2019 Lok Sabha Election – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 24 May 2019 08:54:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg 2019 Lok Sabha Election – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোদীকে অভিনন্দন জানালেন ট্রাম্প এবং ইমরান খান https://thenewsbangla.com/donald-trump-imran-khan-congratulates-modi-on-his-victory-in-election/ Fri, 24 May 2019 08:54:27 +0000 https://www.thenewsbangla.com/?p=13233 লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির গদিতে বসার খবরে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদীর জয়ের খবর শুনে এক টুইট বার্তায় এই বিশাল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানান।

ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন; ‘বিশাল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে অভিনন্দন; যুক্তরাষ্ট্র আর ভারতের যৌথ ইস্যুতে যেসব বিষয় এখনো জমা আছে; ফের ক্ষমতায় আসায় আমরা আমাদের বাকি গুরুত্ব কাজ গুলো সম্পূর্ণ করতে পারব’।

মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তার টুইট বার্তায়। ২০১৪ সালের তুলনায় আরও বেশি আসনে বিজয়ের মাধ্যমে ফের ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। গত ১১ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হয়; সাত দফার ভোট গ্রহণ শেষ হয় ১৯ মে; বৃহস্পতিবার ২৩ ছিল ফলাফল ঘোষণার দিন।

বৃহস্পতিবার দেশের সাত দফার নির্বাচনের ফলাফলে; বিজেপি একাই তিন শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। প্রধান বিরোধী দল কংগ্রেস গতবারের চেয়ে এবার বেশি আসন পেলেও বিজেপির ধারে কাছেও যেতে পারেনি।

আরও পড়ুন রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই

ভারতের জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে বিজেপির জয়লাভ এরপরে হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও; বৃহস্পতিবার এক টুইটে মোদীকে শুভেচ্ছা জানান ইমরান। নির্বাচন চলাকালিন ও ইমরান খান জানিয়েছিলেন তিনি মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।

মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইমরান খান টুইটারে লিখেছেন; দক্ষিণ এশিয়ার শান্তি; উন্নতি ও সমৃদ্ধির জন্য; নরেন্দ্র মোদীর সাথে কাজ করতে চাই। বালাকোট ও পুলওয়ামা পরবর্তী পরিস্থিতির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিপুল জয় চাপে রেখেছে বিশ্বকে।

অভিনন্দন এসেছে চিন রাশিয়া জাপান ফ্রান্স ইজরায়েল বাংলাদেশ সিঙ্গাপুর ও নেপাল থেকে; সবচেয়ে প্রথমে মোদীকে টেলিফোন করে অভিনন্দন জানান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন; তিনি মোদীর সঙ্গে রণনীতি নিয়ে একসাথে কাজ করতে ইচ্ছুক।

চিনা প্রেসিডেন্ট জ়ি জিনপিং বলেন; তিনি ভারত-চিন সম্পর্কের উন্নতির বিষয়টি গুরুত্ব দিতে চান। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি মোদীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানান চিনের প্রেসিডেন্ট।

]]>
বামেদের মুখে চুনকালি লাগিয়ে ৪ লক্ষাধিক ভোটে পরাজিত কানহাইয়া কুমার https://thenewsbangla.com/cpi-leader-kanhaiya-kumar-looses-against-bjps-giriraj-singh-in-lok-sabha/ Fri, 24 May 2019 06:08:58 +0000 https://www.thenewsbangla.com/?p=13230 বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্র থেকে সিপিআইয়ের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমার; এক সময় ‘বিহারের লেনিনগ্রাদ’ হিসেবে পরিচিত ছিল বেগুসরাই; বিজেপির গিরিরাজ সিংহের বিরুদ্ধে লড়ে ৪ লক্ষ ২০ হাজার ভোটে শোচনীয় হার মানলেন তিনি।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে পরাজিত হলেন সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার; চার লক্ষেরও বেশি ভোটে হেরে গেলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র নেতা। ৪,২২,২১৭ ভোটে তাঁকে পরাস্ত করলেন গিরিরাজ সিংহ। নির্বাচনে ২,৬৯,৯৭৬টি ভোট পেয়েছেন কানহাইয়া। সবচেয়ে উল্লেখযোগ্য হল; শুধু মাত্র এই কেন্দ্রেই নোটাতে ভোট পড়েছে ২০ হাজারেরও বেশি।

আরও পড়ুনঃ মোদী অমিত শাহের কাছে মুখ থুবড়ে পড়ল পিসি ভাইপো

জেএনইউয়ের তরুন নেতার ওপর ভরসা করে; বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্রে কানহাইয়া কুমারকে প্রার্থী করেছিল সিপিআই। তার প্রাপ্ত ভোট ২২ শতাংশ। অন্যদিকে ৫৬ শতাংশ ভোট পেয়ে এই কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী গিরিরাজ সিং।

বেগুসরাই কেন্দ্রে সিপিআই; আরজেডি এবং বিজেপি আলাদা আলাদা প্রার্থী দেওয়ায় ত্রিমুখী লড়াই হয় এই কেন্দ্রে। প্রথমে মোদী বিরোধী জোট তৈরিতে সিপিআই আরজেডিকে আমন্ত্রণ জানালেও তেজস্বী যাদব সেই প্রস্তাবে রাজি হননি; আরজেডির তরফে তানভীর হাসানকে এই আসনে প্রার্থী করা হয়। তিনি এই আসনে লড়ে রয়েছেন তৃতীয় স্থানে।

আরও পড়ুনঃ মমতাকে নিজের ক্ষমতা ও যোগ্যতা দেখালেন অর্জুন

২০১৬ সালে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে সামনে আসে কানহাইয়া কুমারের নাম। একটি ভিডিওতে দেখা যায়; কিছু ছাত্র ছাত্রী কাশ্মীরের আজাদির পক্ষে শ্লোগান দিচ্ছে। শোনা যায় ‘ভারত তেরে টুকরে হোঙ্গে; ইনশাল্লাহ ইনশাল্লাহ’ শ্লোগানও।

সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন কানহাইয়া কুমার; এরপরেই দেশদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় কানহাইয়া কুমারকে। পুলিশি জেরায় যদিও তিনি জানিয়েছিলেন; কাশ্মীরের আজাদি নয়; দেশের বিভিন্ন সামাজিক সমস্যা থেকে আজাদি চান তিনি। তার ওপরেই ভর করে নির্বাচনে লড়ে সিপিআই। কিন্তু তাদের মুখ রক্ষা করা সম্ভব করতে পারলেন না এই বাম ছাত্র নেতা।

]]>
সাট্টা বাজারের রিপোর্টেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত https://thenewsbangla.com/satta-bazaar-prediction-of-narendra-modi-win-in-2019-lok-sabha-election/ Wed, 22 May 2019 13:01:54 +0000 https://www.thenewsbangla.com/?p=13087 এদের রিপোর্ট নাকি কখনও ভুল হয়নি। ভোটের পর যারা জিতবে বলে; এই বাজার ঘোষণা করেছে; তারাই জিতেছে। ফালোডি সাট্টা বাজার নাকি কখনও ভুল করেনি। তারা যারা বলেছে; তাই হয়েছে। আর সেই ফালোডি সাট্টা বাজারের সমীক্ষাতেও মোদী ঝড়ের ইঙ্গিত। আর এর জেরেই জোর প্রস্তুতি গেরুয়া বাহিনীর।

ফালোডি সাট্টা বাজার; ভোট রেজাল্ট নিয়ে তাদের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। প্রতি নির্বাচনেই সকলের নজর থাকে; এই সাট্টা বাজারের রিপোর্টের ওপর। কারন, প্রায় সব ভোটের ভবিষ্যৎবাণী মিলিয়ে দেবার ব্যাপারে; এদের জুড়ি নেই ভূভারতে।

শুধু এদেশে নয়; আমেরিকার গত সাধারণ নির্বাচনে ট্রাম্পের ক্ষমতা দখলের পূর্বাভাস দিয়ে যে রিপোর্ট তারা প্রকাশ করেছিল; তা হুবহু মিলে গিয়েছিল। এবারের লোকসভা ভোটের ফলাফল নিয়ে তারা ভবিষ্যৎবাণী করতে গিয়ে জানিয়েছে; বিজেপি এবার একাই পাবে ২৭০ থেকে ২৮০ টি আসন।

আর শরিক দলগুলোকে মিলিয়ে এনডিএ জোটের আসন সংখ্যা ৩০৫ এ গিয়ে পৌঁছবে। কংগ্রেস এবার পাবে ৮০ টির মতো আসন। এদের সমীক্ষা বলছে; উত্তরপ্রদেশে বিজেপি অনন্ত এবার ২০ থেকে ৩০ টি আসন কম পাবে। সেই ঘাটতি তারা পূরণ করতে পারবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে।

দেশের বড় বড় বুকি, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা জড়িয়ে আছে; যোধপুরের এই সাট্টা বাজারের সঙ্গে। গোটা দেশের সাট্টা বাজারে এবার অন্তত এক লক্ষ কোটি টাকা; বিনিয়োগ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। দিল্লির সাট্টা বাজার অবশ্য জানাচ্ছে; এনডিএ জোট ক্ষমতায় আসবে ঠিকই কিন্তু জোট ৩০০ সংখ্যা পার করতে পারবে না।

তাদের হিসাবে বিজেপি একা পাবে ২৪০ টি আসন। এনডিএ পেতে পারে ২৮০ থেকে ২৯০ টি আসন। কংগ্রেস ৮০ টি আসন পাবে বলে; ভবিষ্যৎবাণী করা হয়েছে। মুম্বাই সাট্টা বাজারের যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে; কংগ্রেস একা পেতে পারে ৯০ থেকে ১০০ টি আসন। ইউপিএ জোট পেতে পারে ১৫০ টি আসন।

ফালোডির সাট্টা বাজার পশ্চিমবঙ্গ নিয়েও ভবিষ্যৎ বাণী করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী; পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৮ থেকে ২০ টি আসন। ওড়িশায় বিজেপি পাবে অনন্ত ১০ টি আসন। এখন দেখার এটাই, বিভিন্ন চ্যানেলের মত; সাট্টা বাজারের রিপোর্ট মেলে কিনা।

]]>
দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায় https://thenewsbangla.com/second-phase-election-25-companies-armed-forces-coming-into-bengal/ Fri, 12 Apr 2019 05:59:36 +0000 https://www.thenewsbangla.com/?p=10668 দ্বিতীয় দফা নির্বাচনের জন্য আরও ২৫ কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী আসছে উত্তরপূর্ব রাজ্য থেকে। এই ২৫ কোম্পানির মধ্যে ১০ কোম্পানি মেঘালয় আর্মড পুলিশ। ৫ কোম্পানি নাগাল্যান্ড আর্মড পুলিশ। ৮ কোম্পানি সিকিম আর্মড পুলিশ। ও ২ কোম্পানি ত্রিপুরা আর্মড পুলিশ। এছাড়াও দ্বিতীয় দফার ভোটে আরও ২ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হল নির্বাচন কমিশনের তরফ থেকে।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

দ্বিতীয় দফার নির্বাচনের জন্য আরও ২৫ কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী আসছে বাংলায়। উত্তর-পূর্বের রাজ্য থেকে আসছে এই ২৫ কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী। মেঘালয় থেকে আসছে ১০ কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী। ৫ কোম্পানি আসছে নাগাল্যান্ড থেকে, ৮ কোম্পানি আসছে সিকিম থেকে এবং ২ কোম্পানি ত্রিপুরার সশস্ত্র পুলিশ বাহিনী আসছে রাজ্যের দ্বিতীয় দফা ভোটের নিরাপত্তার কাজের জন্য।

আরও পড়ুনঃ রণক্ষেত্র কোচবিহার জেলাশাসক দফতর, বিজেপি প্রার্থীর অবস্থান তুলতে বিশাল পুলিশ

ইতিমধ্যেই জঙ্গলমহল থেকে প্রথম দফার নির্বাচনের জন্য গিয়েছে ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাঁরাও থাকছে দ্বিতীয় দফার ভোটে। রাজ্যে প্রথমে এসেছিল ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যা আছে এখন কোচবিহারে। পরে আসে আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের ঠিক আগেই আসে ৩০ কেন্দ্রীয় বাহিনী। আর ভোটের আগের দিন আসে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

আগে থেকেই প্রথম দফার ভোটের জন্য আছে ৮৩ কোম্পানি বাহিনী। তাই মোট ৮৩+২৫=১০৮ কোম্পানি কেন্দ্রীয় ও সশস্ত্র বাহিনী এবং দার্জিলিং এ থাকা ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের নিরাপত্তার জন্য। ফলে বলা যায় মোট ১১৪ কোম্পানি বাহিনী দিয়ে ভোট হবে দ্বিতীয় দফায়।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

পাশাপাশি থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশ। এখনও পর্যন্ত রায়গঞ্জ এর জন্য আলাদা পুলিশ অবজার্ভার ও দার্জিলিং-জলপাইগুড়ির জন্য একজন আলাদা পুলিশ অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। পাশাপাশি যারা প্রথম পর্যায়ের জন্য ছিলেন, থাকছেন তাঁরাও। থাকছেন বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবেও।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

তবে দুটি লোকসভা কেন্দ্রেই বিশেষ করে কোচবিহার লোক সভা কেন্দ্রের ভোটে যেভাবে রাজ্য পুলিশ থাকা বুথে হিংসা ও ভোটারদের বাধাদানের মত ঘটনা ঘটেছে, তাতে রাজ্য পুলিশের উপর ভরসা থাকবে কিনা সেটাও এখন দেখার। আর এই ১১৪ কোম্পানি বাহিনী দিয়ে কি আর দ্বিতীয় পর্যায়ের সব বুথে ভোট করা যাবে? সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কোচবিহারে ৩৫০ বুথে রিগিং, ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী https://thenewsbangla.com/bjp-candidate-of-cooch-behar-demanded-re-election-in-166-booths/ Thu, 11 Apr 2019 10:40:44 +0000 https://www.thenewsbangla.com/?p=10611 কোচবিহারে ৩৫০ এর বেশি বুথে রিগিং হয়েছে বলে দাবি তুললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এর মধ্যে ১৬৬ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী। প্রাক্তন তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক এবার কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী। যেখানেই কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেই তৃণমূলের রিগিং এর অভিযোগ তুলেছেন তিনি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা

সকালেই খারাপ ইভিএম নিয়ে ভোটে কারচুপির অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ফোন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। মমতার সঙ্গে ফোনে কথা বলার পরেই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ। হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে তাঁর, দাবি ওঠে বিজেপির তরফ থেকে। এবার ছাপ্পা ভোট ও রিগিং এর অভিযোগ তুলে ১৬৬ টি বুথে পুনরায় ভোট নেওয়ার দাবি তুললেন নিশীথ প্রামাণিক।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হতেই বিতর্কে রাজ্যের এই মন্ত্রী। ফের হুমকি দিলান মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। এরপর তিনি নিজের ভোট দিতে বুথে যান। সেখানেও বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিএসএফ জওয়ানরাও সীমান্ত ছেড়ে বুথে ঢুকে পড়েছেন বলেই অভিযোগ করেন তিনি। প্রচুর ইভিএম খারাপ বলে অভিযোগ করেন মন্ত্রী। ইভিএম কারচুপি করে, ভোটে চক্রান্তের অভিযোগ তাঁর। এর পরেই ৫টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

একই রকম ভাবে ভোট দিতে গিয়ে বহিরাগত কিছু দুষ্কৃতীর মুখোমুখি হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এদের সঙ্গে তাঁর বচসা হয়। পরে এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। শেষে কোচবিহারে ৩৫০ বুথে রিগিং, ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

কোচবিহার কেন্দ্র নিয়ে বাড়তি নজর ছিল কমিশনের। ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রায় পুরোটাই রয়েছে কোচবিহারে। কোচবিহারে ২০১০টি বুথের মধ্যে ১০৬০টি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৯৫০টি বুথে রয়েছে রাজ্যের সশস্ত্রবাহিনী। আর বৃহস্পতিবার ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকার কথা ছিল বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের। কোচবিহারে থেকেই ভোট মনিটরিং করবেন তিনি, এমনটাই কথা ছিল।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

কিন্তু দেখা গেল ঠিক উল্টো ছবি। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে কলকাতায় ফিরে গেলেন সকালেই। আর যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেই সেই বুথেই দেখা গেল চরম সন্ত্রাস। ঠিক পঞ্চায়েত ভোটের মতই তৃণমূলের ফের সন্ত্রাস দেখছে রাজ্য। তাও শুধুমাত্র দুটো লোকসভার ভোটে। কোচবিহারে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেই তৃণমূল সন্ত্রাস চালিয়েছে বলেই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলির।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

দেখা যাচ্ছে, যে ৯৫০টি বুথে রয়েছে রাজ্যের সশস্ত্রবাহিনী, সেখানেই রিগিং এর অভিযোগ উঠেছে। এর মধ্যে ৩৫০ বুথে রিগিং হয়েছে বলেই অভিযোগ। এর মধ্যে ১৬৬ টি বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী। দুই প্রার্থীর কতটা দাবি নির্বাচন কমিশন মানে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
LIVE: সারাদিন কি হল বাংলার ভোটে, রাজ্য পুলিশ থাকা বুথেই যত অশান্তি https://thenewsbangla.com/live-election-2019-what-is-happening-all-day-in-bengal-see-all-the-events-from-first-to-last/ Thu, 11 Apr 2019 02:22:57 +0000 https://www.thenewsbangla.com/?p=10543 শেষ হল প্রথম দফার ভোট। তবে এখনও অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছে। পুনরায় কিছু বুথে ফের ভোট হতে পারে, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

৪০। অভিযোগ নিয়ে আলোচনা করে পুনরায় ভোট করা হবে কিনা জানাবে নির্বাচন কমিশন।
৩৯। রাজ্যে ভোট পড়ল ৮০ শতাংশের বেশি।
৩৮। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন জানাল, ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই।
৩৭। কেন্দ্রীয় বাহিনী ও সীমান্তসেনা বিএসএফের জওয়ানরা বুথের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী।
৩৬। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ তোলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকেই একের পর এক ইভিএম মেশিন বিকল হতে শুরু হয়। এর পিছনে চক্রান্ত আছে।

৩৫। আলিপুরদুয়ারের বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
৩৪। কোচবিহারের দিনহাটা মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের রসমন্ডা স্কুলে তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৩। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অভিযোগ, দিনহাটার একাধিক বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দিয়েছে তৃণমূল।
৩২। গীতালদহে বুথ থেকে জোর করে বিজেপি এজেন্টকে বের করে দিতে চেষ্টা করার অভিযোগ।
৩১। ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবী তুললেন বিজেপি ও তৃণমূল প্রার্থী।
৩০। বেলা ১ টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি।
২৯। বেলা ১ টা পর্যন্ত রাজ্যের দুই লোকসভায় ভোট পড়ল ৫০ শতাংশের উপর। আলিপুরদুয়ারে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৪৫%,

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন সব ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত:

১। বাংলার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ শুরু।
২। উত্তরবঙ্গের দুই আসনেই ভোট দিতে ভোর থেকে মানুষের লাইন বুথে বুথে।
৩। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বাইক বাহিনীকে আক্রমণ বিজেপির, আহত তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ ৩। বিজেপির তরফে হামলার কথা অস্বীকার।
৪। বানারহাটে ভোট দিলেন বিজেপি প্রার্থী জন বারলা। স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, অভিযোগ জন বারলার।
৫। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট, ভোর ৫ টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। উৎসাহ নতুন ভোটারদের মধ্যে।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

৬। ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারলেন না তৃণমূল প্রার্থী দশরথ তিরকি। দলের প্রতীক লাগিয়ে ভোট দিতে যান দশরথ তিরকি। পরে খুলে নেন প্রার্থী।
৭। আলিপুরদুয়ারের সূর্যনগরের ঘটনা। ইভিএম খারাপ থাকায় সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় নি। সূর্যনগরের লেবুবাগান স্কুলের ১৯৮ নং বুথের ঘটনা। এখানে কোন কেন্দ্রীয় বাহিনী নেই। প্রায় এক ঘণ্টা পর ৮ টা নাগাদ আবার ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোর থেকে লাইনে দাঁড়ানো অনেকেই ভোট না দিয়েই ফিরে যান।
৮। দিনহাটার আবুতারাতে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধার অভিযোগ।
৯। মাথাভাঙার পচাগড়ে ৯ নং ওয়ার্ডের ঘটনা। ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ বন্ধ। ২/২৫৪ বুথে সকাল থেকে শুরু হয় নি ভোট। বিশাল লাইন মানুষের।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

১০। ফের হুমকি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। “যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে লাফাচ্ছেন, ভোটের পর যেন সেখানেই বাড়ি করে থাকে যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকে”। বলেন তিনি। জানিয়ে দেন, ভোটের দাওয়াই যা দেবার তা দিয়ে দিয়েছেন।
১১। কোচবিহার থেকে কলকাতায় ফিরছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সঠিক জায়গায় বাহিনী মোতায়েন হয়ে গেছে, জানিয়ে ফিরছেন তিনি।
১২। কোচবিহারের বিভিন্ন বুথে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ জমা পরেছে নির্বাচন কমিশনে। সিতাই এ ৩৯ নং বুথে ঢুকতে বাধা। দিনহাটায় ৭/১৬৫, ৭/২২৪, বুথে ঢুকতে বাধা দিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ জমা পরেছে নির্বাচন কমিশনে।
১৩। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিএসএফ জওয়ানরাও সীমান্ত ছেড়ে বুথে ঢুকে পড়েছেন বলেই খবর। প্রচুর ইভিএম খারাপ বলে অভিযোগ করেন মন্ত্রী। ইভিএম কারচুপি করে, ভোটে চক্রান্তের অভিযোগ তাঁর।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

১৪। বুথ থেকে বিজেপি এজেন্টকে বের করে দেবার চেষ্টা। বাধা দেন প্রিজাইডিং অফিসার। মাথাভাঙার ঘটনা। ঘটনা ক্যামেরাবন্দি। অভিযোগের তীর তৃণমূলের দিকেই। ভিডিও জমা পরছে নির্বাচন কমিশনের কাছে।
১৬। দিনহাটায় রাস্তা অবরোধ বিজেপির। মাতালহাট- বক্সিরহাট রাস্তা অবরোধ। বিজেপি এজেন্টকে বাইরে বের করে দেবার অভিযোগ নিয়ে রাস্তা অবরোধ। রাজ্য পুলিশ তৃণমূল নেতাদের কথায় চলছে এবং কেন্দ্রীয় বাহিনী নেই বলেই অভিযোগে রাস্তা অবরোধ।
১৭। মুখ্যমন্ত্রী মমতার ফোন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে। ইভিএম খারাপ নিয়ে রিপোর্ট নিলেন মমতা।
১৮। কোচবিহারের বিভিন্ন বুথে তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ের ছবি। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। সামাল কেন্দ্রীয় বাহিনীর।

আরও পড়ুনঃ নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী

১৯। ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ। ভোট কর্মীদের বিক্ষোভ। আলিপুরদুয়ারের ছাটরামপুরের ঘটনা।
২০। ৫ টি বুথে পুনরায় নির্বাচন করার দাবি রবীন্দ্রনাথ ঘোষের।
২১। দিনহাটার মাতালহাটে বোমাবাজির অভিযোগ।
২২। মাতালহাটে বিজেপি সমর্থকদের রাস্তায় বসে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনী এসে তুলে দিল অবরোধ।
২৩। দিনহাটায় আতঙ্কিত পুলিশকর্মী।
২৪। কোচবিহারের শীতলকুচিতে ভোটারদের ভোটদানে বাধা। অভিযোগ তৃণমূলের দিকে। মহিলাদের হেনস্থা করার অভিযোগ।
২৫। কোচবিহারে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৮৫%
২৬। আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৩০%
২৭। নির্বাচন কমিশনের কাছে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৪৬৯ টি
২৮। আলিপুরদুয়াররের নাগরাকাটাতে ইভিএম মেশিনে বিজেপির প্রতীকের উপরে সাদা কাগজ লাগিয়ে দেবার অভিযোগ।

]]>
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী https://thenewsbangla.com/907-artists-urge-people-to-vote-for-modi-sarkar-again/ Wed, 10 Apr 2019 17:18:24 +0000 https://www.thenewsbangla.com/?p=10522 সম্প্রতি মোদী সরকারের বিরুদ্ধাচরণ করে বিজেপিকে ভোট দিনে ক্ষমতায় না আনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন ৭০০ জন বুদ্ধিজীবী। দেশে অসহিষ্ণুতা বাড়ছে এবং দিনে দিনে ভারত সাংবিধানিক সংকটের দিকে এগোচ্ছে, এমনই দাবি করেছিলেন তারা। এবার তাদেরই পাল্টা হিসেবে মোদী সরকারের সমর্থনে সামিল হলেন ৯০৭ জন বুদ্ধিজীবী। ‘ফের একবার মোদী সরকার’ দাবি তুললেন তাঁরা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপিকে পরাজিত করার ডাক বাংলার বুদ্ধিজীবীদের

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ক্রীড়া, অভিনয় ইত্যাদি বিভিন্ন বিভাগের সাথে যুক্ত সমাজের বিশিষ্টজনেরা দেশবাসীকে আবেদন জানালেন বিজেপি এবং তাদের জোটসঙ্গীদের ভোট দিয়ে পুনরায় নির্বাচন করার জন্য। মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী। আমজনতাকে বলেন ফের একবার মোদীকে অর্থাৎ বিজেপিকে ভোট দেবার জন্য।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

কোনও প্রকার চাপ, ভয় ভীতি এবং অপপ্রচারের কাছে নতি স্বীকার না করে জনসাধারণকে ভোট দিতে আহবান করেছেন সমাজের এই বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এর আগে পরিচালক, লেখক, নাট্যকাররা মুখ খুলেছেন মোদী সরকারের বিরুদ্ধে। এবার মোদী সরকারের হয়েও মুখ খুললেন প্রায় হাজার জন বুদ্ধিজীবী।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা
নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী/The News বাংলা

মোদী সরকারের প্রসঙ্গ উল্লেখ করে তাঁরা বলেছেন, গত ৫ বছরে ভারত সরকার একটি দুর্নীতিমুক্ত এবং উন্নয়নের মন্ত্রে চালিত প্রশাসন উপহার দিয়েছে। এই ৫ বছরে ভারত বিশ্বের সামনে সম্মানিত ও সমাদৃত হয়েছে। আরও একবার মোদী সরকারের প্রত্যাবর্তন শুধুমাত্র সময়ের দাবি বলে তাঁরা উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

সন্ত্রাসবাদের প্রসঙ্গে তাঁরা বলেন, দেশ যখন সন্ত্রাসবাদের বিষে আক্রান্ত হয়, তখন সন্ত্রাসবাদের মোকাবেলার দরকার মজবুত সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলেই জানান তাঁরা। বুদ্ধিজীবীদের মধ্যেও যে আড়াআড়ি ভাগ হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গুর্জর কোটা আন্দোলনের নেতার গেরুয়া শিবিরে যোগদানে রাজস্থানে শক্তিবৃদ্ধি বিজেপির https://thenewsbangla.com/gurjar-leader-in-rajasthan-joins-bjp-ahead-of-lok-sabha-polls/ Wed, 10 Apr 2019 12:59:07 +0000 https://www.thenewsbangla.com/?p=10479 গুর্জর কোটা আন্দোলনের নেতা কিরোরী সিং ভেইনসালা বুধবার দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিলেন। এর জেরে ভোটের মুখে রাজস্থানে শক্তি বৃদ্ধি হল বিজেপির।

আরও পড়ুনঃ মমতা আরএসএস কোর কমিটির সদস্য, জানিয়ে দিলেন অধীর

রাজস্থানে বিজেপির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ জাভড়েকরের উপস্থিতিতে কিরোরী সিং ভেইনসালার পুত্র বিজয় ভেইনসালাও বিজেপিতে যোগদান করেন। এর ফলে গুর্জর কোটা আন্দোলনের সমর্থকদের ভোটের আগে বিজেপি সমর্থন পাবে বলেই মনে করছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

বিজেপিতে যোগদান করেই এদিন কিরোরী সিং ভেইনসালা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বিরলের মধ্যে বিরলতম এমন কিছু গুনাগুন তিনি প্রত্যক্ষ করেছেন, যা তাকে বিজেপিতে যোগদানে উৎসাহ প্রদান করেছে। নরেন্দ্র মোদীর জনসংযোগও তাকে বিজেপিতে যোগদানে সায় দিয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

ভেইনসালা আরও বলেন, তার সাথে কংগ্রেস ও বিজেপি দুই দলেরই সম্পর্ক খুব ভালো। কিন্তু দুই দলের আদর্শ বিবেচনা করে তিনি বিজেপিতে যোগদানের ব্যাপারেই মনস্থির করেন।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

কিরোরী সিং ভেইনসালা ও তার পুত্র আজই অমিত শাহের সাথে সকালে সাক্ষাৎ করেন বলে জানান প্রকাশ জাভড়েকর। তাদের বিজেপিতে যোগদানে রাজস্থানে বিজেপি আরও শক্তিশালী হলো বলে তিনি জানান। ভোটের ফলে এই ঘটনা কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায় https://thenewsbangla.com/lok-sabha-elections-uttar-prodesh-grand-alliance-will-failed-says-survey/ Tue, 09 Apr 2019 12:27:27 +0000 https://www.thenewsbangla.com/?p=10392 লোকসভা ভোটের মাত্র ২ দিন বাকি। তার আগেই ভোটের ফলাফলের সর্বশেষ আভাস উঠে এল টাইমস নাউ – ভিএমআর যৌথ সমীক্ষায়। এর আগে বিভিন্ন সমীক্ষায় যে তথ্য বেরিয়ে এসেছে, তাতে প্রমাণিত হয়েছে, একমাত্র উত্তরপ্রদেশের মহাজোটের ফলাফলের ওপর নির্ভর করছে বিজেপির ভাগ্য।

নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

এদিন টাইমস নাউ – ভিএমআর যৌথ সমীক্ষায় যে ফলাফল বেরিয়ে এসেছে, তা বিজেপির পক্ষে যেমন স্বস্তিদায়ক, তেমনি মহাজোটের গ্রহণযোগ্যতার ব্যাপারেও প্রশ্ন তুলে দিয়েছে এই সমীক্ষা। সমীক্ষায় প্রকাশ, উত্তরপ্রদেশের মোট ৮০ টি লোকসভা আসনের ৫০টিই দখল করতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোক দল সম্মিলিতভাবে পেতে পারে ২৭ টি আসন এবং কংগ্রেস পেতে পারে মাত্র ৩ টি আসন। আর এই সমীক্ষা মিলে গেলে, তা গেরুয়া শিবিরের জন্য অবশ্যই অক্সিজেন জোগাবে।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

গত ২০১৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ লোকসভায় ৮০টি আসনের মধ্যে একাই ৭৩টি আসন দখল করে মাস্টারস্ট্রোক দিয়েছিল বিজেপি। সেবার সমাজবাদী পার্টি ৫ টি ও কংগ্রেস ২ টি আসন পায়। বহুজন সমাজবাদী পার্টি ২০১৪ লোকসভা নির্বাচনে একটিও আসন লাভ করেনি।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সমীক্ষার ইঙ্গিত, গতবারের চেয়েও ২% ভোট বেড়ে বিজেপির ভোট ৪৫% হতে পারে। এদিকে সামগ্রিকভাবে বিজেপি বিরোধী মহাজোট গঠন হবার ফলে মহাজোটের আসন সংখ্যা গতবারের চেয়ে বাড়লেও ভোট সংখ্যা গতবারের চেয়ে ৫% শতাংশ কমে হচ্ছে ৩৭%।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

উত্তরপ্রদেশে মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত। ভোট গননা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩শে মে।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি https://thenewsbangla.com/bjp-manifesto-2019-lok-sabha-election-zero-tolerance-towards-terror-intrusion/ Mon, 08 Apr 2019 18:04:47 +0000 https://www.thenewsbangla.com/?p=10315 অনুপ্রবেশকে সহ্য করা হবে না ভোট ইস্তেহারে বলছে বিজেপি। আর এতেই দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির চরম সমালোচনা করেছে কংগ্রেস সহ বিরোধীরা।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

লোকসভা নির্বাচন উপলক্ষে ইস্তেহার প্রকাশ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ইস্তেহারে বিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনভাবেই অনুপ্রবেশকে সহ্য করা হবে না। সোমবার ইস্তেহারে প্রকাশ করে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্যরা।

অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি/The News বাংলা
অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি/The News বাংলা

ইস্তেহারে দাবি করা হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় অনুপ্রবেশের জন্য সাংস্কৃতিক ও ভাষাগত ক্ষেত্রে প্রভাব পড়েছে। এনআরসির উপরে জোর দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ইস্তেহারে আরও বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে সাঁড়াশী চাপ বাড়ানো হবে। সেক্ষেত্রে বাংলাদেশ, নেপাল ও ভূটান সীমান্তে চেক পোস্ট বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

ইস্তেহারে ভারতে কাশ্মীরিদের বিশেষ অধিকার প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করার কথাও বলা হয়েছে ইস্তাহারে। কৃষকদের জন্য আরও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে।

আরও পড়ুনঃ প্রচারে এলে লাশ ফিরবে, বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকে খুনের হুমকির অভিযোগ

বিজেপি সভাপতি অমিত শাহ ইস্তেহার প্রকাশের পর বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত পাঁচ বছরে সরকার ৫০টি বড় সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সরকার দেশ বদলাতে বড় ভূমিকা নিয়েছে। আমরা এই সংকল্পপত্র তৈরির আগে ভারতের ছয় কোটি মানুষের সঙ্গে কথা বলেছি। ২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় আসি, তখন ভারত বিশ্বের একাদশতম অর্থনীতিতে ছিল, আজ আমরা পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহৎ অর্থনীতিতে অবস্থান করছি”।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

রাজনাথ সিং বলেন, “অনেক রাজনৈতিক দল ইস্তেহারে অনেক কথা দেয়, কিন্ত আমরা কথা দিয়ে কথা রেখেছি”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আগামী দিনে গ্রামীণ ভারতের জন্য ২৫ লাখ কোটি টাকা খরচ করা হবে। কৃষকদের রোজগার দ্বিগুণ করা হবে”।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে, বিজেপি এলে তারা সন্ত্রাসবাদকে মেনে নেবে না। পাশাপাশি উগ্রবাদকেও সহ্য করা হবে না বলে জানান হয়েছে। বিজেপির এই ইস্তেহারে স্পষ্ট বলা হয়েছে, বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতীয় সেনাকে যেমন স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই নীতিতেই আগামীতে চলতে চায় বিজেপি।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

জাতীয় নিরাপত্তার প্রশ্নে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার ওপর জোর দিয়েছে বিজেপি। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সকে আরও বেশি শক্তিশালী করে তোলার ভাবনার কথাও উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>