের শাস্তি হয়নি? কেন ম্যাডাম সোনিয়া গান্ধী বাইরে আছেন? যদি তাদের সত্যিই দোষ থাকত তাহলে তাদের শাস্তিও হত”।

বিজেপি ভোট প্রচারের সময় টু-জি বা কয়লা ঘোটালার কথা বলেনি। তার কারণ সেই কান্ড এখন অতীত। এই প্রসঙ্গ টেনেই তিনি মোদীকে বললেন, ‘ভালো সেলসম্যান’। অধীরের বক্তব্য; ‘সেলস’ হয়নি বলে তারা জেতেননি। নরেন্দ্র মোদীর হয়েছে; তাই বিজেপি জিতেছে।

অধীর ব্লেন; কংগ্রেস মাননীয় রাষ্ট্রপতির সমালোচনা করতে চায় না। তবে দেশের বিভিন্ন সমস্যার দিকে যাতে; রাষ্ট্রপতি নজর দেন সেই কথাই বলা হচ্ছে। আরও বলেন, “রাষ্ট্রপতির ভাষণ কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত; ভাষণ অন্তঃসারশূন্য”। এরপরেই শুরু হয়ে যায়; বিজেপি ও কংগ্রেস নেতাদের মধ্যে জোর বাক-বিতণ্ডা।

]]>