Employment News – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 24 Jun 2022 04:40:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Employment News – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলা বেহাল, বাম জামানাতেও বেআইনি নিয়োগ, দুর্নীতির দায়ে চাকরি গেল ৬১৪ জনের https://thenewsbangla.com/bengal-corruption-left-front-recruitment-scam-614-people-lost-govt-jobs-sat-order/ Fri, 24 Jun 2022 04:38:42 +0000 https://www.thenewsbangla.com/?p=15700 বাংলা বেহাল, বাম জামানাতেও বেআইনি নিয়োগ; দুর্নীতির দায়ে চাকরি গেল ৬১৪ জনের। এসএসসিতে নিয়োগ নিয়ে দুর্নীতি কাণ্ডে; সরগরম গোটা রাজ্য। ইতিমধ্যেই এই মামলায়; চাকরি গিয়েছে বেশ কয়েকজনের। এসএসসি ছাড়াও টেট দূর্নিতি কাণ্ডে চাকরি খোয়াতে হয়েছে; আরও ২৬৯ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে। চাকরি নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, এই ধরনের নানা অভিযোগ উঠছে; সেই সময় নতুন করে চাকরি খোয়ালেন ৬১৪ জন। আর এদের সবার নিয়োগ হয়েছিল বাম আমলে।

তৃণমূল আমলে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে, হইচইয়ের মধ্যেই এবার; বাম জমানার সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে। বেআইনি নিয়োগের অভিযোগে, ৬১৪ জন সরকারি কর্মীকে; বরখাস্ত করার নির্দেশ দিল স্যাট। তাদের এইভাবে চাকরি থেকে বরখাস্ত করার পরিপ্রেক্ষিতে, একপ্রকার প্রমাণ হল; বাম জামানাতেও চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে।

আরও পড়ুনঃ অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই

সিপিএম আমলে খাদ্য দফতরে ইন্টারভিউয়ের নামে প্রহসন করে; ‘গ্রুপ ডি’ পদে ৬১৪ জনকে নিয়োগ করেছিল। এই মামলায় হাইকোর্টও একটি পর্যবেক্ষণে জানিয়েছিল; এখানে নিয়োগের নামে প্রহসন হয়। কলকাতা হাইকোর্টের ওই পর্যবেক্ষণকে ভিত্তি করেই; স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তথা স্যাট রায় দিয়েছে; ২০১০ সালে নিয়ম ভেঙে যে ৬১৪ জনকে নিয়োগ করা হয়েছিল, তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

আরও পড়ুনঃ মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই একের পর এক বিল মমতার

বরখাস্ত করার জন্য, ৮ সপ্তাহের সময়সীমাও; বেঁধে দিয়েছে স্যাট। যে সিলেকশন বোর্ড এই ৬১৪ জনকে বাছাই করেছিল; তার সদস্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে বলেছে স্যাট। ২০০৮ সালে ‘গ্রুপ ডি’ পদে নিয়োগের জন্য; রাজ্য খাদ্য দফতর বিজ্ঞপ্তি জারি করেছিল। লক্ষাধিক আবেদন জমা পড়ে; ২০১০ সালে ৬১৪ জনকে নিয়োগ করা হয়। এই নিয়োগের বিরুদ্ধে, প্রথমে হাইকোর্টে; ও পরে ২০১২ সালে স্যাটে মামলা হয়েছিল।

স্যাট মামলাটিকে ফের হাইকোর্টে পাঠায়। ২০১৬ সালে হাইকোর্টে তৎকালীন বিচারপতি নিশীথা মাত্রের বেঞ্চ পর্যবেক্ষণ দেয়; একদিনে ৮০০ জনের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা একটা প্রহসন ছাড়া কিছুই নয়। হাইকোর্ট মামলাটি আবার স্যাটে ফেরত পাঠায়। এবার যুগান্তকারী রায় দিল স্যাট।

]]>
অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই https://thenewsbangla.com/agniveer-scheme-agnipath-recruitment-2022-eligibility-criteria-age-limit/ Fri, 24 Jun 2022 04:09:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15697 অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন; ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। কোন পদে কী যোগ্যতা লাগবে জেনে নিন এখনই। সেনায় জওয়ান নিয়োগের জন্য, এই বছরেই অগ্নিপথ প্রকল্পের কথা; ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তা নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে; তারমধ্যেই নিয়োগ নিয়ে বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্র এবং ভারতীয় সেনার তরফে। এবার শুরুও হয়ে গেল; অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া। অগ্নিবীর পদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ইতিমধ্যেই জেনে গেছে সবাই; এবার দেখে নিন এই পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে।

বিভিন্ন পদে ও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে; নিয়োগ হবে সেনার তিন বাহিনীতেই। বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া; তবে সব বাহিনীর ক্ষেত্রেই নিয়ম একই। দেখে নিন এখনই।

আরও পড়ুনঃ বেমালুম উধাও হয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে ইঞ্জেকশন দেওয়া নার্স রাজদুলারী টিকু

অগ্নিবীর (জেনারেল ডিউটি, অন আর্মস);
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে, দশম শ্রেণি বা তার সমকক্ষ; কোনও পরীক্ষা পাশ করে থাকতে হবে। তার সঙ্গেই প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর; পেয়ে থাকতে হবে। যে বোর্ডে গ্রেড সিস্টেম রয়েছে, তার ক্ষেত্রে প্রতি বিষয়ে; অন্তত ডি-গ্রেড (৩৩%-৪০%) পেতে হবে। অথবা এমন কোনও গ্রেড পেতে হবে; যা আদতে ৩৩% শতাংশ নম্বর বোঝায়। এছাড়া সব মিলিয়ে সি২ গ্রেড অথবা ৪৫% নম্বর বোঝায় এমন গ্রেড পেতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস):
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক থাকতে হবে। ওই তিনটি বিষয় এবং ইংরেজিতে আলাদা করে; অন্তত ৪০% নম্বর থাকতে হবে। এছাড়া সামগ্রিক ভাবে মোট ৫০% নম্বর থাকতে হবে।

অথবা
কেন্দ্র বা রাজ্য স্বীকৃত যেকোনও বোর্ড থেকে; ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের NIOS এবং ITI কোর্স করা থাকবে হবে; যেখানে NSQF লেভেল ৪ বা তার উপরে থাকতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, এভিয়েশেন অ্যান্ড অ্যামুনিশন সেন্টার)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: উপরে উল্লিখিত অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস) পদের মতোই।

অগ্নিবীর ক্লার্ক/স্টোরকিপার (টেকনিক্যাল, অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয় নিয়ে (কলা, বিজ্ঞান বা কমার্স) ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মোট ৬০% নম্বর এবং প্রতিটি বিষয়ে; অন্তত ৫০% নম্বর থাকতে হবে। দ্বাদশ স্তরের পরীক্ষায় ইংরেজি এবং অঙ্ক অথবা অ্যাকাউন্টেসি অথবা বুক কিপিংয়ে; অন্তত ৫০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

বয়সসীমায় বিশেষ ছাড়; শুধুমাত্র এই বছরের নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায়; বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ২১ বছর থেকে বাড়িয়ে তা ২৩ বছর করা হয়েছে।

]]>
পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা, ‘মামলার আ’শঙ্কা’ https://thenewsbangla.com/psc-recruitment-published-names-list-psc-appointed-two-thousand-posts-fear-of-court-case/ Thu, 16 Jun 2022 05:29:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15488 পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা; তবে ফের’মামলার আ’শঙ্কা’। রাজ্যে প্রচুর কর্মসংস্থান হল। দুহাজার পদে কর্মী নিয়োগ করল PSC; ইতিমধ্যেই প্রকাশিত সেই নামের তালিকা। আগামী ৩ সপ্তাহের মধ্যেই, রিজিওনাল বিভাগগুলোতে আরও সাড়ে চার হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য; চূড়ান্ত তালিকা দেবে পাবলিক সার্ভিস কমিশন। সবমিলিয়ে রাজ্যে প্রায় সাড়ে ৭ হাজার যুবক-যুবতী; চাকরি পেতে চলেছেন। বর্তমান পরিস্থিতিতে যা স্বাভাবিকভাবেই খুশির খবর; তবে ফের মামলার আশঙ্কা করছেন অনেক চাকুরীপ্রার্থীই।

পিএসসি নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল; ৩ বছর আগে ২০১৯ সালে। মোট শূন্যপদ ছিল ৭ হাজারের বেশি। পরীক্ষা নেওয়া হয় ২০২০ সালে। তিন দফায় পরীক্ষা হয়। প্রিলিমিনারি, মেইনসের পর ছিল কম্পিউটার টেস্ট। রাজ্য সেক্রেটারিয়েট ও ডিরেক্টরেটে; দু-হাজারের বেশি নিয়োগের তালিকা প্রকাশিত হয়েছে বুধবার। রাজ্যে একাধিক দফতরে প্রচুর নিয়োগ শুরু করল পিএসসি। রাজ্যের ৩০টি দফতরে ক্লারিক্যাল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুনঃ “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব, হাত পা ভা’ঙব”

প্রাথমিক পর্বে সেক্রেটারিয়েট ও ডিরেক্টরেটে; দু-হাজারের বেশি নিয়োগের তালিকা প্রকাশিত হয়েছে বুধবার। আরও প্রায় ৫ হাজারের তালিকা; আগামী ২১ দিনের মধ্যে প্রকাশিত হবে। এর মধ্যে বিধানসভায় ৩৬ জন; কর্মিবর্গ ও প্রশাসনিক দফতরে ৬০৭ জন; পূর্ত দফতরে ৬৫৫ জন; স্বাস্থ্যে ১৫৬ জন; শ্রমে ৮০ জন; উচ্চশিক্ষায় ১০৬ জন নিযুক্ত হবেন।

আরও পড়ুনঃ চাকরি ছাঁটাইয়ের পর এবার গ’ণপি’টুনি, বাংলার প্রাথমিক শিক্ষকদের একি হাল

নিয়োগ হয়েছে সুন্দরবন উন্নয়ন; নারী ও শিশু কল্যাণ; অনগ্রসর শ্রেণি; সমবায়; পঞ্চায়েত দফতর; জনস্বাস্থ্য কারিগরি; বিদ্যুৎ; পরিবহণ; যুব ও ক্রীড়া; জনশিক্ষা প্রসার; কারিগরি শিক্ষা দফতরেও। বুধবার প্রকাশিত তালিকায় শুধু; সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরেটে নিযুক্ত প্রার্থীদের নাম রয়েছে।

স্বাভাবিকভাবেই এই বিপুল নিয়োগে; খুশি চাকরিপ্রার্থীরা। তবে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। যেভাবে রাজ্যে একের পর এক চাকরির নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে; হাইকোর্টে মামলা হচ্ছে; নিয়োগ আটকে যাচ্ছে, নিয়োগ বাতিল হচ্ছে, তাই নিয়ে উদ্বেগে চাকরিপ্রার্থীরা। “শেষ পর্যন্ত এই চাকরি করতে পারব তো”; আশঙ্কায় তাঁরাও যাদের নাম নিয়োগ তালিকায় উঠেছে। তবে পিএসসি-র তরফে চাকরিপ্রার্থী-দের আশ্বস্ত করে, পরিস্কার জানানো হয়েছে; “এবারের এই নিয়োগে; কোথাও কোন অস্বচ্ছতা নেই”।

]]>
দেশ জুড়ে স্টেট ব্যাঙ্কে ২০০০ প্রবেশনারি অফিসার পদে নিয়োগ https://thenewsbangla.com/state-bank-of-india-probationary-officers-recruitment-of-2000-posts/ Tue, 02 Apr 2019 08:56:57 +0000 https://www.thenewsbangla.com/?p=9739 স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ২০০০ প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/PO/2019-20/01. অনলাইন আবেদন করতে হবে। দেখে নিন যোগ্যতা। এই যোগ্যতা থাকলে যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস:
২০০০ (অসংরক্ষিত ৮১০, তপশিলি জাতি ৩০০, তপশিলি উপজাতি ১৫০, ওবিসি ৫৪০, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিকে থেকে দুর্বলতর শ্রেণি ২০০)। এইসবের মধ্যে ২০টি এলডি, ২০টি দৃষ্টি প্রতিবন্ধী, ২০টি শ্রবণ প্রতিবন্ধী ও ২০টি ডিঅ্যান্ডই-এর জন্য সংরক্ষিত।

যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় স্নাতক বা সমতুল। অন্তিম বছরের ছাত্রছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে।

বয়সসীমা:
১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ এপ্রিল ১৯৮৯ থেকে ১ এপ্রিল ১৯৯৮)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি:
প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৩৫ নম্বর) ও রিজনিং এবিলিটি (৩৫ নম্বর)।

মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা। লেখা পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা মেইন পরীক্ষা দিতে পারবেন। মেইন পরীক্ষায় থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫ নম্বর), জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৪০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫ নম্বর)।

মোট ১৫৫ নম্বরের পরীক্ষা, সময় ৩ ঘণ্টা। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা দুই ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং থাকবে। সবশেষে ২০০ নম্বরের গ্রুপ এক্সারসাইজ এবং ৩০ নম্বরের ইন্টারভিউ।

প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষাকেন্দ্র:
স্টেট কোড ৪৪: পশ্চিমবঙ্গ: আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি।

স্টেট কোড ৪১: ত্রিপুরা: আগরতলা।
স্টেট কোড ৩৮: সিকিম: গ্যাংটক।
স্টেট কোড ৪২: উত্তর প্রদেশ: আগ্রা, আলিগড়, এলাহাবাদ, বরেলি, বুলন্দশহর, ফরিজাবাদ, গোন্ডা, গোরক্ষপুর, ঝাঁসি, কানপুর, লক্ষ্ণৌ, মথুরা, মিরাট, মোরাদাবাদ, মজফফরনগর, বারাণসী।

স্টেট কোড ৩৪: ওড়িশা: আঙ্গুল, বালাসোর, বারগড়, বারিপাদা, বেরহ্যামপুর (গঞ্জাম), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, ঝাড়সুগুড়া, রৌরকেল্লা, সম্বলপুর।

স্টেট কোড ১৫: বিহার: আরা, ঔরঙ্গবাদ, বিহার শরিফ, ভাগলপুর, দ্বারভাঙ্গা, গয়া, মজফরপুর, পাটনা, পূর্ণিয়া, সমস্তিপুর, সিয়ান।

স্টেট কোড ১৪: অসম: ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, কোকরাঝাড়, শিলচর, তেজপুর।

প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্র ও মেইন পরীক্ষার পরীক্ষাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

বেতন:
মূল বেতনক্রম ২৩৭০০-৪২০২০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফি:
৭৫০ টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১২৫ টাকা দিতে হবে। ডেবিট বার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি:
http://bank.sbi/careers অথবা http://www.sbi.co.in/careers লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে।

সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে। ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে।

ছবি ও স্বাক্ষর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করতে হবে। স্ক্যানার রেজলিউশন দরকার অন্তত ২০০ ডিপিআই। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবাসইটে।

গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ২২ এপ্রিল ২০১৯ পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার জন্য কললেটার ডাউনলোড করা যাবে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৮, ৯, ১৫ ও ১৬ জুন ২০১৯ তারিখে। প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বের হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে।

মেইন পরীক্ষার জন্য কললেটার ডাউনলোড করা যাবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে। মেইন পরীক্ষার তারিখ ২০ জুলাই ২০১৯। মেইন পরীক্ষার রেজাল্ট বের হবে আগস্টের তৃতীয় সপ্তাহে। গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউয়ের জন্য কললেটার ডাউনলোড করা যাবে আগস্টের চতুর্থ সপ্তাহে।

গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ হবে সেপ্টেম্বরে। ফাইনাল রেজাল্ট বের হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। তপশিলি জাতি/ উপজাতি ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য প্রি-এগজামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, প্রি-এগজামিনেশন ট্রেনিংয়ের কললেটার ডাউনলোড করা যাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। প্রি-এগজামিনেশন ট্রেনিং হবে মে মাসের চতুর্থ সপ্তাহে।

]]>
যোগীর রাজ্যে এলাহাবাদ হাইকোর্টে ৩৪৯৫ জন নিয়োগ https://thenewsbangla.com/in-the-state-of-yogi-allahabad-high-court-will-recruit-3495-parmanent-staff/ Sat, 17 Nov 2018 18:18:13 +0000 https://www.thenewsbangla.com/?p=2602 The News বাংলা, এলাহাবাদঃ এলাহাবাদ হাইকোর্টে ৩৪৯৫ জন নিয়োগ করা হবে। গোটা দেশ থেকেই আবেদন করা যাবে।

একনজরে দেখে নিন কি কি পোস্টে লোক নেবেঃ

১। স্টেনো গ্রেড-থ্রি ৪১২ জন (পোস্ট কোড ০১ বিজ্ঞপ্তি নম্বর 02/Sub. Court/Stenographer/2018), ২। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (তুলনীয় নানা পদের জন্য, পোস্ট কোড ০২ বিজ্ঞপ্তি নম্বর 02/Sub. Court/Category ‘C’/Clerical Cadre/ 2018), ও ৩। পেইড অ্যাপ্রেন্টিস ১৪৮৪ জন, ৪। ড্রাইভার ৪০ জন (পোস্ট কোড ০৩ বিজ্ঞপ্তি নম্বর 02/Sub. Court/Drivers (Driver Category ‘C’/Grade-IV)/ 2018)

এছাড়াও ১. টিউবওয়েল অপারেটর-কাম-ইলেক্ট্রিশিয়ান, ২. প্রসেস সার্ভার, ৩. আর্দালি/ পিওন/ অফিস পিওন/ ফারাশ, ৪. চৌকিদার/ ওয়াটারম্যান/ সুইপার/ মালি/ কুলি/ লিফটম্যান/ ভিস্তি, ৫. সুইপার-কাম-ফারাশ পদে ১৫৫৯ জন (পোস্ট কোড ০৪ বিজ্ঞপ্তি নম্বর 02/Sub. Court/Group ‘D’/2018 কর্মী নিয়োগ করবে এলাহাবাদ হাইকোর্ট।

পোস্ট কোড ০৪ ‘ডি’ ক্যাডারের পদ, বাকি সব পদই ‘সি’ ক্যাডারের। নিচের মতো যোগ্যতার প্রার্থীরা ১ জুলাই ২০১৭-র হিসাবে ১৮-৪০ বছর বয়স হলে আবেদন করতে পারে। সংরক্ষণের সুবিধা পাবেন কেবল উত্তরপ্রদেশের প্রার্থীরা। সব পদেরই মূল বেতন ৫২০০-২০২০০ টাকা, সঙ্গে গ্রেড পে পোস্ট কোড ০১-এর জন্য ২৮০০ টাকা, ০২ ও ০৩-এর জন্য ১৯০০ টাকা, ০৪-এর জন্য ১৮০০ টাকা ও অন্যান্য ভাতা, সুইপার-কাম-ফারাশের জন্য মোট বেতন ৬০০০ টাকা।

Image Source: Google

যোগ্যতা: পোস্ট কোড ০১: যে-কোনো শাখায় গ্র্যাজুয়েশন সহ স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা ও ডয়েকের সিসিসি সার্টিফিকেট। পোস্ট কোড ০২: উচ্চমাধ্যমিক/সমতুল পাশ সহ ডোয়েকের সিসিসি সার্টিফিকেট এবং কম্পিউটারে মিনিটে ৩০ শব্দের গতিতে হিন্দি বা ৪০ শব্দের গতিতে ইংরেজিতে টাইপ করার দক্ষতা। পোস্ট কোড ০৩: মাধ্যমিক/সমতুল পাশ সহ ৪ চাকার গাড়ি ড্রাইভিং লাইসেন্স ও অন্তত ৩ বছর ওই ড্রাইভিংয়ের অভিজ্ঞতা। পোস্ট কোড ০৪: ১. ক্লাস এইট পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট। পোস্ট কোড ০৪: ২. মাধ্যমিক/সমতুল পাশ। পোস্ট কোড ০৪: ৩-৪. ক্লাস এইট পাশ। পোস্ট কোড ০৪: ৫. ক্লাস সিক্স পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি: অফলাইন অবজেক্টিভ(ওএমআর) লিখিত পরীক্ষা, বিভিন্ন পোস্ট কোডের জন্য বিভিন্ন দিনে, উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়। সফল হলে কম্পিউটার টাইপ টেস্ট/স্টেনোগ্রাফি টেস্ট/টেকনিক্যাল ড্রাইভিং টেস্ট ইত্যাদি যাঁদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য।

আবেদনের ফি: পোস্ট কোড ০১ ও ০২-এর জন্য ৫০০ টাকা, ০৩ ও ০৪-এর জন্য ৪০০ টাকা। ব্যাঙ্ক চার্জ বাড়তি লাগবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে, আগামী ৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে, এই ওয়েবসাইটে: www.allahabadhighcourt.in। আরও বিস্তারিতও জানা যাবে এই সাইটে, ৬ ডিসেম্বর থেকে।

]]>
দেশের রিজার্ভ ব্যাংকে ২৭০ জন কর্মী নিয়োগ https://thenewsbangla.com/recruitment-of-270-employees-to-the-rbi-or-reserve-bank-of-india/ Tue, 13 Nov 2018 06:00:48 +0000 https://www.thenewsbangla.com/?p=2284 The News বাংলা, কলকাতা: সারা দেশে ২৭০ জন সিকিউরিটি গার্ড নেবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

Image Source: Google

বিভিন্ন অফিসে শূন্যপদের বিন্যাস:

ক্রমিক সংখ্যা ১৩: কলকাতা, শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ১: আহমেদাবাদ, শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ২: বেঙ্গালুরু, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৩: ভুবনেশ্বর, শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ৪: ভোপাল, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৫: চণ্ডিগড়, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ২)।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ

ক্রমিক সংখ্যা ৬: চেন্নাই, শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১৭, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৭: নতুন দিল্লি, শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ৮: গুয়াহাটি, শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি উপজাতি ৬)। ক্রমিক সংখ্যা ৯: হায়দরাবাদ, শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১০: জম্মু, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১১: জয়পুর, শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ১২: কানপুর, শূন্যপদ ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, ওবিসি ৩)।

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকেই ডব্লুবিসিএস ২০১৯ এর আবেদন শুরু

ক্রমিক সংখ্যা ১৪: লক্ষ্ণৌ, শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ১৫: মুম্বই, শূন্যপদ ৮০ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ২১, ওবিসি ১৫)। ক্রমিক সংখ্যা ১৬: নাগপুর, শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ১৭: পাটনা, শূন্যপদ ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১৮: তিরুবনন্তপুরম, শূন্যপদ ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, ওবিসি ৬)।

Image Source: Google

বয়সসীমা: ১ নভেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। ওবিসিদের ক্ষেত্রে ২৮ বছর ও তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর।

যোগ্যতা: কোনো স্বীকৃত স্টেট এডুকেশন বোর্ড থেকে দশম শ্রেণি পাশ (এসএসসি/ ম্যাট্রিকুলেশন)। স্নাতক ও উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে। যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের বাসিন্দা হতে হবে।

পারিশ্রমিক: শুরুতে বেসিক পে ১০৯৪০ টাকা। মূল বেতনক্রম ১০৯৪০-২৩৭০০ টাকা।

Image source: Google

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে টেস্ট অব রিজনিং (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), জেনারেল ইংলিশ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর)। মোট ১০০টি প্রশ্ন, ১০০ নম্বর, সময় ৮০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে বিই কোর্স করিয়ে ৯০ জন অফিসার নেবে আর্মি

আবেদনের ফি: কেবল ইন্টিমেশন চার্জ হিসাবে ৫০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি https://ibpsonline.ibps.in/rbirsgoct1/ লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করার আগে ছবি ও সই স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।

]]>
মাধ্যমিক পাসে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ https://thenewsbangla.com/airports-authority-of-india-recruits-a-lot-on-secondary-pass-qualification/ Sat, 10 Nov 2018 10:48:19 +0000 https://www.thenewsbangla.com/?p=2109 The News বাংলা: এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জুনিয়র ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। একনজরে দেখে নিন সেই দুটি বিজ্ঞপ্তি।

Image Source: Google

১) বিজ্ঞপ্তি নম্বর: 02/2018/ER-Rectt. (Jr.Asstt.(FS). জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে ৬৪ জন নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর এবং সিকিমে বসবাসকারী প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৬৪ (অসংরক্ষিত ৪৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৭, ওবিসি এনসিএল ৮)।

বেতনক্রম: মূল বেতন ১২৫০০-২৮৫০০ টাকা।

Image Source: Google

যোগ্যতা: দশম শ্রেণি পাস সঙ্গে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল/ অটোমোবাইল/ ফায়ারে তিন বছরের নিয়মিত ডিপ্লোমা। ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অথবা মিডিয়াম ভিকল লাইসেন্স বিজ্ঞপ্তি বেরোনোর অন্তত এক বছর আগে ইস্যু হতে হবে অথবা হালকা যান চালানোর বৈধ লাইসেন্স বিজ্ঞপ্তি বেরোনোর অন্তত দু বছর আগে ইস্যু করা হতে হবে।

আরও পড়ুন: মঙ্গলবার থেকেই ডব্লুবিসিএস ২০১৯ এর আবেদন শুরু

বাঞ্ছনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: ১) দ্বাদশ শ্রেণি স্তরে কম্পিউটার একটি বিষয় হিসেবে থাকা। ২) এনসিসি বি সার্টিফিকেট। ৩) অ্যাভিয়েশন/ রেগুলার/ ইন্ডাস্ট্রিয়াল ফায়ার সার্ভিসে অভিজ্ঞতা। ৪) এএআই ফায়ার ট্রেনিং এস্টাব্লিশমেন্ট থেকে বেসিক ফায়ার ফাইটিং ট্রেনিং কোর্স। ৫) ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে সাব ফায়ার অফিসার কোর্স।

বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি, প্রাক্তন সেনাকর্মী ও এয়ারপোর্টস অথরিটিতে কর্মরত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৬৭ সেন্টিমিটার। বুকের ছাতির মাপ ৮১ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন অন্তত ৫৫ কেজি। মহিলাদের উচ্চতা ১৫৭ সেন্টিমিটার। ওজন হতে হবে অন্তত ৪৫ কেজি।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে বিই কোর্স করিয়ে ৯০ জন অফিসার নেবে আর্মি

দৃষ্টিশক্তি: দূরের দৃষ্টি দুচোখে চশমা ছাড়া ৬/৬। কছের দৃষ্টি দুচোখে চশমা ছাড়া এন৫। বর্নান্ধতা, রাতকানা রোগ, চ্যাটালো পায়ের পাতা, ভাঙা হাঁটু, ট্যারা চোখ ও দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে আবেদন করতে পারবেন না।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড/ অনলাইন পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট, ড্রাইভিং টেস্ট, ফিজিক্যাল এনডিওরেন্স টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৪০০ টাকা। এগজেমটেড ক্যাটেগরির প্রার্থীদের ফি দিতে হবে না। ইন্টারনেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

Image Source: Google

আবেদনের পদ্ধতি: http://www.aai.aero ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে বাঁপাশে ‘কেরিয়ার’ লিঙ্কে ক্লিক করলে যে ওয়েবপেজ খুলবে (https://www.aai.aero/en/careers/recruitment) সেখানে ‘রেজিস্ট্রেশন লিঙ্ক’ থেকে খুলবে https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/56446//Instruction.html পাতা।

সেখানেই দেওয়া নির্দেশ মতো (যেমন, I Agree that I have read and understood clearly….. অংশটিতে টিক মেরে) ‘রেজিস্ট্রেশন লিঙ্ক’-এর নিচে ‘স্টার্ট’ লিঙ্কের মাধ্যমে প্রথমে এককালীন রেজিস্ট্রেশন করতে হবে (আগে রেজিস্ট্রেশন করা থাকলে নতুন করে তা করার দরকার নেই, আগের রেজিস্ট্রেশনেই চলবে)। তারপর যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন তাই দিয়ে ‘ALREADY REGISTERED CANDIDATES – CLICK HERE TO LOGIN’ লিঙ্কের মাধ্যমে ডুকে অনলাইন আবেদন করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখা যাবে সরাসরি এই লিঙ্কে:
https://cdn.digialm.com/per/g01/pub/1258/EForms/image/Notification-Final-JAF-2018.pdf

২) বিজ্ঞপ্তি নম্বর: 01/2018-Rectt.(PWD). শারীরিক প্রতিবন্ধী কোটায় ৭ জন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (স্টেনো) ও অ্যাসিস্ট্যান্ট (অফিস) নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে পারবেন ওপরের মতো http://www.aai.aero ওয়েবপেজের কেরিয়ার লিঙ্ক থেকে।

]]>
মঙ্গলবার থেকেই ডব্লুবিসিএস ২০১৯ এর আবেদন শুরু https://thenewsbangla.com/the-wbcs-2019-application-will-start-from-tuesday/ Mon, 05 Nov 2018 13:23:50 +0000 https://www.thenewsbangla.com/?p=1957 The News বাংলা: ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিঃ) এগজামিনেশন ২০১৯–এর বিস্তারিত তথ্য জানানো হল। আবেদন শুরু হবে ৬ নভেম্বর সকাল ১১টা থেকে, চলবে ২৬ নভেম্বর ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত। বিজ্ঞপ্তিনম্বর: ২৯/২০১৮। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।

নিচের যোগ্যতার যে–কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। একটি আবেদনপত্রেই গ্রুপএ, বি, সি ও ডি-র মধ্যে এক বা একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন যোগ্যতা ও বয়স মিললে, পদ-পছন্দের ক্রম উল্লেখ করে দিলেই হবে।

Image Source: Google

ডব্লুবিসিএস ২০১৯ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০ জানুয়রি ২০১৯।

আরও পড়ুন: কলকাতা পুলিশে প্রচুর পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি।
বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি ভাষীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়)।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস (গ্রুপ বি)-এর ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১.৬৫ মিটার ও মহিলা প্রার্থীদের ১.৫০ মিটার হতে হবে।
গোর্খা, গাড়োয়ালি ও অসমের উপজাতি ইত্যাদি প্রার্থীরা উচ্চতার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

বয়সসীমা: গ্রুপ এ ও সি–র ক্ষেত্রে বয়স হতে হবে ২১–৩৬ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৮৩ থেকে ১ জানুয়ারি ১৯৯৮-র মধ্যে)।

গ্রুপ বি (ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস) ২০–৩৬ বছরের মধ্যে (জন্মতারিখহতে হবে ২ জানুয়ারি ১৯৮৩ থেকে ১ জানুয়ারি ১৯৯৯-র মধ্যে)। গ্রুপ ডি–র জন্য বয়স হতে হবে ২১–৩৯বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৮০ থেকে ১ জানুয়ারি ১৯৯৮-র মধ্যে)। সবক্ষেত্রেই ১ জানুয়ারি২০১৯ তারিখের হিসেবে বয়স ধরা হয়েছে।

১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে যাঁদের বয়স ২০ ও ২১ বছর(জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৯৮ এবং ১ জানুয়ারি ১৯৯৯) তাঁরা কেবলমাত্র গ্রুপ বি পদের জন্য আবেদনকরতে পারবেন।

আরও পড়ুন: কেন্দ্রীয় আইবিতে ১০৫৪ মাধ্যমিক পাশ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়মঅনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

Image Source: Google

বেতনক্রম অনুযায়ী গ্রুপ: গ্রুপ এ: পে ব্যান্ড ফোর এ অনুযায়ী ১৫৬০০–৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা।সঙ্গে অন্যান্য ভাতা। গ্রুপ এ-র মধ্যে রয়েছে :
১) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ)। ২)অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভেনিউ সার্ভিস। ৩) ওয়েস্ট বেঙ্গল কো–অপারেটিভ সার্ভিস। ৪) ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। ৫) ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস। ৬)ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস (এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল পদ ছাড়া)।

গ্রুপ বি: ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। পে ব্যান্ড ফোর এ অনুযায়ী ১৫৬০০–৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

আরও পড়ুন: রাজ্যের ডাকবিভাগে ২৬৬ জন নিয়োগ

গ্রুপ সি: পে ব্যান্ড ফোর অনুযায়ী ৯০০০–৪০৫০০ টাকা, গ্রেড পে ৪৮০০ টাকা। এই গ্রুপে আছে :
১)সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম/ ডেপুটি সুপারিন্টেডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম। ২)জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ৩) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনসিউমার অ্যাফেয়ার্স অ্যান্ডফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস। ৪) ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। ৫) ওয়েস্ট বেঙ্গলসাবর্ডিনেট ল্যান্ড রেভেনিউ সার্ভিস। ৬) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। ৭) জয়েন্ট রেজিস্ট্রার(ওয়েস্ট বেঙ্গল স্টেট কনসিউমার ডিসপুটস রেড্রেসাল কমিশন, কনসিউমার অ্যাফেয়ার্স দপ্তর)। ৮)অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভেনিউ অফিসার (ইরিগেশন) ৯) চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস।

গ্রুপ ডি: পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৭১০০–৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। ১)ইনস্পেক্টর অব কো–অপারেটিভ সোসাইটি। ২) পঞ্চায়েত ডেভলপমেন্ট অফিসার (পঞ্চায়েত অ্যান্ড রুরালডেভেলপমেন্ট দপ্তর)। ৩) রিহ্যাবিলিটেশন অফিসার (রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন দপ্তর)।

Image Source: Google

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি, মেইন পরীক্ষা ও পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে প্রিলিমিনারি ও মেইন।

প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে:
১. ইংলিশ কম্পোজিশন,২. জেনারেল সায়েন্স, ৩. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলির কারেন্ট অ্যাফেয়ার্স, ৪. ভারতীয় ইতিহাস, ৫. ভারতের ভূগোল সঙ্গে পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্ব, ৬. ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ৭. ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ৮. জেনারেল মেন্টাল এবিলিটি। এর প্রত্যেকটিতে ২৫ নম্বর করে মোট ২০০ নম্বরথাকবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে মেইন পরীক্ষা দিতে পারবেন।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে বিই কোর্স করিয়ে ৯০ জন অফিসার নেবে আর্মি

মেইন পরীক্ষায় ৬টি পেপার থাকবে:
পেপার ওয়ানে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় লেটাররাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি, কম্পোজিশন ও অনুবাদ।

পেপার টুতে ইংলিশ লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং,প্রেসি, কম্পোজিশন, ইংরেজি থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় অনুবাদ।
পেপার থ্রিতে জেনারেল স্টাডিজ-ওয়ান (ভারতীয় ইতিহাস ও ভূগোল পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্ব সহ)। পেপার ফোরে জেনারেল স্টাডিজ-টু (সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট,জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স)।

পেপার ফাইভে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি।পেপার সিক্সে অ্যারিথমেটিক ও রিজনিং। সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

Image Source: Google

প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র (ব্র্যাকেটে কোড সহ): উত্তর কলকাতা (০১)। দক্ষিণ কলকাতা (০২)। বারুইপুর(০৩)। ডায়মন্ড হারবার (০৪)। ব্যারাকপুর (০৫)। বারাসাত (০৬)। হাওড়া (০৭)। বর্ধমান (০৮)। আসানসোল(০৯)। মেদিনীপুর (১০)। তমলুক (১১)। বাঁকুড়া (১২)। বহরমপুর (১৩)। মালদা (১৪)। জলপাইগুডিড় (১৫)। আলিপুরদুয়ার (১৬)। কোচবিহার (১৭)। শিলিগুডিড় (১৮)। কালিম্পং (১৯)। দার্জিলিং (২০)।

আরও পড়ুন: ব্যাঙ্কে ৮০০ প্রবেশনারি অফিসার পদে নিয়োগ

আবেদনের ফি: ২১০ টাকা। বাড়তি সার্ভিস চার্জ। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.pscwbapplication.in বা www.pscwbonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করার আগে ‘ওয়ান টাইম এনরোলমেন্ট’ স্কিমে নাম নথিভুক্ত করতে হবে উপরোক্ত ওয়েবসাইটে, যাঁদের আগে এনরোলমেন্ট করা আছে তাঁদের পুনরায় করতে হবে না।

]]>
কলকাতা পুলিশে প্রচুর পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ https://thenewsbangla.com/kolkata-police-recruited-many-male-and-female-civic-volunteers/ Wed, 31 Oct 2018 12:01:56 +0000 https://www.thenewsbangla.com/?p=1771 কলকাতা: কলকাতা পুলিশের ৩টি ডিভিশন/ ইউনিটে ১২৫ জন পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: FRC/Recruit/10/2018, তারিখ: ২৯ অক্টোবর ২০১৮।

Image Source: Google

শূন্যপদ: কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ-এ শূন্যপদ ১০০। কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশে শূন্যপদ ৫০। কলকাতার পুলিশ সার্ভিস ডিপোয় শূন্যপদ ১৫।

যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য কলকাতা পুলিশের আওতাধীন এলাকার বাসিন্দা হলে অগ্রাধিকার। এছাড়া অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। খেলাধূলা এবং এনসিসি ক্যাডেট/ স্কাউটস/ এনএসএস গাইড/ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

কম্পিউটারে কাজের দক্ষতা এবং তার সার্টিফিকেট থাকতে হবে। কোনো থানায় ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন করা যাবে না। শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সবল হতে হবে। সাঁতার/জীবন রক্ষার কাজ/ওপরে বাওয়া/ইলেকট্রিকের কাজ/কলমিস্ত্রির কাজ/মোটর মেকানিকের কাজ/ওয়েল্ডিং/কাটিং/কার্পেন্ট্রি/পেইন্টিংয়ের কাজ জানতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৬০ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরে নিযুক্ত প্রার্থীদের ২ সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে।

Image Source: Google

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের ফর্ম পাবেন নিচের ঠিকানাগুলিতে, তাছাড়া এ ফোর মাপের কাগজে ডাউনলোড করেও নিতে পারেন।

সেটি পূরণ করে সঙ্গে সঙ্গে নিজের অ্যাটেস্টেড করা আইডেন্টিটি প্রুফ (প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ ছবি সহ ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড/ ছবি সহ ই-আধার কার্ড), নিজের অ্যাটেস্টেড করা অ্যাড্রেস প্রুফ (পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ ছবি সহ ব্যাঙ্ক পাসবুক/ আধার কার্ড/ ছবি সহ ই-আধার কার্ডশ ইলেক্ট্রিক বিল/ টেলিফোন বিল), নিজের অ্যাটেস্টেড করা সাম্প্রতিক ছবি, নিজের অ্যাটেস্টড করা বয়সের প্রমাণপত্র, নিজের অ্যাটেসস্টেড করা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কপি দিতে হবে।

একজন প্রার্থী একটি ইউনিটের জন্যেই আবেদন করতে পারবেন। আবেদন সরাসরি গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে, নিচের ঠিকানায়। ডাকযোগে জমা নেওয়া হবে না। আবেদনপত্রের খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER’. আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে www.kolkatapolice.gov.in-এর ওয়েবসাইট থেকে। বা সরাসরি এই http://kolkatapolice.gov.in/images/docs/Enrolment_125_CVs.pdf লিঙ্কে গিয়েও আবেদনপত্রের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি ড্রপ বাক্সে জমা দেবার শেষ তারিখ ৫ নভেম্বর ২০১৮, বিকাল ৫টা। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: Deputy Commissioner of Police, Combat Battalion Kolkata, 247, A.J.C Bose Road, Kolkata-700027

]]>
উচ্চ মাধ্যমিক পাশে বিই কোর্স করিয়ে ৯০ জন অফিসার নেবে আর্মি https://thenewsbangla.com/indian-army-take-90-officers-after-giving-be-courses-on-hs-pass-students/ Tue, 30 Oct 2018 16:48:05 +0000 https://www.thenewsbangla.com/?p=1708 The News বাংলা: আপনি কি উচ্চ-মাধ্যমিক পাশ? ইন্ডিয়ান আর্মিতে কাজ করতে চান? তাহলে আর দেরি না করে নিচের চাকরির খবর পরে আবেদন করে দিন।

অনলাইনে আবেদন:
বিই/বিটেক কোর্স করিয়ে ৯০ জন তরুণ অফিসার নেবে ভারতীয় সেনাবাহিনী। ১০+২ টেকনিক্যাল এন্ট্রি স্কিম (টিইএস) কোর্স-৪১-এর মাধ্যমে। ক্যাডেট হিসাবে স্টাইপেন্ড সহ জওহরলাল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড ৪ বছরের (৮ সেমেস্টার) ওই কোর্স ও ট্রেনিং শেষ হলে নিয়োগ হবে পার্মানেন্ট কমিশনে। আবেদন করতে হবে অনলাইনে। এই সুযোগ শুধু অবিবাহিত পুরুষদের জন্য।

Image Source: Google

মোট শূন্যপদ:
৯০টি। তবে ট্রেনিংয়ের উপর নির্ভর করে এই সংখ্যার পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: কেন্দ্রীয় আইবিতে ১০৫৪ মাধ্যমিক পাশ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল পাশ, তবে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে মোট ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।

বয়সসীমা:
কোর্স শুরুর মাসের এক তারিখের হিসাবে বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ ১ জানুয়ারি, ২০০০ তারিখে বা তার পর থেকে ১ জানুয়ারি ২০০৩ তারিখে বা তার আগে।

Image Source: Google

শারীরিক যোগ্যতা:
প্রার্থীকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হতে হবে। ভালো স্বাস্থ্য থাকতে হবে। ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫৭.৫ সেমি (উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে ৫ সেমি ছাড় পাওয়া যাবে),

আরও পড়ুন: রাজ্যের ডাকবিভাগে ২৬৬ জন নিয়োগ

ওজন:
ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন ১৫৭ সেমি উচ্চতা থাকলে ১৬-১৭ বছর বয়সের প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে ৪৫ কেজি। ১৭-১৮ বছর বয়সের প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ কেজি। ১৮-১৯ বছর বয়সের প্রার্থীদের ক্ষেত্রে ৪৮ কেজি। ১৯-২০ বছর বয়সের প্রার্থীদের ৪৯ কেজি।

ছাতি ও চোখ:
উপযুক্ত বুকের ছাতি থাকতে হবে ও তা অন্তত ৫ সেমি ফোলাতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ৬/৬। মায়োপিয়া থাকলে তা ২.৫ ডায়প্টারের বেশি যেন না হয়। হাইপারমেট্রোপিয়া থাকলে তা ৩.৫ ডায়প্টারের বেশি হলে চলবে না। বাইনোকুলার ভিশন অৰ্থাৎ দুচোখে আলাদা-আলাদা ভাবে দেখার সমান ক্ষমতা থাকা চাই।

ট্রেনিং:
প্রথমে ৪১তম কোর্সে পাঁচ বছর। প্রথম বছরে ট্রেনিং হবে গোয়ার অফিসারস’ ট্রেনিং অ্যাকাডেমিতে। তারপর টেকনিক্যাল ট্রেনিং হবে চার বছরের, দুটি ধাপে। তাতে ফেজ-ওয়ানের ট্রেনিং তিন বছরের। ট্রেনিং চলবে সিএমই পুণে, এমসিটিই মাউ ও এমসিইএমই সেকেন্দ্রাবাদে। ফেজ-২ ট্রেনিং এক বছরের। উপরের তিনটি জায়গায় ট্রেনিং হবে। ট্রেনিং শেষে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে। ট্রেনিংয়ের বইপত্র সহ সমস্ত খরচ সরকার বহন করবে।

আরও পড়ুন: ব্যাঙ্কে ৮০০ প্রবেশনারি অফিসার পদে নিয়োগ

স্টাইপেন্ড, বেতন:
ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ৫৬৫০০ টাকা হিসাবে স্টাইপেন্ড দেওয়া হবে, তৃতীয় বছরের পর। চার বছর ট্রেনিং শেষ হওয়ার পর প্রথমে লেফটেন্যান্ট র‍্যাঙ্কে বেতন, পরে পদোন্নতি হলে সেইমতো বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক ভাতা বাড়বে। যেমন লেফটেন্যান্ট র‍্যাঙ্কের ক্ষেত্রে পে ব্যান্ড-১০ অনুযায়ী পে স্কেল ৫৬১০০-১৭৭৫০০ টাকা, ক্যাপ্টেন র‍্যাঙ্কের ক্ষেত্রে পে ব্যান্ড-১০বি অনুযায়ী পে স্কেল ৬১৩০০-১৯৩৯০০টাকা। এছাড়াও মিলিটারি পে মাসে ১৫৫০০ টাকা, অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা আছে।

Image Source: Google

প্রার্থী নির্বাচন:
প্রার্থী বাছাই করবে সার্ভিসেস সিলেকশন বোর্ড। প্রাথমিক ভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউ হবে ভোপাল, বেঙ্গালুরু, কাপুরথালা অথবা এলাহাবাদে। ইন্টারভিউ চলবে পাঁচ দিন ধরে। সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে। প্রথম ধাপে সফল হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা দেওয়া যাবে। সফল না হলে ওই দিনই ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইস্টার্ন রেলে ২৯০৭ টি পদে নিয়োগ

আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অনলাইনে। www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, সাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী। আবেদন করার আগে সমস্ত নিয়মাবলি বিস্তারিত পড়ে নেওয়া ভালো। সঠিক ভাবে পূরণ করা আবেদনপত্র সাবমিট করার পর একটি রোল নম্বর পাবেন। সেটি টুকে যত্ন করে রাখবেন। আবেদন সাবমিট করার পর তার দুটি প্রিন্ট-আউট নেবেন। এককপি প্রিন্ট-আউটে সঠিক জায়গায় সই করবেন। এই দুই কপি প্রিন্ট-আউট, ২০ কপি পাসপোর্ট মাপের ছবি, মাধ্যমিকের মার্কশিট/ সার্টিফিকেট (বয়সের প্রমাণপত্র হিসাবে), উচ্চমাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এবং একটি সচিত্র পরিচয়পত্র ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে।

Image Source: Google

প্রিন্ট-আউটের একটি কপি প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হবে। অনলাইনে ২৭ নভেম্বর, ২০১৮ বেলা ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আর দেরি না করে আবেদন করে দিন।

আরও চাকরির খবর পেতে চোখ রাখুন The News বাংলা Web Portal News এ www.thenewsbangla.com। চোখ রাখুন The News বাংলা র Facebook Page এ।

]]>