Tollywood – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 22 Aug 2022 08:10:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Tollywood – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কেন ধ’র্ম নিয়ে ‘সু’ড়সুড়ি’ দেওয়া সিনেমা তৈরি হয় বাংলায়, কাউকে ‘তু’ষ্ট’ করতেই কি https://thenewsbangla.com/religion-movies-are-made-in-bengal-boycott-dharma-juddha-bismillah-films/ Mon, 22 Aug 2022 08:09:49 +0000 https://thenewsbangla.com/?p=16299 কেন ধ’র্ম নিয়ে ‘সু’ড়সুড়ি’ দেওয়া সিনেমা তৈরি হয় বাংলায়, কাউকে ‘তু’ষ্ট’ করতেই কি? পরপর দুটি বাংলা ফিল্ম, আর দুটি-তেই রয়েছে ধ’র্ম নিয়ে সু’ড়সুড়ি, এমনটাই অভিযোগ। তাই ব’য়কটের ডাক রাজ চক্রবর্তীর ‘ধর্মযু’দ্ধ’ ও ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘বিস’মিল্লা’ ফিল্ম দুটিকে। অন্যদিকে, এই দুই পরিচালকের ফ্যানরা আবার ব’য়কটের বিরুদ্ধে বলছেন। কিন্তু কেন বলিউডে ‘লাল সিং চাড্ডার’ মত ব’য়কটের ডাক দেওয়া হল, টলিউদের ‘ধর্মযু’দ্ধ’ ও ‘বিস’মিল্লা’ ফিল্ম দুটিকে?

রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযু’দ্ধ’ মুভিটিতে নাকি, হি’ন্দুদের উ’গ্রপ’ন্থী বলে প্রচার করা হয়েছে, এই অভিযোগ নিয়েই ফিল্মটিকে ব’য়কটের ডাক দেওয়া হয়েছে। ফিল্মের টিজারে দেখা যাচ্ছে, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী গীতার শ্লোক বলছে আর এক বৃদ্ধার গলায় অ’স্ত্র ধরেছে। আর সেখানেই আপত্তি অনেকের। কেন ভিলেন বা খলনায়কের চরিত্রে থাকে হি’ন্দুরা। সিনেমার শেষেও হি’ন্দু ধ’র্মকে তিরষ্কার ও উ’গ্রবা’দিদের ধ’র্ম বলা হয়েছে, এমনটাই অভিযোগ। সনাতন হি’ন্দু ধ’র্মের একজনকে ইস’লাম ধ’র্মে নিয়ে যাওয়ার মাধ্যমে, সিনেমা শেষ হয়, এমনটাও অভিযোগ। যদিও সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে, নির্মাতাদের তরফে।

অন্যদিকে বিস’মিল্লা ফিল্মে এক মুস’লিম যুবক-কে, কৃষ্ণ-রূপে দেখানো হয়েছে। এক হি’ন্দু মেয়ের সঙ্গে প্রেম দেখানো হয়েছে। সেটা নিয়েই আপত্তি অনেকেরই। ফলে, বিস’মিল্লা ফিল্ম-কেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। অভিনেতা কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন নিজে এই ফিল্মের রিলিজ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, “যত ভাঙন তুলে নিক এ মন, বলতেই হবে বিস’মিল্লা”। আর তাতে আরও চটেছেন, সাধারণ মানুষের একাংশ।

একদল বলছে ফিল্ম বয়’কট করুন, আর একদল বলছে এটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, উগ্র-ধ’র্মীয় মানসিকতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ধ’র্ম নিয়ে ‘সুড়’সুড়ি’ দেওয়া সিনেমা তৈরি হয় বাংলায়, কাউকে ‘তুষ্ট’ করতেই কি? কাকে তুষ্ট করতে? রাজ্যের শাসক দলকে নাকি দলনেত্রিকে? কাকে তুষ্ট করতে, একটি বিশেষ ধর্মের মানুষকে সন্তুষ্ট করতে, গীতার শ্লোক বলে বৃদ্ধার গলায় অ’স্ত্র ধরা দেখানো হয়? মুস’লিম যুবক-কে, কৃষ্ণ রূপে দেখানো হয়।

ধ’র্ম নিয়ে কোন মানুষকে আ’ঘাত দেবার অধিকার কি কারোর আছে? হিন্দু যুবককে ‘নবী’ রূপে দেখিয়ে ফিল্ম বানাতে পারবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত? বা ‘কোরান’ উচ্চারণ করে কারোর গলায় অ’স্ত্র ধরা দেখাতে পারবেন রাজ চক্রবর্তী? প্রশ্ন কিন্তু উঠেছে।

]]>
পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক, বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং https://thenewsbangla.com/kk-controversy-is-not-leaving-behind-arijit-singh-replace-rupankar-bagchi-in-bengali-film-song/ Fri, 10 Jun 2022 03:56:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15335 পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক; ফের বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং। কেকে-বিতর্ক থেকে; যেন আর রেহাই নেই গায়ক রূপঙ্কর বাগচির। শুরু হওয়া বিতর্কের আগুন; কমার নামই নিচ্ছে না। কেকে-র মৃত্যুর পর ‘বয়কট রূপঙ্কর বাগচি’র ট্রেন্ডটা; এখনও ভালোরকমই বর্তমান রয়েছে তাই নয়; বেশ গুরুগম্ভীর আকার ধারণ করে ফেলেছে। এবার রুপঙ্কর বাদ গেলেন সিনেমা থেকেও! তাঁর বদলে ওই একই গান গাওয়ানো হবে; অরিজিৎ সিং-কে দিয়ে।

‘প্রথম বারে প্রথম দেখা’ ছবিতে; গান গাওয়ার কথা ছিল রূপঙ্করের। গানের রেকর্ডিংয়ের কাজও শেষ। শোনা যাচ্ছে, তার পরে সম্পাদনার টেবিল থেকেই; নাকি বাদ গিয়েছেন গায়ক রুপঙ্করের গান। অন্য কাউকে দিয়ে গানটি আবার রেকর্ড করা হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, অরিজিৎ সিংকে দিয়েই; রুপঙ্করের গাওয়া গানটি পরিবর্তিত হবে। কেকে-বিতর্কের আঁচ কি; এবার পড়ল বাংলা ছবির গানেও?

বাংলা ছবি ‘প্রথম বারে প্রথম দেখা’-ফিল্মে একটি গান; ইতিমধ্যেই গেয়ে ফেলেছেন রূপঙ্কর। তবে সূত্রের খবর বলছে; সেটা ব্যবহার করা হবে না এই ফিল্মে। বরং ওই একই গান গাওয়ানোর কথা ভাবা হচ্ছে; বাংলার আরেক গায়ক অরিজিতকে দিয়ে। এটাও কি কেকে বিতর্কের জের?

আরও পড়ুন; রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন গ্রেফতার, অনুব্রতর রক্ষী হতেই অগাধ সম্পত্তি

‘প্রথম বারে প্রথম দেখা’ ছবির পরিচালক আকাশ মালাকার জানিয়েছেন; “ফিল্মের একটা গান রূপঙ্করদাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। তবে গল্পটা কিশোর-কিশোরীদের নিয়ে; তাই সম্পাদনার টেবিলে বসেই মনে হল গানটা ভাল মানাচ্ছে না। রূপঙ্করদার গলা বয়ষ্ক মনে হচ্ছে; সেই কারণেই অরিজিৎ সিংকে দিয়ে, আবার গান গাওয়ানো হচ্ছে”।

অবশ্য টলিউদের কানাঘুষো বলছে, পরিচালক যা-ই বলুন; আসল কারণটা অন্য। কেকে-বিতর্কের জেরেই; গায়ক রূপঙ্করকে এড়িয়ে যেতে চাইছেন অনেকেই। না হলে, ইতিমধ্যেই একটি রেকর্ড হয়ে যাওয়া গান; কেন গায়ক পরিবর্তন করা হচ্ছে?

পরিচালকের মুখে কেকে-র নাম না উঠলেও, টলিপাড়া বলছে; জনতার ক্ষোভে থাকা রূপঙ্কর-কে দিয়ে গান গাওয়াতে ভয় পাচ্ছেন পরিচালক। পাছে তাঁর ছবিকেও বয়কট করে মানুষ। কলকাতা-মুম্বইয়ের শিল্পীদের নিয়ে, তিরিশ বছর ধরে অনুষ্ঠান করা তোচন ঘোষও; এই পরিস্থিতিতে রূপঙ্করকে নিয়ে উদ্যোগে ভয় পাচ্ছেন। তিনি বলেছেন, “আগামী ছমাস রূপঙ্করকে নিয়ে অনুষ্ঠানের কথা ভাবতে পারব কি না, জানি না”।

]]>
জমজমাট অভিনেত্রী সাংসদ নুসরাতের বিয়ে, বাড়িতে চাঁদের হাট https://thenewsbangla.com/tmc-mp-nusrat-jahan-tie-the-knot-tollywood-political-celebrities-present/ Sat, 15 Jun 2019 06:29:28 +0000 https://www.thenewsbangla.com/?p=13861 টলিউডের জনপ্রিয় নায়িকা; বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিয়ে নিয়ে; মেতে উঠেছে টলিউড। ঘোষণা অনুযায়ী; টলিপাড়ায় তিনিই প্রথম বলিউড কায়দায় ডেস্টিনেশন ওয়েডিং করবেন। নুসরাত জাহানের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

বিয়ের সব অনুষ্ঠান হবে তুরস্কের বোদরুম শহরে; পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে। তিন দিন ধরে হবে; বৈবাহিক অনুষ্ঠানের আয়োজন। ১৯ জুন বিয়ে করছেন নুসরাত। তার আগে; ১৫ জুন নুসরাত তার পরিবারের সাথে পাড়ি দেবেন তুরস্কে। ১৭ জুন পুল পার্টির আয়োজন; ১৮ জুন হবে মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং ফরমাল’।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতাকে এসেই ক্ষমা চাইতে হবে, সাফ জানিয়ে দিল জুনিয়ার ডাক্তাররা

এর মধ্যেই অনেকের কাছেই পৌঁছে গেছে; নুসরাতের বিয়ের নিমন্ত্রণপত্র। কলকাতায় নায়িকার পার্ক সার্কাসের বাড়ি জুড়ে এখন ব্যস্ততা। নুসরাতের বিয়েতে সবসময়, সব আয়োজনেই উপস্থিত থাকছেন তার ঘনিষ্ঠ বন্ধু; যাদপুরের সাংসদ মিমি চক্রবর্তী। থাকছেন অভিনেত্রীর স্কুলের বেশকিছু বন্ধু-বান্ধবী। আমন্ত্রণ পাঠানো হয়েছে টালিগঞ্জের বেশ কিছু তারকাকেও।

নুসরাত জাহানের হবু স্বামী নিখিল জৈন। কলকাতার ছেলে তিনি। পেশায় কাপড় ব্যবসায়ী। নিখিলের সঙ্গে নুসরাতের আলাপ গত বছর। নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছিলেন নুসরাত জাহান। কাজের সূত্রেই তাদের পরিচয়। অল্প দিনেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এর পর তারা দুজনে; বিয়ের সিদ্ধান্ত নেন। আমেরিকায় তারা বাগদান পর্ব সেরে ফেলেন।

আরও পড়ুনঃ হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে তলব রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

বিয়ের পর ইউরোপের কোনো একটি জায়গায়; মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি। নুসরাত জাহান ও নিখিল কলকাতায় ফিরবেন ২৫ জুনের আগেই। কারণ ২৫ জুন দিল্লিতে সংসদ সদস্য হিসেবে; লোকসভার প্রথম অধিবেশনে যোগ দেবেন তৃণমূলের এই নেত্রী।

৪ জুলাই কলকাতার একটি অভিজাত হোটেলে; রিসেপসন অনুষ্ঠান আয়োজন করছেন জৈন দম্পতি। সেখানে বলিউড, টালিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন অরুপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতারা।

কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে; সাংসদ নির্বাচিত হন নুসরাত। মাত্র ২৮ বছর বয়সেই এমপি হয়ে সংসদে যাচ্ছেন তিনি। প্রথমে ভোটে জয়; তারপর নিকাহ; সবমিলিয়ে নুসরাতের জীবনে এখন মধুচন্দ্রিমা।

]]>
মার্কিন মুলুকে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার পেলেন সব্যসাচী চক্রবর্তী https://thenewsbangla.com/sabyasachi-chakraborty-best-actor-award-kankana-chakraborty-anurup/ Thu, 06 Jun 2019 05:52:34 +0000 https://www.thenewsbangla.com/?p=13549 আমেরিকায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন; সব্যসাচী চক্রবর্তী। লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ডে; ভারতীয় চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার পেলেন সব্যসাচী চক্রবর্তী। তিনি কঙ্কনা চক্রবর্তী পরিচালিত; স্বল্প দৈর্ঘ্যের ভারতীয় ছবি ‘অনুরূপ (মিরর ইমেজ)’-এ অভিনয়ের জন্য এই পুরষ্কার পেলেন।

মার্কিন মুলুকে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার; পেলেন সব্যসাচী চক্রবর্তী। তাঁর এই পুরষ্কার এসেছে কঙ্কনা চক্রবর্তী পরিচালিত; স্বল্প দৈর্ঘ্যের ভারতীয় ছবি ‘অনুরূপ (মিরর ইমেজ)’-এ অভিনয়ের জন্য।

সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দার জগতে; এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তাঁর জন্ম ১৯৫৬ সালের ৮ই সেপ্টেম্বর কলকাতায়। ১৯৯২ থেকে তিনি অভিনয় করছেন। জোছন দস্তিদারের সোনেক্সের তেরো পার্বণ সিরিয়াল থেকেই; তিনি পশ্চিমবাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।

সব্যসাচীর সব থেকে উল্লেখযোগ্য চিত্রায়ন; সত্যজিৎ রায়ের ফেলুদা। সন্দীপ রায়ের ‘বাক্স রহস্য’ টেলিফিল্ম এবং ফেলুদার উপর টিভি সিরিজে অভিনয় করার পর; তিনি ফেলুদার ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ ফেলুদা চিত্রায়নের পরেও; তাঁকে বাঙালি দর্শক ফেলুদা হিসাবে যথেষ্ট সমাদরের সাথে গ্রহণ করেছে। সব্যসাচী বলিউডের কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। দিল সে, খাকি, পরিণীতা তার মধ্যে উল্লেখযোগ্য।

বাবা জগদীশ চন্দ্র চক্রবর্তী এবং মা মনিকা চক্রবর্তী; ছোটবেলা থেকেই তাঁকে “বেণু” বলে ডাকেন। তাই আজও সিনেমার জগতে; তাঁকে এই নামেই ডাকা হয়। দিল্লির অ্যান্ড্রু কলেজ থেকে; এইচএসসি পাস করেন। দিল্লির বিখ্যাত হন্সরাজ কলেজ থেকে; তিনি বিএসসি ডিগ্রি নেন।

দিল্লিতেই এএমআই পরীক্ষায় উত্তীর্ণ হন। অভিনয় ছাড়াও প্রকৃতি-পরিবেশের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। ১৯৮৬ সালে তিনি মিঠু চক্রবর্তীকে বিয়ে করেন; যিনি বাংলা টিভি জগতে একজন জনপ্রিয় মুখ। তাঁদের দুই ছেলে গৌরব ও অর্জুন; দুজনেই মেধাবী অভিনেতা।

সব্যসাচী চক্রবর্তী গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন বাংলা সিরিয়ালে। তেরো পার্বণ; সেই সময়; উড়নচন্ডী; প্রভৃতি সিরিয়ালে উল্লেখযোগ্য অভিনয় করেছেন। বাংলা সিনেমা অন্তর্ধান; শ্বেত পাথরের থালা; চতুরঙ্গ; সিনেমায় যেমন হয়; কাকাবাবু হেরে গেলেন; বাক্স রহস্য; দামু; বোম্বাইয়ের বোম্বেটে; মহুলবনীর সেরেং।

এছাড়াও ওয়ারিশ; বিবর; দ্য নেমসেক; মানুষ ভূত; রক্তমুখি নিলা; টিনটোরেটর যিশু; অংশুমানের ছবি; থানা থেকে আসছি; গোরস্থানে সাবধান; রয়েল বেঙ্গল রহস্য; ভুতের ভবিষ্যত; চলো পটল তুলি; হেমলক সোসাইটি প্রভৃতি ফিল্মে উল্লেখযোগ্য অভিনয় করেছেন।

]]>
মুনমুনের বেড টি ইস্যু নিয়ে এবার কড়া আক্রমণ করলেন স্বস্তিকা https://thenewsbangla.com/swastika-mukherjee-attacks-moon-moon-sen-on-vote-bed-tea-issue/ Tue, 30 Apr 2019 17:13:30 +0000 https://www.thenewsbangla.com/?p=12063 মুনমুনের বেড টি ইস্যু নিয়ে এবার কড়া আক্রমণ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের বহু বুথেই ভোট শুরুর পর থেকে গন্ডগোল শুরু হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের কোনও পাত্তাই পাওয়া যায় না।

পরে দুপুর বেলা হঠাৎ সামনে এসে জানান, ছুটির দিনে তার বেড টি পেতে দেরি হয়ে গিয়েছিল। তাই তিনি বাইরের কোনও খবর রাখতে পারেন নি। উল্টে ভোটে এসব ঝামেলা হয়েই থাকে, বলে আজব যুক্তি উপস্থাপন করেন মুনমুন।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় টানা ৩ দিন প্রচার বন্ধ মদন পবনের, নির্বাচন কমিশনের দারস্থ প্রার্থীরা

এই মন্তব্যের বিরুদ্ধেই সরব হলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের অধিকাংশ তারকাই শাসক দলের সাহচর্য লাভ করার তাগিদে সরকারের সমালোচনা করা থেকে শতহস্ত দূরে থাকেন। কিন্তু তৃণমূল প্রার্থীর উদ্ভট দাবিতে চুপ থাকতে পারলেন না স্বস্তিকা।

ট্যুইটারে মুনমুনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বেড টি আসতে দেরি হয়েছে বলে মুনমুন কিচ্ছু জানেন না, এটার কি মানে? ভোটের উত্তাপে সবাই উন্মাদ হয়ে গিয়েছে বলে জানান তিনি। এই উন্মাদদের অধীনেই সবাইকে থাকতে হবে বলে আফসোস করেন তিনি।

আরও পড়ুনঃ বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি মমতার

সোমবার সকাল থেকেই উত্তপ্ত হতে থাকে আসানসোলের বিভিন্ন বুথ। রানীগঞ্জ, চিত্তরঞ্জন, বারাবনির একাধিক বুথ থেকে বিরোধী এজেন্ট দের বসতে না দেওয়া এবং বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ আসে। আসানসোলের বিজেপি প্রার্থী বিভিন্ন বুথে গিয়ে তৃণমূল সমর্থকদের প্রবল বাধার সম্মুখীন হন।

কোথাও কোথাও তৃণমূল সমর্থকরা তাকে আটকে রাখার চেষ্টা করে, যাতে তিনি অন্যান্য ভোটকেন্দ্রে যেতে না পারেন। অন্যদিকে তৃণমূলও বাবুলের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তোলে।

আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে পুরুলিয়ায় ভোটের ডিউটি, গরমের বলি রাজ্যের পুলিশ কর্মী

বারাবনির একটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ আসে। অভিযোগ পেয়ে বাবুল ঘটনাস্থলে গেলে বাবুলের গাড়িতে ভাংচুর চালায় তৃণমূল সমর্থকরা। কিন্তু এর মধ্যেও তৃণমূল কংগ্রেস প্রার্থীর কোনও খোঁজ নেই। সকাল গড়িয়ে দুপুর হলেও প্রার্থী মুনমুন সেনের দেখা পাওয়া যায় না।

দুপুরের পর মুনমুনের দেখা পাওয়া গেলে তাকে সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে জানানো হয়। বাবুলের নিগৃহীত হবার ঘটনা জানালে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং এসবের কিছু জানেন না বলে তিনি জানান। উল্টে তিনি জানান, সকালে বেড টি না পেলে তার ঘুম ভাঙে না।

আরও পড়ুনঃ বুধবার বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি, টানা তিনদিন ধরে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা

বেড টি পেতে দেরি হয়ে গিয়েছিল বলে তিনি এসবের খবর রাখেন নি বলে জানান তিনি। উল্টে পরিস্থিতির গুরুত্ব যাচাই না করেই তৃণমূলের নিশ্চিত জয়ের আশা প্রকাশ করেন তিনি।

একটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর এরকম কান্ডজ্ঞানহীন মন্তব্য দেখে প্রশ্ন তুলতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ নাগরিক। আর এই নিয়েই এবার মুনমুনকে কটাক্ষ করলেন স্বস্তিকাও। পাল্টা মুনমুন কি বলেন সেটাই এখন দেখার।

]]>
তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস https://thenewsbangla.com/bangladeshi-actor-ferdous-in-black-list-of-india-after-campaigning-for-tmc/ Tue, 16 Apr 2019 15:09:54 +0000 https://www.thenewsbangla.com/?p=10947 তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক ফিরদৌস, কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। দেখা হল ফিরদৌস এর ভিসার নিয়ম কানুন। ভিসাতে কি আছে তা দেখল কেন্দ্রীয় সরকার এর স্বরাষ্ট্র দফতর। তারপরই ফিরদৌসকে কালো তালিকা ভুক্ত করে ব্যবস্থা নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। তাঁর বাণিজ্য ভিসাও বাতিল করা হল বলেই রাজধানীর রাজনীতি সূত্রে খবর। এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে বিজেপি। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র দফতর ও নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে মুসলিমদের একজোট হবার আহ্বান সিধুর, ভোটবাজারে ধর্মে সুড়সুড়ি

চলচ্চিত্র অভিনেতা হিসেবে দুই বাংলায় জোড়া খ্যাতি রয়েছে ফিরদৌসের। সিনেমার কাজে প্রায়ই আসেন কলকাতায়, কিন্তু একজন বিদেশী হয়ে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ তিনি কিভাবে করতে পারেন, তা নিয়ে গত দুই দিন ধরেই চলছিল বিস্তর বিতর্ক। সমালোচনার মুখে পড়ে শীঘ্রই ফিরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দিল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। আর তারপরেই এই অভিনেতাকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।

আরও পড়ুনঃ চৌকিদারকে চোর বলে ভোটের মুখে সুপ্রিম কোর্টের নোটিশ পেলেন রাহুল

তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা। ভোট প্রচারে বড়সড় চমক তৃণমূলের। রায়গঞ্জে তৃণমূলের ভোট প্রচারে অংশ নিলেন বাংলাদেশের বিখ্যাত নায়ক ফিরদৌস। তৃণমূলের তরফে এটাকে চমক বলা হলেও বিদেশী নাগরিক কিভাবে ভারতের ভোট প্রচারে অংশ নিচ্ছেন, সেই বিষয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিল বিরোধীরা। এবার এই নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে মোদী সরকার। খতিয়ে দেখা হয় বাংলাদেশী নায়ক ফিরদৌস এর ভিসার অনুমতিপত্র। তারপরেই তাঁর বাণিজ্য ভিসা বাতিল করে তাঁকে কালো তালিকাভুক্ত করে সরকার।

আরও পড়ুনঃ সরকারী কর্মীদের বদলির হুমকি দিয়ে ভোটের মধ্যেই বিতর্কে তৃণমূল নেতা

বাংলাদেশের অভিনেতা ফিরদৌস এর প্রচার নিয়ে বিজেপি অভিযোগ জানিয়েছিল রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে। নির্বাচন কমিশন সূত্রে খবর প্রচারের ক্ষেত্রে বিদেশী মানুষ জন এসে প্রচার করলে সে ক্ষেত্রে কোন বিধিনিষেধ নেই নির্বাচন কমিশনের আইনে। এর জন্য কোন আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না কমিশনের কাছে কোন রাজনৈতিক দলের। রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে সূত্রে এমনটাই খবর। তবে, আপাতত বিষয়টা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতেই।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসে টলিউড অভিনেতা অভিনেত্রীদের সাহচর্য আজ নতুন নয়। রাজ্যে পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেস সরকারের সাথে টলিউডের বহু সংখ্যক নায়ক নায়িকা সরকারের কাজে শরিক হয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে দেখা গেছে। আবার প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমন্ত্রিত অতিথি হিসেবে থাকতে দেখা গেছে। কিন্তু এবার বাংলাদেশের নায়ক এলেন তৃণমূলের আমন্ত্রণে। আর এরপরেই শুরু বিতর্ক।

আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

শুধু অনুষ্ঠানে আমন্ত্রণ নয়, একেবারে ভোট প্রচারের ময়দানে এলেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক। নায়ক হিসেবে জনপ্রিয়তা থাকতেই পারে, কিন্তু এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের কোনও দলের হয়ে ভোট প্রচারের বৈধতা কি কোনও বিদেশির রয়েছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। তারপরেই তাঁকে দেশে ফেরার নির্দেশ দিল ভারত সরকার।

আরও পড়ুনঃ কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে নামেন টলিউড তারকা ফিরদৌস, অঙ্কুশ ও পায়েল। তৃণমূল প্রার্থী কানাহাইয়ালাল আগরওয়ালের হয়ে, রায়গঞ্জের হেমতাবাদে এক রোড শোয়ে বাংলাদেশের নায়ক ফিরদৌসকে, করজোড়ে ভোট চাইতেও দেখা যায়। রূপালি পর্দার তারাদের দেখতে উদ্বেল হয়ে ওঠেন মানুষও।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

নায়ক নায়িকাদের ভোটের প্রচারে ব্যবহার করলে তা ভোটবাক্সে অনেকটাই ইতিবাচক ফল দেয়, তা বহুবার প্রমানিত হয়েছে। অন্তত তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিষয়টি প্রতিষ্ঠিত সত্য, কারণ টলিউডের একাধিক প্রথম শ্রেনীর নায়ক নায়িকাকে তৃণমূল বিধানসভা অথবা লোকসভা নির্বাচনে টিকিট দিয়ে আসন দখল করেছে। শতাব্দী রায়, দেবশ্রী রায়, তাপস পাল থেকে চিরঞ্জিত চক্রবর্তী সকলেই রয়েছেন তালিকায়। কিন্তু বিদেশি অভিনেতা এনে ভোট প্রচারের ইতিহাস ভারতে নেই।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আজ রায়গঞ্জে তৃণমূলের আমন্ত্রনে রোড শো করেন বাংলাদেশের বিখ্যাত এই নায়ক। ফিরদৌসের সাথে একই সাথে রোড শোতে ছিলেন টালিগঞ্জের অঙ্কুশ ও পায়েল। টলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করেও জনপ্রিয়তা লাভ করেছেন ফিরদৌস। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে সচেষ্ট তৃণমূল নেতৃত্ব। যার ফলে আপাতত টলিউডে অভিনয় জীবন শেষ অভিনেতা ফিরদৌসের।

আরও পড়ুনঃ খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড়

ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। তারা বলছেন, দেশের মধ্যে কি আর কোনও ফিল্মস্টার পাওয়া গেলো না? সম্প্রতি বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, রায়গঞ্জে বিজেপির জমি তৈরি হচ্ছে। এদিকে কংগ্রেসের তরফে লড়াই করবেন হেভিওয়েট প্রার্থী দীপা দাশমুন্সি।

আরও পড়ুনঃ মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

লড়াই এখানে মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। রায়গঞ্জে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে সংখ্যালঘু ভোট। সেই ভোটেই থাবা বসাতে বাংলাদেশী স্টারকে দিয়ে ভোটের প্রচার করছে তৃণমূল, এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এই নিয়েই এবার খোঁজ খবর শুরু করে কেন্দ্রীয় সরকার এর স্বরাষ্ট্র দফতর। আর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে কালো তালিকা ভুক্ত করে তাঁর বাণিজ্য ভিসা বাতিল করা হল।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচারে ফিরদৌস, মমতার সঙ্গে জামাত জঙ্গি যোগের অভিযোগ রাহুলের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার https://thenewsbangla.com/sc-orders-mamata-banerjee-govt-to-give-20-lakhs-to-bhobishyoter-bhut-as-fine/ Thu, 11 Apr 2019 06:14:58 +0000 https://www.thenewsbangla.com/?p=10584 বারে বারে ভবিষ্যতের ভূতেরা ধাক্কা দিয়ে যাচ্ছে রাজ্য সরকারকে। এর আগেও সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ ছবির প্রদর্শন চালু করাতে বাধ্য হয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল ভবিষ্যতের ভূত বন্ধ করার ক্ষতিপূরণ হিসাবে রাজ্যকে দিতে হবে ২০ লক্ষ টাকা জরিমানা।

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা

ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন কোন ভাবেই বন্ধ করা যাবে না আগেই জানিয়ে দিয়ে ছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়ে এমনই নির্দেশ দিয়ে ছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মত, ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন শুরু হয়ে ছিল রাজ্যের সিনেমা হলগুলোতে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ দিল এতদিন ছবি বন্ধের ক্ষতিপূরণ হিসাবে রাজ্যকে ২০ লক্ষ টাকা দিতে হবে ভবিষ্যতের ভূতকে।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রায় দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ভবিষ্যতের ভূতকে দিয়ে দিতে হবে ক্ষতিপূরণের টাকা। রাজ্য সরকারকে পাঠানো নোটিশে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি কে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

ভবিষ্যতের ভূত ছবিটি ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পরে আচমকা একদিনের মধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। ছবিটি মুক্তির কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলনে পরিচালক বলেছিলেন প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর সিক্যুয়েল একেবারেই নয় এই ছবিটি। এই ছবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়কে ভূতেদের মুখে সংলাপের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আর সম্ভবত তার জন্যই এবার তাঁকে বিপাকে পড়তে হয়েছিল বলে ধারণা।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

১৫ ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পাবার পরে অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ সিনেমাটি ১৬ তারিখেই শহরের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স গুলিতে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবিষয়ে পরিচালক অভিযোগ করেছিলেন,ছবিটি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। তার পরও ছবিটি কী কারণে হল থেকে সরানো হল, তা নিয়ে তাঁকে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরে রিলিজ হওয়ার সিনেমাটি স্যোশাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বিকেলে দর্শকরা ছবিটি দেখতে গেলে তাঁদের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানিয়ে দেন, সিনেমাটি উঠে গিয়েছে। আবার কোথাও কোথাও দর্শকদের শুনতে হয়ে, প্রযুক্তিগত সমস্যার কারণে সিনেমার প্রদর্শন বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, সেন্সর বোর্ড কেন এধরণের সিনেমাকে ছাড়পত্র দিল? আর একবার ফিল্ম সেন্সর বোর্ড ছাড়পত্র দেবার পর কোন অধিকারে পুলিশ ফিল্ম নিয়ে জানতে চায়? অন্য দিকে, ‘ভবিষ্যতের ভূত’ প্রেক্ষাগৃহে ফেরানোর দাবিতে প্রতিবাদ মিছিলে শামিল হন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের মতো বিশিষ্টজন। ছবি প্রদর্শন বন্ধ রাখার প্রতিবাদে সোচ্চার হয় সোশ্যাল মিডিয়াও।

আরও পড়ুনঃ নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী

এদিকে ছবির পরিচালক অনীক দত্ত সংবাদমাধ্যমকে জানান, ছবিটি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। তার পরও ছবিটি কী কারণে হল থেকে সরানো হল, তা নিয়ে তাঁকে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। সুপ্রিম কোর্টের এই নির্দেশে আবারও মুখ পুড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। প্রশ্ন একটাই, কেন মানুষের করের টাকা থেকে মমতা সরকারের ভুল এর গুনাগার দিতে হবে?

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের

]]>
অভিনেতা ও সাংসদ দেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দাবি কবীর সুমনের https://thenewsbangla.com/kabir-suman-alleges-insult-dev-must-apologize-publicly-makers-clarify-their-stand/ Sat, 06 Apr 2019 08:36:55 +0000 https://www.thenewsbangla.com/?p=10162 অভিনেতা ও সাংসদ দেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দাবি কবীর সুমনের। কবীর সুমন একটা ফেসবুক পোস্ট করেন। তাতে তিনি যে তাঁর পরের ছবির প্রযোজক দেব এবং পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের উপর খুব ক্ষিপ্ত তা বুঝিয়ে দেন। দেবের প্রযোজনায় কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে “হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী” নামক এক ছবি। এই ছবিতেই সংগীত পরিচালনা করেছেন কবীর সুমন। আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে দেব এবং এই ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, ছবির সংগীত পরিচালকের সম্বন্ধে বলতে গিয়ে দেব বলেন, “কবীর সুমন কে হ্যান্ডেল করা খুব কঠিন ছিল”। এই মন্তব্যের জন্যেই রেগে গিয়েছেন সুমন।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

তিনি ফেসবুকে এই কথা সরাসরি পোস্ট করে জানান তিনি ভীষণ অপমানিত বোধ করেছেন। এর আগে, অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি “শঙ্কর মুদি”র সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তাই, তিনি তাঁর প্রতিও খুব ক্ষুব্ধ।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

কবীর সুমন জানান, তাকে কোন কাজ দেওয়া হলে, সে সবসময় সেটা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করেন। তবুও তার বিরুদ্ধে এরকম অভিযোগ কেন করেছে দেব, তাই নিয়ে প্রশ্ন করেন সুমন।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

কবীর সুমন জানান, দেবের সঙ্গে এটা তাঁর প্রথম কাজ হলেও, অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। তাহলে, কেন এইরকম অপমান তাকে করা হল, সেই প্রশ্নই বারবার করেছেন সংগীত শিল্পী।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

এদিকে পরিচালক অনিকেত হোয়াটস ক্ষমা চেয়ে নেন সুমনের কাছে, কিন্তু তাতেও বরফ গলেনি। সুমন চান দেব ও অনিকেতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তার কাছ থেকে।

আরও পড়ুনঃ বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে

অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছেন উনি কবীর সুমনের টাকা মেটানোর জন্য যোগাযোগ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু কবীরের সাথে যোগাযোগ করা যায়নি। অনিকেত আরো বলেন, ‘আমি বা দেব কেউই চাইবো না,কোন শিল্পী তার প্রাপ্য থেকে বঞ্চিত হন’।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

চুক্তির কাজ এগোনোর আগেই কবীর সুমনের ফেসবুক পোস্টের জন্য দেব ও অনিকেত বেশ বিব্রত। ওদের কথায় সবটাই সামান্য ভুল বোঝাবুঝি। কিন্তু সুমন সেটাই প্রকাশ্যে এনে লজ্জায় ফেলে দিয়েছেন দুজনকেই।

আরও পড়ুনঃ ৩৬০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান

কবীর সুমন তাঁর বিস্ফোরক মন্তব্যের জন্য, প্রায়ই শিরোনামে থেকেছেন।। কখনও যাদবপুর এলাকার তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে সাপোর্ট করার জন্যে, কখনও আবার আসিফা কে নিয়ে লেখা বিতর্কিত কবিতার জন্যে। এবার দেখার, দেব বা আনিকেত চট্টোপাধ্যায়ের সাথে তার এই বিতর্ক কোথায় গিয়ে থামে। তবে বিতর্কের জেরে নিজের ফেসবুক প্রোফাইল ডি একটিভেট করে দিয়েছেন কবীর সুমন।

আরও পড়ুনঃ ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ https://thenewsbangla.com/acting-with-a-tiger-was-the-best-challenge-of-my-life-rabi-ghosh/ Sat, 30 Mar 2019 07:36:47 +0000 https://www.thenewsbangla.com/?p=3002 অভিনেতা রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার (জন্মঃ- ২৪ নভেম্বর, ১৯৩১-মৃত্যুঃ- ৪ ফেব্রুয়ারি, ১৯৯৭)। ভাবছেন রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার আবার কে? তিনি আপনার আমার সবার প্রিয় রবি ঘোষ। বাংলা সিনেমার অন্যতম সেরা কমেডিয়ান।

Image Source: Google

বাঘের সঙ্গে অভিনয়ঃ
ট্রেন্‌ড বাঘ। পা ছড়িয়ে ঘরের দেওয়াল ঘেঁষে শুয়ে। পাশে বসে ভিজে তোয়ালে বুলোতে হবে তার পিঠে। আর মুখে আদর করার ঢঙে বলে যেতে হবে, ‘উম্মা, উম্মা’। সঙ্গের মহিলা ট্রেনারটি বুঝিয়ে দিয়েছেন, এ বাঘকে বশে আনার এটাই নাকি দস্তুর।

সময়মতো ক্যামেরা চলবে। প্রায় মিনিট দশেক ‘আদর’ চলার মাঝেই বিপত্তি। ‘উম্মা’-র বদলে একবার শুধু ভুলে ‘উমা’ বলে ফেলেছিলেন। তাতেই তেড়েফুঁড়ে উঠে দাঁড়িয়েছিল বাঘটা।

দশ ফুটি তাগড়াই চেহারা। এক থাবায় সাবাড় করে দিতে পারে। করেনি, তবু জীবনের শেষ দিন পর্যন্ত রবি ঘোষ বলতেন, মাদ্রাজি ওই বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ! সৌজন্যে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে।

Image Source: Google

অভিনয়ের জন্য সবঃ
‘হীরক রাজার দেশে’র আউটডোর। ‘পায়ে পড়ি বাঘ মামা’র গানের সঙ্গে সেই বিখ্যাত শট। গুপী আর বাঘা বাঘের ডেরায় ঢুকবে চাবির খোঁজে। তারই ‘টেক’ নেওয়া চলছিল তখনকার মাদ্রাজে। দূর থেকে ট্রেনার লাঠির ঠক ঠক আওয়াজ করে আবার ‘উম্মা উম্মা’ বলতে তবে সে শান্ত হল।

শ্যুটও হল। শেষমেশ এত কনফিডেন্স পেয়ে গিয়েছিলেন যে স্থিরচিত্রীর আবদারে বাঘকে চুমু খাওয়ার ‘পোজ’-ও দিয়েছিলেন রবি ঘোষ। চ্যালেঞ্জ ‘গুপী গাইন বাঘা বাইন’-এও কম ছিল না। উখরি-তে শ্যুট। শিমলার থেকেও উঁচুতে। বেজায় ঠান্ডা। পাঁচতলা একটা স্লোপিং দেখিয়ে সত্যজিত্‌ রায় তাঁর বাঘা-গুপীকে বললেন, “ওখান থেকে ঝাঁপ দিতে পারবে না তোমরা?”

Image Source: Google

চোখের সামনে স্থানীয় লোকজন তরতর করে উঠে যাচ্ছে। ঝপাঝপ ঝাঁপও দিচ্ছে। দেখেশুনে ওঁরাও এককথায় রাজি। কিন্তু চুড়োয় উঠে হাত-পা পেটের মধ্যে ঢুকে যাওয়ার জোগাড়! কনকনে হাওয়া। তার ওপর ক্যামেরা গণ্ডগোল পাকালো। ফলে অপেক্ষা দীর্ঘ হল। বেশ খানিক পরে ঝাঁপ দেওয়ার তলব।

এর পর শোনা যাক রবি ঘোষের মুখেই, “দিলাম ঝাঁপ। সে এক এক্সাইটিং ফিলিং। মনে হল পেঁজা তুলোর ওপর দিয়ে গড়িয়ে এলাম। কিন্তু হাত-পা স্টিফ। মানিকদা বললেন, ‘শিগগির ওদের ভ্যানে তোলো। আর গরম দুধ খাওয়াও।’ সব রেডিই ছিল। গাইড বলল, ‘খবরদার আগুনের কাছে যাবেন না। পা ফেটে যাবে। শুধু পা ঠুকুন। হাত পায়ের সাড় ফিরতে লাগল পাক্কা চব্বিশ ঘণ্টা।”

Image Source: Google

কমিক টাইমিংঃ
পরিচালকরা মনে করেন ভারতবর্ষে রবি ঘোষের থেকে বড় কমিক টাইমিং আর কোনও অ্যাক্টরের না কোনও দিন হয়েছে, না কোনও দিন হবে। সূক্ষ্মতার সঙ্গে রবি ঘোষের অভিনয় যারা দেখেছেন তাঁরা প্রত্যেকেই সেটা স্বীকার করেন। ডিটেলে রবি ঘোষকে অ্যানালাইজ করেছিলেন সত্যজিৎ রায়। তাঁর অনেক ফিল্মেই রবি ঘোষের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

রবি ঘোষ বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। তবে বাংলা চলচ্চিত্রের জগতে তিনি সবচেয়ে পরিচিত তার হাস্যরসাত্মক চরিত্র রূপায়নের জন্য। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তাকে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে। চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ এবং টেলিভিশন তথা ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। সত্যজিৎ রায় পরিচালিত গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে বাঘা চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন।

The News বাংলা

জন্ম ও কৈশোরঃ
তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। ১৯৪৯ সালে তিনি সাউথ সুবর্ধন মেইন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারপাস করে তিনি আশুতোষ কলেজ-এ ভর্তি হন, গ্রাজ্যুয়েশনের জন্য।

১৯৫৩ সাল থেকে ১৯৫৯ পর্যন্ত তিনি বংশাল কোর্টে কাজ করেন। তিনি অভিনেত্রী অনুভা গুপ্তকে বিয়ে করেন। প্রথমা স্ত্রীর মৃত্যুর দশ বছর পর তিনি ২৪শে নভেম্বর, ১৯৮২ সালে বৈশাখী দেবীকে বিয়ে করেন।

The News বাংলা

চলচ্চিত্র জীবনঃ
অরবিন্দ মুখোপাধ্যায় তাঁকে ‘অঙ্গার’ নাটকে অভিনয় করতে দেখেন। ১৯৫৯ সালে তিনি ‘আহবান’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’তে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন।

১৯৬৮ সালে প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায় নির্মিত ‘গুপী গাইন বাঘা বাইন’ চরিত্রে তাঁর অভিনয় চলচ্চিত্র জগতে একটি মাইলফলক। একে একে তিনি ‘অভিযান’ (১৯৬২), ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০), ‘হীরক রাজার দেশে’ (১৯৮০), ‘গুপী বাঘা ফিরে এলো’ (১৯৯১), ‘পদ্মা নদীর মাঝি’ (১৯৯৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেন।

The News বাংলা

তিনি পরিচালনা করেন, নিধি রাম সরদার (১৯৭৬) ও সাধু যুধিষ্ঠীরের কড়চা (১৯৭৪) সিনেমা। তিনি একজন বিখ্যাত থিয়েটার অভিনেতাও বটে। ১৯৭০ সালে তিনি ‘গুপী গাইন বাঘা বাইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত বার্লিন ফিল্ম ফেস্টিভালেও অংশ নেন। তিনি ‘চলাচল’ থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি ৪ঠা ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

হাসির রাজা রবি ঘোষ। আবার ফিরে আসুন বাংলা ফিল্ম জগতে। অন্য ভাবে, অন্য রুপে। মানুষের হাসির খুব অভাব। আবার আপনাকেই দরকার টলিউডে।

]]>
চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায় https://thenewsbangla.com/chinmoy-roy-the-comedian-of-bengali-cinema-passes-away/ Mon, 18 Mar 2019 01:41:01 +0000 https://www.thenewsbangla.com/?p=8658 চলে গেলেন অভিনেতা চিন্ময় রায়। রবিবার রাত সওয়া দশটা নাগাদ সল্টলেকের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। বাংলা সিনেমার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কমেডিয়ান হিসাবে ধরা হয় তাঁকে। তাঁর মৃত্যুর সাথে শেষ হল বাংলা সিনেমার এক অধ্যায়।

তাঁর অভিনীত ছবি গুলোর মধ্যে, ধন্যি মেয়ে, বসন্ত বিলাপ, ননীগোপালের বিয়ে, চারমূর্তি’র মতো ছবিতে তাঁর অভিনয় অমর হয়ে রয়েছে দর্শকের মনে। ‘বসন্ত বিলাপ’ ছবিতে তাঁর সংলাপ ‘একবার বলো উত্তমকুমার!” এখনও আওড়ায় বাঙালি।

গুপি গাইন বাঘা বাইন’-এ তিনি কাজ করেছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে। ওই ছবিতে তাঁর চরিত্রটি ছিল হাল্লার মন্ত্রীর গুপ্তচরের। তবে, যে ছবিটির মুখ্য চরিত্রে তাঁর অভিনয়ের জন্য বাংলা ছবির সমস্ত দর্শকের হৃদয়ে একটি নিজস্ব জায়গা নিয়ে রেখেছেন চিন্ময় রায়, সেটি হল- ‘চারমূর্তি’। ‘টেনিদা’র ভূমিকায় তাঁর অবিস্মরণীয় অভিনয় কমেডি চরিত্রে অভিনয়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে।

স্ত্রী অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায় এর মৃত্যুর পর থেকেই বহুদিন আর কোনও ছবিতে কাজ করছিলেন না তিনি। শারীরিক অসুস্থতা এবং অন্যান্য কারণের জন্য। শেষ ছবিটির কাজ করেন ২০১৩ সালে এক ইন্দো-অস্ট্রেলিয় পরিচালকের সঙ্গে।

গত বছরের জুনে ছাদ থেকে পড়ে গিয়ে ভয়ঙ্করভাবে জখম হয়েছিলেন দীর্ঘদিন ভর্তি ছিলেন হস্পিতালে। হয়েছিলেন তিনি। তারপর থেকেই দীর্ঘদিন নানা অসুস্থতায় ভুগছি। তাঁর মৃত্যুর খবর জানান দীর্ঘদিনের ম্যানেজার প্রসেনজিৎ। তিনি জানান রাত সাড়ে ১০টা নাগাদ মারা গেছেন চিন্ময়দা। ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকেই অসম্ভব শারীরিক কষ্টে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। চিন্ময় রায়ের স্ত্রী গত হয়েছেন অনেকদিন আগে। পরিবারে রয়েছে এক মেয়ে এবং এক ছেলে। মেয়ে থাকেন চেন্নাইতে। তিনি কলকাতায় আসার পরই চিন্ময়বাবুর শেষকৃত্য সম্পন্ন হবে।

]]>