Uncategorized – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 14 Apr 2019 07:48:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Uncategorized – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপিকে হারাতে সিপিএম ও কংগ্রেসের প্রতি ভোট ভাগ না করার অনুরোধ মমতার https://thenewsbangla.com/mamata-said-vote-for-tmc-to-defeat-bjp-do-not-vot-for-cpm-congress/ Sun, 14 Apr 2019 07:48:40 +0000 https://www.thenewsbangla.com/?p=10802 লোকসভা ভোটের মৌসুম চলছে সারা দেশে। ইতিমধ্যেই প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে, যার মধ্যে রাজ্যের মাত্র ২টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফার নির্বাচন শুরুর প্রাথমিক লগ্ন থেকেই যেভাবে শাসক দল রিগিংয়ের অভিযোগ তুলেছিল বিজেপির বিরুদ্ধে এবং বিজেপিও নাছোড়বান্দা হয়ে যেভাবে নির্বাচন কমিশনের কাছে পাল্টা শাদকদলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আনতে সক্ষম হয়েছে, তাতে সামগ্রিকভাবে রক্তচাপ বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর।

শনিবার শিলিগুড়িতে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম ও কংগ্রেস সমর্থকদের অনুরোধ করেন, বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য। সিপিএম ও কংগ্রেসের আসন জেতার কোনও সম্ভাবনা নেই বলেও তিনি মন্তব্য করেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে বিজেপিকে হারানো সহজ হবে বলে মুখ্যমন্ত্রীর ধারণা।

এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে এক সপ্তাহের অধিক সময় নিয়ে অবস্থান করছেন। উত্তরবঙ্গের বাসিন্দাদের বহুদিনের বিভিন্ন দাবিদাওয়াকে হাতিয়ার করে বিগত কয়েক বছরে যথেষ্ট প্রভাব বাড়িয়েছে বিজেপি। বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় উত্তরবঙ্গ থেকে বেশ কিছু আসন বিজেপির ঝুলিতে যেতে পারে বলেও আভাস মিলেছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের ভোট যথেষ্ট ভাবাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিভিন্ন সময়েই দেখা গিয়েছে শাসক দলের বিরোধী দল গুলোর ভোট ভাগ হলেই শাসক দলের ভোট বৈতরণী পার করতে সুবিধা হয়। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই আলাদা। শাসক দলের শক্তিশালী হবার পরিবর্তে বিজেপির কাছে খোয়াতে হয়েছে বেশ কিছু প্রভাবশালী নেতা সহ সাংসদ বিধায়ককে। এদিকে বিগত উপ নির্বাচন গুলোতে দেখা গেছে, বিশেষ করে সিপিএমের ভোটাররা দলীর আদর্শের তোয়াক্কা না করেই বিজেপিতে স্রোতের মতো সামিল হচ্ছেন।

শাসক দলের আশঙ্কা, তৃণমূল বিরোধী ভোট বিজেপিতে যুক্ত হলে তা প্রায় শাসক দলের সাথে বিজেপির ভোট শতাংশের ফারাক অনেকটাই কমিয়ে আনতে পারে। আর সেই সম্ভাবনা থেকেই কপালে চিন্তা বেড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এতদিন নির্বাচনী জনসভা গুলোতে মুখ্যমন্ত্রী মূলত বিজেপির প্রতি আক্রমনাত্মক ছিলেন। রাজ্যে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া সিপিএম এবং কংগ্রেসের পুনরায় প্রান সঞ্চার না ঘটুক, সেই সাবধানতাবশতই তাদের নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেননি মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, রাজ্যে সিপিএমের আসন জেতার সম্ভাবনা নেই এবং কংগ্রেসের উল্লেখযোগ্য হারে আসন বাড়ানোর সম্ভাবনা নেই, তাই বিজেপিকে ঠেকাতে এবার এই দুই দলের সমর্থকদের শরণাপন্ন হলেন মুখ্যমন্ত্রী।

]]>
বিজেপি নেতাকে পার্টি অফিসে তুলে নিয়ে পেটাল তৃণমূল নেতাকর্মীরা https://thenewsbangla.com/bjp-leader-hackled-by-trinamool-congress-in-coochbihar/ Mon, 18 Mar 2019 07:34:06 +0000 https://www.thenewsbangla.com/?p=8678 বিজেপি নেতাকে পার্টি অফিসে তুলে নিয়ে পেটাল তৃণমূল নেতাকর্মীরা। আর বিজেপির এই অভিযোগ কে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

এক বিজেপি নেতাকে নিজেদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের ঠগেরডাঙা এলাকায়। বিজেপির তরফ থেকে থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে বলেই জানিয়েছে স্থানিয় বিজেপি। যদিও বিজেপির সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

বিজেপির অভিযোগ, রবিবার সন্ধ্যায় ব্লক সভাপতিদের সাথে বৈঠক সেরে ফিরছিলেন স্থানিয় বিজেপি নেতা বরেনচন্দ্র বর্মণ। এইসময় তাঁকে তৃণমূল নেতা কর্মীরা স্থানিয় তৃণমূল পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। ঘটনাটি ঘটে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের ঠগেরডাঙা এলাকার।

আরও পড়ুনঃ ম্যায় ভি চৌকিদার হু, আমজনতাকে ভোটের স্লোগান জানিয়ে দিলেন মোদী

গুরুতর আহত বরেনচন্দ্র বর্মণকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলেই জানা গেছে। এই ঘটনায় আহত হন আরও একজন বিজেপি নেতা। তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃমসজিদে ঢুকে মুসলিমদের গুলি করে হত্যা করা নিয়ে বিস্ফোরক তসলিমা

বরেনচন্দ্র বর্মণ গত বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন।এবারেও তিনি ভোটের প্রচার শুরু করেছিলেন। বিজেপির অভিযোগ স্থানিয় এক তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য এর বিরুদ্ধে। তৃণমূল ভয় পেয়েই এই কান্ড ঘটাচ্ছে বলেই অভিযোগ বিজেপির।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, মিটিং থেকে ফেরার পথে ওই নেতার বাইকে ধাক্কা লাগে এক ব্যক্তির। সেই কারনে, গন্ডোগল শুরু হয়। এর সঙ্গে রাজনীতি বা তৃণমূলের কোন সম্পর্ক নেই। বিনাকারণে তৃণমূল কংগ্রেসের নাম জড়ান হচ্ছে বলেই জানিয়ে দিয়েছে স্থানিয় তৃণমূল নেতারা।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

তবে এই ঘটনায় নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছে বিজেপি। ভোটের মুখে বিজেপি নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই তৃণমূলের এই পরিকল্পিত হামলা বলে অভিযোগ দায়ের হচ্ছে নির্বাচন কমিশনে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা ভোটের আগেই আস্ত একটা অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গেল https://thenewsbangla.com/a-weapon-factory-was-discovered-before-the-parliament-election/ Sat, 06 Oct 2018 08:44:31 +0000 https://www.thenewsbangla.com/?p=837 মালদহ : একটা দুটো অস্ত্র নয়, আস্ত একটি অস্ত্র কারখানার হদিশ মালদহের কালিয়াচক থানার শেরশাহি এলাকায়। সব দেখে হতবাক হয়েছেন কালিয়াচক থানার পুলিশ অফিসাররাও।

আরও একটি অস্ত্র কারখানার হদিশ মিলল মালদহে। পুজোর মরশুমে মালদহের কালিয়াচক থানার শেরশাহি এলাকায় একটি গ্রিল ফ্যাক্টারির আড়ালে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরীর কারবার। শনিবার ভোরে পুলিশ আচমকা সেখানে হানা দিয়ে অসংখ্য রিভলভার, প্রায় ২৪ টি পাইপগান ও আগ্নেয়াস্ত্র তৈরীর প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করে।

ঘটনাস্থল থেকেই বিহারের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। এতবড় একটি অস্ত্র কারখানা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চোখের সামনে ঘটলেও কি করে মানুষ টের পেলেন না, প্রশ্ন সেখানেও।

Image: The News Bangla

গোপন সুত্রে খবর পেয়ে, শনিবার সকালে মালদহের কালিয়াচক ও মোথাবাড়ি থানার পুলিশের যৌথ একটি দল হানা দেয় মোজমপুর পঞ্চায়েতের শেরশাহি এলাকায়। সেখানে এক গ্রিল ফ্যাক্টারির মধ্যে আচমকা হানা দেয় পুলিশের টিমটি।

সেখানেই গ্রিল ফ্যাক্টারির আড়ালে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরীর কাজ। ফ্যাক্টারীর ভিতরে হানা দিয়ে কর্মরত আবস্থায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বেশ কিছু সম্পূর্ণ আগ্নেয়াস্ত্র সহ প্রচুর অস্ত্র তৈরীর সরঞ্জাম।

পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত দুই জনের নাম মহম্মদ তামরেজ (২৫) ও সাহাবুদ্দিন আলিয়াস সাহেব (৫০)। জানা গেছে, ধৃতদের বাড়ি বিহার রাজ্যের মুঙ্গেরের মুশাসিল থানা এলাকায়। উদ্ধার হয়েছে রিভলভার, ২৪ টি পাইপগান ও প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম।

পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত দুইজন আগ্নেয়াস্ত্র তৈরীর মিস্ত্রী। তাদের টাকার বিনিময়ে নিয়ে আসা হয়েছিল মুঙ্গের থেকে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ সাংবাদিকদের বলেন, প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেছে কালিয়াচক থানা এলাকায়। ঘটনায় বিহারের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তদের জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার ধৃত দুইজনকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, দুইজনকে আরও জেরা করার জন্য তাদের পুলিশি হেপাজতের আবেদন জানানো হবে আদালতে।

লোকসভা ভোটের দিকে তাকিয়েই কি এই অস্ত্র কারখানা গড়ে তুলেছিল দুষ্কৃতীরা ? কোন রাজনৈতিক দলের কেউ কি সরাসরি যুক্ত এই বেআইনি অস্ত্র কারবারীদের সঙ্গে ? ধৃত দুইজনকে কে বা কারা নিয়ে এল এই রাজ্যে অস্ত্র তৈরির জন্য ?? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে দেখছে কালিয়াচক থানার তদন্তকারী পুলিশ অফিসাররা।

]]>