2019 Lok Sava Poll – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 10 Apr 2019 18:00:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg 2019 Lok Sava Poll – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী https://thenewsbangla.com/907-artists-urge-people-to-vote-for-modi-sarkar-again/ Wed, 10 Apr 2019 17:18:24 +0000 https://www.thenewsbangla.com/?p=10522 সম্প্রতি মোদী সরকারের বিরুদ্ধাচরণ করে বিজেপিকে ভোট দিনে ক্ষমতায় না আনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন ৭০০ জন বুদ্ধিজীবী। দেশে অসহিষ্ণুতা বাড়ছে এবং দিনে দিনে ভারত সাংবিধানিক সংকটের দিকে এগোচ্ছে, এমনই দাবি করেছিলেন তারা। এবার তাদেরই পাল্টা হিসেবে মোদী সরকারের সমর্থনে সামিল হলেন ৯০৭ জন বুদ্ধিজীবী। ‘ফের একবার মোদী সরকার’ দাবি তুললেন তাঁরা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপিকে পরাজিত করার ডাক বাংলার বুদ্ধিজীবীদের

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ক্রীড়া, অভিনয় ইত্যাদি বিভিন্ন বিভাগের সাথে যুক্ত সমাজের বিশিষ্টজনেরা দেশবাসীকে আবেদন জানালেন বিজেপি এবং তাদের জোটসঙ্গীদের ভোট দিয়ে পুনরায় নির্বাচন করার জন্য। মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী। আমজনতাকে বলেন ফের একবার মোদীকে অর্থাৎ বিজেপিকে ভোট দেবার জন্য।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

কোনও প্রকার চাপ, ভয় ভীতি এবং অপপ্রচারের কাছে নতি স্বীকার না করে জনসাধারণকে ভোট দিতে আহবান করেছেন সমাজের এই বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এর আগে পরিচালক, লেখক, নাট্যকাররা মুখ খুলেছেন মোদী সরকারের বিরুদ্ধে। এবার মোদী সরকারের হয়েও মুখ খুললেন প্রায় হাজার জন বুদ্ধিজীবী।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

মোদী সরকারের প্রসঙ্গ উল্লেখ করে তাঁরা বলেছেন, গত ৫ বছরে ভারত সরকার একটি দুর্নীতিমুক্ত এবং উন্নয়নের মন্ত্রে চালিত প্রশাসন উপহার দিয়েছে। এই ৫ বছরে ভারত বিশ্বের সামনে সম্মানিত ও সমাদৃত হয়েছে। আরও একবার মোদী সরকারের প্রত্যাবর্তন শুধুমাত্র সময়ের দাবি বলে তাঁরা উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

সন্ত্রাসবাদের প্রসঙ্গে তাঁরা বলেন, দেশ যখন সন্ত্রাসবাদের বিষে আক্রান্ত হয়, তখন সন্ত্রাসবাদের মোকাবেলার দরকার মজবুত সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলেই জানান তাঁরা। বুদ্ধিজীবীদের মধ্যেও যে আড়াআড়ি ভাগ হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোট বাজারে মেজাজ হারালেন মমতার মন্ত্রী, বিজেপি প্রার্থীকে মারতে গেলেন https://thenewsbangla.com/rabindranath-ghosh-of-tmc-and-nisith-pramanik-of-bjp-attacks-each-other/ Sun, 07 Apr 2019 04:34:46 +0000 https://www.thenewsbangla.com/?p=10225 আবার মেজাজ হারালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এবার একটি বেসরকারি টিভি চ্যানেলের নির্বাচনী টক শোয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে মঞ্চের মাইক্রোফোন দিয়ে মারার চেষ্টা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

আরও পড়ুনঃ সারদা দুর্নীতিতে রাজীব কুমারকে গ্রেফতার করতে সুপ্রিম কোর্টে সিবিআই

অভিযোগ, শনিবার কোচবিহারের গুঞ্জ বাড়িতে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিককে প্রশ্ন করেন, তিনি সরকারি চাকরি করা সত্বেও কি করে হলফনামায় একজন ব্যবসায়ী উল্লেখ করলেন।

আরও পড়ুনঃ রাজ্যকে না জানিয়ে পুলিশ কর্তাদের সরিয়ে দেওয়ায় মমতার তোপের মুখে নির্বাচন কমিশন

এর পরেই নিশিথ প্রামাণিক তার উত্তরে জানান মন্ত্রীর পুত্রের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তিনি নাকি বিদেশে নারী পাচারের সঙ্গে যুক্ত।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

বিজেপি প্রার্থীর কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঞ্চে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বের সামনেই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের উপর কার্যত চড়াও হন রবীন্দ্রনাথ ঘোষ। মঞ্চের সঞ্চালিকা তখন তৎপর হন রবীন্দ্রনাথ বাবুকে বোঝাতে। ততক্ষণে অনুষ্ঠান প্রায় পন্ড।

আরও পড়ুনঃ সন্ত্রাসবাদ বড় ইস্যু না হলে নিরাপত্তার বেষ্টনী ত্যাগ করুন, রাহুলকে পরামর্শ সুষমার

এরপর দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পঞ্চায়েত ভোটে চরম হিংসা দেখেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় ৭ দফায় ভোট https://thenewsbangla.com/7th-phase-vote-for-bengal-with-central-force-after-violence-in-the-panchayet-polls/ Sun, 10 Mar 2019 17:19:26 +0000 https://www.thenewsbangla.com/?p=8046 বিরোধীদের অভিযোগ মেনেই ৭ দফার লোকসভা ভোটের প্রত্যেক দফাতেই পশ্চিমবঙ্গে ভোট রাখল কেন্দ্র নির্বাচন কমিশন। এই প্রথমবার ৭ দফায় ভোট হচ্ছে রাজ্যে। পঞ্চায়েত ভোটে বিরোধীদের অসংখ্য অভিযোগ জমা পরেছিল নির্বাচন কমিশনে। সব খতিয়ে দেখেই পশ্চিমবঙ্গে ৭ দফাতেই লোকসভা ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কেন্দ্র নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

দেশে মোট ৭ দফায় ২০১৯ লোকসভা ভোট হবে। আর পশ্চিমবঙ্গেও সেই ৭ দফাতেই লোকসভা ভোট হবে।

বাংলায় কথায় কবে ভোট দেখে নিন একনজরেঃ

১১ এপ্রিল প্রথম দফায় ২টি আসনে ভোটঃ কোচবিহার ও আলিপুরদুয়ার

১৮শে এপ্রিল দ্বিতীয় দফায় ৩টি আসনে ভোটঃ জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ

২৩শে এপ্রিল তৃতীয় দফায় ৫টি আসনে ভোটঃ বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ

২৯শে এপ্রিল চতুর্থ দফায় ৮টি আসনে ভোটঃ বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, আসানসোল ও বীরভূম

৬মে পঞ্চম দফায় ৭টি আসনে ভোটঃ বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগ

১২মে ষষ্ঠ দফায় ৮টি আসনে ভোটঃ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর

১৯মে সপ্তম ও শেষ দফার ভোটে ৯টি আসনে ভোটঃ দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর

আরও পড়ুনঃ ৭ দফায় লোকসভা ভোট শুরু ১১ এপ্রিল, ভোট গণনা ২৩ মে

মোট ৭ দফায় ২০১৯ লোকসভা ভোট হবে দেশে। ভোট শুরু ১১ এপ্রিল। ওই দিন প্রথম দফার ভোট। ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট। ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। ৬ মে পঞ্চম। ১২ মে ষষ্ঠ দফা ও ১৯ মে সপ্তম ও শেষ দফার ভোট। আর এই ৭ দফাতেই বাংলায় ভোট হচ্ছে।

বাংলায় ৭ দফাতেই ভোট হওয়ায় হইচই পরে গেছে রাজ্য রাজনীতিতে। কেন বাংলায় ৭ দফাতেই ভোট? উঠে গেছে প্রশ্ন। বিজেপি রাজ্যে জোর দিচ্ছে বলেই কি ৭ দফাতে ভোট? প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও বাংলার শাসক দলের তরফে বলেই দেওয়া হয়েছে “কত ফেজে ভোট হল তাতে কিছুই এসে যায় না, মানুষ মমতাকে ভোট দেবে”।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

বিজেপির তরফ থেকে বলা হয়েছে, “রাজ্যে ভোটের পরিস্থিতি নেই। পঞ্চায়েত ভোটে সেটা প্রমাণ হয়ে গেছে। তাই নির্বাচন কমিশন ৭ ফেজেই ভোট করাচ্ছে রাজ্যে”। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ৭ ফেজে ভোট করানো হবে।

মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটে চরম হিংসা ও ৫০ শতাংশের বেশি আসনে বিরোধীদের প্রার্থীরা দিতে না পারাটাই বিচার করে কেন্দ্র নির্বাচন কমিশন বাংলায় ৭ ফেজেই ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।

ভোট গণনা হবে ২৩মে, ২০১৯। ওইদিনই জানা যাবে ভারতের শাসনভার আগামী ৫ বছরের জন্য কোন দলের হাতে থাকবে। আর সেদিনই দেখা যাবে, বাংলায় তৃণমূল-বিজেপি লড়াই এর ফল কি হল। আর সিপিএম কংগ্রেস জোট কতটা সাফল্য পেল।

]]>