7th Pay Commission – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 01 May 2019 05:29:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg 7th Pay Commission – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোটের মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের জন্য সুখবর, প্রচুর বেতন বাড়ছে https://thenewsbangla.com/7th-pay-commission-government-agree-to-fulfill-demands-of-security-forces/ Wed, 01 May 2019 05:23:58 +0000 https://www.thenewsbangla.com/?p=12073 কেন্দ্রীয় নিরাপত্তা কর্মচারীদের জন্য সুখবর। সপ্তম পে কমিশনের আওতায় চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। নূন্যতম আয়ে ২৬০০০ টাকা বৃদ্ধি দাবি করেছিলেন নিরাপত্তা কর্মচারীরা। কিন্তু কেন্দ্র ১৮০০০ টাকা বৃদ্ধির সুপারিশ মঞ্জুর করেছে।

একইসঙ্গে বাকি বকেয়াও মিটিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি দিয়ে এখবর জানিয়েছে কেন্দ্র। এই নির্দেশিকা লাগু হলেই কমপক্ষে নয় লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর নূন্যতম আয়ে বৃদ্ধি হবে। উপকৃত হবেন বিএসএফ সহ বিভিন্ন নিরাপত্তাকর্মীরা।

আরও পড়ুনঃ ইয়েতিকে জন্তু বলায় ভারতীয় সেনার উপর ক্ষুব্ধ বিজেপি নেতা

সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, সশস্ত্র সীমা বল, সার্ভিস সিলেকশন বোর্ড বা এসএসবি, রেল, আইটিএস এবং বিএসএনএল–এর ডেপুটেশনে থাকা কর্মীদের বেতনবৃদ্ধি হবে। প্রায় ৯ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন।

ডিএ, রেশন ভাতা, ঝুঁকি ভাতা, কঠিন পরিশ্রম ভাতা সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি করা হল। কাশ্মীরে সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পরেও এই ভাতা বৃদ্ধি নিয়ে ফের দাবি উঠেছিল। ভোটের মধ্যেই এল সুখবর। উল্লসিত নিরাপত্তা কর্মীরা।

২০১৮ সালের জানুয়ারী থেকে ২০১৯ এর এপ্রিল পর্যন্ত মিটিয়ে দেওয়া হবে নতুন হারে বকেয়া। এর মধ্যে থাকছে এই লোকসভা ভোটের জন্য ডেপুটেশনে থাকার ভাতাও। সেটাও দেওয়া হবে নতুন হারে।

আরও পড়ুনঃ পায়ের ছাপ দেখিয়ে ভারতীয় সেনার দাবি, ইয়েতির অস্তিত্ব আজও আছে হিমালয়ে

সপ্তম পে কমিশনের প্রস্তাবিত সুপারিশ কেন কার্যকর করা হচ্ছে না? দিন কয়েক আগেই বিএসএনএল–এর কর্মচারীরা বেতন বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশনের টাকার পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রতি ১০ বছরে বিএসএনএল–এর কর্মীরা এই সুবিধা পান।

বিএসএনএল–এর বিক্ষোভের পরেই এই পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। আগামী বাজেট অধিবেশনে তাদের ওই দাবি নিয়ে ফের আলোচনাও হবে। নুন্যতম বেতন আরও বৃদ্ধি নিয়েও আলোচনা হবে বলেই জানান হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই চরম সমস্যায় রাহুল, ভারতীয় নাগরিক প্রমাণ দিতে হবে দু সপ্তাহের মধ্যে

এছাড়া পার্সোনাল, পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনশন বিভাগ থেকেও আরেকটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে পাঁচ দফায় ভাতা বৃদ্ধির উল্লেখ রয়েছে। যেমন, পিএইচডি বা সমস্তরের ডিগ্রিধারী কর্মীরা ৩০০০০ টাকা করে ভাতা পাবেন।

একবছরের বেশি বা সমসময়ের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কর্মীরা পাবেন ২৫০০০ টাকা ভাতা। একবছরের কম বা সমসময়ের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কর্মীরা পাবেন ২০০০০ টাকা ভাতা।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই ফের লজ্জায় রাহুল, হাতজোড় করে ক্ষমা চাইতে হল আদালতে

তিন বছরের স্নাতক বা সমস্তরের ডিগ্রি বা ডিপ্লোমাধারী কর্মীরা পাবেন ১৫০০০ টাকা ভাতা। তিন বা কম সময়ের ডিগ্রি বা ডিপ্লোমাধারী কর্মীরা পাবেন ১০০০০ টাকা ভাতা। এই ঘোষণায় প্রায় ৯ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন।

ভোটের মধ্যে এই ধরণের খবর বেরোচ্ছে কেন? এই নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে বিরোধী দলগুলি। বিজেপির তরফে দাবি করা হয়েছে, এটা শিডিউল ছিল। নতুন করে কিছু ঘোষণা করা হয় নি।

]]>
বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার https://thenewsbangla.com/modi-government-is-raising-the-minimum-salary-of-central-government-employees-to-rs-21000/ Mon, 14 Jan 2019 15:34:56 +0000 https://www.thenewsbangla.com/?p=5615 ফের ক্ষোভ ও হতাশা বাড়তে চলেছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কারণ, আবার বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বনিম্ন বেতন। লোকসভা ভোটের আগেই এই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটা বড় অংশ। দিল্লি সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে। প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী শীঘ্রই এই সুখবর পেতে পারেন বলে জানা যাচ্ছে।

২০১৬র জুনেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ১৮ হাজার টাকা। লাগু হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকেই। এর ফলে, সরকারি চাকরির সর্বনিম্ন পর্যায়ে ঢুকেই একজন কর্মীর বেতন শুরু হয় ১৮ হাজার টাকা থেকে। সেটাই এবার বেড়ে হচ্ছে প্রায় ২১ হাজার টাকা। যদিও ২০১৬তেই এটা ২১ হাজার করার প্রস্তাব ছিল বেতন কমিশনের। এখন কর্মী ইউনিয়নগুলির দাবি ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার।

আরও পড়ুনঃ

ভয়াবহ নৃশংসতার নজির, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে

‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৮ হাজার টাকা করা হয়েছিল। এর পরেও দাবি ছিল এই সর্বনিম্ন বেতন কমপক্ষে ২৬ হাজার টাকা করা হোক। এতটা না হলেও বেতন কমিশনের প্রস্তাব মেনে সর্বনিম্ন বেতন বাড়াতে পারে কেন্দ্র। মনে করা হচ্ছে সর্বনিম্ন বেতন হবে ২১ হাজার টাকা।

জানা যাচ্ছে, এই বেতন বৃদ্ধি হবে নিচুতলার কর্মীদের ক্ষেত্রে। ম্যাট্রিক্স লেভেল ১ থেকে ৫-এর মধ্যে যাঁরা পড়েন, তাঁদের জন্যই হতে পারে এই ঘোষণা। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেসিক বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এক সপ্তাহের মধ্যেই হয়ত এই ঘোষণা হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন

সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফর্মুলা মেনে সর্বনিম্ন বেতন ২.৫৭ গুণ বেড়েছে। এটা ৩ গুণ করা হবে বলে অর্থ মন্ত্রক সূত্রের খবর। উল্লেখ্য, রাজ্যসভায় এমন আশ্বাস দিয়েছিলেন খোদ অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবার লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই সেই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বেতন কমিশনের সুপারিশ মেনে এই বেতন বৃদ্ধি কার্যকর হলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৫৩ লক্ষ পেনশন গ্রহীতা। এঁদের মধ্যে আবার রয়েছেন প্রতিরক্ষা বাহিনীর ১৪ লক্ষ কর্মী এবং ১৮ লক্ষ পেনশন গ্রহীতা।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

গত বছর জুনেই পে-ব্যান্ড এবং গ্রেড পে প্রথা তুলে দিয়ে চালু হয় এক নতুন পে-ম্যাট্রিক্স। তার আগে পর্যন্ত গ্রেড পে-র ভিত্তিতে কর্মীদের পদমর্যাদার বিষয়টি স্থির করা হত। এখন থেকে তা পে-ম্যাট্রিক্সের ভিত্তিতে ঠিক করা হয়। অসামরিক ও প্রতিরক্ষা কর্মীদের জন্য পৃথক পৃথক পে-ম্যাট্রিক্স চালু করা হয়েছে। মিলিটারি নার্সিং সার্ভিসের ক্ষেত্রেও অনুসরণ করা হয় আরেকটি পে-ম্যাট্রিক্স।

নতুন বেতন কাঠামোয় বর্তমানের সবকটি স্তর ও পর্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। পে-ম্যাট্রিক্সের প্রতিটি পর্যায়ে ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে সূচককে আরও বাস্তবমুখী করে তোলা হবে বলেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটাই বাস্তবায়িত করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হবে ২১ হাজার টাকা। এর ফলে, সরকারি চাকরির সর্বনিম্ন পর্যায়ে ঢুকেই একজন কর্মীর বেতন শুরু হবে ২১ হাজার টাকা থেকে। যদিও দাবি ছিল ২৬ হাজার টাকার। তবু ভোটের মুখে এটাও লাভ কেন্দ্রীয় কর্মীদের।

বেতন ও পেনশন সংশোধনের উদ্দেশ্যে পে-ম্যাট্রিক্সের সকল পর্যায়ে ২.৫৭– এই ফিটমেন্ট ফ্যাক্টরটিকে কাজে লাগানো হয়। যদিও কেন্দ্রীয় ইউনিয়নগুলি এটা ৩.৬৮ করার দাবিতে আন্দোলন করছে। প্রতিরক্ষা বাহিনীর জন্য পে-ম্যাট্রিক্সকে আরও উন্নত ও বাস্তবমুখী করে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

তবে এই বৃদ্ধির ফলেও রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক আরও বাড়বে। ফলে স্বভাবতই ক্ষোভ ও হতাশা বাড়তে চলেছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।

আরও পড়ুনঃ

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>