Science & Technology – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 22 Aug 2022 06:38:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Science & Technology – The News বাংলা https://thenewsbangla.com 32 32 চিনের গুপ্তচর-গিরি কৌশলকে, ‘নাস্তানাবুদ’ করল ভারতের মহাকাশ বিজ্ঞানীরা https://thenewsbangla.com/china-spy-ship-technique-utterly-defeated-by-indian-space-scientists/ Mon, 22 Aug 2022 06:37:31 +0000 https://thenewsbangla.com/?p=16290 চিনের গুপ্তচর-গিরি কৌশলকে, ‘নাস্তানাবুদ’ করল ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। গত মঙ্গলবার শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে এসে পৌঁছায়, চিনের ‘গুপ্তচর’ জাহাজ ইয়ান ওয়্যাং-৫। এই জাহাজ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল, ভারত-আমেরিকা। জাহাজ না পাঠাতে কলম্বোর তরফেও, বেজিংকে অনুরোধ করা হয়। তবু ভ্রুক্ষেপ না করে ভারতের আপত্তি উড়িয়ে, শ্রীলঙ্কার বন্দরে নোঙর করে এই ‘গুপ্তচর’ জাহাজ।

ইয়ান ওয়্যাং-৫ জাহাজ শ্রীলঙ্কা পৌঁছনোর আগে, বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে চর্চা চলছে। কী আছে এই জাহাজে, যার কারণে এই জাহাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত-আমেরিকা? হামবানটোটা বন্দর শ্রীলঙ্কায় থাকলেও, নিয়ন্ত্রণ বেজিংয়ের হাতে রয়েছে। বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে বেজিং, তাছাড়া শ্রীলঙ্কা প্রচুর ঋণ নিয়েছে চিনের কাছে।

‘গুপ্তচর’ জাহাজ ইয়ান ওয়্যাং-৫, যে কোনও উপগ্রহের উপরেও নজরদারি চালাতে পারে। পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হদিস দিতেও সক্ষম এই জাহাজ। বিশেষজ্ঞদের দাবি, সেন্সর-সহ বেশ কিছু উন্নত প্রযুক্তিযুক্ত এই নজরদারি জাহাজ, ভারতের নিরাপত্তায় বড় সমস্যা তৈরি করতে পারে। জাহাজটির ৭৫০ কিলোমিটারের মধ্যে কোনও ক্ষেপণাস্ত্র বিষয়ক গবেষণার তথ্য, সহজেই সংগ্রহ করতে পারে এই জাহাজ।

এর অর্থ, তামিলনাডুর কালপাক্কাম, কুডানকুলাম-সহ ওই এলাকায় থাকা পারমাণবিক গবেষণা কেন্দ্রের উপর, গুপ্তচরবৃত্তি করতে পারে এই জাহাজ।
চিনের পিপলস লিবারেশন আর্মির ইঞ্জিনিয়ার দল, জাহাজের দায়িত্বে রয়েছে।

ভারত কি করল?

চিনের জাহাজটি ডক করার আগেই ভারতের দুটি মিলিটারি ইন্টেলিজেন্স GSAT 7/7A স্যাটেলাইট (রুক্মিণী আর অ্যাংরি বার্ড), RI SAT আর ভারতের স্পাই স্যাটেলাইট EMISAT শ্রীলঙ্কার ওই বন্দরের ওপর পজিশন নেয়। একটি ইলেক্ট্রোম্যাগনেটিক মেশ ব্লক (অনেকটা তড়িৎ-চুম্বকীয় জাল দিয়ে ঢেকে ফেলা) করে ফেলে পুরো জায়গাটিকে।

এর ফলে জাহাজটি কোন মাইক্রোওয়েভ সিগনাল পাঠিয়ে, তথ্য সংগ্রহ করতে পারেনি। এটি এক-ধরনের জ্যামিং। উল্টে ভারতের EMISAT চিনের জাহাজের ট্রান্সপন্ডার সিস্টেমে ঢুকে, অনেক গোপন অ্যালগরিদম জেনে নেয়। এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছে ‘কৌটিল্য’ নামে ভারতীয় একটি ইলেকট্রনিক স্পাইং সিস্টেম, যেটি ভারত ২০১৯ সালেই স্পেসে পাঠিয়েছিল।

চিনের এই ‘রিসার্চশিপ’ নিয়ে যা “রিসার্চ” করার, সেটা ভারত করেই নিয়েছে। এটি আজ ২২শে আগস্ট দেশে ফিরে যাচ্ছে। শোনা যাচ্ছে, যে চিনা জেনারেলের মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছিল, তাঁকে বরখাস্ত করা হয়েছে।

]]>
ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি, বিশ্বে হইচই ফেললেন বাংলার ৭ গবেষক https://thenewsbangla.com/human-plastic-surgery-with-goat-ears-bengali-researcher-startled-the-world/ Tue, 14 Jun 2022 04:41:11 +0000 https://www.thenewsbangla.com/?p=15423 ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি; এমনটা আবার হয় নাকি? অবিশ্বাস্য এই ঘটনা ঘটিয়েই, দেশের গবেষক মহলে হইচই ফেলে দিয়েছেন; বাংলার আরজিকর মেডিক্যাল কলেজ ও ওয়েস্টবেঙ্গল ভেটারিনারি বিশ্ববিদ্যালয়ের সাত গবেষক। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দুই সংস্থার যৌথ প্রকল্পের সুফল পেয়েছেন ১৫ জন মানুষ; যাঁদের নাক বা কানের প্লাস্টিক সার্জারি করা হয়েছে সফলভাবে ও অত্যন্ত কম খরচে।

বিশ্বে হইচই ফেলে দিলেন; বাংলার ৭ গবেষক। ছাগলের কানের তরুণাস্থি থেকে, মানুষের বিকৃত নাক ও কানের পুনর্গঠনের প্রক্রিয়া; আবিষ্কার করলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং আরজিকর মেডিক্যাল কলেজের গবেষকরা। সেটি পেটেন্ট পেয়েছে; ভারত সরকারের কাছ থেকেও। সোমবার মুখ্য গবেষক সমিতকুমার নন্দী এবং সিদ্ধার্থ জোয়াদার, আরজিকর হাসপাতালের প্লাস্টিক সার্জেন রূপনারায়ণ ভট্টাচার্য; পুরো পদ্ধতিটি সবার সামনে দেখান।

জন্মগত শারীরিক ত্রুটি ঠিক করতে; অথবা দুর্ঘটনায় অঙ্গ কাটা গেলে প্লাস্টিক-সার্জারির দরকার হয়। রোগীর শরীরের চামড়া কেটে; বা কৃত্রিম চামড়া দিয়েই অপারেশন হয়। কৃত্রিম চামড়া কতদিন শরীরে থাকবে, তার কোনও নিশ্চয়তা নেই; অনেক সময় আবার বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া হয়। নিজের অঙ্গ থেকে চামড়া কেটে করতে গেলে; দ্বিতীয়বার অস্ত্রোপোচার করতে হয়। একটা দাগ ঢাকতে; আরেকটি অস্ত্রোপচারের দাগ থেকে যায়। এর থেকে মানুষকে মুক্তি দিতেই; আরজিকর মেডিক্যাল কলেজের প্লাস্টিক-সার্জারি বিভাগে কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক, বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং

আরও একটি কারণ ছিল, সাধারণ মানুষকে কম দামে বায়োলজিক্যাল ইমপ্ল্যান্ট করতেই; ছাগলের কানকে বাছা হয়। এতেই সফল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি ও পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যলয়ের; সাত গবেষক-অধ্যাপক। মানুষের শরীরে ছাগলের কান প্রতিস্থাপন, সফল হওয়ার জন্য; ভারত সরকারের ডিপার্টমেন্ট-অফ-বায়োটেকনোলজি থেকে কপিরাইটও পেয়েছেন সাত গবেষক।

পুড়ে বিকৃত হয়ে যাওয়া নাক-কানের ত্রুটিযুক্ত; ৪০জনকে বাছা হয়েছিল; জন্মগত ত্রুটিসম্পন্ন রোগীও ছিলেন। তাঁদের মধ্যে ১৫জন রোগী-রোগীর পরিবার; এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করতে রাজি হন। ১৫ জনের রাইনোপ্লাস্টি (নাকের সার্জারি) এবং মাইক্রোশিয়া (কানের সার্জারি) করা হয়। “কোনও ক্ষেত্রেই তা বিফল হয়নি”; বলেই দাবি গবেষকদের। প্রকল্পের প্রোজেক্ট ইনভেস্টিগেটর রেডিওলজিস্ট ডা শমিতকুমার নন্দী জানিয়েছেন; “আশা করি দ্রুত এর আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে”।

]]>
মাতৃভাষায় সরকারি কলেজে পড়েও দেশের অন্যতম কোটিপতি উদ্যোগপতি https://thenewsbangla.com/studied-in-mother-tongue-in-a-government-college-billionaire-entrepreneurs-byju-raveendran-and-divya-gokulnath/ Wed, 27 Apr 2022 05:02:48 +0000 https://www.thenewsbangla.com/?p=14926 মাতৃভাষায় সরকারি কলেজে পড়াশোনা করে; বেশিদূর এগোনো যায়না। সরকারি স্কুল কলেজে পড়াশোনা মানেই, সব শেষ; মিলবে না চাকরি, ক্রাক হবে না ইন্টারভিউ। বাংলা হোক বা কেরল; ভাষা বাংলা হোক বা মালয়ালম; ধারণা অনেকটা এরকমই। আর এই ধারণাকে যখন কেউ ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়; তাকে ব্যতিক্রম হিসাবে ঘোষণা করে আমরা চরম আনন্দ অনুভব করি।

ঠিক যেমন কেরালার রবীন্দ্রন; ১৯৮১ সালে কেরালার অ্যাজিকোডে জন্ম; যে গ্রামের নাম কেউ কোনদিন শোনেইনি। কেরালার একটি মালয়ালম স্কুলে রবীন্দ্রন এর পড়াশোনা; যেখানে মা ছিলেন অঙ্কের মাস্টার আর বাবা পড়াতেন ফিজিক্স। মধ্যবিত্ত মা-বাবার ছেলে রবীন্দ্রন ছাত্র হিসাবে ভালই ছিল; সুযোগ পেল কেরালার কান্নুরে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। সেখান থেকেই করল বি টেক। ব্যাচেলর অফ টেকনোলজি মেকানিকাল ইন্জিনিয়ারিং; তারপর রাজ্যের একটি মাল্টিন্যাশনাল জাহাজ কোম্পানিতে পেয়ে গেল চাকরি।

সরকারি স্কুলে মাতৃভাষায় পড়েও মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি পাওয়া যায়; যোগ্যতা থাকলেই হল। এটা প্রমাণ হলেও রবীন্দ্রন এর গল্প এখানেই শেষ নয়; সবে তো শুরু।

চাকরি করতে করতেই ২০০৩ সালে রবীন্দ্রন ছুটির সময়; ক্যাট (CAT) পরীক্ষার্থীদের সাহায্য করতে শুরু করল। তারপর সে নিজেই CAT পরীক্ষায় বসল; সবাইকে অবাক করে পেল ১০০ শতাংশ নম্বর। পরের বছর সে আবার ওই CAT পরীক্ষা দিল; এবারেও সেই ১০০ শতাংশ নাম্বার। শুধু তাই নয়, রবীন্দ্রন যাদের যাদের এই পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করত; তারাও করত দারুণ রেজাল্ট। অবাক কান্ড।

২ বছরের মধ্যেই চাকরি ছেড়ে দিয়ে; পাকাপাকি-ভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার খুলে ফেলল রবীন্দ্রন। ছুটির সময় অবসরে সামান্য কিছু টাকার জন্য যেটা করত; সেটাই হল রবীন্দ্রন এর পেশা, শিক্ষকতা। শুরু করলেন Think & Learn কোচিং সেন্টার। পরবর্তীকালে যে কোম্পানির নাম হল; রবীন্দ্রন এর প্রথম নাম অনুযায়ী। বাইজু রবীন্দ্রন থেকে বাইজুস। শুরু হল মাতৃভাষায়, সরকারি কলেজে পড়া; Byju Raveendran এর জীবনের নতুন অধ্যায়।

১০, ২০, ৫০ থেকে ১০০; তারপর খেলার মাঠে। বাইজুস এর সাফল্য বাড়ার সঙ্গে সঙ্গে; বাড়তে থাকল ছাত্র-ছাত্রীর সংখ্যা। এরমধ্যেই এক ছাত্রীর সঙ্গে প্রেম; Byju Raveendran এর দুহাত মিলল Divya Gokulnath এর দুহাতের সঙ্গে। চার হাত এক হতেই কামাল; বাকিটা ইতিহাস।

২০১৫, স্মার্টফোনের স্ক্রিন সাইজ বাড়ার সঙ্গে সঙ্গেই; বাজারে এল বাইজুস এর অ্যাপ। পরের তিন বছরের মধ্যেই ভারত ছাড়িয়ে বাইজুস অ্যাপ ছড়িয়ে গেল; ব্রিটেন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন ইংরেজি বলা দেশে। বর্তমানে আমেরিকার ফোর্বস ম্যাগাজিনের খবর অনুযায়ী; বাইজু রবীন্দ্রন এর সম্পত্তির পরিমাণ ২৫০০০ কোটি টাকারও বেশি। হ্যাঁ ঠিকই দেখছেন, পঁচিশ হাজার কোটি টাকা। ভারতের ৫০ জন ধনী ব্যক্তির অন্যতম।

জানুয়ারি ২০২১ এ ভারত সরকার; National Startup Advisory Council এর সদস্য করে বাইজু রবীন্দ্রন কে। অর্থাৎ গোটা দেশে যারা এই ধরনের নতুন স্টার্ট আপ ব্যবসা যারা শুরু করবেন; তাদের সাহায্য করবেন তিনি। সরকারি কলেজে পড়া ছাত্র।

বাইজুস টিউটোরিয়াল দিত, IIT-JEE, NEET, CAT এবং IAS; এছাড়াও ইন্টারন্যাশনাল পরীক্ষা GRE, GMAT। ২০২১ এ ১০০ কোটি টাকা দিয়ে; বাইজুস কিনে নেয় আকাশ এডুকেশনাল সার্ভিস। এরপরেই শুধু বড়দের পরীক্ষা প্রস্তুতি নয়; শিশু শিক্ষার উপরও জোর দেয় বাইজুস। আর এখন বাইজুস পৌঁছে গেছে ভারতের ঘরে ঘরে; সব বাবা মার মোবাইলে।

উদোগী ও সাহসীদের ভাগ্যও সাহায্য করে; এটাই প্রবাদ। এক্ষেত্রেও তাই হয়েছে। ২০১৫ তে বাজারে এসেছিল বাইজুস এর অ্যাপ; সেই বছর থেকে বাড়তে শুরু করে স্মার্টফোনের স্ক্রিন সাইজ। ঠিক তেমন, বাইজুস বাড়ার সঙ্গে সঙ্গেই বিশ্বে এল মহামারী করোনা; যার জেরে লকডাউন। টানা দু বছর বন্ধ স্কুল কলেজ; মোবাইল অ্যাপসেই আবদ্ধ পড়াশোনা।

কথাতেই আছে, কারো পৌষমাস, কারো সর্বনাশ; ২০২০ থেকে ২০২২, ফুলে ফেঁপে উঠল বাইজুস। শুধু ২০২১র শেষেই উপভোক্তার সংখ্যা দাঁড়াল ১৫ কোটি। বছর নয়, প্রতিদিনের টার্নওভার আকাশ ছুঁল। ২০১৯ এর ১ বিলিয়ন ডলারের কোম্পানি; বর্তমানে ৩.২৫ বিলিয়ান ডলারের কোম্পানি।

বিশ্ব জুড়ে স্পোর্টস এও বিনিয়োগ শুরু করল সংস্থা। BYJU’S এই মুহূর্তে কাতারে হতে চলা ফিফা বিশ্বকাপের প্রধান তিন স্পনসরের অন্যতম; প্রায় ৪০ মিলিয়ান ডলার্সের বিনিময়ে। এছাড়া, ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর করে; প্রতি ম্যাচের জন্য ৪.৬১ কোটি টাকার বিনিময়ে। ISL ফুটবল দল কেরালা ব্লাস্টার্সেরও; টাইটেল স্পনসর বাইজুস।

মাতৃভাষায় ও সরকারি কলেজে পড়া ছাত্রটির টুপিতে; আসছে একের পর এক সম্মান। প্রতিটি পুরস্কার নিতে ভাষন দিয়েছেন; মাতৃভাষা ও ইংরেজিতে। ইংরেজি বলতে, পড়তে ও লিখতে কোন অসুবিধা হয় না; মাতৃভাষা ও সরকারি কলেজে পড়া ভারতীয় ছাত্রটির। যে হাভার্ড নিয়ে বাঙালি প্রায়ই আদিখ্যেতা করে; সেই হাভার্ড বিজনেস স্কুলে পড়ানো হয় বাইজুস অ্যাপ। ফেসবুকের সৃষ্টিকর্তা মার্ক জুকারবার্গ নিজেও বাইজুসের ইনভেস্টার।

২১, ২২, ২৩, তিন বছরে রবীন্দ্রন এর টার্গেট; আমেরিকা থেকে ১ বিলিয়ন ডলার ও ব্রিটেন থেকে আরও ১ বিলিয়ন ডলার; মোট ২ বিলিয়ন ডলার আয় করার। ভারত থেকে কত উপার্জন করেন আর কত করবেন; সেটা প্রকাশ্যে কখনও বলেন না।

এবছরের মার্চেই ব্যবসা বাড়ানোর লক্ষ্যে; বাজার থেকে ৬০০০ কোটি টাকা (USD 800 million) তুলেছে বাইজুস। চাকুরীজীবী থেকে শিক্ষক ও এখন বিশ্বের একজন বড় উদ্যোগপতি; ছোটবেলায় মাতৃভাষা ও বড়বেলায় সরকারি কলেজে পড়েও। আমরা তর্ক-বিতর্ক চালিয়েই যাই; তার মধ্যেই রবীন্দ্রনের বাইজুস পৌঁছে যাবে ৪ বিলিয়ন ডলারের লক্ষ্যে; ৪০ হাজার কোটির সম্পত্তি হবে রবীন্দ্রনের; আর ৮৬ শতাংশ মানুষ ফের সাবস্ক্রিপশন করে ফেলবেন বাইজুস অ্যাপ।
(লিখেছেন মানব গুহ)

]]>
ভারতের মহাকাশ বিপ্লব, নিজস্ব আন্তর্জাতিক স্পেস স্টেশন https://thenewsbangla.com/india-space-revolution-planning-to-launch-own-space-station-at-earth-orbit/ Fri, 14 Jun 2019 08:00:13 +0000 https://www.thenewsbangla.com/?p=13794 ভারতের মহাকাশ দুনিয়ায়; যোগ হল নতুন পালক। বড় পদক্ষেপ ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের। সূদুর মহাকাশে তৈরি হবে ভারতের নিজেস্ব স্পেস স্টেশন; জানালেন ইসরো প্রধান কে. সিভান।

শুক্রবার কে. সিভান জানান; ২০৩০ সালের মধ্যে ২০ টনের স্পেস স্টেশন চালু করার কাজ চলছে। এটি মাইক্রগ্রাভিটি পরীক্ষার জন্য ব্যবহার হবে। প্রাথমিকভাবে মহাকাশে ১৫-২০ দিন থাকা্র ব্যবস্থা করা হবে মহাকাশ্চারীদের জন্য; ওই স্পেস স্টেশন তৈরি হলে। কিন্তু এই ব্যাপারে বিস্তারে জানা যাবে; প্রথম মানব মিশন গঙ্গায়ান সম্পূর্ণ হলে।

ইসরো প্রধান জানিয়েছেন; এই প্রকল্পের জন্য কোন দেশের সাহায্য নেওয়া হবে না। কেবলমাত্র আমেরিকা, চিন ও রাশিয়ার নিজস্ব মহাকাশ স্টেশন আছে। এই প্রকল্পটিকে ‘গঙ্গায়ান’-এর সম্প্রসারন হিসাবেই দেখা হচ্ছে।

সরকার ইতিমধ্যে প্রকল্পের জন্য; ১০ হাজার কোটি টাকা বাজেট অনুমোদন করেছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকটায় থাকবে আরও দুটো ফ্লাইট। এই ব্যবস্থা ২০২২ সালের মানব বিমান পরিকল্পনার জন্য।

ওই আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশ্চারীদের দীর্ঘদিন থাকার ব্যবস্থা; অন্যান্য মহাকাশযানের মেরামতি ও অন্যান্য ব্যবস্থা দিতে পারবে। আমেরিকা,চিন ও রাশিয়ার পর; ভারত চতুর্থ নিজেস্ব স্পেস স্টেশন নির্মাণের পথে।

আন্তর্জাতিক স্পেস স্টেশনটি; পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহ হিসাবে কাজ করবে। এটি মানুষের হাতে তৈরি; ভারতের সবচেয়ে বড় কৃত্রিম উপগ্রহ। পৃথিবী থেকে এটিকে খালি চোখেও দেখা যাবে।

মহাকাশ স্টেশন একটি জটিল ব্যবস্থা। এটি বৈদ্যুতিক শক্তি, তাপ নিয়ন্ত্রণ, কক্ষপথ নেভিগেশন, কম্পিউটিং এবং যোগাযোগ ব্যবস্থাতে সাহায্য করতে পারবে; এছাড়াও জরুরী সময় অক্সিজেনের ব্যবস্থা করতে পারবে।

একটি স্পেস স্টেশন ব্যবহার হয় অন্য মহাকাশযান ও মহাকাশ্চারীদের জায়গা বদলাতে; এটা মহাকাশযানের থেকে আলাদা হয়। এপ্রিল ২০১৮ সালের হিসাবে; দুটি মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে অবস্থিত।

]]>
বিলুপ্তির আশঙ্কায় অন্তত ১০ লাখ প্রাণী ও বৃক্ষ প্রজাতি https://thenewsbangla.com/at-least-10-million-species-are-suspected-of-extinction-for-urbanization/ Thu, 13 Jun 2019 09:30:06 +0000 https://www.thenewsbangla.com/?p=13724 মাটিতে, সমুদ্রে কিংবা আকাশে মানুষের হাতে বিলুপ্তির আশঙ্কায়; রয়েছে অন্তত ১০ লাখ প্রজাতি। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে; উঠে এসেছে এই রোমহর্ষক তথ্য। বর্তমানে অধিক হারে প্রজাতির বিলুপ্তির জন্য দায়ী জ্বালানি চাহিদা; বনাঞ্চল ধ্বংস; দ্রুত নগরায়ণ; ১ হাজার ৮০০ পৃষ্ঠার দীর্ঘ এই প্রতিবেদনে ১৫ হাজার রেফারেন্স ব্যবহৃত হয়েছে।

এটি সংকলিত করেছে ইন্টারগভর্নমেন্টাল সায়েন্স-পলিসি প্লাটফর্ম অন বায়োডাইভারসিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস (আইপিবিইএস)। এই প্রতিবেদন দাবি করে; প্রজাতির এ বিলুপ্তি থামানো সম্ভব; কিন্তু প্রকৃতির সঙ্গে মানুষের আন্তঃসম্পর্কের ‘রূপান্তরমূলক পরিবর্তন’ আনা আবশ্যক।

আরও পড়ুন সুস্থ থাকতে শুধু শরীর নয়, যত্ন নিন মনেরও

প্যারিসের একটি পলিসি সামারিতে উঠে এসেছে মানুষের প্রতিক্রিয়া অন্যান্য প্রাণীদের প্রতি। প্রতিবেদনে বলা হয়; ১৯৭০-এর পর বিশ্বের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে; বিশ্বের অর্থনীতি চার গুণ বেড়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে ১০ গুণ।

আইপিবিইএস প্রতিবেদন অনুসারে; বর্তমানে প্রায় ২৫ শতাংশ প্রাণী ও বৃক্ষ বিলুপ্তির পথে। বিশ্বে পোকামাকড় বিলুপ্তর সঠিক তথ্য নেই। আগামী কয়েক দশকে প্রায় ১০ লাখ প্রজাতি বিলুপ্তির পথে রয়েছে। যা যেকোনো সময়ের বিলুপ্তির হারের চেয়ে যা ১০ থেকে ১০০ গুণ বেশি।

আরও পড়ুন সুখী যৌন জীবনের কিছু সহজ সরল উপায় জেনে নিয়ে সুখে থাকুন

প্রতিবেদনে আরো বলা হয়; ১৯৮০ সালের পর বিশ্বে প্লাস্টিক দূষণ ১০ গুণ বেড়েছে; প্রতি বছর বিশ্বজুড়ে ৩০-৪০ কোটি টন ভারী ধাতব; বিষাক্ত বর্জ্য পদার্থ জলে নিক্ষেপ করছি; ফলস্বরূপ গত ১৫০ বছরে বিশ্বের জীবন্ত প্রবালের অর্ধেকই ধ্বংস হয়ে গেছে।

এছাড়া প্রাণিসম্পদ বিলুপ্তির পেছনে কাজ করছে মানুষের প্রাণী শিকার, জলবায়ু পরিবর্তন, দূষণ ও আক্রমণাত্মক প্রজাতি। প্রতিবেদনে বলা হয়; অনেকগুলো কারণ একসঙ্গে মিলিত হয়ে পরিস্থিতি আরো ভয়ঙ্কর করে তুলেছে।

]]>
শত্রুর খবর রাখতে মহাকাশে ফের মিলিটারি স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত https://thenewsbangla.com/isro-to-launch-5-new-military-satellites-in-space-on-the-middle-of-this-year/ Thu, 04 Apr 2019 11:20:35 +0000 https://www.thenewsbangla.com/?p=9972 ২০১৯ এর শুরুতেই ভারত মহাকাশে পাঠিয়েছে মিলিটারি স্যাটেলাইট। এবার আরও উন্নত মানের ৫টা মিলিটারি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে ভারত। এমনটাই জানা গেছে ইসরো তরফ থেকে। বছরের শুরুতেই ভারতীয় গবেষণা সংস্থার জন্য PSLV C-44 যানের মাধ্যমে কক্ষে পৌঁছল ৭৪০ কেজির মিলিটারি স্যাটেলাইট Microsat-R। আবার মিলিটারি স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

এই ৫টা মিলিটারি স্যাটেলাইট ভারতের নিরাপত্তার কাজে সাহায্য করবে। এছাড়াও, মহাকাশে ভারতের সম্পত্তি রক্ষার কাজ করবে এই উপগ্রহগুলো। চারটি রিস্যাট স্যাটেলাইট এবং একটি উন্নত মানের কার্টোস্যাট-৩ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ব্যাবস্থা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারত। জানুয়ারিতেই মিলিটারি স্যাটেলাইট Microsat-R এর পাশাপাশি ছাত্রদের তৈরি ১.২৬ কেজি ওজনের স্যাটেলাইট ‘কলমস্যাট’ও পাঠান হয় মহাকাশে। এটি ভারত থেকে প্রেরিত সবচেয়ে ছোট কৃত্রিম উপগ্রহ ছিল।

আরও পড়ুনঃ মমতার সঙ্গে পারবে না, রাজ্যস্তরের অন্যান্য নেতাদের সঙ্গে মোদীকে লড়ার চ্যালেঞ্জ

এই রিস্যাট সিরিজের স্যাটেলাইটের পাঠানো ছবির সাহায্যেই ২০১৬ সালে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পেরেছিল পাকিস্তানের বিরুদ্ধে। আবার, ফেব্রুয়ারি মাসে বালাকোটে যে বায়ুসেনার বিমানহানা হয়েছিল, তার ছক সাজাতেও কাজে লেগেছিল রিস্যাট স্যাটেলাইটের দ্বারা তোলা ছবি। জানুয়ারিতেই মাঝরাতের অভিযানে বছরের প্রথম সাফল্য পায় ভারতীয় মহাকাশ সংস্থা। ইসরোর PSLV C-44-এ চড়ে কক্ষে পৌঁছে যায় ৭৪০ কেজির মিলিটারি স্যাটেলাইট Microsat-R।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

বর্তমানে ভারত-পাক সীমান্তের অশান্তি এবং ভারত মহাসাগরে চিনা নৌবাহীনিরের গতিবিধি বৃদ্ধির জেরে দেশের নিরাপত্তা নিয়ে বেশি করে ভাবতে হচ্ছে ভারতকে। তাই, দেশের নিরাপত্তার কারনেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও থাকছে বুথে, বিরোধী শিবিরে জোর ধাক্কা

ইসরোর চেয়ারম্যান কে শিভন বলেছেন, ৩৩টি লক্ষ্য রয়েছে ইসরোর সামনে। এর মধ্যে রয়েছে উপগ্রহ, রকেট লঞ্চ, ইত্যদি। মে মাসের মাঝামাঝি সময়ে PSLV-C46 রকেট রিস্যাট-২বি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। জুনের চতুর্থ সপ্তাহে PSLV-C47 লঞ্চ করবে কার্টোস্যাট-৩ স্যাটেলাইট। এছাড়াও জুলাই ও নভেম্বরে আরও বেশ কয়েকটি উপগ্রহ লঞ্চ করা হবে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তান চিনকে চরম চিন্তায় ফেলে মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠাল ভারত https://thenewsbangla.com/isro-launches-pslv-c45-carrying-drdo-emisat-28-other-satellites/ Mon, 01 Apr 2019 11:26:24 +0000 https://www.thenewsbangla.com/?p=9647 মিশন শক্তির পর আরও একটি মাইলফলক পেরল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো। ইলেকট্রনিক ইন্টেলিজ্যান্স স্টাটেলাইটের উৎক্ষেপণ করল ভারত। এর মাধ্যমে গোয়েন্দা উপগ্রহ ছেড়ে বিশ্বের খুব কম দেশের মধ্যে স্থান করে নিল ভারত। পাকিস্তান চিনকে চরম চিন্তায় ফেলে মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠাল ভারত। গোয়েন্দা এমিস্যাট-সহ ২৯ টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর পিএসএলভি-সি ৪৫।

আরও পড়ুনঃ কংগ্রেসের সঙ্গে যুক্ত ৬৮৭ টি ভুয়ো পেজ ওড়াল ফেসবুক

ইসরোর মুকুটে আবার নতুন পালক। ঠিক ছদিন আগেই মহাকাশে শক্তির প্রমাণ দিয়েছে ভারত। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট পিএসএলভি-সি ৪৫। সঙ্গে নিয়ে গেল ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ এমিস্যাট-সহ আরও ২৮ টি ছোট উপগ্রহ। এগুলো সবই বিদেশি। শুধু দেশের নয়, একই সঙ্গে অন্য ৩ দেশের ২৮টি উপগ্রহের উৎক্ষেপণও করেছে ইসরো।

আরও পড়ুনঃদলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

এমিস্যাটের উত্ক্ষেপণের উল্লেখযোগ্য বিষয় হল, এবারই প্রথম সাধারণ মানুষ উত্ক্ষেপণ দেখলেন ইসরোর ভিজিটর্স গ্যালারি থেকে। এবারই প্রথম উৎক্ষেপণ পর্ব সাধারণ মানুষদের দেখতে দেওয়া হয়েছিল। এর জন্য তৈরি হয়েছে বিশেষ গ্যালারি। অসংখ্য মানুষ সেখান থেকে সরাসরি স্টাটেলাইটের উৎক্ষেপণ দেখল।

আরও পড়ুনঃপ্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

ভবিষ্যতে আরও বেশি করে ছাত্র ছাত্রীদের এখানে নিয়ে আসা হবে বলেই জানান হয়েছে। ফলে মহাকাশ গবেষণার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলেই মনে করছে ইসরো। মহাকাশ গবেষণায় আসবে নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীরা, জানাচ্ছে ইসরো।

আরও পড়ুনঃ বাংলায় ‘ফ্রি এন্ড ফেয়ার’ ইলেকশন করানো হবে, জানালেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

কী কাজ করবে এই এমিস্যাট? এটি আসলে ডিআরডিও-র চর উপগ্রহ। বলা যায়, মহাকাশে ভারতের গোয়েন্দার কাজ করবে এই ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ এমিস্যাট। এটি শত্রুর রেডার খুঁজে বের কারবে। শত্রু দেশের হাল হকিকতের খবর দেবে। পাশাপাশি এই উপগ্রহটি সামরিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আগাম সতর্কতা দেবে।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

এর মাধ্যমে শত্রুপক্ষের রাডার কোথায় আছে তা জানতে পারবে ভারত। এতদিন পর্যন্ত এই খবর জানতে বিমানের উপর ভরসা করতে হত। কিন্তু এখন মহাকাশকে কাজে লাগিয়ে নজরদারি চালাতে পারবে। চিনের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই গোয়েন্দা উপগ্রহের ভাবনা বলেই মনে করা হচ্ছে। দেশের নিরাপত্তার জন্যই এই কাজ, জানিয়েছে ইসরো।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

সোমবার, মহাকাশে পাঠানো ২৮টি উপগ্রহ মোট তিনটি দেশের। এগুলিকে স্থাপন করা হবে তিনটি ভিন্ন কক্ষপথে। সম্প্রতি মিশন শক্তি অভিযানে এ-স্যাট ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি অচল উপগ্রহ ধ্বংস করেছে ভারত। এরপর শত্রুর গতিবিধি নজর রাখার ব্যাপারে এমিস্যাট-এর ওপরে অনেকটাই নির্ভর করবে ডিআরডিও।

আরও পড়ুনঃ মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সরকারি ২৫টি দরকারি অ্যাপস https://thenewsbangla.com/25-apps-by-goverment-of-india-you-should-have-in-your-phone/ Wed, 06 Mar 2019 11:29:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7663 কয়েক বছর আগেই, ভারত হয়েছে ‘ডিজিটাল ইন্ডিয়া’। এই ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্প ভারতবাসী কে নতুন প্রযুক্তির অনেক কাছে এনেছে। নানা রকম অ্যাপের সাহায্যে সরকারি দপ্তরের সুযোগ সুবিধাগুলো এখন সাধারন মানুষের হাতের মুঠোয়। এই অ্যাপগুলোর মানুষকে সব রকম দিক থেকে সাহায্য করতে সক্ষম।

এবার জেনে নিন এমন কিছু সরকারি অ্যাপ যা আপনার কাজকে খুব সহজ করে দেবেঃ

১। ভারত কে বীর (Bharat ke veer): এই অ্যাপ ব্যাবহার করে আপনি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সি আর পি এফ) এর পরিবারকে নানারকম ভাবে সাহায্য করতে পারবেন।
২। সিভিজিল (cVigil): এই অ্যাপের সাহায্য নিয়ে আপনি যেকোনো জায়গা থেকে ভোট সংক্রান্ত অভিযোগ সরকারকে জানাতে পারেন। এই অ্যাপ আপনাকে সুস্থ ও স্বাভাবিক ভাবে ভোট দিতে সাহায্য করে।

৩। মাদাদ (MADAD): এই অ্যাপ ব্যাবহার করতে পারবে দেশের বাইরে থাকে এমন দেশবাসী। তারা তাদের সমস্যার কথা সরকার কে জানাতে চাইলে এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবে। যদিও, ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত কোন অসুবিধা এই অ্যাপের সাহায্যে জানানো যাবে না।
৪। ইউটিএস (UTS): যারা ট্রেনের অসংরক্ষিত সীট বুক করতে চায়ে, তারা এই অ্যাপ ব্যাবহার করতে পারবে।
৫। এমপাসপোর্ট (mPassport): পাসপোর্ট সংক্রান্ত সবরকম তথ্য আপনি এমপাসপোর্ট অ্যাপটিতে পাবেন।

ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

৬। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal): ভারতীয় সরকারের এই অ্যাপ আপনাকে স্কলারশিপের ব্যাপারে জানতে সাহায্য করবে।
৭। ১০৯১ (1091): মহিলা হেল্পলাইনের জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপ। মহিলারা বাড়িতে যেকোনো রকমের নির্যাতনের শিকার হলে, সঙ্গে সঙ্গে সরকারকে জানিয়ে দিতে পারে এই অ্যাপের মাধ্যমে।
৮। ১৮০০১২০১৭৪০ (18001201740): BHIM অথবা UPI অ্যাপ সংক্রান্ত সমস্যা হলে এই নাম্বারে ফোন করে সাহায্য নিতে পারে সাধারন মানুষ।

৯। আয়কর সেতু (Aaykar Setu): এই অ্যাপটি আপনাকে প্যান কার্ড বানাতে সাহায্য করবে। তাছাড়া এই অ্যাপটির সাহায্যে আপনি ইনকাম ট্যাক্সও দিতে পারবেন।
১০। ১০৮ (108): এই নাম্বারে ফোন করলে প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি সরকারের সাহায্য পেতে পারেন।

দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

১১। ১৯০৯ (1909): বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজ আটকাতে এই নাম্বারে ফোন করতে পারেন আপনি।
১২। ইপাঠশালা (ePathshala): এই অ্যাপ নতুন প্রযুক্তির সাহায্যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছে ইবুক পৌঁছে দেয়।
১৩। এমকাবাচ (mKavach): নিজের ফোনকে সুরক্ষিত করতে এই অ্যাপ আপনি ব্যাবহার করতে পারেন।
১৪। কিষাণ সুবিধা (Kishan Suvidha): কৃষকরা এই অ্যাপের সাহায্যে জেনে নিতে পারেন আবহয়ার থেকে বাণিজ্যিক বিষয়ে সব খবর।
১৫। ১৯৪৭ (1947): আধার কার্ড সংক্রান্ত সমস্যা হলে, সমাধান পাওয়া যাবে এই নাম্বারে ফোন করলে।


কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

১৬। ১৮০০১১৪৯৪৯ (1800114949): সাইবার সিকুইরিটি পাওয়ার জন্য এই নাম্বারে ফোন করে সাহায্য নিতে পারে সাধারন মানুষ।
১৭। উমাং (UMANG): উমাং অ্যাপটি ব্যাবহার করলে, সরকারি দপ্তরের বেশির ভাগ সুযোগ সুবিধা আপনি পেতে পারেন।
১৮। ৫৭৫৭৫ (57575): এই নাম্বারে মেসাজ করলে, আপনি আপনার প্যান কার্ড সংক্রান্ত মেসেজ আপনার ফোনে পেতে পারেন।

১৯। ভোটার হেল্পলাইন (Voter Helpline): এই অ্যাপ আপনাকে ভোটার হিসেবে কোন সুযোগ সুবিধা দেবে না। তবে, এই অ্যাপ ব্যাবহার করে আপনি নতুন ভোটার আইডি কার্ড বানাতে পারেন।
২০। ইনক্রেডিবেল ইন্দিয়া (Incredible India): সব রকম পর্যটন বিভাগের তথ্য আপনি পেতে পারেন এই অ্যাপের সাহায্যে।
২১। মাই স্পীড (My Speed): মাই স্পীড আপনাকে আপনার ফোনের ইন্টারনেট স্পীড, কভারেজ এলাকা বিষয় জানতে সাহায্য করবে।

২২। ১০৯৮ (1098): এই নাম্বারে ফোন করে আপনি কোন শিশুর সমস্যার কথা সরকারকে জানাতে পারেন।
২৩। ভিম (BHIM): যে কোন রকম টাকার আদান প্রদান করতে ভিম অ্যাপ ব্যাবহার করা যাবে।
২৪। ইন্ডিয়ান পুলিশ অন কল (Indian Police on Call): এই অ্যাপ আপনাকে সব থেকে কাছের থানাগুলো দেখাবে।
২৫। স্টার্টআপ ইন্ডিয়া (StartUp India): নতুন ব্যাবসা চালু করতে হলে, সাধারন মানুষ স্টার্টআপ ইন্ডিয়া অ্যাপ ব্যাবহার করতে পারবে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের https://thenewsbangla.com/students-satellite-kalam-sat-to-be-the-first-to-use-pslv-as-an-orbital-platform-by-isro/ Fri, 25 Jan 2019 14:01:36 +0000 https://www.thenewsbangla.com/?p=6003 স্কুল ছাত্রদের হাতে তৈরি স্যাটেলাইট এবার পাড়ি দিল মহাকাশে। স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের নামে। সেই সঙ্গে ভারতীয় সেনার একটি স্যাটেলাইটও মহাকাশে নিয়ে গিয়ে নজির গড়ল ইসরো।

ভারতীয় গবেষণা সংস্থার জন্য এই বছরের প্রথম সাফল্য এল বৃহস্পতিবার গভীর রাতে। পিএসএলভি সি-৪৪ মহাকাশযানের মাধ্যমে মহাকাশ কক্ষে পৌঁছল ছাত্রদের হাতে তৈরি ১.২৬ কেজি ওজনের স্যাটেলাইট ‘কালামস্যাট’। এটি ভারত থেকে পাঠান সবচেয়ে ছোট ও হালকা কৃত্রিম উপগ্রহ। পাশাপাশি ৭৪০ কেজির মিলিটারি স্যাটেলাইট ‘মাইক্রোস্যাট-আর’ কেও মহাকাশে পাঠাল ইসরো।

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা

বৃহস্পতিবার রাত ১১.৩৭ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান সেন্টার থেকে এই কৃত্রিম উপগ্রহ দুটি উত্‍‌ক্ষেপণ করা হয়। সফল অভিযানের জন্য দলকে এবং কালামস্যাট বানানো ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। টুইট করে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও।

আরও পড়ুনঃ

চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ

গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ

কালামস্যাট কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছেন চেন্নাইয়ের বেসরকারি সংস্থা স্পেস কিডজ-এর ছাত্রছাত্রীরা।। ৪৬তম অভিযানে এই দুই স্যাটেলাইটকে কক্ষপথে বসিয়েছে ৪৪.৪ মিটার লম্বা পিএসএলভি।

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা

বেসরকারি সংস্থা ‘স্পেস কিডজ’-এর ছাত্ররা অনেক পরিশ্রম করে বানিয়েছেন বিশ্বের সবচেয়ে হালকা সেই উপগ্রহ। তাই সেই উপগ্রহকে কক্ষপথে পাঠানোর জন্য একটি টাকাও নেয় নি ইসরো। দেড় কিলোগ্রামেরও কম ওজনের সেই উপগ্রহটির নাম রাখা হয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে। “কালামস্যাট”।

পিএসএলভি রকেট একই সঙ্গে কক্ষপথে পৌঁছে দিল সেনাবাহিনীর গবেষণার জন্য প্রয়োজনীয় আরও একটি উপগ্রহকে। যার নাম- “মাইক্রোস্যাট-আর”। ওজন ৭৪০ কিলোগ্রাম।

আরও পড়ুনঃ

রহস্যভেদ করতে সূর্যের সবচেয়ে কাছে ‘পার্কার সোলার প্রোব’

বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

এই নিয়ে ৪৪.৪ মিটার লম্বা এবং ২৬০ টন ওজনের পিএসএলভির উৎক্ষেপণ হল ৪৬ বার। এই পিএসএলভির ভিতরেই মঙ্গলের কক্ষপথে পাঠানো হয়েছিল ‘মঙ্গলযান’কে। ‘চন্দ্রযান-১’কেও চাঁদের কক্ষে পাঠিয়েছিল ইসরোর এই পিএসএলভি রকেটই। গত নভেম্বরে এই পিএসএলভির ভিতরে ঢুকেই কক্ষপথে পৌঁছেছিল ভূপর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় উপগ্রহ ‘হাইসিস’।

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা

“মাইক্রোস্যাট-আর” এবং “কালামস্যাট” ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থার উপগ্রহ উৎক্ষেপণ যান (পিএসএলভি) সি-৪৪ বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এতে ভারতের মিলিটারী উপগ্রহ ‘মাইক্রোস্যাট-আর’ এবং ছাত্রদের ফেমটো উপগ্রহ ‘কালামস্যাট’ বহন করে নিয়ে যাওয়া হল।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ওয়ার্কহর্স পোলার রকেট ২৮ ঘন্টা ফিরতি গণনার শেষে রাত ১১টা ৩৭ মিনিটে প্রথম উৎক্ষেপণ মঞ্চ থেকে নিক্ষেপ করা হয়। এটি ২০১৯এ ইসরোর প্রথম মিশন। ৪৬তম উড়ানে পোলার উপগ্রহ উৎক্ষেপণ যান (পিএসএলভি-সি৪৪) দুটি উপগ্রহকেই উৎক্ষেপণের ১৪মিনিটের মাথায় সূর্য সমলয় কক্ষে স্থাপন করেছে বলে ইসরো জানিয়েছে।

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা

কালামস্যাট একটি ফেমটো উপগ্রহ। ১০০গ্রামের কম ওজন বিশিষ্ট কৃত্রিম উপগ্রহকে ফেমটো উপগ্রহ বলা হয়। ভূপৃষ্টের নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি বড় মাদার উপগ্রহের দরকার হয় ফেমটো উপগ্রহের ক্ষেত্রে। ২০১১র মে মাসে চূড়ান্তে মিশনে মহাকাশ যান এন্ডেভারে তিনটি নমুনা চিপ উপগ্রহকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়। সেগুলিকে আইএসএস বাহ্যিক প্লাটফর্মের ম্যাটেরিয়াল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের পরিক্ষা নিরীক্ষার সঙ্গে যুক্ত করা হয়।

আরও পড়ুনঃ

কলেজে অধ্যাপক পিটিয়ে এগিয়ে বাংলার মুখে ফের চুনকালি দিল তৃণমূল

পিটিটিআই মামলায় সুপ্রিম কোর্টে ফের মুখ পুড়ল রাজ্যের

স্পেস কিডজ-এর সিইও শ্রীমতী কেসন জানিয়েছেন, “৬ বছর ধরে এটা নিয়ে কাজ করছিলাম আমরা। তরুণ বিজ্ঞানীদের অনেকেই জড়িত রয়েছে প্রকল্পটির সঙ্গে। সবচেয়ে কনিষ্ঠ সদস্য এখন পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছে”।

কালামস্যাট নামকরণ করা হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামের নামে। নেতৃত্ব দেন রিফাথ শারুক নামের ১৮ বছর বয়সের একটি ছেলে। তার বাড়ী তামিলনাডুর পাল্লাপাট্টি শহরে। এর ফলে গোটা ভারতের পড়ুয়া মহলে উত্তেজনা ও আগ্রহের সৃষ্টি হবে বলেই মনে করছে গবেষকরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নেতাদের পর সিনেমার প্রয়োজক, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা

প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

ভরা ক্লাসে উষ্ণ চুম্বন, ছাত্র ছাত্রীদের কীর্তি দেখে সবাই তাজ্জব

জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ https://thenewsbangla.com/elon-musk-reveals-spacex-starship-pictures-a-big-falcon-rocket-hopper/ Sun, 13 Jan 2019 07:13:51 +0000 https://www.thenewsbangla.com/?p=5558 The News বাংলাঃ ঝকঝকে নতুন মহাকাশযানের ছবি প্রকাশ করলো স্পেসএক্স। মহাকাশযানের নাম ‘স্টারশিপ’ কেন, ধারণা করতে পারছেন? কারণ তা চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত বলে আশা করা হচ্ছে, তাই।

মহাকাশযানের বিষয়ে যারা জানেন, তাদেরকে আর স্পেসএক্সের কথা নতুন করে বুঝিয়ে বলতে হবে না। নাসার মতোই জনপ্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের এই বেসরকারি মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানিটি। স্পেস এক্সের নতুন ‘স্টারশিপ’ মহাকাশযানটি প্রস্তুত হয়েছে মহাকাশে ওড়ার জন্য। সেটার ছবিই প্রকাশ করেছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক।

চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা
চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা

২০১৮ সালে স্পেস এক্সের সবচেয়ে বড় সাফল্য ছিলো বিএফআর অর্থাৎ বিগ ফ্যালকন রকেট। এই রকেটগুলো পৃথিবীর কক্ষপথে বেশ কয়েকবার উৎক্ষেপণ করা হয় সফলভাবে। এবার তাদের নতুন স্টারশিপ তৈরি হয়েছে, যাকে ডাকা হচ্ছে ‘হপার’ নামে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ‘বোকা চিকা’ গ্রামে স্পেসএক্সের লঞ্চ সাইটে প্রস্তুত করা হয়েছে রকেটটিকে।

চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা
চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা

আরও পড়ুনঃ

রহস্যভেদ করতে সূর্যের সবচেয়ে কাছে ‘পার্কার সোলার প্রোব’

বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

কি করা হবে এই স্টারশিপ স্পেসশিপ নিয়ে? ছবির এই স্পেসশিপটিকে ‘সাবঅরবিটাল ভার্টিকাল টেক-অফ’ টেস্টের জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ তাকে মহাকাশের দিকে উৎক্ষেপণ করা হবে। তবে তা পৃথিবীকে ঘিরে একবার প্রদক্ষিণ করার আগেই অবতরণ করবে। পরবর্তীতে ‘অরবিটাল’ ভ্রমণের জন্য তাকে প্রস্তুত করা হবে।

চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা
চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা

তখন এই মহাকাশযান আরও লম্বা হবে, তার দেওয়াল পুরু হবে ও এর নাকটা বা সামনের দিকটা হবে মসৃণ। এই মহাকাশযানের অরবিটাল ধরনটি প্রস্তুত হতে পারে ২০১৯ সালের জুন মাস নাগাদ। স্পেসএক্সের ভারী লঞ্চ ভেহিকলগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন হলো এই স্টারশিপ। তারা বিগ ফ্যালকন রকেটের স্থানটা দখল করবে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা
চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা

আরও পড়ুনঃ

গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ

ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

টুইটার ব্যবহারকারী ইভেলিন জেনেইডি, আরেভালো হপার প্রোটোটাইপের কাছাকাছি যেতে সক্ষম হন এবং এর ছবি ও ভিডিও তুলে প্রকাশ করেন। সেখান থেকেই মানুষ প্রথম জানতে পারেন এই স্টারশিপ এর কথা। আর এখন সেই ছবিই প্রকাশ করলেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক।

চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা
চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ/The News বাংলা

এর নাম ‘স্টারশিপ’ কেন, ধারণা করতে পারছেন? কারণ তা চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত বলে আশা করা হচ্ছে। তবে সেটা অফিসিয়াল ভাবে স্বীকার করেননি ইলোন মাস্ক।

গত সপ্তাহে ইলোন মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন, স্টারশিপ উড়ানের পরীক্ষা করা হতে পারে এই বছরের ফেব্রুয়ারি মাসেই। তবে কোনো সমস্যা দেখা দিলে তা মাসখানেক পিছিয়েও যেতে পারে বলে জানিয়েছে বেসরকারি মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানি স্পেসএক্স।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

ব্যর্থ মহাজোটে ত্রিমুখী লড়াই, উত্তরপ্রদেশে একা লড়বে কংগ্রেস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>