Abhinandan Varthaman – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 07:05:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Abhinandan Varthaman – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের https://thenewsbangla.com/abhinandan-varthaman-moustache-should-be-declared-national-moustache-says-adhir-chowdhury/ Wed, 26 Jun 2019 06:08:14 +0000 https://www.thenewsbangla.com/?p=14430 জাতীয় পশু থেকে জাতীয় সঙ্গীত; প্রায় সব দেশেই আছে। আবার অনেক দেশেই জাতীয় ফুল; জাতীয় খাবারের কথাও শোনা যায়। আবার অনেক দেশই অদ্ভুত অদ্ভুত জাতীয় কিছু জিনিস থাকে। কিন্তু ‘জাতীয় গোঁফ’ আছে; এমন দেশের হদিশ পাওয়া মুশকিল। ‘জাতীয় গোঁফে’র দাবী তুলে ভারত এখন সবার নজরে।

লোকসভায় এবার এই দাবি জানান; বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার সংসদে ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা বলেন; উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পুরস্কৃত করার পাশাপাশি তাঁর গোঁফকে ‘জাতীয় গোঁফ’ ঘোষণা করা উচিত।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১; বিধ্বস্ত হয়ে পাকিস্তানের হাতে আটক হয় ফেব্রুয়ারি মাসে। আটক হওয়া ভারতীয় মিগের পাইলট; অভিনন্দন বর্তমানের গোঁফকে জাতীয় গোঁফ ঘোষণার দাবি উঠেছে সংসদে। একই সাথে সাহসিকতার জন্যও; তাঁকে পুরস্কৃত করার দাবিও উঠেছে।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে; জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানান, তিনি কংগ্রেস শিবিরের বন্ধুদের অভিনন্দন বর্তমানের মতো গোঁফ দেখার অপেক্ষায় আছে। টুইটারে ওইদিন রাহুল গান্ধীর একটি ছবি এডিট করে; তাঁর মুখে অভিনন্দন বর্তমানের মতো একটি গোঁফ ফটোশপ করে লাগানো হয়েছে।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে, দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায়; আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪৯ সেনা শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার ১২ দিন পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা আকাশযুদ্ধে রূপ নেয়। আকাশযুদ্ধে ভারত দুটি যুদ্ধবিমান হারায়। এর একটির পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান। সেই সময় মিগ-২১ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলে পাকিস্তানের হাতে আটক হন তিনি।

দুদিন আটক থাকার পর ১ মার্চ অভিন্দনকে; ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। এরপর থেকেই তাঁর গোঁফ নিয়ে ভারতে শুরু হয় ব্যাপক চর্চা। অনেকেই তাঁকে বীর উপাধি দিয়ে তাঁর ‘গানস্লিঙ্গার’ গোঁফের মতো গোঁফ রাখতে শুরু করেন। কিন্তু সেই গোঁফটিকে জাতীয় গোঁফের স্বীকৃতি দেওয়ার দাবি উঠতেই; সোশ্যাল মিডিয়াতে অভিনন্দনের ঝড় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর উদ্দেশ্যে।

]]>
অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের https://thenewsbangla.com/over-150-veterans-write-to-president-over-politicisation-of-armed-forces/ Fri, 12 Apr 2019 07:26:51 +0000 https://www.thenewsbangla.com/?p=10675 সেনাবাহিনীর অরাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার দাবিতে প্রাক্তন সেনা কর্তারা চিঠি দিয়ে আবেদন করলেন রাষ্ট্রপতির কাছে। ৮ প্রাক্তন সেনাপ্রধানের উদ্যোগে ১৫৬ জন বিশিষ্ট সেনা কর্তাদের সই করা চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। তবে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে বলা হয়েছে, এখনও কোন চিঠি তারা পান নি। অথচ সংবাদমাধ্যমে সেই চিঠি ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি এটা ফেক চিঠি? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মতো ১০০ ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

সার্জিক্যাল স্ট্রাইক এর পরে উইং কমান্ডার অভিনন্দন এর ছবি যেভাবে প্রায় প্রতিটি রাজনৈতিক দল ব্যবহার করছে তাতে সেনাবাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন সেনাবাহিনীর তরফ থেকে। সেনার কাজ নিয়ে রাজনীতি করা যায় না, এই মর্মে রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন প্রাক্তন সেনাপ্রধানরা। তবে বিবৃতিতে সই করা ১৫৬ জন সেনাকর্তার অনেকেই বলেছেন তাঁরা এই নিয়ে কিছুই জানেন না।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

এটি একটি অভূতপূর্ব পদক্ষেপে বলে উল্লেখ করা হয়েছে প্রাক্তন সেনা কর্তাদের তরফ থেকে। চলতি লোকসভা নির্বাচনে সশস্ত্র বাহিনীর “রাজনৈতিকীকরণ” এর বিরুদ্ধে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাবাহিনী কর্তা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানসহ ১৫০ জনেরও বেশি সেনা কর্তা ও সদস্য সাক্ষর করেছেন এই আবেদন পত্রে।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

‘ভেটেরিনার্স গ্রুপ অফ আওর সুপ্রীম কমান্ডার’, শীর্ষক আবেদনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘মোদিজী কি সেনা’ মন্তব্যকে তীব্র প্রতিবাদ জানায় প্রাক্তন সেনা সদস্যরা। তাদের মতে এই ধরনের কথা সেনার পক্ষে অত্যন্ত অপমান ও অসম্মানজনক। এই ধরনের কথা পরবর্তীকালে যেন কোন রাজনৈতিক ব্যাক্তি বা রাজনৈতিক দল ব্যবহার না করে সে রকম আর্জি এই চিঠিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

নজিরবিহীন চিঠিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করে বলা হয়েছে, “আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে, কিছু কিছু ঘটনা যা আমাদের উদ্বেগের কারন হয়েছে, বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে যথেষ্ট বিপদ ও অস্থিরতা সৃষ্টি করেছে”। অভিনন্দন বর্তমান যিনি এই দেশের প্রত্যকের গর্ব, বীরত্বের প্রতীক তাকে রাজনীতির মঞ্চে কোন দলের ব্যবহার করা উচিত না।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

আবেদনে বলা হয়েছে, সীমান্তে হামলা চালানোর মতো সামরিক অভিযানকে, রাজনৈতিক নেতাদের নিজেদের প্রচারে ব্যাবহার করা খুবই অস্বাভাবিক এবং পুরোপুরি অগ্রহণযোগ্য বিষয়, এমনকি সেনাবাহিনীকে “মোদি জি কি সেনা” বলে দাবি করা বা প্রচারাভিযানের সময় সামরিক বাহিনী ও ভারতীয় বিমান বাহিনী উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এর ছবি উল্লেখ করা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে আছেন তিন প্রাক্তন সেনাপ্রধান, সুনিথ ফ্রান্সিস রড্রিগুজ, শঙ্কর রায়চৌধুরী, দীপক কাপুর। চার প্রাক্তন নৌবাহিনীর প্রধান, লক্ষ্মীনারায়ন রামদাস, বিষ্ণু ভাগওয়াত, অরুণ প্রকাশ, সুরেশ মেহতা এবং প্রাক্তন বিমানবাহিনী প্রধান এনসি সুরি। এছাড়াও আবেদনে সই করেছেন ১৫০ জন প্রাক্তন সেনা কর্তা।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানি চায়ের বিজ্ঞাপনের ভাইরাল ছবিতেও ভারতীয় পাইলট অভিনন্দন https://thenewsbangla.com/iaf-wing-commander-abhinandan-features-in-fake-pakistani-tea-advertisement/ Thu, 07 Mar 2019 07:40:11 +0000 https://www.thenewsbangla.com/?p=7746 পাকিস্তানের চায়ের বিজ্ঞাপনে সেই ভারতীয় পাইলট! পাকিস্তানে সোশ্যাল মিডিয়াতে একটি চা কোম্পানির বিজ্ঞাপনের ছবি এডিট করে তাতে ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের চা খাবার ছবি বসান হয়েছে। আর তাতেই এই বিজ্ঞাপনের ছবি ভাইরাল। পাকিস্তানের মহিলাদের আকর্ষণের কেন্দ্রেও এখন ‘সাহসী বীর যোদ্ধা’ ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে

বিজ্ঞাপনটা ছিল এরকম। স্বামী চা খাচ্ছেন। কিন্তু স্ত্রী দূরবীন দিয়ে উঁকি দিচ্ছেন পাশের বাড়িতে। স্ত্রী বলছেন, ‘আমি তো তাঁর(দূরবীন দিয়ে যাকে দেখছেন) প্রেমে মগ্ন’। পরে দেখানো হল যে স্ত্রী দূরবীন দিয়ে দেখছেন, তাঁর প্রিয় চা খাচ্ছেন পাশের বাড়ির একজন। আর এই ছবিতেই অভিনন্দন বর্তমান এর ছবি এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই ভাইরাল ছবি গোটা পাকিস্তান জুড়ে।

আরও পড়ুনঃ অনেকে লুট করে দেশ ছাড়লেও আমি দেশেই আছি সাফাই রবার্ট বঢরার

হ্যাঁ, নামটি ভুল পড়েননি। পাকিস্তানে আটকে পড়া ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমান। পাকিস্তানে আটক থাকার সময় কাপে চা খাওয়ার দৃশ্য ছিল সেটি! পাক যুদ্ধবিমানের পিছু নিয়ে যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে প্রবেশ করা, সেখানে বিধ্বস্ত হয়ে বেঁচে যাওয়া, পাকিস্তানে ধরা পড়া, আবার মাত্র দুদিনের মাথায় ভারতের কূটনৈতিক চাপে মুক্তি পাওয়া, এইসব বিষয় নিয়েই অভিনন্দন বর্তমান এখন ভারত পাকিস্তান ছাড়িয়ে সারা বিশ্বে পরিচিত।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

তাই বলে চায়ের বিজ্ঞাপনে অভিনন্দন। বিজ্ঞাপনটি পাকিস্তানের ‘টাপাল টি’-এর। পাকিস্তানে এই চা পাওয়া যায়। বিজ্ঞাপনটিও পাকিস্তানের। সব ঠিক আছে, কিন্তু দূরবীন দিয়ে ওই নারী আসলে অভিনন্দনকে দেখছিলেন না। সম্পাদনা করে অভিনন্দনের চা খাওয়ার দৃশ্যটি বসিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট

তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে। এখন তা ভাইরাল। বিজ্ঞাপনের শেষদিকে দেখা যায়, ওই ব্র্যান্ডের চায়ের প্রশংসা হচ্ছে। পরেই জুড়ে দেওয়া হয় অন্য ভিডিওর অংশ। সেখানে দেখা যায়, অভিনন্দন বলছেন, ‘চা-টা ছিল ফ্যান্টাস্টিক’।

আরও পড়ুনঃ বুলডোজার দিয়ে উর্দু গেট উড়িয়ে দিল যোগী সরকার

টাপাল টি-এর সত্যিকারের বিজ্ঞাপনটিতে দেখা যায়, মাঝবয়সী ওই নারী তাঁর বাসার উল্টোদিকে থাকা তরুণ যুগলকে দেখছিলেন। ওই তরুণ যুগলও বারান্দায় দাঁড়িয়ে চা পান করছিলেন। তাঁদেরই প্রশংসা করছিলেন ওই নারী। ওই ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দুই দেশ। বোঝাই যাচ্ছে, পাক মহিলাদের আকর্ষণের কেন্দ্রে এখন ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই ঘটনায় অভিনন্দন আটক হন। গত ২৮ ফেব্রুয়ারি পার্লামেন্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন। ১ মার্চ নিজ দেশে ফিরে আসেন অভিনন্দন। কিন্তু পাকিস্তানে যে তিনি তাঁর সাহসের ভাল ছাপ রেখে আসতে পেরেছেন সেটা একদম পরিষ্কার।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান
আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া https://thenewsbangla.com/abhinandan-varthaman-everywhere-from-fashion-to-style-for-indian-young-generation/ Sun, 03 Mar 2019 11:47:35 +0000 https://www.thenewsbangla.com/?p=7377 স্টাইল থেকে ফ্যাশন, পোশাকে নাম লেখা থেকে বিরাপ্পন গোঁফ, সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে জাতীয় নায়ক এখন একজনই, ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

এই মুহূর্তে দেশের সবথেকে চর্চার বিষয় বায়ুসেনা কম্যান্ডারের পাকিস্তান থেকে ভারতে প্রত্যাবর্তন। পুলওয়ামায় জঙ্গি হানার পর একের পর এক ঘটনার ঘনঘটায় দেশবাসী কখনও উৎকন্ঠায় কাটিয়েছেন, আবার কখনও উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন। আর সব খবরের কেন্দ্রে এখন একজনই, ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা
স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার পর যখন দেশবাসীর ক্ষোভ বাড়ছিল, তখনই ঠিক ১২ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারী ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ফলে দেশবাসী আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটান। ঠিক ১ দিন বাদেই কম্যান্ডারকে পাকিস্তানি সেনারা পাকড়াও করার পর দেশবাসী দেখেছেন অভিনন্দনের বিক্রম। কীভাবে সদর্পে পাকিস্তানের মাটিতে মেরুদণ্ড সোজা রেখে জবাব দিয়েছেন, তাতে আপ্লুত ও গর্বিত ভারতবাসী।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

আর এই গৌরবগাঁথাই এবার স্থান পাচ্ছে জনসাধারণের স্টাইল থেকে ফ্যাশনে। বায়ুসেনা কমান্ডার অভিনন্দনের গোঁফের কাটিংয়ে মজেছে দেশের যুবকরা। রীতিমতো নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই গোঁফের স্টাইল রাখা। যে গোঁফের কারনে বন্ধুমহলে অভিনন্দন বর্তমানের নাম বিরাপ্পন।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এদিকে পুলওয়ামা হামলা, সার্জিক্যাল স্ট্রাইক থেকে অভিনন্দন। এই সব কিছুকেই স্থান দিয়ে শাড়ি তৈরি করছেন শাড়ি ব্যবসায়ীরা। শাড়িতে ছবির আকারে স্থান পেয়েছে এই সমস্ত ঘটনাই। আর হট কেকের মত বিকোচ্ছে সেই যুদ্ধ শাড়ি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা
স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া/The News বাংলা

সামনেই আসন্ন লোকসভা নির্বাচন। ভোটের মুখে সব দলের তরফেই দলিয় প্রতীক সম্বলিত শাড়ি, টি শার্ট, টুপি ইত্যাদি বের করা হয়। ভোটের মরশুমে এগুলোর চাহিদাও বেশ ভালো রকমের হয়। কিন্তু এবার তার আগে এই সময়ে দেশের সবচেয়ে বেশি আলোচিত বিষয়কে কেন্দ্র করে তা থেকে মুনাফা তৈরি করার হিড়িক পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। আর তাতেও ভালো সাড়া মিলছে আমজনতার।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

এদিকে নবজাতক শিশুদের নাম অভিনন্দন রাখারও হিড়িক পড়েছে। যেভাবে অভিনন্দন পাকিস্তানে দাঁড়িয়ে নিজের দেশের সম্মান রক্ষা করেছেন, তাতে মা বাবারাও অভিনন্দনের নামে সন্তানের নামকরন করে গর্ববোধ করছেন।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

বলার অপেক্ষা রাখেনা, পুরোনো মিগ নিয়ে পাকিস্তানের অত্যাধুনিক এফ ১৬ গুলি করে নামানো থেকে শুরু করে ধরা পরার পর পাকিস্তানের মাটিয়ে মাথা উঁচু করে যে বিক্রম তিনি দেখিয়েছেন, তাতে এই মুহূর্তে দেশের অন্যতম বড় আইকন যে অভিনন্দন বর্তমান, তা নিঃসন্দেহে বলাই যায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে https://thenewsbangla.com/meet-the-woman-who-accompanied-iaf-officer-abhinandan-varthaman/ Sat, 02 Mar 2019 17:41:58 +0000 https://www.thenewsbangla.com/?p=7363 পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে? শুক্রবার রাত থেকেই এই প্রশ্ন গোটা ভারত জুড়ে।
শুক্রবার বিকাল থেকেই সবার নজর ছিল ওয়াঘা-আটারি সীমান্তের দিকে। রাত ৯.১০ এ ওয়াঘা সীমান্তের পাক ভূখন্ডে প্রথমবারের মতো দাঁড়িয়ে খাকতে দেখা গেল ভারতের উইন কমান্ডার অভিনন্দন বর্তমানকে। অভিনন্দন বর্তমানের একপাশে পাক রেঞ্জার্স এর এক অফিসার আর এক ভদ্রমহিলা। শেষ মুহূর্ত পর্যন্ত উনি ছিলেন এই ভারতীয় বায়ুসেনার সঙ্গে। কে উনি? প্রশ্ন আসমুদ্র হিমাচল এর।

আরও পড়ুনঃ ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সেনা শিবিরে পাক জঙ্গি হানা

শুক্রবার ভারতীয় ঘড়িতে তখন রাত নটা বেজে দশ মিনিট। ওয়াঘা সীমান্তের পাক ভূখন্ডে প্রথমবারের মতো দাঁড়িয়ে খাকতে দেখা গেল ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে। একজন প্রকৃত বায়ুসেনার বডি ল্যাঙ্গুয়েজেই দাঁড়িয়ে আছেন তিনি। পরনে সাদা জামা, ব্লেজার, নিখুঁত ফিটিংস প্যান্ট, পায়ে জুতো। আর তাঁর সেই বিখ্যাত বিরাপ্পন গোঁফ। ডান চোখে কালসিটে পড়ে গেছে। রক্তও জমেছে চোখের কোনায়। তবু কি দীপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

তখন শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু ওয়াঘা-আটারি সীমান্তে বিকেল থেকে অপেক্ষা করে থাকা সাধারণ মানুষ, এমনকি সাংবাদিকদেরও ধৈর্য এর বাঁধ ভেঙেছে। কিন্তু বীর সৈনিকের ব্যক্তি উচ্ছ্বাস যে প্রোটোকল বিরুদ্ধ তা অভিনন্দন ক্ষণে ক্ষণে জানান দিলেন। এভাবেই কেটে গেল আরও দশ মিনিট। অবশেষে একাই ওয়াঘা গেট পেরিয়ে পাক ভূখন্ডে পেরিয়ে ভারত ভূখন্ডে এলেন তিনি। শেষ হল একটি হাইপ্রোফাইল আন্তর্জাতিক ক্লাইমেক্স।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

তবু প্রশ্ন একটি রয়ে গেল আপমর দেশবাসীর কাছে। পাকিস্তানে অভিনন্দনের পাশে ঠাঁয় দাঁড়িয়ে থাকা শেষ সঙ্গীনিটি কে? যিনি পাকিস্তানের ভূখন্ডে একেবারে অন্তিম মূহুর্তে ভারতীয় উইং কম্যান্ডারের ডান পাশে ছিলেন? একেবারে গা ঘেঁষে মহিলার দাঁড়ানোর মধ্যেও ছিল অভিনন্দনের জন্য এক অনবদ্য সম্মানের শিষ্টাচার।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

কে উনি? অনেকে ভাবলেন তাঁর স্ত্রী। যারা ওঁর স্ত্রীর ছবি দেখেছেন তাঁরা ভাবলেন উনি কি অভিনন্দনের নিকট আত্মীয়া বা নিছক পরিচিতা? কি পরিচয় তাঁর? বন্দি অভিনন্দনকে মুক্তি দিতে, ভারতের হাতে তুলে দিতে এসেছেন কে? কে তিনি? ভদ্রমহিলার ছবি মূহুর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়া সহ বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে।

আরও পড়ুনঃ জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি

এই একটাই প্রশ্ন সবার মনের খোঁচা দিচ্ছে। কে তিনি? আসলে এই মহিলার নাম ফারিহা বুগতি। তিনি পাকিস্তান বিদেশ মন্ত্রকের ভারত বিষয়ক ডিরেক্টর। তিনি একাধারে ডক্টরেট এবং এফএসপি পদমর্যাদা সম্পন্ন আমলা। ভারতের যেটা আইএফএস, পাকিস্তানের সেটাই এফএসপি। এই ফারিহা বুগতিই পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদবকে নিয়ে পাকিস্তানের তরফে ভারতের সঙ্গে শলাপরামর্শ জারি রেখে চলেছেন। কুলভূষণের সঙ্গে ইসলামাবাদে গিয়ে দেখা করার সময় তাঁর মা ও স্ত্রীর সঙ্গ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের ইতিহাসে তিনিই হলেন প্রথম বালুচিস্তানের মহিলা যিনি এই পদমর্যাদায় নিযুক্ত হয়েছেন। ২০০৫ সালে তিনি পাকিস্তান বিদেশ মন্ত্রকে যোগ দেন এফএসপি আধিকারিক হিসেবে। তিনি আমলা হিসেবে পাকিস্তানে ক্রমেই জনপ্রিয়তা লাভ করেন। তাঁর নিপুল কর্মদক্ষতায় ২০০৭ সালেই পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিভাগের সহ সচিবের দায়িত্ব পান।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

২০১৩ সালে তিনি জেনেভা সম্মেলনে যোগ দেন পাকিস্তানি ইউএন মিশনের প্রথম পাক মহিলা সচিব হিসেবে। প্রথমে ইতালী ও পরবর্তী পর্যায়ে মরক্কোতে পাকিস্তানী রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি। তিনি শুধু ভারত বিষয়ক ডিরেক্টর হিসেবেই নন, আমেরিকা বিষয়ক ডিরেক্টর ও রাষ্ট্রপুঞ্জ বিষয়ক ডিরেক্টর জেনারেল পদেও যোগ্যতার সঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

ভারত পাক সম্পর্কের সব প্যাঁচালো বিষয়, কঠিন ও শক্ত বিষয় এখন তাঁরই নরম হাতে। সেই ফারিহা বুগতি যিনি অভিনন্দনকে পাশে নিয়ে কয়েক কদম হাঁটলেন। ওয়াঘা সীমান্তের একেবারের শেষ প্রান্তে। সম্মান ও সৌজন্যতার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রর যুদ্ধবন্দিকে মুক্তির পথ দেখালেন। এগিয়ে যাচ্ছেন অভিনন্দন। এবার অবশ্য এককভাবে। এই অতিক্রম করলেন ভারতের মাটিতে অভিনন্দন। ওয়াঘা আটারির ফটক পেরিয়ে।

আর ওয়াঘা সীমান্তের ওপারে তখনও দাঁড়িয়ে ফারিহা বুগতি। শেষ পর্যন্ত তিনি শুধুই দেখছেন অভিনন্দনকে। ভারত পাক সম্পর্কের এক অদ্ভুত ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী হয়ে রইলেন ফারিহা বুগতি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন https://thenewsbangla.com/abhinandan-varthaman-wants-to-sit-on-a-war-plane-very-soon-request-to-nirmala-sitharaman/ Sat, 02 Mar 2019 16:14:36 +0000 https://www.thenewsbangla.com/?p=7358 “ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই”, যেন কিছুই হয়নি এমনভাবেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে খুব তাড়াতাড়ি কাজে যোগ দেবার আর্জি জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সামনেই অভিনন্দন আরও একবার প্রমাণ রাখলেন নিজের দেশপ্রেম ও অটল সাহসিকতার।

আরও পড়ুনঃ ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সেনা শিবিরে পাক জঙ্গি হানা

শনিবার, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে সাক্ষাত করলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়া। দিল্লির সেনা হাসপাতালে অভিনন্দনের সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রতিরক্ষামন্ত্রী। পাক হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার রাতেই তাঁকে ওয়াঘা সীমান্ত থেকে দিল্লি নিয়ে আসে বায়ুসেনা।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

জানা গেছে, অভিনন্দন প্রতীরক্ষামন্ত্রীর কাছে পাকিস্তানে কাটানো তাঁর ৬০ ঘণ্টা সময়ের বিবরণ দেন। নির্মলা তাঁকে বলেন, “সারা দেশ অভিনন্দনের জন্য গর্বিত। দেশ তাঁর পাশেই আছে”। তখনই বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সামনেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে খুব তাড়াতাড়ি কাজে যোগ দেবার আর্জি জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। আরও একবার দেশবাসী মুগ্ধ তাঁর দেশসেবায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

পাকিস্তান থেকে ফেরার পর তাঁর শরীরের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার জন্য অভিনন্দনকে দিল্লির এয়ারফোর্স সেন্ট্রাল মেডিক্যাল এস্টাব্লিশমেন্ট বা এএফসিএমই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মেডিক্যাল চেকআপের নাম ‘কুলিং ডাউন প্রক্রিয়া’। অত্যাধুনিক এই হাসপাতালে সেনার তিন বিভাগেরই বিমানকর্মীদের চিকিৎসা করা হয়। রবিবার পর্যন্ত চলবে অভিনন্দনের চেকআপ।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

শনিবার সকালেই বায়ুসেনার শীর্ষ কর্তা এবং বাবা, মা ও স্ত্রীর সঙ্গে হাসপাতালের রুমেই দেখা করেন অভিনন্দন। বায়ুসেনার তরফে শুক্রবারই এয়ার ভাইস মার্শাল আর জে কে কাপুর বলেছিলেন, “যেহেতু বিমান থেকে প্যারাশুটে বেড়িয়ে এসেছিলেন অভিনন্দন তাই এই রুটিন মেডিক্যাল চেকআপ জরুরি”।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

সূত্রের খবর, নির্মলা সীতারমন অভিনন্দনের কাছে শোনেন কীভাবে তিনি পাক সীমানায় গিয়ে পড়লেন। কীভাবে তাঁকে পাক সেনা গ্রেফতার করল। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী জানতে চান, পাকিস্তানে আটক থাকাকালীন তাঁর কী ধরনের চিকিৎসা হয়েছে। কোনও নির্যাতন করা হয়েছে কিনা।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

প্রসঙ্গত, এর আগে বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সঙ্গে দেখা করে পাকিস্তানে তাঁর বন্দিদশার গোটা ঘটনা বর্ণনা করেন অভিনন্দন। বন্দিদশায় নিজের অভিজ্ঞতা এবং তাঁর প্রতি পাকিস্তানের আচরণের কথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকেও জানালেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

অভিনন্দন জানিয়েছেন, তাঁর উপর পাকিস্তান কোনো শারীরিক নির্যাতন চালায়নি। কিন্তু চরমভাবে চালানো হয়েছে মানসিক নির্যাতন। তাঁকে বন্দি করে পাক সেনা একটি পৃথক সেলে রেখে দেয়। সেখানে নিরন্তর তাঁর উপর মানসিক নির্যাতন চালান হয়। ক্রমাগত চাপ দেওয়া হতে থাকে পাক সেনার প্রশংসা করার জন্য। তাঁকে পৃথক সেলে রাখার উদ্দেশ্যই ছিল এটা। ওই সেলে কোনো সংবাদপত্র থেকে শুরু করে টেলিভিশনও ছিল না বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এমনকি পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেও এ কথা তাঁকে ঘূণাক্ষরেও টের পেতে দেওয়া হয়নি। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ উইং কামান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। গত বুধবার পাকিস্তানের হানাদার এফ ১৬ বিমানকে তাড়া করতে গেলে তাঁর মিগ ২১ বাইসনকে গুলি করে নামায় পাক সেনা।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপাতকালীন ইজেক্ট করে তিনি পাক সীমানায় নেমে পড়েন। তার পরেই তাঁকে গ্রেফতার করে পাক সেনা। এরপরই তাঁকে ফেরাতে দুদেশের মধ্যে শুরু হয় টানটান কূটনৈতিক দড়ি টানাটানি। শেষপর্যন্ত শুক্রবার রাতে ছাড়া পান অভিনন্দন। আর আজই কাজে ফেরার ইচ্ছের কথা জানিয়ে দিলেন ভারতের এই বীর সেনা।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-behind-the-face-and-masks-wants-indias-psychological-blackmail/ Sat, 02 Mar 2019 06:36:18 +0000 https://www.thenewsbangla.com/?p=7328 পুলওয়ামা হামলা থেকে শুরু করে বায়ুসেনা কমান্ডার অভিনন্দনকে প্রত্যার্পন এবং শেষ মুহুর্তেও সীমান্তে গোলাগুলিতে ৫জন জওয়ানের শহিদ হওয়া, ঘটনাগুলো পরপর পর্যবেক্ষণ করলে পাকিস্তানের মুখ ও মুখোশ নিয়ে ইতিমধ্যেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন জওয়ানের মৃত্যুর পর ঘটনার দায় স্বীকার করে জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠী। তারপরেই ক্ষোভে ফুঁসতে থাকে দেশবাসী। প্রত্যাঘাতের দাবী ওঠে দেশজুড়ে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও চাপ সৃষ্টি হতে থাকে কেন্দ্রের ওপর।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

এরই পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভোররাতে ভারতীয় বায়ুসেনার তরফে পাকিস্তানের মূল ভূখন্ড বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। বায়ুসেনার দেওয়া তথ্য অনুযায়ী মাসুদ আজহারের তিন আত্মীয় সহ কমপক্ষে ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এরপরেই সারাদেশ জুড়ে আনন্দ উৎসবের চেহারা নেয়। সামাজিক মাধ্যমগুলোতেও পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপে ছেয়ে যায়।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

২৭শে ফেব্রুয়ারি, ঠিক ১ দিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ বদলে যায়। সীমান্তে জারি হয় অঘোষিত যুদ্ধ। ভারতের ওপর আঘাত হানার জন্য ইমরান সরকারের ওপর চাপ সৃষ্টি হতে থাকে পাকিস্তানের অভ্যন্তরে। সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হলেও যুদ্ধের বাস্তবিকতা পাকিস্তানের ভালোই জানা ছিল।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

তীব্র অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানের পক্ষে যে যুদ্ধ বেশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব নয়, তা পাকিস্তান বিলক্ষন জানে। তাছাড়া ফুল ফর্ম যুদ্ধ হলেও ভারতের চেয়ে পাকিস্তানের ক্ষতি বেশি হবে, তা পরিষ্কার হয়ে যায় দুদিন আগেই পারভেজ মোশারফের একটি বক্তব্য থেকে। এদিকে আন্তর্জাতিক মহলের সমর্থনও পাকিস্তানের হাতছাড়া হয়। ভারতের কূটনৈতিক পদক্ষেপে চীন ও সৌদি আরবও সরে দাঁড়ায় পাকিস্তানের পাশ থেকে।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

এরই মধ্যে পাকিস্তান অপ্রত্যাশিতভাবেই মোক্ষম অস্ত্র পেয়ে যায়। পাক সীমানা লঙ্ঘন করে মিগ চালিয়ে নিয়ে পাক সেনার হাতে পাকড়াও হন বায়ুসেনা কমান্ডার অভিনন্দন বর্তমান। যুদ্ধ থেকে সরে দাঁড়াতে এবং আন্তর্জাতিক মহলের চাপ এড়াতে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেলের আশ্রয় নেয় পাকিস্তান। পাকিস্তানের তরফে ৩টি ভিডিও প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

প্রথম ভিডিওটিতে দেখা যায়, মারমুখি পাকিস্তানি জনতার হাত থেকে রক্তাক্ত অভিনন্দনকে সরিয়ে নিয়ে যাচ্ছে পাক সেনা। অভিনন্দনের এই রক্তাক্ত ছবি দেখেই স্যোসাল মিডিয়ায় বহু মানুষ আঁতকে ওঠেন। বায়ুসেনা কমান্ডারের মুক্তির জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি হতে থাকে।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

যুদ্ধকালীন পরিস্থিতিতে এই রক্তাক্ত ছবি ও ভিডিও প্রকাশ করে জেনেভা কনভেনশনের নিয়ম লংঘন করার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে, আর এখানেই পরিষ্কার হয়ে যায় পাকিস্তানের কৌশলগত পদ্ধতি ও অভিসন্ধি। আসলে রক্তাক্ত ছবি প্রকাশ করে ভারতবাসীর সাইকোলজিতে আঘাত করার চেষ্টা করে পাকিস্তান। তাতে সাড়াও মেলে।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার

পরবর্তী ভিডিওটিতে পাকিস্তান এই কৌশলকে আরও বেশি কাজে লাগায়। ভিডিওতে দেখা যায়, চায়ের কাপে চুমুক দিতে দিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অভিনন্দন সদর্পে পাকিস্তানি সেনার একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছেন। পাকিস্তানে ঢোকার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হলে তাকে বলতে শোনা যায়, “স্যার, আই অ্যাম নট সাপোজ়ড টু টেল ইউ”। বিশেষজ্ঞদের মতে, এই ভিডিও প্রকাশ করেই পাকিস্তান মূলত ভারতবাসীর মনস্তত্বের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। অভিনন্দনের শৌর্যে উচ্ছ্বসিত হয়ে যুদ্ধ পরিহার করে অভিনন্দনকে মুক্তির দাবি ওঠে লক্ষ লক্ষ ভারতীয়র তরফে।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত

শেষ ভিডিওতে অভিনন্দনকে বলতে শোনা যায়, “পাকিস্তানি সেনা তার সাথে খুব ভালো ব্যবহার করেছে”। সত্যিই ভাল ব্যবহার হলে অভিনন্দনকে রক্তাক্ত করতে স্থানীয়দের প্ররোচনা দিয়ে আবার সেই রক্তাক্ত ভিডিও প্রকাশ করে ভারতীয়দের ইমোশন কাজে লাগানোর দরকার হত না। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভিডিও প্রকাশের কৌশল পালন করে পাকিস্তান নিজেদের উদার ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। পাকিস্তানের ব্যবহারে বিগলিত কিছু ভারতীয় ইমরান খানকে কার্যত শান্তির বার্তাবাহক হিসেবেও তুলে ধরলেন।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

ভিডিওগুলো প্রকাশ করে ভারতীয়দের ক্ষোভে জল ঢেলে দিলেন ইমরান খান। আর ভারতের তরফের নিঃশর্তে অভিনন্দনকে মুক্তির দাবি তোলা হয় এবং কূটনৈতিক তরফেও প্রবল চাপ সৃষ্টি করা হয়। ঢোক গিলতে হবে, এটা পাকিস্তানের জানাই ছিলো। তাই অভিনন্দনকে মুক্তি দেওয়ার আগে লোক দেখানো নাটকের আশ্রয় নেয় পাকিস্তান। তাতে নিজেদের অনেকটা ভালো মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করে তারা।

আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

রাতারাতি পাকিস্তান কি তাহলে বদলে গেলো। সত্যিই কি তাই? হাফিজ সইদ, মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দেওয়া সহ পাকিস্তানের ছত্রছায়ায় গজিয়ে ওঠা ভারত বিরোধী সন্ত্রাসবাদী ঘাটি ধবংস করার দাবি বহুদিনের। উল্লেখ্য, পাকিস্তান কোনোদিনই ভারতের এই দাবিতে কর্নপাত করেনি। উলটে মুখে শান্তির কথা বললেও সীমান্তে তাদের লালিত জঙ্গিগোষ্ঠীর দ্বারা ছায়াযুদ্ধ বরাবর চালিয়ে গেছে।

এমনকী যখন শান্তির আলোচনা চলছে, তখনও সীমান্তে জারি রয়েছে তুমুল সংঘর্ষ। গত রাতেও জঙ্গিহানায় কাশ্মীরে মৃত্যু হয়েছে ৫ জওয়ানের। অতএব, কোনো আলোচনাই যে আখেরে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সহজ হবে না, তা বুঝতে আর বিশেষজ্ঞ হবার প্রয়োজন পড়ে না। আর এতেই পাকিস্তানের মুখ ও মুখোশের তফাৎ বুঝতে শুরু করেছেন দেশবাসী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট https://thenewsbangla.com/abhinandan-balakot-pulwama-bollywood-producers-fight-to-register-patriotic-film-titles/ Sat, 02 Mar 2019 05:53:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7321 লজ্জা। খুব লজ্জার। দেশের জন্য সেনাদের ত্যাগকে কাজে লাগিয়ে মুনাফার জন্য লড়ছে ফিল্ম দুনিয়া। কাশ্মীরে লড়ছে মরছে ভারতীয় সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে টাকা কামানর জন্য মারপিট করছে বলিউডের ফিল্ম জগত। এমন ঘটনায় সাড়া পরে গেছে গোটা ভারতে। আর এই নিয়ে হাসিঠাট্টায় মেতেছে আন্তর্জাতিক দুনিয়া।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

ভিকি কৌশল অভিনীত ” উরি-দ্যা সার্জিক্যাল স্ত্রাইক” বক্স অফিসে ব্যপক ব্যবসা করেছে। তারপর থেকেই বলিউডের নামি প্রযোজকরা দেশাত্মবোধক সিনেমা করার দিকে আগ্রহ বেশি দেখাচ্ছে। তাদের হাতে এখন অনেক বিষয়। পুলওয়ামায় ঘটে যাওয়া জঙ্গি আক্রমণ, বালাকটে ভারতের বায়ুসেনার জইশ-ই-মহম্মদের ক্যাম্পে বিমান আক্রমণ এবং দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর, বলিউড প্রযোজকদের মধ্যে আগামী দিনের হিন্দি সিনেমার নাম ঠিক করা নিয়ে তোলপাড় হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

বলিউড ফিল্মি দুনিয়ার সূত্র অনুযায়ী, ফিল্মের নামের জন্য “বালাকোট”, “পুলাওয়ামা” নামগুলো শীর্ষে উঠে এসেছে। পাকিস্তানে আটকে পরা ভারতের বায়ুসেনা, অভিনন্দন বর্তমান যাকে শুক্রবার ছাড়া হল, সেই “অভিনন্দন”-এর নামও উঠে এসেছে সিনেমার নামের শীর্ষে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

বালাকোট জইশ-ই-মহম্মদের সব থেকে সুসজ্জিত ক্যাম্প ছিল। এই ক্যাম্পে, সুইমিং পুল এবং জিম সহ ৬০০ জন জঙ্গির থাকার ব্যবস্থা ছিল বলেই সূত্রের খবর। গত মঙ্গলবার ভোরবেলায় ভারতীয় বায়ুসেনার আক্রমণে বালাকোট সহ দুটো জঙ্গি-ক্যাম্প ধ্বংস হয়ে যায়। চিত্রনাট্যে এটাই মুম্বাই ফিল্ম জগতে এখন হট ফেভারিট।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

২৭এ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের বায়ুসেনার যে পাইলটকে আটক করে, তার নাম অভিনন্দন বর্তমান। এখন গোটা ভারতে তিনি বিখ্যাত। কোটি কোটি মানুষ তাঁর সুস্থভাবে দেশ ফেরার জন্যে প্রার্থনা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, “অভিনন্দনকে ১লা মার্চ ছেড়ে দেওয়া হবে”। সেই অনুযায়ী তাঁকে শুক্রবার ভারতকে ফিরিয়ে দেওয়া হয়। সেটাও এই মুহূর্তে হট ফেভারিট সিনেমার নামের ক্ষেত্রে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

India Motion Pictures Producers’s Association বা (IMPPA) এর মুম্বাইয়ের আন্ধেরির অফিসে এখন ব্যস্তদিন কাটছে প্রতিদিন। পাঁচ থেকে ছয়টি আলাদা প্রযোজকের প্রতিনিধিরা সিনেমার নামকরণ করার জন্যে প্রতিদিন আসছেন। এবং নিজেদের আগামী সিনেমাগুলোর জন্যে নাম ঠিক করে সেটা সবার আগে নথিভুক্ত করাতে চান।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

একজন প্রত্যক্ষদর্শী এই পুরো ঘটনাটাকে ‘একটা খিচুড়ি’ বলে বর্ণনা করেছেন। কারণ প্রযোজকদের মধ্যে নাকি ‘বালাকোট’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২’,’পুলাওয়ামা আট্যাক’, ‘রিটার্ন অফ অভিনন্দন’ নামগুলো নিয়ে বচসাও বাঁধে। কিছুজন এই নামেরও বিকল্প খুঁজে চলেছে। কেউ করতে চান অভিনন্দন এর বাইওপিক।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার

পুলাওয়ামা আক্রমণের পর, ‘পুলওয়ামা’, ‘পুলওয়ামা: দা সার্জিক্যাল স্ট্রাইক’, ‘ওয়ার রুম’, ‘হিন্দুস্তান হামারা হে’, ‘পুলওয়ামা টেরর এট্যাক’, ‘দা এট্যাকস অফ পুলওয়ামা’, ‘উইথ লাভ ফ্রম ইন্ডিয়া’ এবং ‘এটিএস- ওয়ান ম্যান শো’ নামগুলো জমা পড়েছে। একদিন এর মধ্যে প্রযোজকদের মধ্যে ধস্তাধস্তিও লেগে যায়। এবার দেখার বিষয়, কোন প্রযোজক কোন নাম পান।

তবে শহিদ সেনাদের নিয়ে যেভাবে সিনেমা বানিয়ে মুনাফা লাভের চেষ্টা চলছে, তা খুব লজ্জাজনক বলেই মনে করছে ফিল্ম জগতও। ক্ষুব্ধ সাধারণ মানুষ। কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফায়দা লোটার চেষ্টায় লজ্জাজনক ধস্তাধস্তি ফিল্ম প্রযোজকদের।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের https://thenewsbangla.com/dirty-politics-woman-in-fake-viral-video-is-not-iaf-pilot-abhinandans-wife/ Sat, 02 Mar 2019 03:23:32 +0000 https://www.thenewsbangla.com/?p=7313 বীর যোদ্ধা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি কংগ্রেসের। এমনই অভিযোগ বিজেপির। গত দুদিন ধরেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা নিজেকে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী বলে বিজেপিকে দোষারোপ করছে। কংগ্রেসের একটি সংগঠন এর ওয়েব গ্রুপে বা সোশ্যাল মিডিয়া গ্রুপে সেটি আপলোড করা হয়। তারপরেই ফেক ভিডিও শেয়ার করে দেশের সাহসী এক সেনাকে নিয়েও নোংরা রাজনীতির অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের/The News বাংলা
ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের/The News বাংলা

যুব দেশ নামে কংগ্রেসের একটি সংগঠন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রীকে নিয়ে এই নোংরা রাজনীতি শুরু করে বলেই অভিযোগ। ভিডিও তে দেখা যাচ্ছে, একজন মহিলা কংগ্রেস কর্মীকে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দনের স্ত্রী সাজিয়ে একটি ভিডিও বানান হয়েছে। এবং তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। বেশ কিছুক্ষণের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

প্রথমেই পরিষ্কার করে জেনে রাখা ভালো যে, এই মহিলাটি ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী নন। তাঁর স্ত্রীও এয়ারফোর্সের অফিসার হিসাবে কর্মরত, তার ছবি নিচেই দেওয়া হল। প্রকৃতপক্ষে এই মহিলাই হলেন অভিনন্দনের আসল স্ত্রী, কিন্তু কংগ্রেস ও সিপিআইএম এর অফিসিয়াল পেজ থেকে অন্য একজন মহিলাকে অভিনন্দনের স্ত্রী সাজিয়ে প্রচার করা হল বলেই মারাত্মক অভিযোগ বিজেপির। তবে দুদলের তরফ থেকেই এই অভিযোগ অস্বীকার করা হয়।

ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের/The News বাংলা
ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের/The News বাংলা

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

২৮শে ফেব্রুয়ারিই পর থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ ভাইরাল হতে দেখা যায়। এই ভিডিওটিতে একজন মহিলা নিজেকে ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী হিসাবে দাবি করে অভিযোগ করেন, ‘দেশ জুড়ে অভিনন্দন বর্তমানকে নিয়ে রাজনীতি করছে বিজেপি’। কংগ্রেস ছাড়াও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের অফিশিয়াল পেজে এই মহিলাটিকে উইং কমান্ডার অভিনন্দনের স্ত্রী বলে দাবি করে ভিডিওটি শেয়ার করে।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

যদিও কয়েক ঘন্টা পরেই এই খবরের সত্যতা উঠে আসে। আসলে কংগ্রেসের আইটি সেল রাজনীতি করার উদ্দেশ্যে ওই মহিলাকে দিয়ে এই কাজটি করান, এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও কংগ্রেসের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী তানভি মারওয়া নিজেও একজন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

পাকিস্তানে বীরত্ব দেখিয়ে ভারতে ফিরলেন অভিনন্দন/The News বাংলা
পাকিস্তানে বীরত্ব দেখিয়ে ভারতে ফিরলেন অভিনন্দন/The News বাংলা

পশ্চিমবঙ্গে সিপিআইএম এর ফেসবুক পেজেও, এই ভিডিওটি নিয়ে রাজনীতি করা হয় বলেই অভিযোগ করে বিজেপি। এই দুই দলের পেজের তরফ থেকে মহিলাটিকে অভিনন্দন স্ত্রী বলে দাবি করা হয় ও ফেক ভিডিওটি শেয়ার করা হয়। যদিও বিতর্কের মাঝেই দুটি দলের পেজ থেকেই পরে ভিডিওটি ডিলিট করা হয়।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

ভিডিওটিতে এই মহিলা নিজেকে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী বলে ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র নিন্দা করছেন এবং কংগ্রেস ও সিপিআইএম এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় বলেই অভিযোগ। যদিও একদিন পর ১লা মার্চ সিপিএমের পেজ থেকে এই ভিডিওটি মুছে দেওয়া হয়।

কিন্তু ততক্ষণে কংগ্রেস ও সিপিএমের অনেক সমর্থক ও গ্রুপে এই ফেক ভিডিও শেয়ার হয়ে গেছে যা এখনও ঘুরছে। লক্ষ্য লক্ষ্য মানুষ এই ভিডিও দেখেছেন। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রীকে নিয়েও নোংরা রাজনীতি করার লজ্জাজনক কাণ্ড যারা ঘটাল তাদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে গোটা দেশ জুড়ে। কঠোর শাস্তির দাবি উঠেছে নোংরা রাজনীতিবিদদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ https://thenewsbangla.com/iaf-wanted-to-send-plane-to-bring-back-pilot-abhinandan-pakistan-refused/ Fri, 01 Mar 2019 16:54:49 +0000 https://www.thenewsbangla.com/?p=7301 দেশে ফিরলেন অভিনন্দন বর্তমান, কিন্তু ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে। পাকিস্তানে আটক থাকা ভারতের যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত আনতে ভারত বিশেষ বিমান পাঠাতে চেয়েছিল। কিন্তু ভারতের এই প্রস্তাবে রাজি না হয়ে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে শুক্রবার তাকে ফেরত পাঠানোর কথা জানিয়ে দেয় পাকিস্তান। ভারতীয় বিমানের কথা শুনেই ভয় পেয়ে ভারতের প্রস্তাব না করে দিয়েছে, বলছে আন্তর্জাতিক মহল। শেষ পর্যন্ত রাত সাড়ে ৯ টায় ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ফেরেন তিনি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

পাকিস্তান থেকে ভারতে ফিরতে দুটি পথ ব্যবহারের সুযোগ আছে। একটি হলো আকাশ পথ, অন্যটি ওয়াঘা-আটারি সীমান্ত। ভারত চেয়েছিল ওয়াঘা-আটারি সীমান্তের গণমাধ্যম আর ভীড়ের মধ্যে দিয়ে না এনে তাকে সরাসরি বিমানযোগে দ্রুত দেশে এনে চিকিৎসা করাতে। কিন্তু পাকিস্তান ভারতের সেই প্রস্তাবে রাজি না হয়ে শুক্রবার বিকালের যেকোন সময়ে সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতে ফেরতে পাঠানোর কথা বলে দেয়। রাত সাড়ে ৯ টায় ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

ভারতীয় বিমান বাহিনীর একটি দল অভিনন্দনকে সীমান্তে গ্রহণ করেন। তবে অভিনন্দনকে ইন্টারন্যাশনাল রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়নি বলেই জানা গেছে। তাঁকে সরাসরি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেই জানা গেছে। তবে এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে অভিনন্দনকে প্রত্যাবর্তনের এই দৃশ্য দেখতে ভারত-পাকিস্তানের ওয়াঘা-আটারি সীমান্তে ভারতের হাজার হাজার লোক জড় হন। পাইলটকে ফেরত পাঠানোর জন্য দুই দেশের সেনারাই সীমানায় নিরাপত্তা বাড়িয়েছিল।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতের নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ির কনভয়ে হামলা চালানো হয়। এর প্রতিশোধ নিতেই গত ২৬ ফেব্রুয়ারি ভোরে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে ভারত। এর একদিন পরই গেল বুধবার ভারতের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত ও বায়ুসেনা পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করার দাবি করে পাকিস্তান। কিন্তু শুরুতে পাকিস্তানের এই দাবি প্রত্যাখান করলেও পরে ভারত আটকে পড়া একজন পাইলটের কথা স্বীকার করে তাকে দেশে ফেরত চেয়ে দিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনারকে ডেকে পাঠায়।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

বুধবারই ভারত অভিনন্দনকে দ্রুত এবং নিরাপদে দেশে ফেরত পাঠানোর দাবি জানায়। এর মাঝেই বৃহস্পতিবার পাক পার্লামেন্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দেন, ‘শান্তির স্বার্থে’ শুক্রবার অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে। তবে আন্তর্জাতিক চাপে এবং জেনেভা কনভেনশনের কারণেই পাইলটকে মুক্তি দিতে বাধ্য হল পাকিস্তান, বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

এরপরেই পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত আনতে ভারত বিশেষ বিমান পাঠাতে চেয়েছিল। কিন্তু তা খারিজ করে দেয় পাকিস্তান। ভারতের বিমানকে পাকিস্তানকে ঢুকতে দেওয়া হবে না বলেই ভয়ে ভারতকে না করে দিয়েছে পাকিস্তান বলছে আন্তর্জাতিক মহল। শেষ পর্যন্ত সীমান্ত পেরিয়ে পায়ে হেঁটেই ভারতে প্রবেশ করেন এই বীর সৈনিক।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>