2019 Lok Sabha polls – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 10 Apr 2019 16:39:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg 2019 Lok Sabha polls – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গুর্জর কোটা আন্দোলনের নেতার গেরুয়া শিবিরে যোগদানে রাজস্থানে শক্তিবৃদ্ধি বিজেপির https://thenewsbangla.com/gurjar-leader-in-rajasthan-joins-bjp-ahead-of-lok-sabha-polls/ Wed, 10 Apr 2019 12:59:07 +0000 https://www.thenewsbangla.com/?p=10479 গুর্জর কোটা আন্দোলনের নেতা কিরোরী সিং ভেইনসালা বুধবার দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিলেন। এর জেরে ভোটের মুখে রাজস্থানে শক্তি বৃদ্ধি হল বিজেপির।

আরও পড়ুনঃ মমতা আরএসএস কোর কমিটির সদস্য, জানিয়ে দিলেন অধীর

রাজস্থানে বিজেপির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ জাভড়েকরের উপস্থিতিতে কিরোরী সিং ভেইনসালার পুত্র বিজয় ভেইনসালাও বিজেপিতে যোগদান করেন। এর ফলে গুর্জর কোটা আন্দোলনের সমর্থকদের ভোটের আগে বিজেপি সমর্থন পাবে বলেই মনে করছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

বিজেপিতে যোগদান করেই এদিন কিরোরী সিং ভেইনসালা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বিরলের মধ্যে বিরলতম এমন কিছু গুনাগুন তিনি প্রত্যক্ষ করেছেন, যা তাকে বিজেপিতে যোগদানে উৎসাহ প্রদান করেছে। নরেন্দ্র মোদীর জনসংযোগও তাকে বিজেপিতে যোগদানে সায় দিয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

ভেইনসালা আরও বলেন, তার সাথে কংগ্রেস ও বিজেপি দুই দলেরই সম্পর্ক খুব ভালো। কিন্তু দুই দলের আদর্শ বিবেচনা করে তিনি বিজেপিতে যোগদানের ব্যাপারেই মনস্থির করেন।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

কিরোরী সিং ভেইনসালা ও তার পুত্র আজই অমিত শাহের সাথে সকালে সাক্ষাৎ করেন বলে জানান প্রকাশ জাভড়েকর। তাদের বিজেপিতে যোগদানে রাজস্থানে বিজেপি আরও শক্তিশালী হলো বলে তিনি জানান। ভোটের ফলে এই ঘটনা কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে হার্দিকের নির্বাচনে লড়তে নিষেধাজ্ঞা গুজরাট হাইকোর্টের https://thenewsbangla.com/hardik-patel-cant-contest-polls-as-gujarat-hc-refuses-to-stay-conviction/ Sat, 30 Mar 2019 09:04:51 +0000 https://www.thenewsbangla.com/?p=9509 দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে হার্দিক প্যাটেলের নির্বাচনে লড়তে নিষেধাজ্ঞা গুজরাট হাইকোর্টের। আর এর জেরেই জোর ধাক্কা খেয়েছে কংগ্রেসের পরিকল্পনা। গুজরাট থেকে কংগ্রেসের টিকিটেই দাঁড়ানোর কথা ছিল পতিদার নেতা হার্দিক প্যাটেলের।

সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন গুজরাটে পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। কিন্তু কংগ্রেসে যোগ দিতেই লোকসভা নির্বাচনের মুখে নিষেধাজ্ঞা জারি হল তার ওপর। আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারবেন না বলে জানিয়ে দিয়েছে গুজরাট হাইকোর্ট।

আরও পড়ুনঃ ২৩ আসনেই জয় নিশ্চিত, বাংলা দখলের লক্ষ্যে অবিচল অমিত শাহ

২০১৫ সালে মেহেসানায় পাতিদার আন্দোলনের সময় হিংসায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরই গুজরাটের ভিসনগর আদালত তাকে দোষী সাব্যস্ত করে। হাইকোর্ট সেই অভিযোগে তাকে দুই বছরেও কারাদন্ডে দন্ডিত করে। এছাড়াও তার বিরুদ্ধে আরও ২৪টি এফআইআর দায়ের করা হয়। মামলার প্রক্রিয়া বিচারাধীন থাকাকালীন তিনি ভোটে লড়তে পারবেন না বলে জানানো হয়েছে আদালতের তরফে।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শনিবারই দিল্লিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন হার্দিক প্যাটেল। আগামী ৪ঠা এপ্রিলই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে খুব কম সময়ই পাবেন এই কংগ্রেস নেতা।

তিনি হাইকোর্টের রায়ের পেছনে গুজরাট সরকারের হাত দেখতে পেয়েছেন। ভোটে তাকে না লড়তে দেওয়ার জন্যই গুজরাট সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মোদী সরকার তাকে ভয় পাচ্ছে বলেই তার ভোটে লড়া আটকাতে চাইছে বলে অভিযোগ করে হার্দিক প্যাটেল।

আরও পড়ুনঃ সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে

তিনি আরও বলেন, অনেক বিজেপি নেতারাও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। কিন্তু তাদের বিরুদ্ধে ভোটের মুখে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র তিনি কংগ্রেসে যোগ দিয়ে লড়তে চলেছেন বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ভোটে লড়তে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

“এটা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্ত, এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই”, বলেছেন বিজেপি মুখপাত্র। তবে কংগ্রেসের তরফ থেকেও এই নিয়ে বিজেপিকেই টার্গেট করা হয়েছে। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, তার উপরই এখন নির্ভর করছে হার্দিক প্যাটেলের ভোটে লড়ার বিষয়টা।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পশ্চিমবঙ্গ স্পেশ্যাল কেস তাই গুরুত্ব দিয়ে ভোট করাবে নির্বাচন কমিশন https://thenewsbangla.com/election-commission-will-vote-with-the-importance-in-west-bengal-election-as-special-case/ Thu, 31 Jan 2019 16:55:10 +0000 https://www.thenewsbangla.com/?p=6260 “পশ্চিমবঙ্গ স্পেশ্যাল কেস, আমরা গুরুত্ব দিয়েই দেখছি”, বিরোধীদের আশ্বস্ত করে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। লোকসভা ভোটে বাংলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই এইভাবে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নিয়ে এসে বৈঠক করাকে একটু অন্যভাবেই দেখছে রাজনৈতিক মহল। দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার পরেই, লোকসভা ভোটের প্রস্ত‌ুতি খতিয়ে দেখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করল কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুনঃ বাগরি মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট দিল পুলিশ
আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

বুধবার রাতেই শহর কলকাতায় এসে নামেন চীফ ইলেকশন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কেন্দ্র নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। দুপুর থেকে বিকালে সব জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে কমিশন।

জানা গেছে, এ দিন নির্বাচন কমিশনকে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অনেক অভিযোগ জানিয়েছে বিরোধীরা। রাজ্যের লোকসভা ভোটের অবজার্ভার নিয়োগ ও ভোটের আগে এখন থেকেই তাঁদের পাঠানোর দাবি করেছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পাশাপাশি সব বুথে ভিভিপ্যাটেরও দাবি জানিয়েছেন বিরোধীরা।

আরও পড়ুনঃ বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় শান্তিপূর্ণ ভোট করা সম্ভব নয়, বলেই জানিয়ে দিয়েছে বাম প্রতিনিধি দল। সেই সঙ্গে তাদের দাবি রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুক কেন্দ্রীয় পর্যবেক্ষকরাই। প্রতিটি বুথে সিসিটিভি লাগানোর দাবি করেছেন বাম সহ সব বিরোধীরাই।

বিরোধীদের তরফ থেকে বিগত পঞ্চায়েত নির্বাচনের তথ্য তুলে ধরা হয়েছে। পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। বিজেপির প্রতিনিধি দলের দাবি, পুলিশ পর্যবেক্ষক আগে থেকেই নিয়োগ করতে হবে ও তাঁদের রাজ্যে পাঠিয়ে দিতে হবে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে, শুধু বুথে নয় এলাকায় টহল দিতে হবে।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার
আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কংগ্রেসের প্রতিনিধি দলের দাবি, প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর। কংগ্রেস নেতারা কমিশনকে জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর হাতে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হোক যাতে তারা নিজেদের কাজ ঠিক ভাবে করতে পারে। রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী রাখলে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয় দাবি কংগ্রেসের।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও
আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

জানা গেছে, বিরোধী দলগুলির ঝুড়ি ঝুড়ি অভিযোগ পেয়ে কিছু কড়া সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। বৃহস্পতিবার রাজ্যের সব ডিএম, এসপি-দের কমিশন নির্দেশ দিয়েছে, যত শীঘ্র সম্ভব রাজ্যে সব স্পর্শকাতর বুথের তালিকা জমা দিতে হবে কমিশনের কাছে। একই সঙ্গে বহিরাগতদের আটকাতেও নির্দেশ দিয়েছে কমিশন। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যথোপযুক্ত ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে ক্ষুব্ধ কমিশন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও জেলার পুলিশ সুপারদের কাছে লিখিত রিপোর্ট চেয়েছে। ভোটের সময় কোন বহিরাগত যাতে রাজ্যে ও বুথ এলাকায় ঢুকতে না পারে তার জন্য কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমত ব্যবহার করতে হবে, জেলা পুলিশ সুপারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন https://thenewsbangla.com/election-commission-full-bench-to-visit-west-bengal-to-check-poll-preparation/ Wed, 30 Jan 2019 17:22:44 +0000 https://www.thenewsbangla.com/?p=6227 বুধবার রাতেই শহর কলকাতায় এসে নামলেন চীফ ইলেকশন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কেন্দ্র নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিমানবন্দর থেকে তাঁরা সোজা চলে আসেন ধর্মতলা লাগোয়া একটি বেসরকারি হোটেলে। বৃহস্পতিবার সকাল ৯.৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত রাজ্যের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন। প্রত্যেক রাজনৈতিক দলকে ১০ মিনিট করে সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে প্রথম পর্বে ১২টি জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর দ্বিপ্রহরিক আহার এর পরে বেলা আড়াইটা থেকে দ্বিতীয় দফায় বাকি ১১টি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন।

আরও পড়ুনঃ কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট
আরও পড়ুনঃ রেড রোড সেনা হত্যায় মাত্র দু বছরের জেল, আজই মুক্তি পেতে পারে নেতার ছেলে

বৈঠক শেষ হয়ে যাওয়ার পর এক্সাইজ কমিশনের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। শুক্রবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সকাল ৯.৩০ থেকে প্রথমে নির্বাচন কমিশন বৈঠক করবে ডিজি, স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে। তারপর বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে কমিশনের ফুল বেঞ্চ ফিরে যাবেন দিল্লিতে।

বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন
বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন/The News বাংলা

বুধবার রাতেই শহরে হাজির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মূলত বিরোধীদের অভিযোগ শুনতে ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতেই বাংলায় নির্বাচন কমিশন।

এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা থাকছেন এই ফুল বেঞ্চে। ১.সুনিল আরোরা, মুখ্য নির্বাচন কমিশনার ২.অশোক লাভাসা, নির্বাচন কমিশনার ৩.উমেশ সিনহা, সিনিয়ার ডেপুটি ইলেকশন কমিশনার ৪.সন্দীপ সাক্সেনা, ডেপুটি ইলেকশন কমিশনার ৫.সন্দীপ জেন, ডেপুটি ইলেকশন কমিশনার ৬.চান্দ্র ভুষণ কুমার, ডেপুটি ইলেকশন কমিশনার ৭.দীলিপ শর্মা, ডিরেক্টর জেনারেল ৮.ধীরেন্দ্র ওঝা, ডিরেক্টর জেনারেল ও ৯.শেফালির স্মরণ, এডিশনাল ডিরেক্টর জেনারেল।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়
আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

এক নজরে দেখে নেওয়া যাক, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এর দুদিনের সফরসুচি।
৩১ তারিখ বৃহস্পতিবার, সকাল ৯:৩০ থেকে ১১টা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। ১১:৩০ থেকে ১:৩০ পর্যন্ত রিভিউ মিটিং ডিসট্রিক্ট ইলেকশন অফিসার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং অন্যান্য ডিস্ট্রিক্ট অফিসারদের সঙ্গে। প্রথম দফায় মোট ১২টি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার থাকছেন।

১:৩০ থেকে ২.৩০ পর্যন্ত লাঞ্চ টাইম। ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত রিভিউ মিটিং। ডিসট্রিক্ট ইলেকট্রল অফিসার, বাকি ১২টি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার এবং জেলার অন্যান্য আধিকারিকদের সঙ্গে। টি টাইমের পর ৫:০০ থেকে ৬:০০ মুখ্য নির্বাচন আধিকারিক, নোডাল অফিসার, রাজ্য পুলিশ, সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার
আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

১লা ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১১টা পর্যন্ত এক্সপেন্ডিচার নোডাল অফিসার, এক্সাইজ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কমার্শিয়াল ট্যাক্স, রেলওয়ে, এয়ারপোর্ট ডিভিশনাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। ১১:১৫ থেকে ১২:১৫ পর্যন্ত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে রাজ্য পুলিশের ডিজি ও চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারির সঙ্গে। এরপর ১২:৪৫ থেকে ১:৩০ সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন।

শুক্রবারই দিল্লি ফিরে যাবে চীফ ইলেকশন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কেন্দ্র নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বাংলায় ২০১৯ এর লোকসভা নির্বাচনকে সফল ও নিরাপদ ভাবে সম্পন্ন করতে কমিশন কি কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন সকলের কাছে আগ্রহের বিষয়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ব্যর্থ মহাজোটে ত্রিমুখী লড়াই, উত্তরপ্রদেশে একা লড়বে কংগ্রেস https://thenewsbangla.com/congress-president-rahul-gandhi-said-party-will-fight-up-elections-alone/ Sun, 13 Jan 2019 06:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=5553 The News বাংলা: কংগ্রেস একা লড়বে উত্তরপ্রদেশে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের সব আসনেই একা লড়বে কংগ্রেস, দুবাই থেকে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শেষ হয়ে গেল লোকসভা আসনের দিক দিয়ে ভারতের সব চেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে মহাজোটের সব সম্ভাবনা।

আরও পড়ুনঃ ‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

শনিবারই উত্তরপ্রদেশে জোট বেঁধে পথ চলার ঘোষণা করে দেয় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। মায়াবতী ও অখিলেশ যাদব কংগ্রেসকে না নিয়ে নিজেরাই ভোট পূর্ববর্তী জোটের কথা ঘোষণা করে দেয়। ফলে উত্তরপ্রদেশে মহাজোট বাস্তবায়িত হচ্ছে না। এরপরেই দুবাই থেকে কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস।

কংগ্রেসকে বাদ দিয়েই উত্তরপ্রদেশে ২০১৯ সালের লোকসভার ভোটের জোট ঘোষণা করে দিলেন অখিলেশ যাদব এবং মায়াবতী। ৮০টি আসনের মধ্যে ৩৮টি করে আসনে লড়বে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি। রায়বেরিলি এবং আমেঠি এই ২টি আসন ছেড়ে রাখা হয়েছে রাহুল এবং সোনিয়ার জন্য। অন্য ২টি আসন অখিলেশ-মায়াবতী ছেড়েছেন অন্যান্যদের জন্য।

অখিলেশ এবং মায়াবতীর এই জোট জল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। শনিবার তা ঘোষণা হয়ে যাওয়ায় উত্তরপ্রদেশে ধাক্কা খেল কংগ্রেস ও কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। তবে মহাজোটের অন্যতম উদ্যোক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই জোটকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

সপা-বসপা জোট শুধু মাত্র দুটি আসন ছেড়ে দিয়েছে কংগ্রেসের জন্য। বোঝাই যাচ্ছিল অন্ততঃ উত্তরপ্রদেশের মাটিতে এই মহাজোট হচ্ছে না। কারণ মাত্র ২টি সিটের এই অপমান সহ্য করা কংগ্রেসের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে এই জোটের পরে বিজেপি সভাপতি অমিত শাহ কড়া আক্রমণ শানান বিরোধীদের। জানালেন আগেরবারের চেয়ে উত্তরপ্রদেশে বেশি আসনে জয় পাবে গেরুয়া শিবির। সপা-বিএসপির এই জোটকে অমিত শাহ কটাক্ষ করে বলেছিলেন বিজেপির ভয়ে ‘বুয়া-ভাতিজা’ জোট গড়ছেন।

জোট নিয়ে লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিংহ যাদব ও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। সাংবাদিকদের উদ্দেশে দুজনেরই বার্তা, সপা ও বসপার জোট ঘুম উড়িয়ে দেবে অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

১৯৯৩ সালে উত্তরপ্রদেশে জোট বেঁধেছিল সপা এবং বসপা। তখন উত্তরপ্রদেশে সরকার গড়েছিল এই জোট। সেই জোটের নেতৃত্বে ছিলেন কাঁসিরাম ও মুলায়ম সিংহ যাদব।

পাশাপাশি, কংগ্রেস সঙ্গ ত্যাগ করা নিয়ে মায়াবতীর উক্তি, কংগ্রেসের সঙ্গে জোট গড়ে তাঁদের কোনও লাভ নেই। কংগ্রেস বা বিজেপি মুদ্রার এপিঠ-ওপিঠ। যেই ক্ষমতায় আসুক মানুষকে নিরাশ হতে হয়। যদিও পূর্ব ঘোষণার মতো রায়বেরিলি এবং আমেঠির কংগ্রেস দুর্গে তাঁরা কোনও প্রার্থী দিচ্ছেন না বলেই ঘোষণা করেন অখিলেশ-মায়াবতী।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

এদিকে দুবাই থেকে রাহুল গান্ধী জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস। ৮০টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। ফলে মহাজোট হল না উত্তরপ্রদেশে। যদিও অখিলেশ-মায়াবতীর জোটের সমালোচনা করেন নি কংগ্রেস সভাপতি। ফলে ফল ভাল হলে ভোট পরবর্তী জোটের রাস্তাও খুলে রাখলেন রাহুল, বলে মনে করছে রাজনৈতিক মহল।

এর ফলে ত্রিমুখী লড়াই হবে উত্তরপ্রদেশে। বিরোধী ভোট ভাগ হওয়ার ফলে সুবিধা পাবে বিজেপিই। উত্তরপ্রদেশে যেটা হল না সেই মহাজোট কি আদৌ কোন রাজ্যে হবে? উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ

Exclusive: জাতীয় সংগীত এর অপেক্ষা না করেই মঞ্চ ছেড়ে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি https://thenewsbangla.com/narendra-modis-bjp-accepted-all-the-demands-of-the-alliance-partners/ Sun, 23 Dec 2018 08:33:11 +0000 https://www.thenewsbangla.com/?p=4668 The News বাংলা, পাটনা: জোট বজায় রাখতেই হবে, না হলেই বিপদ। তাই ‘শরিক জোটে’ নমনীয় কেন্দ্রের শাসক দল বিজেপি। জোট শরিকদের দাবি মেনেই বিহারে লোকসভা জোট করল মোদীর বিজেপি। ৫ রাজ্যে ভোটে জোর ধাক্কা ও ৩ রাজ্যে ক্ষমতা হারানোই এর অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

২০১৯ এর লোকসভা নির্বাচনে বিহারে সমপরিমাণ আসনে লড়বে বিজেপি ও জেডিইউ। বিহারে মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়বে ১৭টি আসনে। জোট সঙ্গী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডও লড়বে সমান সংখ্যক ১৭টি আসনে। বাকি ৬টি আসনে লড়বে রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি বা এলজেপি।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা

আরও পড়ুনঃ উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের

২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সমপরিমাণ আসন থেকে লড়াই করবে। আগেই দুই দল একসঙ্গে মিলে এই কথা ঘোষণা করে। রবিবার সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়ল। সোমবার তিন দল একসঙ্গে মিলে এই কথা ঘোষণা করল। এই ঘোষণার ফলে কার্যত শেষ হল দীর্ঘ কয়েকমাস ধরে চলতে থাকা জল্পনা।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

অক্টোবরেই নয়াদিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিজেপি প্রধান অমিত শাহ এর একটি বৈঠকের পর ঠিক হয় বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে লড়বে। মোট কটি আসন থেকে লড়বে দুই দল, তা পরে কয়েকদিনের মধ্যেই জানানো হবে, বলে বলেছিলেন দুই নেতাই।

আরও পড়ুনঃ ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

জেডিইউ গত লোকসভা নির্বাচনের আগে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেলেও গত বছর ফের এই জোটের সঙ্গে হাত মিলিয়েছে তারা। এবার শুরু থেকেই জেডিইউ স্পষ্ট করে দিয়েছিল, আসন বন্টনের ক্ষেত্রে নিজেদের জোট শরিক বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না তারা।

৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা

একটা আসনও বেশি দেবে না তারা বিজেপিকে, তাও জানিয়ে দিয়েছিল জেডিইউ। পরিস্থিতি সামাল দিতে ও এনডিএ জোট ধরে রাখতে দুদলই ১৭টি করে আসনে লড়বে বলে ঘোষণা করে দিল।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

গতবারের লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের দল জিতেছিল মাত্র ২টি আসনে। বিজেপি সেখানে জিতেছিল ২২টি আসন। তারপরেও বিজেপির মাত্র ১৭টি আসনে লড়াকে এককদম পিছিয়ে আসা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

অন্যদিকে রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি)কেও ৬টি আসন ছাড়তে হয়েছে বিহারে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে যে রফা হয়েছিল, এবারের লোকসভা নির্বাচনে সেই সমসংখ্যাক চাইছিল রামবিলাস পাসওয়ানের দল।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

পাশাপাশি এবার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও আসন দেবে লোক জনশক্তি পার্টি। রামবিলাস পাসওয়ানকে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হবে বলেই সিদ্ধান্ত হয়েছে এনডিএ-র সভায়।

৫ রাজ্যে বিধানসভায় গোহারা হার ও ৩ রাজ্যে ক্ষমতা হাতছাড়া হবার পরেই রাহুলের কংগ্রেসকে গুরুত্ব দিতে শুরু করেছে মোদী-অমিতের বিজেপি। এমনটাই মনে করা হচ্ছে। তাই যেন তেন প্রকারেন এনডিএ জোট ধরে রেখেই লোকসভা ভোটে যেতে চাইছে বিজেপি। আর তার জন্য যে কোনরকম শর্তেই আসন সমঝোতা করছে বিজেপি।

]]>