Abhishek Banerjee TMC MP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 23 Jun 2022 08:01:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Abhishek Banerjee TMC MP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কয়লাকাণ্ডে জেরা, একরত্তি ছেলেকে কোলে নিয়ে ইডি দফতরে অভিষেক পত্নী রুজিরা https://thenewsbangla.com/tmc-mp-abhishek-banerjee-wife-rujira-banerjee-at-ed-office-cgo-complex/ Thu, 23 Jun 2022 07:43:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15686 কয়লাকাণ্ডে জেরা, একরত্তি ছেলেকে কোলে নিয়ে; ইডি দফতরে অভিষেক পত্নী রুজিরা। কয়লা পাচার কাণ্ডে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে; ইডি দফতরে তলব করা হয়েছে; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ইডির তলবে সাড়া দিয়ে, দু-বছরের ছেলেকে কোলে নিয়েই; কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক পত্নী রুজিরা। বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ; ইডির দফতরে ঢোকেন তিনি। তদন্তকারীদের বিশেষ দল; অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করবে।

কয়লা পাচারকাণ্ডে কয়েকদিন আগেই; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার তাঁকে তলব করল ইডি। এই তলবকে ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে; সে কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। পরিচয়পত্র দেখিয়েই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। কড়া পুলিশি পাহারা রয়েছে; গোটা সিজিও কমপ্লেক্স চত্বরে।

আরও পড়ুনঃ গরমের দুমাসেই উপচে পড়ল রাজ্যের কোষাগার, সৌজন্যে বাংলার ‘বিয়ারপ্রেমী’রা

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, দিল্লিতে নয়; কলকাতায় জেরা শুরু হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার। কোর্টের নির্দেশ মেনে বুধবারই রুজিরাকে; চিঠি পাঠিয়েছিল ইডি। দিল্লি থেকে ইডির একটি বিশেষ প্রতিনিধি দল, কলকাতায় এসে; রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, কয়লা পা’চার কাণ্ডে তদন্তের কেন্দ্রে রয়েছে; ব্যাঙ্ককের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, সেখানে জমা পড়েছে; বাংলা থেকে কয়লা পা’চারের টাকা। ইডি সূত্রে দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে তারা জানতে পারে; বিদেশি ব্যাঙ্কে ওই অ্যাকাউন্টের মালিক রুজিরা নারুলা। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা

কয়লাকাণ্ডে এর আগে একাধিকবার; অভিষেক ও রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। অভিষেক দুবার হাজিরাও দিয়েছিলেন ইডি দফতরে; কিন্তু যাননি রুজিরা। তিনি সাফ জানিয়েছিলেন; তাঁর দুবছরের পুত্র সন্তানকে কলকাতায় একা রেখে; দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এদিন সেই শিশুপুত্রকে নিয়েই; সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক পত্নী।

“রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে; কেন্দ্রীয় এজেন্সিগুলিকে”; এই দাবিতে সরব হয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, “রাজনৈতিক হে’নস্থার শি’কার হচ্ছেন রুজিরা ও অভিষেক। “কয়লা পাচারের টাকা খেয়ে, এখন ছেলে কোলে সহানুভূতির ভিক্ষা চাইছে”; অন্যদিকে পাল্টা সমালোচনা বিজেপি নেতাদের।

]]>
একা প্রায়শ্চিত্ত করছেন রাজীব, সব্যসাচীর পর অর্জুনকেও বড় দায়িত্ব অভিষেকের https://thenewsbangla.com/abhishek-banerjee-give-arjun-singh-big-responsibility-in-tmc/ Tue, 24 May 2022 08:11:26 +0000 https://www.thenewsbangla.com/?p=15175 একা প্রায়শ্চিত্ত করছেন রাজীব; অন্যদিকে সব্যসাচীর পর অর্জুনকেও বড় দায়িত্ব অভিষেকের। তিনি যে সত্যিই হেভিওয়েট রাজনীতিবিদ; সেটা আবার প্রমান করলেন অর্জুন সিং। দলবদলের পরদিনই তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের সঙ্গে; বৈঠকে সারলেন অর্জুন। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল; দলের কোন দায়িত্ব দেওয়া হবে অর্জুনকে। আশঙ্কা ছিল, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত অন্য কোন রাজ্যে; নির্বাসনে না পাঠিয়ে দেওয়া হয় অর্জুনকেও। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণিত হল। দলের বৈঠকে তৃণমূল বনগাঁ সাংগাঠনিক জেলার দায়িত্ব সামলানোর; দায়িত্ব দেওয়া হল অর্জুনকে। সরকারিভাবে সেই দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া না হলেও, দলীয় বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে; জানিয়ে দিয়েছেন সৌগত রায়।

“যারা দলের বিপদে দল ছেড়ে গেছেন; তাদের ফিরিয়ে নেওয়া হবে না। ফেরানো হলেও প্রায়শ্চিত্ত করে; তবেই ফিরতে হবে”। তৃণমূল কর্মীদের বার্তা দিয়েছিলেন; তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জেরে, তৃণমূলে ফিরে আজও নিজের এলাকায়; রাজনীতি শুরু করতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায়শ্চিত্ত করছেন ত্রিপুরায় পরে থেকে। কিন্তু অর্জুন সিং-এর ক্ষেত্রে; সেই নিয়ম মানেননি স্বয়ং অভিষেক। টিটাগড়ের কার্যালয়ে বৈঠকে অর্জুনের উপরে আস্থা রেখে; তাকে গুরুদায়িত্বই দেওয়া হয়েছে। রাজনীতিবিদদের ধারনা, বনগাঁ লোকসভায় মতুয়া ভোট ব্যাংক, তৃণমূলের পক্ষে ফিরিয়ে আনতে; বিজেপি ফেরত অর্জুনের উপরেই ভরসা রাখল তৃণমূল।

আরও পড়ুন <a href=”https://www.thenewsbangla.com/mamata-banerjee-also-lying-about-reducing-petrol-diesel-price-said-tarunjyoti-tewari/”>“পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

রবিবার তৃণমূলে যোগ দিয়েই অর্জুন অভিযোগ করেছিলেন, বিজেপিতে তাঁকে সাংগঠনিক পদ দেওয়া হলেও; কাজ করার সুযোগ দেওয়া হয়নি। তাঁর উপর বিশ্বাস ছিল না বিজেপি নেতৃত্বের। বৈঠক শেষে অর্জুনের দাবি; “আগামীদিনে বারাকপুর শিল্পাঞ্চলের ৯০ শতাংশ বিজেপি কর্মী-সমর্থক; তৃণমূলে যোগদান করবে”। তৃণমূলে যোগ দিয়ে, তিনি চাপমুক্ত হয়ে; মানুষের জন্য কাজ করতে পারবেন বলেও জানিয়েছেন অর্জুন। আগামী কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালি; অর্জুন সিংকে বনগাঁ অঞ্চলের দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

তৃণমূলে ‘কামব্যাক’ করেই, সল্টলেকের সব্যসাচী দত্তের মত বড় দায়িত্ব পেলেন; দাপুটে নেতা অর্জুন সিং। অন্যদিকে, দিদির ছবি বুকে নিয়ে কাঁদতে-কাঁদতে দল ছেড়েও; তৃণমূলে ফিরে এসে বড় শাস্তি জুটেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কপালে।

]]>
নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক https://thenewsbangla.com/tmc-mp-abhishek-banerjee-says-wife-didnt-carry-any-gold-from-bangkok/ Sun, 24 Mar 2019 16:08:23 +0000 https://www.thenewsbangla.com/?p=9169 সোনা কান্ডে ফের সরগরম রাজ্য রাজনীতি। থাইল্যান্ড থেকে ফেরার সময় সঙ্গে এনেছিলেন ২ কেজি সোনা। এমনই অভিযোগ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে রবিবার সাংবাদিক সম্মেলন করে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রীকে নিয়ে বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেস চক্রান্ত করছে বলে পরিষ্কার জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পর তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তাঁর স্ত্রী কোন সোনা নিয়ে আসেননি বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিষেক।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে শুল্ক দপ্তর বা কাস্টমস। সরকারি কর্মীদের কাজে বাধা ও হুমকি দেওয়ার মতো অভিযোগ নথিবদ্ধ করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু এয়ারপোর্ট থানা এই অভিযোগ নিতে অস্বীকার করেছে বলেই জানা গেছে। অন্যদিকে এয়ারপোর্ট থানাতে শুল্ক দফতরের অফিসারদের বিরুদ্ধেই পাল্টা হেনস্থার অভিযোগ করেছেন তৃণমূল নেতার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ভোট প্রচারে বাংলায় মোদী, ব্রিগেড থেকেই দেবেন ভোট জেতার মন্ত্র

প্রথমেই তিনি উল্লেখ করেন, তার এই সাংবাদিক সম্মেলনের সঙ্গে দলিয় যোগ নেই। তার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে বলেই তিনি প্রতিবাদে সরব হয়েছেন। এই ঘটনায় তিনি রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে দিল্লির দিকে আঙুল তুলেছেন। রাজনৈতিক ভাবে তৃণমূলের মোকাবিলা না করতে পেরে সিপিএম, কংগ্রেস, বিজেপি মিলে ব্যক্তি আক্রমণের পথ বেছে নিয়েছে বলে তিনি কটাক্ষ করেন। তিনি এই চক্রান্ত নিয়ে পাঁচটি প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

গতকাল শনিবার বেশ কিছু জাতীয় সংবাদমাধ্যমের এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়। অভিষেক প্রশ্ন তোলেন কাস্টমস এফআইআর করার আগেই সংবাদমাধ্যমের কাছে এফআইআরের কপি পৌঁছে যাচ্ছে কিভাবে? এখানেই তিনি এই ঘটনায় কেন্দ্রের হাত দেখছেন। অভিষেক বলেন, যদি তার স্ত্রীর কাছে ২ কেজি সোনা থেকে থাকে, তবে কাস্টমস সেই সোনা বাজেয়াপ্ত করেনি কেন? আর রাজ্য পুলিশ যদি কাস্টমসের কাজে বাধা দিয়েই থাকে, তবে তারা সিআইএসএফের সাহায্য নেয়নি কেন?

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি সিসিটিভি ফুটেজ দেখিয়ে এই ঘটনার প্রমাণ দেওয়া যায়, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অমিত শাহকে এক হাত নিয়ে তিনি বলেন, একমাত্র তিনিই অমিত শাহের বিরুদ্ধে মামলা করেছিলেন বলেই এখন অভিষেকের বিরুদ্ধে পাল্টা ব্যক্তি আক্রমণের পথ ধরেছে বিজেপি।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা পর ৬০ ফুট গভীর গর্ত থেকে শিশুকে উদ্ধার করে কামাল ভারতীয় সেনার

১৫-১৬ তারিখের ঘটনায় শুল্ক দফতর কেন ২২ তারিখে এফআইআর করতে গেল? প্রশ্ন উঠেছে তা নিয়েও। কেন সেই সময় শুল্ক দফতরের তরফ থেকে বিনা অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়? কেন বেআইনি সোনার অভিযোগ কোথাও করা হল না? কেন ওই বেআইনি সোনা বাজেয়াপ্ত করা হল না? অনেক প্রশ্নেরই এখনও উত্তর নেই। আর সেই প্রশ্নগুলিই তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>