A Bengali Actress – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 05 Sep 2022 04:11:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg A Bengali Actress – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায় https://thenewsbangla.com/suvendu-adhikari-said-abhishek-banerjee-is-tmc-partys-lakshman-seth/ Mon, 05 Sep 2022 04:11:09 +0000 https://thenewsbangla.com/?p=16639 ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়। “তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়” মন্তব্য শুভেন্দু অধিকারীর। “সিপিএমকে তাড়িয়েছিলাম, লক্ষ্মণ শেঠ সুবিধা করে দিয়েছিল। সুকান্ত, দিলীপকে নিয়ে আমরা তৃণমূলকে তাড়াব। তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়”। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, অদ্ভুত মন্তব্য বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বাংলার রাজনৈতিক অতীত টেনে আনেন, শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০০৭-এ নবান্ন অভিযান করে, আমরা সিপিএমকে তাড়িয়ে ছিলাম। লক্ষ্মণ শেঠ সাহায্য করেছিল। এবার আমি সুকান্ত মজুমদার, দিলীপদারা মিলে তৃণমূলকে তাড়াব। এবারও লক্ষ্মণ শেঠ সাহায্য করবে। তৃণমূলের ‘লক্ষ্মণ শেঠ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়”। নবান্ন অভিযানকে সামনে রেখে হাওড়ার উলুবেড়িয়ার সমাবেশে, এমনই বি’স্ফোরক মন্তব্য শুভেন্দুর।

আরও পড়ুনঃ লজ্জার বাংলা, সাড়ে ৭ লাখ টাকায় টেট ফেল করাকে স্কুল শিক্ষিকার চাকরি বিক্রি

গত শনিবারই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এফআইআর দায়ের করা হয় হুগলির কামারকুন্ডু সাইবার-ক্রাইম থানায়। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক কুৎসা রটানো হচ্ছে, এই অভিযোগ তুলে অভিযোগ হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, এই এফআইআর দায়ের করেন। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছেন। এর জেরে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই মর্মে তিনি সাইবার ক্রাইম থানায়, অভিযোগ দায়ের করেন। এই পরিস্থিতিতেই ফের একবার তৃণমূলের শীর্ষ নেতাকে বিঁ’ধলেন শুভেন্দু।

]]>
মৃত্যুমিছিল, পল্লবী, বিদিশার পর এবার আরও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু https://thenewsbangla.com/pallavi-bidisha-manjusha-another-unusual-death-of-a-bengali-actress/ Fri, 27 May 2022 04:47:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15262 মৃত্যুমিছিল। পল্লবী, বিদিশার পর এবার আরও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু; কিন্তু কেন এই মৃত্যুমিছিল? এবার বিদিশা দে মজুমদারের এক বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার; মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে; মঞ্জুষার দেহ উদ্ধার করা হয়। জানা যাচ্ছে, বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা; এমনটাই দাবি তাঁর পরিবারের। পল্লবী, বিদিশার পর এবার মঞ্জুষা; অভিনয় জগতে বাড়ছে আ’ত্মহ’ত্যার সংখ্যা।

বিবাহিত মঞ্জুষা চার-পাঁচ দিন আগেই; বাপের বাড়িতে আসেন। মৃত অভিনেত্রীর মা বলেছেন; “বিদিশা ওর বান্ধবী ছিল; একসঙ্গে ওরা অনেক কাজ করেছে। কাল সারাদিন বিদিশার কথাই বলছিল; বারবার বলছিল যে আমিও বিদিশার মতো করব”। মঞ্জুষার মায়ের আরও দাবি, “কালও ভাল মনে শ্যুটিং সেরে এসেছিল; বিয়ের পর জামাই বলতো যে এত কাজ একসঙ্গে করতে হবে না। এই ইন্ডাস্ট্রিতে ছিল বলে শরীর রোগা রাখত, খাওয়া-দাওয়া কম করত। আমিও বলতাম ভাল করে খাওয়া দাওয়া করতে; এরমধ্যেই নিজেকে শেষ করে দিল”।

আরও পড়ুনঃ স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী

গত ১৫ মে বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দে’হ; তাঁর দক্ষিণ কলকাতার গড়ফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়। ১০ দিন পরেই, দমদম নাগেরবাজার থানা এলাকার রামগড় কলোনির বাড়ি থেকে; উদ্ধার হয় মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। আর এদিন পাটুলির বাড়ি থেকে; মঞ্জুষা নিয়োগীর দেহ উদ্ধার। এর মধ্যে কি লুকিয়ে আছে বড় কোন রহস্য? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ রাজ্যপাল আর নয়, বাংলার বিশ্ববিদ্যালগুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী

পল্লবীর রহস্যমৃত্যুতে; তাঁর সঙ্গী সাগ্নিকের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ৩০ মে পর্যন্ত পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিকের; পুলিশ হেফাজত হয়েছে।

পল্লবী দে-র দেহ উদ্ধার, দশ দিন পর বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার; এবং তার ঠিক দু-দিনের মাথায় বন্ধু মঞ্জুষা নিয়োগীর দেহ উদ্ধার। সব মিলিয়ে গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে; অভিনয় জগতে। ঠিক কী কারণে এমন একের পর এক মৃত্যুর ঘটনা; কোন মানসিকতা থেকে এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। আরও কি কেউ লাইনে আছে? সত্যি কি সব আ’ত্মহত্যা? এটাও এখন বড় প্রশ্ন।

]]>