Manab Guha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 19 Jun 2019 16:55:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Manab Guha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে নিগ্রহের জের, কড়া পদক্ষেপ পুলিশের https://thenewsbangla.com/miss-india-ushoshi-sengupta-harrasment-kolkata-police-take-strong-action/ Wed, 19 Jun 2019 16:55:54 +0000 https://www.thenewsbangla.com/?p=14134 মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে নিগ্রহের জের, কড়া পদক্ষেপ পুলিশের। চারু মার্কেট থানার ঘটনার পর; বুধবার সব ডিসি, জয়েন্ট সিপিদের নিয়ে মিটিং করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেখানে ঠিক হয় একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি হবে। তা মেনেই কাজ করতে হবে। এদিকে এই ঘটনায় এক পুলিশ অফিসারকে সাসপেন্ড ও দুই পুলিশ অফিসারকে শোকজ করা হয়েছে।

মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে নিগ্রহের জের; সাসপেন্ড করা হয় চারুমার্কেট থানার সাব ইন্সপেক্টর পীযূষ বলকে। ঘটনার রাতে তিনিই থানার ডিউটি অফিসার ছিলেন। এছাড়াও শোকজ করা হয় ভবানীপুর থানাই এস আই; মেনন মজুমদারকে ও ময়দান থানার সাব ইন্সপেক্টর পার্থ চ্যাটার্জীকে। কর্তব্যে গাফিলতির অভিযোগ এঁদের প্রত্যেকের বিরুদ্ধেই।

আরও পড়ুনঃ থানার সামনেই হেনস্থা; নিষ্ক্রিয় পুলিসের উপরে ভরসা নেই মিস ইন্ডিয়ার

এদিনের বৈঠকে আলোচনা হয় ভবিষ্যতে যেন; থানার এরিয়া ভেবে কাজ না করা হয়। রাতে যত ফোর্স থাকে; তাদের মধ্যে যোগাযোগ থাকতে হবে। থানা আর ট্র্যাফিক; যৌথভাবে রাতের শহর সামলাবে। ট্রাফিক কন্ট্রোল আর ওসি কন্ট্রোল এর মধ্যে; সংযোগ থাকবে।

আরও পড়ুনঃ পার্ক সার্কাস খিদিরপুরে বিনা হেলমেটের বাইক বাহিনী ঘিরে পুলিশের উপর ক্ষোভ বাড়ছে মানুষের

সিদ্ধান্ত হয় রাতে থানার সিসিটিভি; মনিটর করার লোক থাকবে। নাইট রাউন্ড অফিসারদের; নজরদারি বেশি করতে হবে। এই সব সিদ্ধান্ত বৃহস্পতিবার লিখিত আকারে; প্রত্যেক থানায় পাঠানো হবে।

আরও পড়ুনঃ ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বুধবারের মিটিংয়ে আলোচনা হয়; কেন এরকম ঘটনা ঘটল; কোথায় খামতি তা নিয়ে আলোচনা হয়। ডিসি সাউথ সেখানে প্রাথমিক রিপোর্ট জমা দেন। তার ভিত্তিতে সাসপেন্ড করা হয়; চারুমার্কেট থানার সাব ইন্সপেক্টর পীযূষ বলকে। শোকজ করা হয় ভবানীপুর থানাই এস আই; মেনন মজুমদারকে ও ময়দান থানার সাব ইন্সপেক্টর পার্থ চ্যাটার্জীকে।

এদিকে মিস ইন্ডিয়া নিগ্রহের জেরে; ধৃত ৭ জনের ২ দিনের পুলিশি হেফাজত হয়েছে। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে হইচই শুরু হয়ে গেছে। বিশেষ একটি সম্প্রদায়ের মানুষ বলেই কি; ব্যবস্থা নিতে চায়নি পুলিশ? উঠে গেছে প্রশ্ন।

]]>
মমতার নির্দেশকে বুড়ো আঙুল, সিন্ডিকেট জুলুমে রাজ্য ছাড়ছেন শিল্পপতি https://thenewsbangla.com/mamta-assurance-fail-industrialist-leaving-bengal-for-sindicate-harassment/ Fri, 30 Nov 2018 14:32:11 +0000 https://www.thenewsbangla.com/?p=3347 The News বাংলা, শিলিগুড়িঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরও শিলিগুড়িতে বহাল তবিয়তে চলছে তৃণমূলের সিন্ডিকেট রাজ। ছোট থেকে বড় কিংবা মাঝারি প্রতিটি শিল্পের ক্ষেত্রেই এই সিন্ডিকেট রাজের দাদাগিরিতে ময়দান ছেড়ে পালাচ্ছে শিল্পপতিরা। তারপরেও শীতঘুমে রাজ্য প্রশাসন। শিল্প করতে এসে সিন্ডিকেটের বাধা পেয়ে এবার শিলিগুড়ির ফুড পার্ক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন শিল্পপতি কমল মুন্দ্রা।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকারীদের সরকারী সুবিধা থেকে বঞ্চিত করতে বাংলায় এনআরসি-র দাবি

একদিকে যখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে শিল্প টানতে বিশেষ উদ্যোগী হয়েছেন, অন্যদিকে তাঁর দলেরই রাঘব বোয়ালদের সিন্ডিকেট রাজ বাধ সাধছে শিল্প করতে। আর উত্তরবঙ্গে শিল্প করতে এসে প্রথমিক পর্যায়েই বাধার মুখে পড়ে হতাশ শিল্পপতিরা। অভিযোগ, উত্তরবঙ্গে শিল্প আসতে শুরু হতেই শাসক দলের ছত্রছায়ায় সিন্ডিকেট রাজ মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। ফলে ময়দান ছেড়ে পালাচ্ছে শিল্পমহল।

আরও পড়ুন: রথযাত্রা উপলক্ষে বাংলায় মোদীর জনসভায় লোকসভার দামামা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে, ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপাকুরিতে শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ফুড পার্ক গড়ে উঠতে চলেছে। এখানে প্রায় ২৫ টি শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিস্ক ফার্ম, গনেশ আটা ও ইভা এক্সোটিকার মত কারখানা গড়ে উঠেছে।

আরও পড়ুন: পাপ ঢাকতে শিশু বলিদান, জন্মেই অনাথ শিশুরা অসহায়

আরও অনেক শিল্পপতি এখানে তাদের কারখানা গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করেছেন। কিন্তু মহানন্দা ফুড প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ২৫ কোটি টাকা খরচ করে মিল্ক প্রডাক্ট ও ফ্রুট জুসের কারখানা তৈরী করতে এসে সিন্ডিকেটের রাজের দাপটে নাজেহাল শিল্পপতি কমল মুন্দ্রা।

অভিযোগ, এই ফুড পার্কে বেআইনিভাবে একটি অফিস খোলা হয়েছে। তার নাম রোহামু মহম্মদ বক্স ফুড পার্ক মেটেরিয়াল্স সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান। তাদের রিজিস্ট্রেশান নাম্বারও রয়েছে।

আরও পড়ুন: সাংসদ আলুওয়ালিয়াকে পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ বিনয় তামাংয়ের

অভিযোগ, কারখানা গড়ে তোলার জন্য তাদের সংগঠন থেকেই যাবতীয় মালপত্র থেকে শুরু করে শ্রমিক নিতে বাধ্য করতে চাইছে এই রোহামু মহম্মদ বক্স ফুড পার্ক মেটেরিয়াল্স সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান। শুধু তাই নয় বাজার মুল্য থেকে ৪০ শতাংশ বেশী মুল্যে তারা তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Siliguri Sindicate Raj/The News বাংলা
Siliguri Sindicate Raj/The News বাংলা

নিরূপায় হয়ে শিল্পপতি কমল মুন্দ্রা, নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশনের দারস্থ হন। সংগঠনের সাধারন সম্পাদক সুরজিৎ পাল জানান, বিষয়টি জানতে পেরে তারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কয়েকজনের সাথে বসে আলোচনা করেন। তারা পার্কের মেটেরিয়াল্স সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানকে মালপত্রের দামের কোটেশান জমা দিতে বলেন ও নিয়ম অনুযায়ী যারা কম দামে মাল দেবে তাদের থেকে মালপত্র নেবে বলে জানানো হয়।

আরও পড়ুন: ‘সফল’ কৃষক মিছিলে শুরু ব্রিগেড ও লোকসভার প্রস্তুতি

কিন্তু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান তা মানতে নারাজ। অভিযোগ, বাজারের থেকে বেশি মুল্য হলেও তাদের কাছ থেকেই মালপত্র থেকে শুরু করে শ্রমিক সবটাই নিতে হবে বলে তারা হুমকি দেয়। তা না হলে কারখানা গড়তে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছে তারা। সুরজিৎবাবু আরও জানান, গতকাল তারা বাধা দিতে এলে ফাঁসিদেওয়া থানার পুলিশ এসে কয়েকজনকে ধরে নিয়ে যায়।

আরও পড়ুন: পার্লামেন্টে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ান যায় শপিং মলে নিষেধাজ্ঞা

পরে তাদের ছেড়েও দেওয়া হয়৷ এরপরও সেখানে বাইরে থেকে মালপত্র গেলে আটকে দেওয়া হয় ও লরির চাকার হাওয়া খুলে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তাদের প্রাণে মেরে ফোলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে গতকাল সংগঠনের পক্ষ থেকে এসজেডিওর সিইওর সাথে দেখা করে কথা বললে সিইও বিষয়টি দেখবেন বলে জানান।

আরও পড়ুন: কোর্স করলেই চাকরি! ভুয়ো বিজ্ঞাপনের আড়ালে প্রতারনার ফাঁদ

সংগঠনের পক্ষ থেকে এসজেডিএর সিইও এবং চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, পর্যটন মন্ত্রী গৌতম দেব, রাজ্য সরকারের এমএসএমই দপ্তরের মুখ্যসচিব সহ ডিরেক্টরকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে যদি সমস্যার সমাধান করা না হয় তাহলে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে।

আরও পড়ুন: অসুস্থ শিল্পীকে ‘বঙ্গরত্ন’ দেওয়ার দাবী নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রছাত্রীরা

নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সুরজিৎ পাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে শিল্প গড়ে তোলার ব্যাপারে যথেষ্ট উৎসাহি। কিন্তু এভাবে সিন্ডিকেট রাজ চললে শিল্প গড়ে ওঠা সম্ভব নয়। এরপর, ফুডপার্কে অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা।

শিল্পপতি কমল মুন্দ্রা বলেন, ‘আমি বিহার, বহরমপুর, ত্রিপুরাতেও কারখানা গড়ে তুলেছি। কিন্তু কোথাও এমন বাধার মুখে পড়তে হয় নি। এরকম চলতে থাকলে শেষ পর্যন্ত ফুডপার্কে কারখানা গড়ে তুলব না। এখানেই কাজ বন্ধ করে দেব’।

এ বিষয়ে ফাঁসিদেওয়ার ব্লক সভাপতি আইনুল হক জানান, এখানে কোনো সিন্ডিকেট রাজ চলছে, না যারা কম দামে মালপত্র দেবে তাদের থেকেই মাল নেওয়া হবে। কিন্তু তাতে সিন্ডিকেট রাজ এর বিরুদ্ধে মুখ খোলা থামাচ্ছেন না শিল্পপতিরা।

]]>
ছোট মেয়েকে হারিয়ে মনমরা মা শীলা ও মুখ্যমন্ত্রী মমতা  https://thenewsbangla.com/after-loosing-her-little-girl-mother-shila-and-chief-minister-mamata-feeling-sad/ Wed, 31 Oct 2018 15:32:48 +0000 https://www.thenewsbangla.com/?p=1781
শিলিগুড়িঃ ছোট মেয়ে আর নেই! তাই সারাদিনই মনমরা মা! বাকি বোনেদের মধ্যেও চঞ্চলতা নেই আগের মত। বুধবারেও সকাল থেকেই মন খারাপ মা শীলা’‌র। ২৪ঘন্টা হয়ে গেল! এদিক ওদিক কোথাও দেখতে পাচ্ছে না ছোট মেয়ে ইকা’কে। ছোট মেয়েকে হারিয়ে মনমরা শীলা। মন খারাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বাঘের মেয়ের নামকরণ যে তিনিই করেছিলেন।
সকালের দিকে নিজের ক্রলেই তিন-চার বার গর্জন দিয়ে ডাকাডাকি করলেও, পরে অন্যান্য দিনের চাইতে অনেকটাই নিস্তেজ, নিশ্চুপ শীলা। মন ভালো নেই মায়ের। মন ভালো নেই ইকার দুই বোনেরও। আজ তারাও সেভাবে ছুটোছুটি করছে না। সাবলিল খেলাধুলায় খানিকটা অনিহা রয়েছে কিকা ও রিকার। ছোট্ট বোন ইকা যে আজ দলে নেই। দলটা ছোট হয়ে গিয়েছে। তাই সকাল থেকে তারাও ডাকাডাকি করে ইকাকে দেখতে না পেয়ে তারাও বিষন্ন।
The News বাংলা
মঙ্গলবার সকালে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মৃত্যু হয় সাড়ে ৫মাস বয়সের রয়্যাল বেঙ্গল টাইগার কন্যা শাবক ইকার। যদিও সুস্থ রয়েছে পার্কের অন্য দুই শাবক কিকা ও রিকা। জানা যায়, গত দিন সাতেক আগে তিন শাবক মা শীলার পাশেই খেলাধুলা করতে গিয়ে হঠাৎই পায়ে চোট পায় কনিষ্ঠতম শাবক ইকা।
ঘটনার পর থেকেই পার্কের চিকিৎসক ও পাহাড়ের চিকিৎসকের তত্ত্ববধানে চিকিৎসাও চলছিল। গত দু’দিন আগে ইকার অবস্থার অবনতি হয়। এরপর মঙ্গলবার ভোরে মারা যায় সে। এদিন দুপুরেই ময়নাতদন্ত করেছেন ডাক্তাররা। নমুনা সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয় কলকাতায়।
The News বাংলা
সাফারি পার্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অরুন মুখার্জি জানান, দিন সাতেক আগে খেলতে খেলতে পেছনের একটি পা’য়ে চোট পায় শাবকটি। তারপর থেকেই চিকিৎসা চলছিল তার। চারদিন আগে তার শারিরিক অবস্থার সামান্য উন্নতি হলেও পরের দিন থেকে ফের অবস্থার অবনতি হতে থাকে।
এরপর মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ইকা। পরে বন্যপ্রানী আইন অনুযায়ী যেহুতু সিডিউল ১এর অন্তর্গত পরে এই বাঘের প্রজাতিরা, তাই নিয়ম অনুযায়ী দাহ করা হয় শাবকটিকে। দাহ হয়ে যাওয়ায় সেই জায়গা ভালো ভাবে পর্যবেক্ষন করা হয়, যাতে কোন দেহাংশ পরে না থাকে প্রানীটির। এরপর সেই সমস্ত অস্তিভষ্মগুলি একত্রিত করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়।
The News বাংলা
অরুন বাবু আরও জানান, শাবকটিকে বাঁচাতে সমস্তরকম চিকিৎসা করা হয়েছিল। কিন্তু যেহুতু কনিষ্টতম শাবক হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকার কারনেই চিকিৎসায় সাড়া দেয় নি সে। তিনি আরও জানান, মানুষের মতই সমস্ত প্রানীরই সন্তান হারাবার একটা যন্ত্রনা থাকেই। তাই শাবকটির মা শীলাও দু’দিন ধরে মনমরা।
মঙ্গলবার সকালের মত বুধবারও সকালের দিকে খানিক্ষন চিৎকার করলেও, পরের দিকে সারাদিনই মনমরা হয়ে নিস্তেজ হয়ে নিজের ক্রলেই ছিল সে। বাকি দুই শাবকও সকালের দিকে একটু চঞ্চলতা দেখালেও পরে মা’এর পাশেই শুয়ে থাকে দীর্ঘক্ষন। আজ তাদের সেভাবে খেলা করতে দেখা যায় নি।
The News বাংলা
অরুনবাবু আরও জানান, ‘ঘটনা জানার পরই উত্তরবঙ্গে সফররত মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে খোঁজ খবর করেন। তিনি বন্যপ্রানী ভালোবাসেন এবং যেহুতু তিনি শাবক তিনটির নামকরন করেছিলেন, তাই শাবকের মৃত্যুতে তিনিও ভীষণই মর্মাহত। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সহ বাকি মন্ত্রীরাও খোঁজ খবর নেন’।
The News বাংলা
মানুষের সন্তান হারানো মা’এর মতই মন খারাপ বাঘ মা শীলার। রোজই তিন শাবকের সঙ্গে খেলতে দেখা গেলেও, মঙ্গলবার সকাল থেকে ইকাকে দেখতে না পেয়ে খানিকটা আনমনাই ছিল শিলা। ইকা মারা যাবার পর থেকেই ক্রলে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজর রাখা হচ্ছে শীলাকে। যাতে, ইকাকে না পেয়ে রাগে শিলা কিছু করে না বসে, সেইসব পর্যবেক্ষন করার জন্য।
এদিকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের মত শীতকালিন পর্যটন মরসুমে সাফারি পার্কের এই মিষ্টি শাবকের মৃত্যুতে স্বাভাবিকভাবেই পার্ক কর্মীদের পাশাপাশি পর্যটকদেরও মন খারাপ।
]]>