Hollywood – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 02 May 2019 13:25:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Hollywood – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সত্যজিৎ রায় এর স্ক্রিপ্ট চুরি করে ফিল্ম বানিয়ে হলিউডে নাম করেছিলেন স্পীলবার্গ https://thenewsbangla.com/steven-spielberg-steal-satyajit-ray-story-for-et-the-extra-terrestrial-from-the-alien/ Thu, 02 May 2019 12:50:23 +0000 https://www.thenewsbangla.com/?p=12196 ১৯৬০ সালের শেষের দিকে ভারত-আমেরিকার যৌথ উদ্যোগে একটি সিনেমা বানানোর চেষ্টা হয়; পরিচালনায় প্রবাদ প্রতিম সত্যজিৎ রায়। প্রস্তাবিত সিনেমাটি ছিলো একটি সায়েন্স ফিকশন মুভি; নাম ‘দি এলিয়েন‘; সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল মার্লন ব্র্যান্ডো এবং পিটার সেলার্সের।

এই গল্পের স্ক্রিপ্ট লেখা হয়েছিল সত্যজিত রায়ের ‘বঙ্কুবাবুর বন্ধু‘ গল্প অবলম্বনে; সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সত্যজিৎ রায়ের; হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান কলাম্বিয়া পিকচার্স রাজী হয়েছিলো সহ-প্রযোজনা করতে।

আরও পড়ুন অভিনয় জীবনে প্রথমবার রূপান্তরকামীর চরিত্রে অমিতাভ বচ্চন

কিন্তু দুঃখজনক ভাবে এই সিনেমা নিয়ে নোংরা খেলা শুরু হয়ে যায়; সত্যজিতের কাহিনিটি নিয়ে হলিউডের কলম্বিয়া পিকচার্স ‘দি এলিয়েন’ নামে একটি ছবি বানাতে কাজ শুরু করে ৭০ এর দশকে;
হলিউডে সত্যজিৎয়ের প্রতিনিধি ছিল মাইক উইলসন; সে এই গল্পের কপিরাইট চুরি করে বসে।

তারপর সত্যজিৎ রায় হঠাৎ জানতে পারেন যে কাহিনীটির পেটেন্ট করে ফেলা হয়েছে; মাইক স্ক্রিপ্ট রচনায় অবদান না রেখেই নিজেকে সহ-লেখক পরিচয় দিয়ে সেটিকে কপিরাইট করে ফেলেন এবং কপিরাইটের টাকা থেকে সম্পূর্ণরূপে সত্যজিৎকে বঞ্চিত করেন।

আরও পড়ুন স্কুলে ছুটি কত দিনের, নবান্নের ঘোষণায় গোটা বাংলার শিক্ষা জগতে আলোড়ন

এর কিছু পর ১৯৮২ তে স্টিভেন স্পিলবার্গ একটি সিনেমা বানান; যার লেখক হিসাবে উল্লেখ করা হয় মেলিসা ম্যাথিসন কে; আর সিনেমার নাম দেওয়া হয় ‘ইটি দি এক্সট্রা টেরিস্ট্রিয়াল‘ সংক্ষেপে ‘ইটি’; ইউনিভার্সাল পিকচার কর্তৃক মুক্তিপ্রাপ্ত এই মুভিটি ছিল ব্লকবাস্টার হিট এবং টানা দশ বছর ধরে ছিল সর্বকালের সর্বোচ্চ আয় করা মুভি।

সত্যজিৎ রায় দাবি করেন এই সিনেমাটি তাঁরই স্ক্রিপ্ট চুরি করে বানানো; ছবির মূল ধারনাটি আসলে সত্যজিত রায়ের কাহিনি থেকে চুরি করা; সত্যজিৎ রায়ের দাবী অস্বীকার করেছিলেন স্পীলবার্গ; কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ করে যে স্পিলবার্গ সত্য বলেন নি।

স্পিলবার্গ স্বীকার না করলেও সত্যজিতের মৌলিক কাহিনী ‘বঙ্কুবাবুর বন্ধু’ গল্পের আমেরিকান রূপটিই ইটি যেখানে ইটি ছিল মি: আং আর ছেলেটার নাম ছিল হাবা (এলিয়েট), এলিয়েনের মহাকাশযান নামার স্থানটি ক্যালিফর্নিয়ার জঙ্গল না, ছিল বাংলার এক গ্রামের পুকুর পাড়। এমন কি এলিয়েনের আঙুলের সংস্পর্শে ফুল ফোটানোর কথাও সত্যজিতের কাহিনীতে ছিল।

]]>
২০১৯-এ হলিউড কাঁপাতে আসছে যেসব ব্লকবাস্টার ফিল্মস https://thenewsbangla.com/hollywood-blockbuster-films-in-2019-will-come-on-screen-for-you/ Mon, 14 Jan 2019 11:10:41 +0000 https://www.thenewsbangla.com/?p=5587 ২০১৮ ছিল মার্ভেল ও ডিসি কমিকসের হলিউডি মাঠ দখলের লড়াই। বক্স অফিসের হিসাব বলছে, সেই লড়াইয়ে বেশ বড় ব্যবধানেই জয়ী হয়েছে সদ্য প্রয়াত স্ট্যান লির মার্ভেল। অবশ্য বছরের শেষ ভাগে অ্যাকুয়াম্যানের সৌজন্যে ঘুরে দাঁড়িয়েছে ডিসি। চলতি বছরই বোঝা যাবে, আদতে কে শাসন করবে হলিউড! কারণ ২০১৯ সালেও একাধিক ছবি মুক্তি পাচ্ছে এই দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। দুই প্রতিষ্ঠানকে দেখে মনে হচ্ছে, কেউই ‘বিনা যুদ্ধে’ এক ইঞ্চি মাটিও ছাড়তে রাজি নয়।

তবে হলিউড বলতে তো শুধু ডিসি-মার্ভেলকে বোঝায় না। সুপার হিরো ছাড়াও এই রক্তমাংসের পৃথিবীর কিছু গল্পও চিত্রায়িত হচ্ছে রুপালি পর্দায়। চলতি বছর বেশ কয়েকটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমা নতুন নতুন পর্ব নিয়ে দর্শকদের সামনে আসার অপেক্ষায় রয়েছে। দেখা যাবে নিকোল কিডম্যান, রবার্ট ডি নিরোর মতো শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীদের। অন্যদিকে বরাবরের মতোই অ্যানিমেশন ছবিও মুক্তি পাবে সমানতালে।

আরও পড়ুনঃ

যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা

মারা গেলেন হাল্ক-স্পাইডারম্যানের ‘বাবা’

বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

চলুন, দেখে নিই ২০১‍৯ সালে সিনেমা হল কাঁপাতে কোন কোন হলিউডি ফিল্ম আসছে দর্শকদের সামনেঃ—

১. গ্লাস

জানুয়ারি মাসের মাঝামাঝি ছবিটি মুক্তি পাওয়ার কথা। ২০০০ সালের ‘আনব্রেকেবল’ ও ২০১৬ সালের ‘স্প্লিট’ ছবির পটভূমি নিয়ে নতুন এই সিনেমার কাহিনি বোনা হয়েছে। মূল ভূমিকায় অভিনয় করছেন ব্রুস উইলিস ও স্যামুয়েল এল জ্যাকসন। এই দুই জনপ্রিয় অভিনেতাকে পর্দা ভাগাভাগি করতে দেখাটা দর্শকদের ভালো অভিজ্ঞতা উপহার দেবে বলেই আশা চিত্র সমালোচকদের। এরই মধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়ে গেছে। এবার বড় পর্দায় মুক্তির জন্য অপেক্ষা।

২. ডেসট্রয়ার

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নিকোল কিডম্যান আসবেন এই ছবি নিয়ে। এবার গোয়েন্দা পুলিশের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন কিডম্যান। তাই দেখার পালা, এই ছবি দিয়ে ফের আরেকটি অস্কার মনোনয়ন তিনি দখল করতে পারেন কি না।

৩. ভাইস

জানুয়ারি মাসটি যেন শুধুই সুঅভিনেতাদের! নিকোল কিডম্যানের পাশাপাশি পর্দায় আসছেন ক্রিশ্চিয়ান বেল। ‘ভাইস’ ছবিতে যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির ভূমিকায় দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে। ছবির পরিচালক অ্যাডাম ম্যাককে।

৪. দ্য লেগো মুভি টু

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাবে লেগো মুভির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের পাঁচ বছর পর পর্দায় আসছে নতুন সিক্যুয়াল। রসাত্মক ছবিটি দর্শকদের বিনোদন দেবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন

৫. ক্যাপটেন মার্ভেল

মার্চ থেকেই শুরু হবে মার্ভেলের চলতি বছরের অভিযান। শুরুটা করবে ‘ক্যাপটেন মার্ভেল’। চরিত্রায়ণে থাকছেন ব্রি লারসন ও জুড ল। নারী সুপারহিরোরাও যে সিনেমা হল কাঁপাতে পারে, ‘ওয়ান্ডার ওম্যান’ দিয়ে তা আগেই প্রমাণ করেছে ডিসি কমিকস। এবার মার্ভেলের পালা। ছবির পরিচালক হিসেবে আছেন অ্যানা বোডেন।

৬. আস

মার্চ মাসে পর্দায় আসবে ভূত-পেতনিও! জর্ডান পিয়েলের নতুন ছবি ‘আস’। ২০১৭ সালে ‘গেট আউট’ ছবি দিয়ে হরর ফিল্মে নাম লিখিয়েছিলেন জর্ডান। জানা গেছে, এক দম্পতিকে নিয়ে শুরু হবে ছবির গল্প। সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে বিপদে পড়েন তাঁরা। কিছু অপরিচিত ব্যক্তি হয়ে ওঠে ভয়ংকর! বাকিটুকু না হয় পর্দাতেই দেখবেন।

৭. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম

আবার মার্ভেল। এই সিক্যুয়াল আসবে এপ্রিলে। পরিচালনায় থাকছেন অ্যান্থনি রুশো ও জো রুশো। থানোসকে কে মারবে? লাখ টাকার এই প্রশ্নের উত্তর মিলবে ছবিটিতে। আয়রনম্যানের ক্যারিশমা দেখার অপেক্ষাতেও আছেন অনেক ছবিপ্রেমী। থানোসকে ঠেকানোর দায়িত্ব যে তার কাঁধে। গত বছরের ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দৃশ্যায়ন হিসাবে নিলে বলতেই হবে, এ বছরের অন্যতম সেরা আকর্ষণ এই ছবি।

৮. আলাদিন

মে মাসের শেষের দিকে পর্দায় আসবে ডিজনি। যদিও আলাদিনের গল্পে নতুন চমক কিছু নেই। কিন্তু ডিজনির ছবি বলেই আগেই হাল ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। আবার পরিচালনায় আছেন গাই রিচি। সাধারণ গল্পকেও অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা আছে এই ব্যক্তির। সুতরাং, আশায় বুক বাঁধতেই পারেন।

৯. টয় স্টোরি ফোর

জুনে মুক্তি পাবে পিক্সারের এই ছবি। আগের পর্বগুলোর কোনোটিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েনি। সেই হিসাবে ‘টয় স্টোরি’ ফ্র্যাঞ্চাইজির ট্র্যাক রেকর্ড বেশ ভালো। ছবিটির ট্রেলার এরই মধ্যে আলোড়ন তুলেছে। ছবির পরিচালনায় থাকছেন জশ কুলি।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

১০. লায়ন কিং

জুলাইয়ের ১৯ তারিখ ডিজনির এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ডিসি ও মার্ভেলের পাশাপাশি হলিউড দখলের দৌড়ে আছে ডিজনিও। তবে হ্যাঁ, এটি কিন্তু রিমেক। সুতরাং, আগের অ্যানিমেশন দেখে সাধ না মিটলে যেতেই পারেন প্রেক্ষাগৃহে।

১১. ওয়ানস আপন আ টাইম ইন হলিউড

জুলাই মাসের মাঝামাঝি মুক্তি পেতে পারে কুয়েন্টিন টারানটিনোর নতুন এই ছবি। ১৯৬০-এর দশকে ফিরিয়ে নিয়ে যাবে ছবিটি। একটি পরিবারে ঘটে যাওয়া খুনের ঘটনা নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। দেখা যাবে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও ব্র্যাড পিট—দুজনকেই। একে বিখ্যাত পরিচালক, অন্যদিকে দুই শক্তিমান অভিনেতা। ধারণা করা হচ্ছে, ২০১৯-এর জুলাই মাসটি জমিয়ে দেবে এই ছবি।

১২. এক্স-ম্যান

সব সুপারহিরোরাই যখন চলে আসছে, এক্স-ম্যান আর বাদ থাকবে কেন? একটি নয়, দু-দুটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবে এই ফ্র্যাঞ্চাইজি। দুই ছবির একটির নাম ‘ডার্ক ফিনিক্স’। জুনের প্রথম সপ্তাহে এর মুক্তি পাওয়ার কথা। ‘দ্য নিউ মিউটেন্টস’ নামের অন্য ছবিটি মুক্তি পাবে আগস্টে। গত বছরই এই ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু কিছু দৃশ্য ফের চিত্রায়ণের প্রয়োজন হওয়ায়, পিছিয়ে যায় মুক্তির তারিখ।

১৩. স্পাইডারম্যান: ফার ফ্রম হোম

নতুন স্পাইডারম্যান হিসেবে এরই মধ্যে হিট হয়েছেন টম হল্যান্ড। কম বয়সী এই স্পাইডারম্যান শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছিলেন। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিতে তাঁর মৃত্যু অনেক ভক্তের মধ্যে হাহাকার তুলেছিল। অবশ্য নতুন ছবির ট্রেলার তা দূর করে দিয়েছে। বোঝাই যাচ্ছে, ফের পর্দা কাঁপাতে আসছেন মাকড়সা-মানব। এই ছবি মুক্তি পাবে জুলাইয়ে।

১৪. ইট: চ্যাপ্টার টু

সেপ্টেম্বরে আসবে ‘ইট’ ছবির এই নতুন পর্ব। স্টিফেন কিংয়ের গল্পে তৈরি এই ছবির আগের পর্ব অনেক দর্শককে ভয় পাইয়েছে। এবার নতুন করে ভয় দেখানোর পালা। ছবির গল্পে দেখা যাবে ২০ বছর পরের কাহিনি।

১৫. জোকার

টড ফিলিপসের পরিচালনায় অক্টোবরে মুক্তি পাবে ‘জোকার’। কমিক চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবির গল্প। চরিত্রাভিনেতা হিসেবে থাকবেন জোয়াকিন ফিনিক্স, রবার্ট ডি নিরো প্রমুখ। ছবির গল্পে দেখা যাবে, কমেডিয়ান হতে গিয়ে ব্যর্থ হোন জোয়াকিন ফিনিক্স। এরপরই বনে যান খুনি। থ্রিলার ঘরানার এই ছবি অ্যাড্রেনালিনের ক্ষরণ বাড়াবে বলেই মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।

এতেই কিন্তু শেষ নয়। তালিকায় আরও অনেক ছবি আছে। আসছে ডিসেম্বরে মুক্তি পাবে স্টার ওয়ারসের পরবর্তী পর্ব। মে মাসে মুক্তি পাওয়ার কথা আছে ‘জন উইক: চ্যাপ্টার থ্রি’। একই মাসে পর্দায় আসতে পারে ‘গডজিলা: কিং অব দ্য মনস্টারস’। অর্থাৎ বলাই যায়, ২০১৯ সাল হতে চলেছে জমজমাট। এবার শুধু চাক্ষুষ করার অপেক্ষা।

আরও পড়ুনঃ

‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

রোগীর জীবন বাঁচাতে অস্ত্রোপচার করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন ডাক্তার

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা https://thenewsbangla.com/hollywood-actress-married-to-save-herself-from-sexual-harassment-from-industry/ Fri, 14 Dec 2018 18:48:27 +0000 https://www.thenewsbangla.com/?p=4207 The News বাংলাঃ তাঁর কম বয়সে বিয়ে করা নিয়ে একসময় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। ‘হট’ নিকোল কিডম্যান কেন এত তাড়াতাড়ি বিয়ে করছেন প্রশ্ন তুলেছিলেন অনেক পুরুষ। সেই নিকোল কিডম্যান বললেন, হলিউডে যৌন হেনস্তা থেকে বাঁচতেই সাত তাড়াতাড়ি বিয়ে করেছিলেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে।

যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা/Image Source: Google
যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা/Image Source: Google

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান বলেছেন, হলিউডে যৌন হেনস্তা থেকে সুরক্ষা পেতেই বিখ্যাত তারকা টম ক্রুজকে বিয়ে করেছিলেন। নিকোলের যখন ২২ বয়স বয়স, তখন ক্রুজকে বিয়ে করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের কথা বলতে গিয়ে ওই মন্তব্য করেন নিকোল কিডম্যান। বলেন, তিনি এখন উপলব্ধি করছেন যে, ওই সময় তাঁর সুপারস্টার স্বামী থাকায় হলিউডের অন্ধকার দিক থেকে সুরক্ষা পেয়েছিলেন তিনি।

যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা/Image Source: Google
যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা/Image Source: Google

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান বলেছেন, টম ক্রুজের স্ত্রী হওয়ায় তিনি বিশেষ ধরনের সুরক্ষা পেয়েছিলেন, আর তা যৌন হয়রানি করতে অন্যদের নিরুৎসাহিত করেছিল। ‘খুব অল্প বয়সে বিয়ে করি, কিন্তু এটা নিশ্চিত যে ক্ষমতার জন্য তা করিনি, এটা ছিল সুরক্ষা’, কিডম্যানের ব্যাখ্যা।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

‘ভালোবাসার জন্য বিয়ে করেছি, কিন্তু খুব ক্ষমতাবান একজনের সঙ্গে বিয়ে যৌন হয়রানি থেকে রক্ষা করেছিল। আমি কাজ করতে চেয়েছি, কিন্তু তখনও খুব গোটানো স্বভাবের ছিলাম’, বলেন কিডম্যান।

যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা/Image Source: Google
যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা/Image Source: Google

১৯৯০ সালে মেগাতারকা টম ক্রুজকে বিয়ে করেন নিকোল কিডম্যান। ২০০১ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৬ সালে তিনি ফের বিয়ে করেন কিথ আরবানকে। ৫১ বছর বয়সী নিকোল কিডম্যানকে তাঁর প্রাক্তন স্বামী টম ক্রুজকে নিয়ে সচরাচর কথা বলতে দেখা যায় না।

আরও পড়ুনঃ দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?

টম ক্রুজ ও নিকোল কিডম্যান দম্পতির দুই সন্তান আছে। তাঁরা হলেন কোন্নোর ক্রুজ ও ইসাবেলা জেইন ক্রুজ। বর্তমান স্বামী কিথ আরবানের ঘরেও তাঁর দুই সন্তান আছে, সানডে রোজ কিডম্যান আরবান ও ফেইথ মার্গারেট কিডম্যান আরবান।

যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা/Image Source: Google
যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা/Image Source: Google

নব্বইয়ের দশকে টম ক্রুজের সাথে যখন অভিনেত্রী নিকল কিডম্যানের স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল, তখন ইসাবেলাকে দত্তক নিয়েছিলেন তারা। আর নিজের পালিত সেই মেয়ে ইসাবেলা ক্রুজের গোপন বিয়েতে আমন্ত্রণই পাননি হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। ইসাবেলা ও তাঁর স্বামী ম্যাক্সই চাইনি যে তাদের এই গোপন বিয়েতে কজন কাছের বন্ধু-বান্ধব ছাড়া আর কেউ উপস্থিত থাকুক।

]]>
মারা গেলেন হাল্ক-স্পাইডারম্যানের ‘বাবা’ https://thenewsbangla.com/father-of-iron-man-spiderman-black-panther-hulk-died/ Tue, 13 Nov 2018 04:12:51 +0000 https://www.thenewsbangla.com/?p=2269 The News বাংলা, নিউইয়র্ক: মারা গেলেন আয়রনম্যান, স্পাইডারম্যান, ব্ল্যাকপ্যানথার, হাল্ক এর ‘বাবা’। সোমবার তাঁর মৃত্যু হয়। তিনি স্ট্যান লি, কমিকস জগতের অন্যতম সেরা সৃষ্টিকর্তা বলা হয় তাঁকে।

কালজয়ী সব কমিকসের স্রষ্টা বলতে গেলেই বোধ হয় স্ট্যান লি কথাটা আগে মনে আসবে। তার সকল সৃষ্টি মানুষের মনে জায়গা করে নিয়েছে খুব সহজেই। আজও কমিকসের কথা বললে মানুষের মুখে চলে আসে আয়রনম্যান, স্পাইডারম্যান, ব্ল্যাকপ্যানথার, হাল্ক ইত্যাদি। আর এই সবাই তাঁর হাতেই তৈরি।

Image Source: Google

তবে এমন কমিকস, আর তিনি ভক্তদের উপহার দিতে পারবেন না। কেননা মার্ভেল কমিকসের স্রষ্টা, স্ট্যান লি চলে গেছেন আর না ফেরার দেশে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার কন্যা জেসি। বিশ্বকে কাঁদিয়ে মার্ভেল কমিকসের প্রধান সম্পাদক, বহু কার্টুনের সৃষ্টিকর্তা স্ট্যান লি আর নেই।

আরও পড়ুন: ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

সোমবার শিকাগোর শিনাই মেডিক্যাল সেন্টারে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বিগত বেশ কয়েক বছর ধরেই কঠিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। চোখের দৃষ্টি প্রায় চলে গিয়েছিল।

Image Source: Google

১৯৬০ সাল থেকে মার্ভেল কমিকস লেখা শুরু হয় স্ট্যান লির। শুধু লেখাই নয়, প্রচ্ছদ থেকে তার খুঁটিনাটি, সবটাই প্রায় নিজে হাতে করতেন প্রবাদপ্রতীম ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটি।

আরও পড়ুন: মহাকাশ লড়াইয়েও ভারতের কাছে হারছে পাকিস্তান

ফিকশনই নয়, বাস্তবের নানা ঘটনাও স্ট্যান লি রচিত নানা কমিকসে উঠে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভিয়েতনাম যুদ্ধ। ১৯৭২ এর পর থেকে কমিকসের কাহিনি, বইয়ের পাতা থেকে উঠে আসে টিভির পর্দায়। টিভি কমিকসের জনপ্রিয়তা বাড়ে ক্রমশ। সেই সঙ্গে বাড়ে স্ট্যান লির কদর।

Image Source: Google

এই সময় থেকে প্রায় মিথে পরিণত হয়েছিলেন লি। তবে সেখানেই থেমে যাওয়া নয়, বর্তমানের থেকে কমিকসকে কীভাবে আরও মানুষের মনের মত করা যায় তার চিন্তা করতেন তিনি। তাই, একের পর এক সুপারহিরোর সৃষ্টি তাঁর হাত ধরে।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

১৯২২ সালে নিউইয়র্ক শহরের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম হয় স্ট্যান লির। বাবা জ্যাক লিয়েবার ছিলেন দর্জি। ছোটবেলার বিভিন্ন স্বপ্নই, বড় হয়ে একের পর এক সফল কমিকস চরিত্র হয়ে বেরোয় তাঁর হাত ধরে। দর্জির ছেলে নাম লেখান, পৃথিবীর অন্যতম সফল ব্যক্তিদের তালিকায়।

Image Source: Google

মার্ভেল ওয়ার্ল্ডওয়াইড ইনকরপোরেটেড বা সংক্ষেপে মার্ভেল কমিকস হল যুক্তরাষ্টের অন্যতম বৃহৎ কমিক্স প্রকাশনা প্রতিষ্ঠান। ২০০৯ সালে ওয়াল্ট ডিজনি কোম্পানি ৪.২৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে স্ট্যান লির মার্ভেল ওয়ার্ডওয়াইড কোম্পানির নিয়ন্ত্রনকারী কোম্পানি কিনে নেয়।

আরও পড়ুন: রহস্যভেদ করতে সূর্যের সবচেয়ে কাছে ‘পার্কার সোলার প্রোব’

মার্ভেল কমিকস মূলত এর বিখ্যাত অনিমানবীয় চরিত্র স্পাইডারম্যান, এক্স ম্যান, ফ্যান্টাস্টিক ফোর, আয়রনম্যান, দা হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, এবং ডেয়ারডেভিল ইত্যাদি চরিত্রের জন্য।

মার্ভেল কমিকসের অতিমানবীয় চরিত্রগুলো মূলত মারভেল ইউনিভার্সের নামে পরিচালিত হয়। এই চরিত্রগুলো বাস্তব জীবনের শহর যেমন নিউইয়র্ক, লস এঞ্জেলস এবং শিকাগোকে কেন্দ্র করে পরিচালিত হয়।

আরও পড়ুন: ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ তুমি কার ?

মার্ভেল কমিকসকে ভিত্তি করে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা হয়েছে যেখানে এর জনপ্রিয় কমিকস চরিত্রগুলো নিয়ে চলচিত্র নির্মিত হচ্ছে। ২০০৯ সালে ওয়াল্ট ডিজনি এই কোম্পানি কিনে নেয়।

Image Source: Google

স্ট্যান লির মৃত্যুর সঙ্গে সঙ্গে থেমে গেল নতুন কোন সুপারহিরোর জন্ম হওয়া। পৃথিবীর সব শিশুই হারাল তাদের পছন্দের নায়কদের সৃষ্টিকর্তাকে।

]]>