100 Percent Booths – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 11 May 2019 14:45:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg 100 Percent Booths – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন https://thenewsbangla.com/central-forces-not-in-100-percent-booths-in-sixth-phase-poll-in-bengal/ Sat, 11 May 2019 14:38:38 +0000 https://www.thenewsbangla.com/?p=12746 ৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনিতেও হল না। আর তাই, রবিবার বাংলার ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর; প্রায় ৯৪ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর; রাজ্যের মাওবাদী এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে; তাই অন্যান্য সব জায়গায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আর এই নিয়ে উদ্বেগ বিরোধী দলগুলির।

ষষ্ঠ দফা নির্বাচনে মোট ৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথে মোতায়েন করা হবে; আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ৭৭০ কোম্পানি কাজ করছে ষষ্ঠ দফার ভোটে।

আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা মহিলার ছদ্মবেশে আত্মঘাতী হামলা হতে পারে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে

একনজরে দেখে নেওয়া যাক; কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে। বাহিনী বিন্যাস হয়েছে; ঠিক এই ভাবেই। বাঁকুড়া ১৪৫ কোম্পানি; ঝাড়গ্রাম ১১৪ কোম্পানি; পশ্চিম মেদিনীপুর ১৭৪ কোম্পানি; পূর্ব বর্ধমান ১১ কোম্পানি; পূর্ব মেদিনীপুর ১৯০ কোম্পানি; পুরুলিয়া ১০৯ কোম্পানি।

ষষ্ঠ দফা নির্বাচনে কোথায় কত অফিসার থাকছে; দেখে নিন একনজরে। এবারের ভোটে মাওবাদী এলাকায়; বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।

তমলুক এ মাইক্রো অবজারভার ৫৬০; ভিডিও ক্যামেরা ১৭৫; সিসিটিভি ৩৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০৭০।
কাঁথি তে মাইক্রো অবজারভার ৫৬০; ভিডিও ক্যামেরা ১৭৫; সিসিটিভি ৩৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০৭০।
ঘাটাল এ মাইক্রো অবজারভার ৭২২; ভিডিও ক্যামেরা ২৫; সিসিটিভি ৭১২; ওয়েব কাস্টিং ২৯৯; মোট ১৭৫৮।
ঝাড়গ্রাম এ মাইক্রো অবজারভার ৪৬০; ভিডিও ক্যামেরা ৫৭; সিসিটিভি ২৫৮; ওয়েব কাস্টিং ২৬৯; মোট ১০৪৪।

মেদিনীপুর এ মাইক্রো অবজারভার ৬৪৭; ভিডিও ক্যামেরা ২৫; সিসিটিভি ৪৭২; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১৪৪৪।
পুরুলিয়া তে মাইক্রো অবজারভার ৩৮০; ভিডিও ক্যামেরা ১০৩; সিসিটিভি ৬৬; ওয়েব কাস্টিং ২৮০; মোট ৮২৯।
বাঁকুড়া তে মাইক্রো অবজারভার ৪০০; ভিডিও ক্যামেরা ২১০; সিসিটিভি ১০৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০১৫।
বিষ্ণুপুর এ মাইক্রো অবজারভার ৪১৭; ভিডিও ক্যামেরা ২৪৬; সিসিটিভি ১৩৮; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১১০১;

তবে শেষ পর্যন্ত সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী; জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে প্রায় ৯৪ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার; প্রতিশ্রুতি পালনে ব্যর্থ নির্বাচন কমিশন।

]]>
অনুব্রতকে বাগে আনতে বীরভূম সফর করলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক https://thenewsbangla.com/central-force-in-100-percent-booths-at-birbhum-says-observer-ajay-nayek/ Wed, 24 Apr 2019 14:12:58 +0000 https://www.thenewsbangla.com/?p=11561 বুধবার বীরভূমের সিউড়িতে গিয়ে প্রশাসনিক বৈঠক করলেন অজয় নায়েক। সেখানে উপস্থিত ছিলেন শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকের পর বিশেষ পর্যবেক্ষক জানিয়ে দিলেন, বীরভূমেও নির্বাচনে সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হবে না কোনও বুথের।

বুধবার প্রশাসনিক বৈঠকের পর বেরিয়ে অজয় নায়েক বলেন, “বিরোধী দলের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোটের দিন কারচুপি করতে পারে শাসক দল। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দফতরের সঙ্গেও সুরক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলেছি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জেলায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করা হবে”।

আরও পড়ুনঃ ভোটের ৫ দিন আগে প্রকাশ্যে দিনের আলোয় তৃনমুলের অস্ত্র ও বাইক মিছিল বীরভূমে

বিশেষ পর্যবেক্ষকের এই সিদ্ধান্তের পর বীরভূমের এক বিজেপি নেতার বক্তব্য, “প্রথম তিন দফার ভোটে ভালো কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। সে সব বুথে রাজ্য পুলিশ ছিল সেখানেই কারচুপি করার চেষ্টা করেছে তৃণমূল। আমরা বারবার কমিশনের কাছে এ ব্যাপারে আবেদন করেছি। কমিশন জানিয়েছে চতুর্থ দফার ভোটে ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে”।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ ভোটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের উধাও হওয়া ফিরিয়ে এনেছে রাজকুমার রায়ের স্মৃতি

“তৃণমূল জানে বীরভূমের দুটি লোকসভার বিদায়ী সাংসদ শতাব্দী রায় ও অনুপম হাজরা কোনও কাজ করেননি এই জেলার জন্য। তাই এবার বীরভূম জেলার লোক বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। আমরা বিশেষ পর্যবেক্ষকের কাছে জানিয়েছিলাম, তৃণমূল ভোট লুঠ করার চেষ্টা করতে পারে। তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি”। দাবি কংগ্রেস সিপিএম বিজেপির।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে অনুব্রতর বীরভূম নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

এই ব্যপারে সিউড়ি পুরসভার তৃনমূলের উপ পৌরপ্রধান বিদ্যাসাগর সাউ বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীর জানিয়ে দিয়েছেন, যত কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, বিজেপি কিছুই করতে পারবে না। কারণ মানুষ ভোট দেবেন, কেন্দ্রীয় বাহিনী নয়। আর মানুষ জানেন, তৃণমূল গত পাঁচ বছরে রাজ্যের কত উন্নয়ন করেছেন। তাই ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিলেও জয় আমাদেরই হবে”।

আরও পড়ুনঃ সাত দিন পরেও খোঁজ নেই ভোটের নোডাল অফিসার অর্ণব রায়ের, রহস্য আরও জটিল

চতুর্থ দফায় আরও বেশি অর্থাৎ ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ আধাসেনার পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের সময় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনায় এই জেলা ছিল রাজ্যের মধ্যে অন্যতম। পাড়ুই, লাভপুর, সাঁইথিয়া, মহম্মদবাজার, ইলামবাজার, বোলপুর-সহ বীরভূমের বেশিরভাগ এলাকাতেই সংঘর্ষ হয়েছিল।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই মমতার সিনেমা আটকে দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের কাছে সে সবের রিপোর্ট রয়েছে। আর তাই লোকসভার আগে কোনও ঝুঁকি নিতে চাইলেন না কমিশনের। বীরভূমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১০০ শতাংশ বুথে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>