আরও পড়ুনঃ খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড়
শ্যাডো জোনের এমন বুঝে যোগাযোগের জন্য হ্যাম রেডিওর সাহায্য চাইল কমিশন। ভোটের শতাংশের হিসাব, গন্ডগোলের খবর, সবই কলকাতার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পৌঁছে দেবেন হ্যাম রেডিওর সদস্যরা।
আরও পড়ুনঃ মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ
কিন্তু কি এই শ্যাডো জোন? কেনই তা নিয়ে এত চিন্তা? কেন তার জন্য হ্যাম রেডিওর সাহায্য নিতে হল নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে?
আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়
শ্যাডো জোন। নির্বাচন কমিশনের মাথা ব্যথার কারণ। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে রয়ে গেছে বেশ কিছু এমন বুথ। যে বুথগুলোতে প্রতিমুহূর্তের যোগাযোগ দুঃসাধ্য। সব খবর পাওয়ায় হয়ে ওঠে না।
আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির
যে বুথগুলোতে ইন্টারনেটের সিগনাল নেই। যেখানে মোবাইলের টাওয়ার নেই। কমিশনের ভাষায় এই বুথগুলোই শ্যাডো জোন। যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেগুলিকে বলা হয় নেট শ্যাডো জোন। আর যেখানে মোবাইল টাওয়ার পাওয়া যায় না, সেগুলি কে বলা হয় ভয়েস শ্যাডো জোন।
আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, আগে রাজ্যের বহু বুথেই ইন্টারনেট সংযোগ ছিল না। কমিশনের নির্দেশ আসার পর সক্রিয় হয় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।
সেই সূত্রেই দফায় দফায় বৈঠক হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে। জানিয়ে দেওয়া হয় সব বুথেই করতে হবে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা। তারপরেও গোটা রাজ্যে প্রায় এক হাজার বুথে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়নি।
সেই সূত্রেই ডাক পড়েছে হ্যাম রেডিওর। ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসকে চিঠি লিখেছেন উত্তর ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিক। উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া বেশ কিছু অঞ্চল এবং সুন্দরবনের লাগোয়া কিছু অঞ্চল এখনো মোবাইল শ্যাডো জোন।
আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম
এই অংশগুলোতেই যোগাযোগ স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাম রেডিওকে। এ বিষয়ে ভারতের মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন থেকে অনুমোদন পেয়েছে হ্যাম রেডিও। ইতিমধ্যেই মোবাইল শ্যাডো জোনে গিয়ে যোগাযোগ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন রেডিও ক্লাবের সদস্যরা। ফলে নির্বাচনের দিন কমিশনের যোগাযোগের ভরসা হতে চলেছে হ্যাম রেডিওই।
আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
]]>আরও পড়ুনঃ বাংলায় ৭ পর্বের ভোটে ঝড় তুলতে ১০ দিন জনসভা করবেন মোদী
ঘোষণা মত রবিবারই রাজ্যে আসেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। ভোটের সময় রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ন্ত্রন করবেন তিনিই। এর আগেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনের তরফে রাজ্যে ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা করা হয়েছিল। সোমবারই পুলিশ পর্যবেক্ষক রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে আলোচনায় বসেন। আর তারপরেই তাঁর উদ্দেশ্যে তোপ দাগেন মুকুল রায়।
আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি
আলোচনার পর সমস্ত দিক বিবেচনা করে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান, “কিছু বুথে সমস্যা রয়েছে ঠিকই, কিন্তু তার জন্য সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষনা করা সম্ভব নয়”। তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি থাকতেই পারে এবং রাজ্যের অবস্থা বুঝেই ৭ দফায় ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন”।
আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের
রাজ্যের সব বুথেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি তুলেছিল বিরোধীরা, কিন্তু আলোচনার পর বিবেক দুবে পরিষ্কার করে কিছু জানাননি। ভোটের মুহুর্তে অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। ভোটের দিনও অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি বৈঠকে।
আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা
এরপরেই পুলিশ পর্যবেক্ষককে এক হাত নেন বিজেপি নেতা মুকুল রায়। পুলিশ পর্যবেক্ষককে ‘তৃণমূলের এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ তোলেন তিনি। বিজেপি নেতৃত্বের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ আনেন। দাবি মতো আলোচনায় বসে বিজেপির দাবি না মানলে তারাও আর পর্যবেক্ষককের সাথে এরপর আলোচনায় অংশ নেবেন না বলেই তিনি জানিয়েছেন।
আরও পড়ুনঃ বাংলায় ৭ পর্বের ভোটে ঝড় তুলতে ১০ দিন জনসভা করবেন মোদী
আর এই মারাত্মক অভিযোগের পরেই রাজ্য রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে। তৃণমূলের তরফ থেকে মুকুল রায়ের এই মারাত্মক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেই জানান হয়েছে। এমনিতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে সমস্যায় মুকুল রায়। এই মন্তব্য ভোট বাজারে তাঁকে আরও বিপদে ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
]]>আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের
বিজেপি এবার বিস্ফোরক মন্তব্য করল বাংলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধেই। বিজেপি বুধবার এক সাংবাদিক বৈঠকে বলে, “নির্বাচন কমিশন অফিসের অনেক জায়গায় গণ্ডগোল আছে”। নিরপেক্ষতা নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, তখন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার স্পষ্টই জানিয়ে দেন, “নিরপেক্ষতা নয়। নির্বাচন কমিশনকে যখন নিরপেক্ষ থাকা উচিত, তখন নির্বাচন কমিশন অফিসের অনেকে অনেক জায়গায় ঘোঁট পাকাচ্ছে”।
শুনে নিন ঠিক কি বললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারঃ
তৃণমূলের হয়ে নির্বাচন কমিশন কাজ করছে কিনা, জানতে চাওয়ায়, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বিজেপির স্বার্থ বিগ্নিত হয়, এমন কাজ করছে নির্বাচন কমিশন দফতরের কিছু অফিসার”।
আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন
এতদিন তৃণমূল বা বিজেপি একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে। আর বুধবার সেই নির্বাচন কমিশনের দফতরের আধিকারিকদের বিরুদ্ধেই উঠল অভিযোগ। তবে এই নিয়ে বিজেপির তরফ থেকে সরকারি ভাবে কোন অভিযোগ করা হয়নি বলেই জানিয়েছেন নির্বাচন কমিশন দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল
মৌখিক অভিযোগ শুনে নির্বাচন কমিশন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এর নির্দেশে তাঁরা কাজ করেন রাজ্যে। তাঁদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানাতেই পারেন যেকোন রাজনৈতিক দল। তবে তাঁরা যে সব নিয়ম মেনেই কাজ করছেন তা জানান হয়েছে সিইও দফতর থেকে।
আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা
তবে সরাসরি সিইও দফতর এর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে এমন ঘটনা খুব একটা শোনা যায়নি। যেটা মঙ্গলবার করলেন জয়প্রকাশ মজুমদার। আর এই নিয়েই শোরগোল পরে গেছে রাজ্য জুড়ে।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
]]>