42 TMC Candidates – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 17 Mar 2019 03:34:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg 42 TMC Candidates – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির https://thenewsbangla.com/tmc-candidates-mimi-chakraborty-nusrat-jahan-gets-hit-by-rsp-leader/ Sun, 17 Mar 2019 03:34:54 +0000 https://www.thenewsbangla.com/?p=8621 মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে প্রার্থী করার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্ক কিছুতেই কমছে না। চলচ্চিত্র জগতের লোক কিভাবে রাজনীতির জগত সামলাবেন, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এবার এক ধাপ এগিয়ে তারকা প্রার্থীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন আরএসপির সাধারণ সম্পাদক ক্ষিতি গোস্বামীও।

শনিবার আলিপুরদুয়ারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজনীতিতে যারা জনগনের হয়ে প্রতিনিধিত্ব করে, তাদের রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হতে হয়। সংসদে বিভিন্ন রকম বিষয় থাকে। সেগুলো সঠিক ভাবে মানুষের চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে হয়, তার জন্য বিশেষ মানসিকতার প্রয়োজন। যা অনেকের থাকে না।

এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন ক্ষিতি গোস্বামী। তিনি বলেন, সুন্দরী প্রার্থীরা ইয়ং জেনারেশনের মাথা ঘুরিয়ে দেওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাদের দেখে ইয়ং জেনারেশন উত্তেজিত ও আবেগপ্রবন হয়ে পড়ে। তারা এই সকল প্রার্থীদের একটু ছুঁয়ে দেখতে চায়। শতাব্দী রায় সাংসদ হবার পরেও তাঁকে ছুঁয়ে দেখতে অনেকে ভিড় জমাত বলে তিনি মন্তব্য করেন৷

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

উল্লেখযোগ্য, লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনার পরেই ১০ই মার্চ রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় উল্লেখযোগ্য ভাবে নতুন করে নাম রয়েছে চলচ্চিত্র অভিনেত্রী নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর।

তৃণমূলের প্রার্থী হিসেবে চলচ্চিত্র তারকাদের দাঁড় করানো নতুন কিছু নয়। এর আগেও মুনমুন সেন, শতাব্দী রায় থেকে দেব তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে সাংসদ হয়েছেন। যদিও তাদের বিরুদ্ধে তাদের লোকসভা অঞ্চলের এলাকাবাসীর বিস্তর ক্ষোভও রয়েছে।

কিন্তু এবার মিমি নুসরত দাঁড়ানোর পর যেন সব সমালোচনা শালীনতার সীমা ছাড়িয়েছে। অশ্লীল মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। জবাব দিয়েছেন মিমি নুসরতও। তবে বামেদের তরফ থেকে এই ধরনের মন্তব্য করা হবে তা ভাবা যায় নি। দিলীপ ঘোষের সঙ্গে এবার পা মেলালেন ক্ষিতি গোস্বামীও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভুল মানুষের ছবি দিয়ে ভোট প্রচার তৃণমূলের https://thenewsbangla.com/namesake-confusion-in-trinamool-congress-campaign-in-jhargram/ Sat, 16 Mar 2019 10:57:05 +0000 https://www.thenewsbangla.com/?p=8602 রবিবার ২০১৯ লোকসভা ভোটের প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী, মমতা বন্দোপাধ্যায়। কালীঘাটে সাংবাদিক বৈঠকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘মিসেস বিরবাহা সরেন’।
তারপর একি ঘটল?

বিরবাহা সরেনের বদলে বসলো বিরবাহার হাঁসদার ছবি! একজন শিক্ষিকা, অন্যজন অভিনেত্রী! এই ভুলের কারন অবশ্য অন্য। ঝাড়গ্রাম অঞ্চলে ছাড়াও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশায় বিরবাহা হাঁসদা সাঁওতালি সিনেমার মহানায়িকা হিসেবে সুপরিচিত। একাধিক সাঁওতালি সিনে পুরস্কার রয়েছে বিরবাহার ঝুলিতে। পেয়েছেন জাতীয় অভিনেত্রীর সম্মানও। দুজনের নাম এক হওয়ায় তার সাথে আসল প্রার্থীকে গুলিয়ে ফেলে কিহু তৃণমূল কর্মী।

আরও পড়ুনঃ বাড়ি ভাংচুর, থানায় এফআইআর, বিজেপির অর্জুনকে শিক্ষা দিতে উদ্যোগী তৃণমূল

কে প্রাথী হবেন তা নিয়ে তৃণমূলের বিভিন্ন মহলে দুই বিরবাহার নাম নিয়ে জল্পনা ছিল। প্রার্থী ঘোষণা শুনে ভুল করে বসেন রাজ্য তৃণমূল আদিবাসী সেলের সভাপতি দেবু টুডু। দেবু তাঁর ফেসবুক পেজ-এ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বিরবাহা সরেনকে ভোটে জয়যুক্ত করার আবেদন জানিয়ে পোস্ট করেন। সেখানে বিরবাহা হাঁসদার ছবি দিয়ে দেন দেবু। ওই পোস্ট ঘিরে বিভ্রান্তি দেখা দেয়।

ওই পোস্ট দেখার পরে ঝাড়গ্রামে কয়েকজন তৃণমূল সহ প্রায় ৫০ জন শেয়ার করে ফেলেন। এদিকে অভিনেত্রী বিরবাহা হাঁসদার কাছে একের পর এক ফোন আসতে থাকে। জনপ্রিয় অভিনেত্রী বিরবাহা হাঁসদার সবাই জানতে চায় উনি প্রার্থী কিনা! এদিকে, আসল তৃণমূলের প্রার্থী বিরবাহা সরেন হলেন আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা রবিন টুডুর স্ত্রী। তিনি পেশায় একজন শিক্ষিকা।

আরও পড়ুনঃ মমতারই পুরোনো অস্ত্রে তাকে ভোটযুদ্ধে চরম সমস্যায় ফেললেন মুকুল

দেবু টুডু ভুলটা বুঝতে পেরেই, সেই পোস্ট ডিলিট করে দেয়। কিন্তু তাতে কি লাভ? পোস্টটি যে দেখে ফেলেছে বহু মানুষ! এই ভুল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের কিছুজন। বিরবাহা হাঁসদাও জানান যে উনি মানহানির মামলা করবেন দেবু এবং তার দলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে দেবু জানায় যে ভুলটা তার ছেলেরা করে ফেলেছে, এবং ভুলটা সংশোধনও করা হয়েছে। দেবু পোস্টটি সরিয়ে দিয়ে বিরবাহা সরেনের ছবি দিয়ে নতুন করে পোস্ট করেন পরে।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

বিরবাহা সরেনের বাবা পদ্মলোচন সোরেন আদিবাসীদের সর্বভারতীয় সামাজিক সংগঠনের এ রাজ্যের প্রধান ছিলেন। সাঁকরাইলের রোহনী উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শাসকদলের প্রার্থী। শারীর শিক্ষায় স্নাতকোত্তর তিনি। স্বামী রবিন টুডু আদিবাসীদের সামাজিক সংগঠনের তিন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা। ভোটে জেতার বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী বীরবাহা সোরেন।

আরও পড়ুনঃ ৪২টি কেন্দ্রে জেতানোর প্রার্থী নেই, অন্য দল থেকে আসা নেতার ভরসায় দিলীপ
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির
আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

তবে, বিশেষ সুত্রে জানা গেছে, বিরবাহা হাঁসদাও দাঁড়াবে নির্বাচনে ঝাড়খন্ড গোষ্ঠীর হয়ে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে https://thenewsbangla.com/mamata-banerjee-announce-42-trinamool-congress-candidates-for-2019-parliament-election/ Tue, 12 Mar 2019 10:19:33 +0000 https://www.thenewsbangla.com/?p=8195 মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ২০১৯ লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। একনজরে দেখে নিন রাজ্যের ৪২ টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীর নাম। দেখে নিন তালিকাঃ

রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে/The News বাংলা
রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে/The News বাংলা

লোকসভা কেন্দ্রঃ / ২০১৪ সালে প্রার্থী ছিলেনঃ / ২০১৯ এ প্রার্থী হলেনঃ

১। কোচবিহার / পার্থপ্রতিম রায় / পরেশ অধিকারী
২। আলিপুরদুয়ার / দশরথ তিরকে / দশরথ তিরকে
৩। জলপাইগুড়ি / বিজয় বর্মন / বিজয় বর্মন
৪। দার্জিলিং / বাইচুং ভুটিয়া / অমর সিং রাই
৫। রায়গঞ্জ / সত্যরঞ্জন দাসমুন্সি / কানহাইয়ালাল আগরওয়াল
৬। বালুরঘাট / অর্পিতা ঘোষ / অর্পিতা ঘোষ

৭। মালদহ উত্তর / সৌমিত্র রায় / মৌসম বেনজির নূর
৮। মালদহ দক্ষিণ / মোয়াজ্জেম হোসেন / মোয়াজ্জেম হোসেন
৯। জঙ্গিপুর / হাজি নুরুল ইসলাম / খলিলুর রহমান
১০। মুর্শিদাবাদ / মহম্মদ আলি / আবু তাহের
১১। বহরমপুর / ইন্দ্রনীল সেন / অপূর্ব সরকার
১২। কৃষ্ণনগর / তাপস পাল / মহুয়া মৈত্র

১৩। রানাঘাট / তাপস মণ্ডল / রুপালী বিশ্বাস
১৪। বনগাঁ / মমতাবালা ঠাকুর / মমতাবালা ঠাকুর
১৫ বারাকপুর / দীনেশ ত্রিবেদী / দীনেশ ত্রিবেদী
১৬। দমদম / সৌগত রায় / সৌগত রায়
১৭। বারাসত / কাকলি ঘোষ দস্তিদার / কাকলি ঘোষ দস্তিদার
১৮। বসিরহাট / ইদ্রিশ আলি / নুসরত জাহান

১৯। জয়নগর / প্রতিমা মণ্ডল / প্রতিমা মণ্ডল
২০। মথুরাপুর / সি এম জাটুয়া / সি এম জাটুয়া
২১। ডায়মন্ডহারবার / অভিষেক বন্দ্যোপাধ্যায় / অভিষেক বন্দ্যোপাধ্যায়
২২। যাদবপুর / সুগত বসু / মিমি চক্রবর্তী
২৩। কলকাতা দক্ষিণ / সুব্রত বক্সি / মালা রায়
২৪। কলকাতা উত্তর / সুদীপ বন্দ্যোপাধ্যায় / সুদীপ বন্দ্যোপাধ্যায়

২৫। হাওড়া / প্রসূন বন্দ্যোপাধ্যায় / প্রসূন বন্দ্যোপাধ্যায়
২৬। উলুবেড়িয়া / সাজদা আহমেদ / সাজদা আহমেদ
২৭। শ্রীরামপুর / কল্যাণ বন্দ্যোপাধ্যায় / কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৮। হুগলি / রত্না দে নাগ / রত্না দে নাগ
২৯। আরামবাগ / অপরূপা পোদ্দার / অপরূপা পোদ্দার
৩০। তমলুক / দিব্যেন্দু অধিকারী / দিব্যেন্দু অধিকারী
৩১। কাঁথি / শিশির অধিকারী / শিশির অধিকারী
৩২। ঘাটাল / দীপক অধিকারী(দেব)/ দীপক অধিকারী(দেব)

৩৩। ঝাড়গ্রাম / উমা সোরেন / বীরবাহ সরেন
৩৪। মেদিনীপুর / সন্ধ্যা রায় / মানস ভুঁইয়া
৩৫। পুরুলিয়া / মৃগাঙ্ক মাহাত / মৃগাঙ্ক মাহাত
৩৬। বাঁকুড়া / মুনমুন সেন / সুব্রত মুখোপাধ্যায়
৩৭। বিষ্ণুপুর / সৌমিত্র খাঁ / শ্যামল সাঁতরা

৩৮। বর্ধমান পূর্ব / সুনীল মন্ডল / সুনীল মন্ডল
৩৯। বর্ধমান দুর্গাপুর / মমতা সঙ্ঘমিত্রা / মমতা সঙ্ঘমিত্রা
৪০। আসানসোল / দোলা সেন / মুনমুন সেন
৪১। বোলপুর / অনুপম হাজরা / অসিত মাল
৪২। বীরভূম / শতাব্দী রায় / শতাব্দী রায়

]]>