907 Artists Urge People – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 10 Apr 2019 18:00:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg 907 Artists Urge People – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী https://thenewsbangla.com/907-artists-urge-people-to-vote-for-modi-sarkar-again/ Wed, 10 Apr 2019 17:18:24 +0000 https://www.thenewsbangla.com/?p=10522 সম্প্রতি মোদী সরকারের বিরুদ্ধাচরণ করে বিজেপিকে ভোট দিনে ক্ষমতায় না আনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন ৭০০ জন বুদ্ধিজীবী। দেশে অসহিষ্ণুতা বাড়ছে এবং দিনে দিনে ভারত সাংবিধানিক সংকটের দিকে এগোচ্ছে, এমনই দাবি করেছিলেন তারা। এবার তাদেরই পাল্টা হিসেবে মোদী সরকারের সমর্থনে সামিল হলেন ৯০৭ জন বুদ্ধিজীবী। ‘ফের একবার মোদী সরকার’ দাবি তুললেন তাঁরা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপিকে পরাজিত করার ডাক বাংলার বুদ্ধিজীবীদের

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ক্রীড়া, অভিনয় ইত্যাদি বিভিন্ন বিভাগের সাথে যুক্ত সমাজের বিশিষ্টজনেরা দেশবাসীকে আবেদন জানালেন বিজেপি এবং তাদের জোটসঙ্গীদের ভোট দিয়ে পুনরায় নির্বাচন করার জন্য। মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী। আমজনতাকে বলেন ফের একবার মোদীকে অর্থাৎ বিজেপিকে ভোট দেবার জন্য।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

কোনও প্রকার চাপ, ভয় ভীতি এবং অপপ্রচারের কাছে নতি স্বীকার না করে জনসাধারণকে ভোট দিতে আহবান করেছেন সমাজের এই বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এর আগে পরিচালক, লেখক, নাট্যকাররা মুখ খুলেছেন মোদী সরকারের বিরুদ্ধে। এবার মোদী সরকারের হয়েও মুখ খুললেন প্রায় হাজার জন বুদ্ধিজীবী।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

মোদী সরকারের প্রসঙ্গ উল্লেখ করে তাঁরা বলেছেন, গত ৫ বছরে ভারত সরকার একটি দুর্নীতিমুক্ত এবং উন্নয়নের মন্ত্রে চালিত প্রশাসন উপহার দিয়েছে। এই ৫ বছরে ভারত বিশ্বের সামনে সম্মানিত ও সমাদৃত হয়েছে। আরও একবার মোদী সরকারের প্রত্যাবর্তন শুধুমাত্র সময়ের দাবি বলে তাঁরা উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

সন্ত্রাসবাদের প্রসঙ্গে তাঁরা বলেন, দেশ যখন সন্ত্রাসবাদের বিষে আক্রান্ত হয়, তখন সন্ত্রাসবাদের মোকাবেলার দরকার মজবুত সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলেই জানান তাঁরা। বুদ্ধিজীবীদের মধ্যেও যে আড়াআড়ি ভাগ হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>