Abhijit Ganguly – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 20 May 2022 08:20:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Abhijit Ganguly – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ থেকে রক্ষাকবচ পেতে হাইকোর্টে পার্থ https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-order-partha-chatterjee-seeks-safeguards-in-calcutta-high-court-division-bench/ Fri, 20 May 2022 08:19:30 +0000 https://www.thenewsbangla.com/?p=15154 সিবিআই হেফাজত ও জেরা থেকে রক্ষাকবচ পেতে; কলকাতা হাইকোর্টে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি ও তারপরে সিবিআই জেরা নিয়ে, রক্ষাকবচ দিক আদালত; কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে, ‘হেফাজতে নিয়ে সিবিআই জেরা’র অংশ খারিজ করা হোক; বলে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন; “রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে; জিজ্ঞাসাবাদ করা উচিত। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই। তাঁর নিজে থেকে পদত্যাগ করা উচিত; নাহলে আশা করব তাঁকে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সরিয়ে দেবেন”। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে; ঠিক এই অংশটা খারিজ করা হোক বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়, চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধেই; ডিভিশন বেঞ্চে এই মামলা করলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী একক বেঞ্চের ওই রায়কে; চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন। রক্ষাকবচ চেয়ে ওই আবেদনে বলা হয়; সিবিআই যেন কোনও ব্যবস্থা না নেয়। পদ্ধতি মেনে পার্থর আইনজীবীকে; মামলা ফাইল করতে বলা হয়। আদালত বেলা সাড়ে তিনটের সময়; এই মামলা শুনবে বলে জানায়।

আরও পড়ুনঃ বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে

আর কিছুক্ষণ পরেই; সেই মামলার রায়দান কলকাতা হাইকোর্টে। আদালতের রক্ষাকবচ না পেলে; সিবিআই এর হাতে গ্রেফতার হতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণেই তিনি তড়িঘড়ি; ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে মামলা করলেন। হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কি পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন মেনে তাঁকে রক্ষাকবচ দেবেন? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়, চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-historic-verdict-paresh-daughter-ankita-sacked/ Fri, 20 May 2022 07:15:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15151 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়; চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার। পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী; স্কুলের চাকরি থেকে বরখাস্ত। আর সে নিজেকে শিক্ষিকা হিসাবে পরিচয় দিতে পারবে না। এমনকি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে; এতদিনের সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে; চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ; তাঁকে এ যাবৎ দেওয়া সমস্ত বেতনও ফেরত দিতে হবে। দুটি কিস্তিতে ওই টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে।

ঐতিহাসিক সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মন্ত্রীকন্যা অঙ্কিতাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত; বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের। দুটি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা; নির্দেশ হাইকোর্টের। বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা; ফেরত দিতে বলা হয়েছে। দুটি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের সমস্ত টাকা; নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে

অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে; অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ করেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। ২০১৭ সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকায়; অঙ্কিতার নাম ওঠে। অভিযোগ, প্রথম মেধাতালিকায় প্রথম ২০তে নাম না থাকা অঙ্কিতাকে; দ্বিতীয় তালিকার একেবারে প্রথমে নিয়ে আসা হয় অবৈধ ভাবে। রাজ্য সরকারের নির্দেশে।

ওই মেধাতালিকার ২০ নম্বরে যে এসএসসি পরীক্ষার্থীর নাম ছিল; তাঁর থেকেও ১৬ নম্বর কম পেয়েছিলেন অঙ্কিতা। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬১। যেখানে ২০ নম্বরে থাকা পরীক্ষার্থী ববিতার নম্বর ছিল ৭৭। অঙ্কিতার নাম মেধাতালিকায় ঢোকানোয়; ববিতা চাকরির সুযোগ হারান। এরপরেই তিনি চাকরির দাবিতে মামলা করেন; কলকাতা হাইকোর্টে।

অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেণ; নিজেকে শিক্ষক হিসাবেও পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা। আদালতের নির্দেশ, তিনি আর ওই স্কুলে ঢুকতেই পারবেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে; প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন; দ্বিতীয় কিস্তির তারিখ ৭ জুলাই। লজ্জার অন্ধকারে ডুবল মা মাটি মানুষের সরকার; রায় শোনার পরে বলছে বিরোধীরা।

]]>