AdaniGroup – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 13 Oct 2022 05:24:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AdaniGroup – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র দেওয়া হল আদানি গ্রুপের হাতে https://thenewsbangla.com/tajpur-deep-sea-port-adani-group-gets-construction-permit-from-mamata-banerjee-govt/ Thu, 13 Oct 2022 05:13:09 +0000 https://thenewsbangla.com/?p=16954 তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র দেওয়া হল আদানি গ্রুপের হাতে। নিউটাউনের ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে, আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে তাজপুরে গভীর বন্দর তৈরির অনুমতিপত্র তুলে দেওয়া হল আদানি গ্রুপের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির পুত্র আদানি পোর্টসের সিইও করণ আদানি। তাঁর হাতে অনুমতিপত্র তুলে দেন, রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবও।

তাজপুরে একটি গভীর সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ, নেওয়া হয়েছিল আগেই। ধাপে-ধাপে সেই কাজ এগিয়েছে। আগেই এই বন্দর তৈরিতে আগ্রহ দেখিয়েছিলেন, শিল্পপতি গৌতম আদানি। তাঁর সঙ্গে নবান্নে, বেশ কয়েকবার বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা। পরে রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেত পেয়ে, আদানি গোষ্ঠীর হাতেই তুলে দেওয়া হয় তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব।

তাজপুর সমুদ্র বন্দর তৈরি হলে, যেমন জলপথে বাণিজ্যের পথ আরও প্রশস্ত হবে, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে, তেমনই হলদিয়া বন্দরের উপর থেকে চাপও অনেকটাই কমবে। তাই তাজপুর বন্দর ঘিরে আশা বাড়ছিল, এবার সেই চুক্তি সম্পূর্ণ হল। পূর্ব মেদিনীপুরের তাজপুরে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর সমুদ্রবন্দর। এখন পর্যন্ত যা খবর, সব মিলিয়ে এতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ।

রাজ্য সরকারের দাবি, এই গভীর সমুদ্রবন্দর তৈরি হলে সরাসরি ২৫ হাজার কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের মূল লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান, এই গভীর বন্দর তৈরি হলে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে”।

]]>
জেফ বেজসকে টপকে গেলেন ভারতের গৌতম আদানি, সামনে শুধুই এলন মাস্ক https://thenewsbangla.com/gautam-adani-surpassed-amazons-jeff-bezos-to-become-worlds-second-richest-person/ Fri, 16 Sep 2022 08:18:56 +0000 https://thenewsbangla.com/?p=16838 জেফ বেজসকে টপকে গেলেন ভারতের গৌতম আদানি, সামনে এখন শুধুই এলন মাস্ক। বিশ্বের সেরা ১০ ধনীর ব্যক্তির তালিকায়, কিছুদিন আগেই মাইক্রোসফটের বিল গেটসকে টপকে গৌতম আদানি উঠে এসেছিলেন ৩ নম্বরে। আর এবার আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসকে টপকে তিনি উঠে এলেন, বিশ্বের ২ নম্বর ধনী ব্যক্তি হিসাবে। তাঁর সামনে এখন শুধুই, টেসলা কোম্পানির এলন মাস্ক। Forbes ম্যাগাজিনের রিয়াল টাইম ডাটার রিপোর্ট অনুযায়ী, গৌতম আদানি এখন বিশ্বের ২ নম্বর ধনী ব্যক্তি।

টেসলা কোম্পানির সিইও এলন মাস্ক এখন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭৩.৫ বিলিয়ন ডলার। ভারতের গৌতম আদানি রয়েছেন দ্বিতীয় স্থানে, তাঁর সম্পত্তির পরিমাণ ১৫৫.৭ বিলিয়ন ডলার। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস চলে গেলেন তিন নম্বরে, সম্পত্তির পরিমাণ ১৫৪ বিলিয়ন ডলার। মাত্র ৯৩ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে, রিলায়েন্সের মুকেশ আম্বানি আছেন বেশ কিছুটা পিছনে, বিশ্বে ৮ নম্বরে।

আরও পড়ুনঃ কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা

জেফ বেজসের ব্যবসায়, ৯.৮ বিলিয়ন ডলার, মানে ভারতীয় টাকায় ৮০ হাজার কোটি টাকা ক্ষতি হওয়ায়, অন্যদিকে গৌতম আদানির মুনাফা বাড়ায়, তিনি উঠে এলেন বিশ্বের দু নম্বরে। ২০১৯ সালেও, ভারতের ধনীতম ব্যক্তি ছিলেন মুকেশ আম্বানি। শেষ দুবছরে শুধু ভারতের নয়, বিশ্বের সবাইকে ছাপিয়ে গিয়েছেন আদানি গ্রুপের গৌতম আদানি। এদিকে আদানির কোম্পানির ব্যাঙ্ক ঋণ, ২ লক্ষ ৬০ হাজার কোটি টাকা।

]]>